Ads Area


মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৫ || Madhyamik Bengali Suggestion 2025

মাধ্যমিক বাংলা সাজেশন (পার্ট-১) ২০২৫

সুপ্রিয় পরীক্ষার্থী, 

আজ আমরা এই পোষ্টের মাধ্যমে শেয়ার করতে চলেছি মাধ্যমিক বাংলা সাজেশন। যেসব ছাত্র-ছাত্রী ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ। চলো আর দেরি না করে নিচের সাজেশন গুলি দেখে নেয়া যায়।


মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৫ || Madhyamik Bengali Suggestion 2025


মাধ্যমিক বাংলা সাজেশন (পার্ট-১) ২০২৫ || Madhyamik Bengali Suggestion (Part -1) 2025



১। সঠিক নির্বাচন করো:

১) আমাদের থাকলে আমরাও চেস্টা করে দেখতাম।'- উক্তিটি 

(ক) তপনের মামার, 

(খ) তপনের বাবার, 

(গ) অপসের মেজোকাকুর,

(ঘ) তপনের

২) বাইজির ছদ্মবেশে হরিদার মোয়োকাকুর 

(ক) আট টাকা দশ আনা, 

(খ) আট টাকা আট আনা,

(গ) আট টাকা চার আনা 

(ঘ) দশ টাকা দশ আনা।

৩) 'ও আমাকে শিখিয়েছে, খাঁটি জিনিস কাকে বলে।' উক্তিটি কার?-

(ক) ইসাবের,

(খ) হাসানের, 

(গ) বাহালি বৌদির,

(ঘ) অমৃতের

৪) ছড়ানো রয়েছে কাছে দূরে।'- কাছে দূরে ছড়ানো রয়েছে-

 (ক) ফাস,

 (খ) আমাদের শিশুদের শর,

 (গ) হিমানীর বাং

 (ঘ) গিরিখাদ।

৫) 'তোরা সব জয়ধ্বনি কর। - কবিতায় বাক্যাটি ক'বার ব্যবহৃত হয়েছে?- 

(ক) ১৫ বার, 

(খ) ১৭ বার, 

(গ) ১৯ বার,

 (খ) ২০ বার।

৬)'তোমায় নিয়ে বেড়াবে গান' - কোথায়? 

(ক) নদীতে,

(খ) পাহাড়ে, 

(গ) সাগরে,

 (ঘ) আকাশে।

৭) বাঙালি সাংবাদিকদের 'বাবু কুইল ড্রাইভারস' বলেছিলেন কে?  

(ক) লর্ড আমহার্স্ট,

 (খ) লর্ড কার্জন,

 (গ) লর্ড ওয়েলেসলি,

 (ঘ) লর্ড ক্যানিং।

৮) 'অরণ্যে রোদন' বললে কোন ব্যঞ্জনার অর্থ প্রকাশিত হয়? 

(ক) বনে গিয়ে কান্না, 

(খ) নিষ্ফল খেদ,

(গ) আক্ষেপ, 

(ঘ) অনুরাগ।

 ৯) চারখন্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন? 

(ক) সাত টাকা, 

(খ) আট টাকা, 

(গ) নয় টাকা, 

(ঘ) দশ টাকা। 

১০) 'এ কলমে লেখা যায় না।'-রেখাঙ্কিত পদটি–

 (ক) কর্মকারক, 

(খ) করণ কারক, 

(গ) অপাদান কারক, 

(ঘ) অধিকারস কারক।

১১) ব্যুৎপত্তি অনুসারে, 'কারক' শব্দটির অর্থ হল-

 (ক) যে করে, 

(খ) যে বলে, 

(গ) যে করে না,

 (ঘ) যে চলে।

১২) পূর্বপদ প্রাধান্য পায় কোন্ সমাসে?

 (ক) দ্বিগু,

 (খ) নিত্য, 

(গ) তৎপুরুষ, 

(ঘ) দ্বন্দু।

১৩) 'ফেলাইলা কনক-বলয় দূরে; নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ তা হল-

 (ক) তৎপুরুষ,

 (খ) অব্যয়ীভাব,

 (গ) বহুব্রীহি,

(ঘ) মধ্যপদলোপী কর্মধারয়।

১৪) সরল বাক্যে সমাপিকা ক্রিয়ার সংখ্যা- 

(ক) একটি, 

(খ) অন্তত দুটি,

 (গ) একাধিক,

 (ঘ) কোনোটিই নয়।

১৫) 'আসত্তি' শব্দের অর্থ–

(ক) আসক্তি, 

(খ) নৈকট্য, 

(গ) অন্তর,

(ঘ) সামীপ্য।

১৬) 'বাঁশি বাজে।' –এটি একটি–

(ক) ঘটক বা সম্পাদক কর্তৃবাচ্য, 

(খ) অসম্পাদক কর্তা কর্তৃবাচ্য,

(গ) লুপ্ত কর্তা ভাববাচ্য,

(ঘ) গৌণ কর্মকর্তা ভাববাচ্য।

১৭) 'বাচ্য' শব্দের ব্যুৎপত্তি হল–

(ক) বচ্+ত, 

(খ) বাচ+ যত্ত, 

(গ) বচ্ + যৎ, 

(ঘ) বচ্ + তি।

২। কমবেশি ২০টি শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও:

২.১ যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও:

২.১.১ 'দুজন বন্ধু নোক আসার কথা ছিল,' বন্ধুদের কোথা থেকে আসার কথা ছিল?

২.১.২ "নদেরচাঁদ সব বোঝে," নদেরচাঁদ কী বোঝে?

২.১.৩ 'ইসাবের মেজাজ চড়ে গেল।' কেন?

২.১.৪ 'তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের!' তপনের কাছে দুঃখের, অপমানের বিষয়গুলি কী?

২.১.৫ জগদীশবাবু তীর্থ ভ্রমণের জন্য কত টাকা বিরাগীকে দিতে চেয়েছিলেন?

২.২ যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও:

২.২.১ 'কে কবে শুনেছে, পুত্র, ভাসে শিলা জলে,' বক্তার এমন মন্তব্যের কারণ কী?

২.২.২ 'কৃপণ আলোর অন্তঃপুরে।' পঙ্ক্তিটির অর্থ বুঝিয়ে দাও।

২.২.৩ "দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা / অনুমান করে নিজ চিতে।"- 'বালা' কী অনুমান করেছিলেন?

২.২.৪ 'আমার শুধু একটা কোকিল' – কোকিল কোন কাজ সমাধান করবে বলে কবি আশা প্রকাশ করেছেন।

২.২.৫ 'অসুমী একজন' কবিতাটি পাবলো নেরুদার কোন কাব্যগ্রস্থের অন্তর্গত।

২.৩ যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও:

২.৩.১ এক সাহেব লিখে গেছেন' কী লিখে গেছেন?

২.৩.২ এ রকম বর্ণনা বাংলা ভাষায় প্রকৃতিবিরুদ্ধ”- কেমন রচনা? 

২.৩.৩ কলিকাতা বিশ্ববিদ্যালয় নিযুক্ত পরিভাষা সমিতিতে কারা ছিলেন।

২.৩.৪ তা লেখককে নেশাগ্রস্ত করে।'- কী, কীভাবে লেখককে নেশাগ্রস্ত করে?

২.৪ যে-কোনো আটটি প্রশ্নের উত্তর দাও:

২.৪.১ বৃষ্টিতে ধুয়ে দিক্ষা কোমালোয়ের দাগ - রেখাচিত পদটির কারক-বিভক্তি নির্ণয় করো। 

২.৪.২ সমধাতুজ কর্তা কাকে?

২.৪.৩ ব্যাসবাকাসহ সমাস নির্ণয় করো। 'মেঘাচ্ছন্ন'। ২.৪.৪ সন্ধি ও সমাসের সাদৃশ্য কী? (একটি)

২.৪.৫ বৃথা আশা মরিতে মরিতেও মরে না। (যৌগিক বাক্যে)

২.৪.৬ নির্দেশক বাক্য কয় প্রকার ও। কী কী?

২.৪.৭ 'নদীর ধারে তার জন্ম হইয়াছে'– কর্তৃবাচ্যে পরিণত করো। 

২.৪.৮ অ-কারক পদ কয় প্রকার ও কী কী?

২.৪.৯ একটি অকর্মক কর্তৃবাচ্যের উদাহরণ দাও।

২.৪.১০ 'সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা'- নিম্নরেখ পদটির ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো।

৩। প্রসঙা নির্দেশসহ কমরেনি ৬০ শব্দে উত্তর দাও:

৩.১ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: 

৩.১.১ 'বুকের রক্ত ছলকে ওঠে তপনের।' কেন তার এমন পরিস্থিতি হয়েছিল?

৩.১.২ "তা ছাড়া এত বড়ো বন্ধু।" কাকে, কেন এত বড়ো বন্ধু বলা হয়েছে?

যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

 ৩.২.১ 'উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে'- মন্দির থেকে কী উলটে পড়ল? কী কারণে উলটে পড়েছিল ?

৩.২.২ "ওরে ওই স্তব্ধ চরাচর।" 'চরাচর' শব্দের অর্থ কী? সেখানে স্তন্দ্বতা বিরাজমান কেন?

৪। কমবেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

৪.১ 'খুবই গরিব মানুষ হরিদা' হরিদা চরিত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।

 ৪.২ জাত-ধর্মের তুচ্ছতা অতিক্রমী মানবধর্মের শাশ্বত রূপটি 'অদল বদল' গল্পের কাহিনির মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে- আলোচনা করো।

৫। কমবেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

৫.১ 'সিন্ধুতীরে' কবিতায় পদ্মার চরিত্রটি যেভাবে পাওয়া যায়, তা নিজের ভাষায় আলোচনা করো। 

৫.২ "সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী।।"- 'শেষ পুণ্যবাণী'টি কী? কবির এমন বলার কারণ কী?

৬। কমবেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

৬.১ 'কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর' সপ্রসঙ্গ ব্যাখ্যা করো।

৬.২ 'বাংলা ভাষায় বিজ্ঞান' রচনাটি অনুসরণে পরিভাষা প্রণয়নে বঙ্গীয় সাহিত্য পরিষদ ও কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো।

৭। কমবেশি ১২৫ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

 ৭.১ "দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাঁহপনা।" বক্তা কে? তাঁরা কেন দরবার ত্যাগ করতে চান?

৭.২ "ঘরে-বাইরে প্রতিনিয়ত এই বাক্যজ্বালা আমি আর সইতে পারি না লুৎফা।" 'লুৎফা' কে? বক্তার কথায় ঘরে-বাইরের কী ধরনের বাক্যজ্বালার প্রসঙ্গ নির্দেশিত হয়েছে?

৮। কমবেশি ১৫০ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:

৮.১'কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে।" বস্তা কে? কী প্রসঙ্গে তার এই উক্তি? এই উক্তিতে বস্তার কীরূপ মনোভাব ফুটে উঠেছে?

৮.২ "ক্ষিদ্দা, এবার আমরা কী খাব?”- বক্তা কে? উদ্দিষ্ট ব্যক্তি কীভাবে তাদের সাহায্য করেছেন?

 ৮.৩ “হঠাৎ তার চোখে ভেসে উঠল '৭০' সংখ্যাটা।" - '৭০' সংখ্যাটি কী? তা কোনির জীবনে কীভাবে তাৎপর্যমন্ডিত হয়ে উঠেছিল, বুঝিয়ে দাও।

৯। চলিত গদ্যে বঙ্গানুবাদ করো :

Honesty is a great virtue. If you do not deceive others, if you do not tell a lie, if you are strictly just and fair in your dealings with others, you are an honest man. Honesty is the best policy. An honest man is respected by all. Every man trusts an honest man. None can prosper in life if he is not honest.

১০। কমবেশি ১৫০ শব্দে নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

১০.১ 'ফেসবুক' ব্যবহারের সতর্কতা বিষয়ে দুই ছাত্রের মধ্যে একটি সংলাপ রচনা করো।

 ১০.২ 'নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী' এ বিষয়ে সংবাদপত্রের জন্য একটি প্রতিবেদন রচনা করো।

১১। যে-কোনো একটি বিষয় অবলম্বনে রচনা লেখো: (কমবেশি ৪০০ শব্দে)

১১.১ দৈনন্দিন জীবনে বিজ্ঞান।

১১.২ শিক্ষাবিস্তারে গণমাধ্যমের ভূমিকা।

১১.৩ একটি শহরের আত্মকথা।

১১.৪ বিবেকানন্দ ও যুবসমাজ।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area