Ads Area


মাধ্যমিক বাংলা সাজেশন (পার্ট–২১) ২০২৫ || Madhyamik Bengali Suggestion (Part-21) 2025

মাধ্যমিক বাংলা সাজেশন (পার্ট–২১) ২০২৫

প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী,

আজ আমরা এই পোষ্টের মাধ্যমে শেয়ার করতে চলেছি মাধ্যমিক বাংলা সাজেশন। যেসব ছাত্র-ছাত্রী ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ। চলো আর দেরি না করে নিচের সাজেশন গুলি দেখে নেয়া যায়।

মাধ্যমিক বাংলা সাজেশন (পার্ট–২১) ২০২৫ || Madhyamik Bengali Suggestion (Part-21) 2025


মাধ্যমিক বাংলা সাজেশন (পার্ট–২১) ২০২৫ || Madhyamik Bengali Suggestion (Part-21) 2025


১। সঠিক উত্তরটি নির্বাচন করো:

১.১ তপন তার প্রথম গল্পটি লিখেছিল- 

(ক) সকালবেলা,

 (খ) দুপুরবেলা,

 (গ) বিকেলবেলা, 

(ঘ) রাত্রিবেলা।

১.২ 'সে ভয়ানক দুর্লভ জিনিস।'-ভয়ানক দুর্লভ জিনিসটি হল- 

(ক) সন্ন্যাসীর দেখা পাওয়া,

 (খ) সন্ন্যাসীর কমণ্ডলু পাওয়া,

 (গ) সন্ন্যাসীর মতো জীবনযাপন করা,

 (ঘ) সন্ন্যাসীর পায়ের ধুলো পাওয়া।

১.৩ নদেরচাঁদ নদীকে দেখেনি -

 (ক) তিনদিন,

 (খ) পাঁচদিন,

 (গ) সাতদিন,

 (ঘ) একদিন।

১.৪ আলাওল কোন্ রাজসভার কবি?-

(ক) কৃয়নগরের,

 (খ) গৌড়ের, 

(গ) আরাকানের,

 (ঘ) বর্ধমানের।

১.৫ 'প্রলয়োল্লাস' শব্দের অর্থ –

 (ক) ধ্বংসের আনন্দ,

 (খ) ধ্বংসের অট্টহাসি, 

(গ) রথঘর্ঘর,

 (ঘ) ভয়ংকরের চণ্ডরূপ।

১.৬ 'আগে পুজ ইষ্টদেবে,-'- উক্তিটির বক্তা হলেন- 

(ক) রাবণ, 

(খ) মেঘনাদ, 

(গ) রামচন্দ্র, 

(ঘ) লক্ষ্মণ। 

১.৭ পাইলট কলম যে দেশের –

 (ক) চিন, 

(খ) রাশিয়া,

 (গ) ভারতবর্ষ, 

(ঘ) জাপান-এর। 

 ১.৮ বিশ্ববিদ্যালয় নিযুক্ত পরিভাষা সমিতি যে বস্তুগুলির ইংরেজি নামই বাংলা বানানে চালানোর বিধান দিয়েছেন, সেগুলি হল-

(ক) বিভিন্ন খাদ্যবস্তু, 

(খ) নানারকম ফুলের নাম, 

(গ) নবাগত রাসায়নিক দ্রব্য,

 (ঘ) রূপান্তরিত রাসায়নিক দ্রব্য। 

 ১.৯ 'কালি-খেকো কলমের ভক্ত বটে,' কে? –

(ক) মধুসূদন, 

(খ) রবীন্দ্রনাথ,

(গ) সত্যজিৎ রায়, 

(ঘ) শ্রীপান্থ।

১.১০ গাড়ি স্টেশন ছাড়ল এখানে কোন প্রকার অপাদান কারক হয়েছে? –

 (ক) আধারবাচক, 

(খ) অবস্থানবাচক, 

(গ) কালবাচক, 

(ঘ) তারতম্যবাচক। 

১.১১ পদের বচনকে নির্দিষ্ট করে – 

(ক) বিভক্তি, 

(খ) নির্দেশক,

(গ) অনুসর্গ, 

(ঘ) উপসর্গ।

১.১২ কোন্ সমাসে কারক সম্পর্ক বিদ্যমান? –

 (ক) দ্বন্দ্ব,

 (খ) তৎপুরুষ, 

(গ) বহুব্রীহি,

 (ঘ) অব্যয়ীভাব। 

১.১৩ অলুক বহুব্রীহির উদাহরণ –

(ক) মুখেমধু,

 (খ) মায়েঝিয়ে, 

(গ) আগেপিছে, 

(ঘ) কাছাকাছি।

১.১৪ 'পড়তে যাও।'- বাক্যটি – 

(ক) আবেগসূচক,

 (খ) নির্দেশসূচক,

 (গ) অনুজ্ঞাসূচক, 

(ঘ) শর্তসাপেক্ষ বাক্য। 

১.১৫ 'ছেলেটি গরিব কিন্তু সৎ' কী বাক্য? – 

(ক) জটিল বাক্য, 

(খ) মিশ্র বাক্য,

 (গ) সরল বাক্য, 

(ঘ) যৌগিক বাক্য। 

১.১৬ কর্তৃবাচ্যের কর্তা সাধারণত বিভক্তিযুক্ত হয়- 

(ক) কে,

 (খ) তে, 

(গ) এতে, 

(ঘ) শূন্য। 

১.১৭ কখন আসছে? – এটি কোন্ বাচ্যের উদাহরণ? – (ক) কর্তৃবাচ্য,

 (খ) ভাববাচ্য,

 (গ) কর্মবাচ্য,

 (ঘ) কর্মকর্তৃবাচ্য।

২। কমবেশি ২০টি শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও:

২.১ যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও:

২.১.১ 'ও নিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য,–– — নিয়মটা কী?

২.১.২ 'নদেরচাঁদের ভাবী আমোদ বোধ হইতে লাগিল।'- মদেরচাঁদের কখন আমোদ বোধ হয়েছিল?

২.১.৩ ইসাবের বাবা জামা অদল-বদলের সব ঘটনা জানতে পেরে কী করলেন?

২.১.৪ কাকে দেখে তপনের আনচক্ষু খুলে গিয়েছিল?

২.১.৫ "হরিদার এ কথার সঙ্গে তর্ক চলে না।" – কথাটি কী?

২.২ যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও:

২.২.১ 'গিরিশৃঙ্গ কিম্বা তবু যথা / বজ্রাঘাতে।' এই উপমাটি কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে।

২.২.২ 'মহাকালের চন্ড-রূপে-"- 'মহাকাল' কে?

২.২.৩ 'ভাঙ্গিঙ্গল প্রবল বাও' প্রবল বাতাস কী ভেঙে দিয়েছে?

২.২.৪ 'অস্ত্র' ও 'গান' শব্দদুটি 'অস্ত্রের বিরুদ্ধে গান' কবিতায় কতবার করে আছে।

 ২.২.৫ "আর সেই মেয়েটি আমার অপেক্ষায়।" 'আর' শব্দটি ব্যবহারের কারণ কী?

২.৩ যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও:

২.৩.১ "একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন..."- কী লিখেছিলেন?

২.৩.২ "সোনার দোয়াত কলম যে সত্যই হতো;"- বস্তা সোনার দোয়াত কলমের কথা কীভাবে জেনেছিলেন।

২.৩.৩ কলিকাতা বিশ্ববিদ্যালয় নিযুক্ত পরিভাষা সমিতিতে কারা ছিলেন?

২.৩.৪ 'অভিধা' কী?

২.৪ যে-কোনো আটটি প্রশ্নের উত্তর দাও:

২.৪.১ 'কারক' শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ লেখো।

২.৪.২ জল পড়ছে- 'জল' পদটি কোন্ কারক?

২.৪.৩ পূর্বপদ ও উত্তরপদ কাকে বলে?

২.৪.৪ 'চরণ কমলের ন্যায়' – ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো।

২.৪.৫ নৌকাটি বেশি বড়ো নয়। – হ্যাঁ-বাচক বাক্যে পরিবর্তন করো।

২.৪.৬ 'তোমার মঙ্গল হোক' – নির্দেশক বাক্যে পরিণত করো।

২.৪.৭ 'এখন একটু ঘুমোতে হবে।' – এটি কোন্ বাচ্যের উদাহরণ?

২.৪.৮ পরসর্গ ও বিভক্তির একটি পার্থক্য লেখো।

২.৪.৯ কর্তৃবাচ্যকে ভাববাচ্যে পরিণত করার সময় সাধারণত কোন্ কোন্ বিভক্তি যুক্ত হয়?

২.৪.১০ 'রাজহংস' শব্দের ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করো।

৩। প্রসঙ্গ নির্দেশসহ কমবেশি ৬০ শব্দে উত্তর দাও:

৩.১ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

৩.১.১ "যেন নেশায় পেয়েছে।"- কীসের নেশা? কীভাবে তাকে নেশায় পেয়েছে?

৩.১.২ টানা পাঁচদিন মুষলধারে বৃষ্টিপাতের আগে ও পরে নদীর অবস্থা কেমন হয়েছিল?

৩.২ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৩.২.১ "শান্ত হলুদ দেবতারা" - দেবতাদের 'শান্ত' ও 'হলুদ' বলা হয়েছে কেন?

৩.২.২ “ওই নূতনের কেতন ওড়ে কালবোশেখির ঝড়।"- উৎস নির্দেশ করো। 'নূতনের কেতন' বলতে কী বুঝিয়েছেন?

৪। কমবেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৪.১ "পোলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল।" - 'পথের দাবী' পাঠ্যাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে কী জানা যায়? তাঁকে জিজ্ঞাসাবাদের সময় কী পরিস্থিতি তৈরি হয়? 

৪.২ "অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে।"- অমৃত কে? তার কোন্ জবাব, কাকে বদলে দিয়েছিল? অমৃতের জবাবে বস্তুার কোল্ ধরনের পরিবর্তন ঘটেছিল?

৫। কমবেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৫.১ পদ্মা তাঁর সখীদের নিয়ে উদ্যানে আসার সময় কী দেখতে পেয়েছিলেন? এরপর তিনি কী করলেন? 

৫.২ "এল ওরা লোহার হাতকড়ি নিয়ে,"- 'ওরা' কারা? পঙ্ক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো।

৬। কমবেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

৬.১ ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে? ফাউন্টেন পেন-এর জন্ম ইতিহাস লেখো।

৬.২ 'এই কথাটি সকল লেখকের মনে রাখা উচিত।' কোন্ কথাটি মনে রাখা উচিত? লেখকের কোন্ কোন্ ত্রুটির কথা প্রাবন্ধিক তুলে ধরেছেন?

৭। কমবেশি ১২৫ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

৭.১ 'পাপ কখনও চাপা থাকে না।' কোন্ প্রসঙ্গে এই উক্তি? এই উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো।

৭.২ 'সিরাজদ্দৌলা' নাট্যাংশটি ঐতিহাসিক নাটক হয়ে উঠেছে কিনা, তা বিচার করো।

৮। কমবেশি ১৫০ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:

৮.১ 'ক্ষিদ্দা, তোমার এই লেকচার দেবার বদ অভ্যেসটা ছাড়ো।' কে, কেন ক্ষিদ্দাকে একথা বলেছিল?

৮.২ 'আমি এবার সত্যিকারের কাজ করতে চাই।' বক্তা কে? তাঁর এই কথার তাৎপর্যটি কী?

৮.৩ 'কাল আমাকে দেখাতেই হবে।' কাকে, কী দেখাতে হবে? এর কারণ কী ছিল?

৯। চলিত গদ্যে বঙ্গানুবাদ করো :

An honest person gets honour and respect from all. It is easy to feel the honesty of a man. But it is very hard to judge a man as the dishonest man pretends to be good. A liar wants to prove that he is honest. A cheater shows him honest. But actually they are not so.

১০। কমবেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

১০.১ রক্তদানের উপযোগিতা সম্পর্কে ছাত্র ও শিক্ষকের মধ্যে কাল্পনিক সংলাপ আলোচনা করো।

১০.২ 'বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ' এই বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন রচনা করো।

১১। যে-কোনো একটি বিষয় অবলম্বনে রচনা লেখো: (কমবেশি ৪০০ শব্দে)

১১.১ বিজ্ঞানের জয়যাত্রা।

১১.২ অনলাইন শিক্ষার সুফল ও কুফল।

১১.৩ তোমার বিদ্যালয় জীবনের প্রথম দিন।

১১.৪ প্রতিযোগিতার সুফল এবং সংকট।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area