জীববিদ্যা 500 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
1. বায়ুমন্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত ?
( a ) 77.17 ভাগ
( b ) 20.60 ভাগ
( c ) 0.03 ভাগ
( d ) 0.80 ভাগ
উত্তর - ( b ) 20.60 ভাগ
2. কোন ভিটামিনটি ফ্যাটে দ্রবীভূত হয় ?
( a ) Vit B
( b ) Vit D
( c ) Vit P
( d ) Vit C
উত্তর - ( b ) Vit D
3. ক্লোরােফিল অণুতে কোন খনিজ পদার্থ পাওয়া যায় ?
( a ) Fe
( b ) Cu
( c ) Mg
( d ) Mn
উত্তর - ( c ) Mg
4. বর্ণালীর কোন রং - এ সালােকসংশ্লেষ সবচেয়ে ভালাে হয় ?
( a ) লাল ও নীল
( b ) নীল ও বেগুনী
( c ) হলুদ ও নীল
( d ) লাল ও হলুদ
উত্তর - ( a ) লাল ও নীল
5. কোন ভিটামিনের অভাবে মানুষের স্কার্ভি হয় ?
( a ) ভিটামিন A
( b ) ভিটামিন D
( c ) ভিটামিন E
( d ) ভিটামিন C
উত্তর - ( d ) ভিটামিন C
6. সার্বজনীন দাতা কোন গ্রুপের রক্তকে বলা হয় ?
( a ) A
( b ) O
( c ) B
( d ) AB
উত্তর - ( b ) O
7. লজ্জাবতী পাতার চলন কি প্রকারের চলন ?
( a ) নিকটিন্যাস্টি
( b ) হাইপােন্যাস্টি
( c ) সিসমেন্যাস্টি
( d ) কেমােন্যাস্টি
উত্তর - ( c ) সিসমেন্যাস্টি
আরও পড়ুন-
রাসায়নিক বিজ্ঞান MCQ প্রশ্ন ও উত্তর
8. দুধে কোন খাদ্য উপাদানের অভাব থাকে ?
( a ) Fe এবং ভিটামিন C
( b ) Ca এবং ভিটামিন C
( c ) ভিটামিন A এবং Ca
( d ) ভিটামিন A এবং Fe
উত্তর - ( a ) Fe এবং ভিটামিন C
9. নীচের কোন হরমােনটি লােকাল হরমােন ?
( a ) গ্যাস্টিন
( b ) হিস্টামিন
( c ) ব্রাডিকাইনিন
( d ) অক্সিটোসিন
উত্তর - ( d ) অক্সিটোসিন
10. আইলেটস অফ ল্যাঙ্গারহ্যানস কোথায় অবস্থিত ?
( a ) বৃক্কে
( b ) ট্রাকিয়ায়
( c ) অগ্ন্যাশয়ে
( d ) পাকস্থলিতে
উত্তর - ( c ) অগ্ন্যাশয়ে
11. সরীসৃপ ও স্তন্যপায়ীর মধ্যে সংযােগরক্ষাকারী প্রাণী কোনটি ?
( a ) আরকিওপটেরিক্স
( b ) প্লাটিপাস
( c ) পেরিপেটাস
( d ) অক্টোপাস
উত্তর - ( b ) প্লাটিপাস
12 . কার চামড়ার নীচে পুরু ব্লাবারের স্তর থাকে ?
( a ) কচ্ছপের
( b ) সাপের
( c ) ব্যাঙের
( d ) তিমির
উত্তর - ( d ) তিমির
13 . জরায়ুজ অঙ্কুরােদগম কোন উদ্ভিদে দেখা যায় ?
( a ) গরান গাছে
( b ) মটর গাছে
( c ) সুন্দরী গাছে
( d ) ফণীমনসা গাছে
উত্তর - ( a ) গরান গাছে
14. টিকাকরণ পদ্ধতিটি প্রথম কে আবিষ্কার করেন ?
( a ) লুই পাস্তুর
( b ) রােনাল্ড রস
( c ) আলেকজান্ডার ফ্লেমিং
( d ) এডওয়ার্ড জেনার
উত্তর - ( d ) এডওয়ার্ড জেনার
15. ভাইরােলজির জনক কে ?
( a ) আইভানােওস্কি
( b ) বেইজিরিঙ্ক
( c ) এডওয়ার্ড জেনার
( d ) লুই পাস্তুর
উত্তর - ( b ) বেইজিরিঙ্ক
16. ‘ দ্যা অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন ’ কার লেখা
গ্রন্থ ?
( a ) জ্যা ব্যাপিস্তে ল্যামার্ক
( b ) হুগাে দ্যা ভিস
( c ) চার্লস ডারউইন
( d ) অ্যারিস্টটল
উত্তর - ( c ) চার্লস ডারউইন
17. শ্বসনে মােট কত অণু ATP উৎপন্ন হয় ?
( a ) 15 অণু
( b ) 30 অণু
( c ) 8 অণু
( d ) 38 অণু
উত্তর - ( d ) 38 অণু
18 . পিত্তরসে কোন উৎসেচকটি থাকে ?
( a ) অ্যামাইলেজ
( b ) ট্রিপসিন
( c ) লাইপেজ
( d ) কোন উৎসেচকই থাকে না
উত্তর - ( d ) কোন উৎসেচকই থাকে না
19 . উদ্ভিদদেহে কিসের মাধ্যমে জল পরিবাহিত হয় ?
( a ) ফ্লোয়েমের মাধ্যমে
( b ) জাইলেমের মাধ্যমে
( c ) কর্টেক্সের মাধ্যমে
( d ) নালিকা বান্ডিলের মাধ্যমে
উত্তর - ( b ) জাইলেমের মাধ্যমে
20 . প্যারামেসিয়ামের গমনাঙ্গ কোনটি ?
( a ) পা
( b ) ফ্লাজেলা
( c ) সিলিয়া
( d ) সিটা
উত্তর - ( c ) সিলিয়া
21 . খাদ্যশৃঙ্খলে সাধারণত খাদ্যস্তরের সংখ্যা কটি ?
( a ) 3 থেকে 5 এর মধ্যে
( b ) 7 থেকে 10 এর মধ্যে
( c ) 11 থেকে 13 এর মধ্যে
( d ) 14 থেকে 16 এর মধ্যে
উত্তর - ( a ) 3 থেকে 5 এর মধ্যে
22. কোন অঙ্গ থেকে রেনিন ক্ষরিত হয় ?
( a ) ফুসফুস
( b ) ত্বক
( c ) অন্ত্র
( d ) বৃক্ক
উত্তর - ( d ) বৃক্ক
23. মানুষের করােটি স্নায়ুর সংখ্যা কত ?
( a ) 12 জোড়া
( b ) 10 জোড়া
( c ) 31 জোড়া
( d ) 22 জোড়া
উত্তর - ( a ) 12 জোড়া
24 . কোন হরমোন BMR বৃদ্ধি করে ?
( a ) ইনসুলিন
( b ) অক্সিন
( c ) থাইরক্সিন
( d ) ইস্ট্রোজেন
উত্তর - ( c ) থাইরক্সিন
25 . কোশবাদের প্রবর্তক কে ?
( a ) ওয়াটসন ও ক্লিক
( b ) স্লেইডেন ও স্বােয়ান
( c ) ড্যানিয়েল ও ড্যাভসন
( d ) সিঙ্গার ও নিকলসন
উত্তর - ( b ) স্লেইডেন ও স্বােয়ান
26. সজীব কোশ প্রথম কে আবিষ্কার করেন ?
( a ) রবার্ট ব্রাউন
( b ) রবাট হুক
( c ) লিউয়েন হক
( d ) স্বােয়ন
উত্তর - ( c ) লিউয়েন হক
27. বীজের সস্য নিউক্লিয়াসে ক্রোমােজোম সংখ্যা কত ?
( a ) n
( b ) 2n
( c ) 3n
( d ) 4n
উত্তর - ( c ) 3n
28. নিচের কোন উপাদানটি সজীব ?
( a ) ট্রাকিয়া
( b ) ট্রাকিড
( C ) জাইলেম প্যারেনকাইমা
( d ) জাইলেম তন্তু
উত্তর - ( b ) ট্রাকিড
29. সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম লেখ ।
( a ) যকৃৎ
( b ) প্লীহা
( c ) বৃক্ক
( d ) প্যারােটিড গ্রন্থি
উত্তর - ( b ) প্লীহা
30. ভারমিফর্ম অ্যাপেনডিক্স পৌষ্টিকনালীর কোন অংশে সংলগ্ন থাকে ?
( a ) মলাশয়
( b ) সিকাম
( c ) ডিওডিনাম
( d ) জেজুনাম
উত্তর - ( b ) সিকাম
আরও পড়ুন-
পদার্থ বিজ্ঞান MCQ প্রশ্ন ও উত্তর
31. সবচেয়ে দীর্ঘ করােটীয় স্নায়ু কোনটি ?
( a ) ভেগাস
( b ) অপটিক
( c ) ফেসিয়াল
( d ) অডিটরি
উত্তর - ( a ) ভেগাস
32. ভূণমুকুলাবরণীতে কোন হরমােন পাওয়া যায় ?
( a ) GA
( b ) IAA
( c ) কাইনিন
( d ) ভারনালিন
উত্তর - ( b ) IAA
33. কোন খনিজ পদার্থের অভাবে রক্তাল্পতা দেখা যায় ?
( a ) ম্যাগনেসিয়াম
( b ) লৌহ
( c ) ক্যালসিয়াম
( d ) ফসফরাস
উত্তর - ( b ) লৌহ
আরও পড়ুন- ভূগোলের গুরুত্বপূর্ণ 500 MCQ টি প্রশ্ন ও উত্তর PDF
34. ব্যাকটেরিয়ার কোন অঙ্গাণু শ্বসনে অংশগ্রহণ করে ?
( a ) মাইটোকনড্রিয়া
( b ) ক্রোমােটোফোর
( c ) মেসােজোম
( d ) ক্লোরােজোম
উত্তর - ( c ) মেসােজোম
35. মানব ত্বকে ভিটামিন D সংশ্লেষিত হয় কোন যৌগ থেকে ?
( a ) বিটা ক্যারােটিন
( b ) বিটা সায়ানিন
( c ) 7 ডিহাইড্রোকোলেস্টেরল
( d ) ক্যালসিফেরল
উত্তর - ( c ) 7 ডিহাইড্রোকোলেস্টেরল
36. মানুষের বাম অলিন্দ এবং বাম নিলয়ের সংযােগস্থলে কোন কপাটিকা পাওয়া
যায় ?
( a ) দ্বি - পত্ৰক কপাটিকা
( b ) ত্রিপত্রক কপাটিকা
( c ) অর্ধচন্দ্রকার কপাটিকা
( d ) থেবাসিয়ান কপাটিকা
উত্তর - ( a ) দ্বি - পত্ৰক কপাটিকা
37. মানুষের করােটির অস্থি সংখ্যা কত ?
( a ) 12
( b ) 32
( c ) 22
( d ) 42
উত্তর - ( c ) 22
38. একশৃঙ্গ গন্ডার নীচের কোন অভয়ারণ্যে সংরক্ষিত হয় ?
( a ) জলদাপাড়া
( b ) সজনেখালি
( c ) সিল
( d ) সুন্দরবন
উত্তর - ( a ) জলদাপাড়া
39. হাঁপানি প্রশমনের ওষুধ রূপে কোনটি ব্যবহার করা হয় ?
( a ) মরফিন
( b ) রেসারপিন
( c ) ডাটুরিন
( d ) অ্যাট্রোপিন
উত্তর - ( c ) ডাটুরিন
40. নীচের কোনটি পশ্চাদ মস্তিষ্কে পাওয়া যায় না ?
( a ) পনস
( b ) টেকটাম
( c ) লঘু মস্তিষ্ক
( d ) সুষুম্নশীর্ষক
উত্তর - ( c ) লঘু মস্তিষ্ক
41. কোনটি মানুষের রক্তে লােহিত কণিকাকে আক্রমণ করে ?
( a ) এন্টামিবা
( b ) জিয়াডিয়া
( c ) লিসম্যানিয়া
( d ) প্লাজমােডিয়াম
উত্তর - ( d ) প্লাজমােডিয়াম
42. সালােকসংশ্লেষে সক্ষম প্রাণী কোনটি ?
( a ) অ্যামিবা
( b ) ইউপ্লিনা
( C ) এন্টামিবা
( d ) ভলভক্স
উত্তর - ( b ) ইউপ্লিনা
43. পাচিত খাদ্যের বিশেষণ কোথায় ঘটে ?
( a ) গ্রাসনালিতে
( b ) পাকস্থলীতে
( c ) ক্ষুদ্রান্ত্রে
( d ) বৃহদন্ত্রে
উত্তর - ( c ) ক্ষুদ্রান্ত্রে
44. শ্বসন কি ধরণের বিপাক ?
( a ) উপচিতি
( b ) অপচিতি
( C ) অ্যাম্ফিবােলিক
( d ) কোনােটি নয়
উত্তর - ( b ) অপচিতি
45. প্রশ্বাস বায়ুতে কত পরিমাণ অক্সিজেন থাকে ?
( a ) 20.94 %
( b ) 16.4 %
( c ) 14.2 %
( d ) 8.2 %
উত্তর - ( a ) 20.94 %
46. মানুষের প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা কত ?
( a ) 5 লক্ষ
( b ) 10 লক্ষ
( c ) 20 লক্ষ
( d ) 12 লক্ষ
উত্তর - ( b ) 10 লক্ষ
47. নিন্মলিখিত কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয় ?
( a ) স্বভজী
( b ) সর্বভূক
( c ) মাংশাসী
( d ) পরভোজী
উত্তর - ( a ) স্বভজী
48. প্রস্তর কোশ আসলে কী ?
( a ) প্যারেনকাইমা কোশ
( b ) ক্লোরেনকাইমা কোশ
( c ) কোলেনকাইমা কোশ
( d ) স্লেরেনকাইমা কোশ
উত্তর - ( d ) স্লেরেনকাইমা কোশ
49. অগ্নাশয় কোন ধরণের আবরণী কলা দ্বারা গঠিত ?
( a ) স্তম্ভাকার আবরণী কলা
( b ) রােমশ আবরণী কলা
( c ) গ্রন্থিময় আবরণী কলা
( d ) স্তরীভূত আবরণী কলা
উত্তর - ( c ) গ্রন্থিময় আবরণী কলা
50. বাস্তুতন্ত্রের অন্তর্গত কোন স্থানের উদ্ভিদ গােষ্ঠীকে কী বলা হয়
?
( a ) বায়ােম
( b ) ফ্লোরা
( c ) ফাইটোপ্লাঙ্কটন
( d ) অভয়ারণ্য
উত্তর - ( b ) ফ্লোরা
51. নীচের কোনটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া ?
( a ) রাইজোবিয়াম
( b ) থায়ােব্যাসিলাস
( c ) অ্যাজোটোব্যাক্টর
( d ) ক্লসট্রিডিয়াম
উত্তর - ( b ) থায়ােব্যাসিলাস
52. উদ্ভিদের কোন শারীরবৃত্তীয় পদ্ধতিকে প্রয়ােজনীয় ক্ষতিকারক পদ্ধতি
বলা হয় ?
( a ) শােষণ
( b ) সালােকসংশ্লেষ
( c ) বাষ্পমােচন
( d ) রেচন
উত্তর - ( c ) বাষ্পমােচন
53. কোন জাতীয় খাদ্যের তাপনমূল্য সবচেয়ে বেশী ?
( a ) শর্করা
( b ) প্রােটিন
( c ) ফ্যাট
( d ) অ্যামাইনাে অ্যাসিড
উত্তর - ( c ) ফ্যাট
54. অ্যাডামস অ্যাপল কোন অঙ্গে দেখা যায় ?
( a ) ট্রাকিয়া
( b ) স্বরযন্ত্র
( c ) গ্রাসনালী
( d ) ব্রঙ্কাস
উত্তর - ( b ) স্বরযন্ত্র
55. কোনটি শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত ?
( a ) লাইকেন
( b ) মাইকোরাইজা
( C ) VAM
( d ) কোরালয়েড মূল
উত্তর - ( a ) লাইকেন
56 . কোন ধরণের পুষ্টিতে সহভক্তা ও ব্যাতিহারী লক্ষ্য করা যায় ?
( a ) পরজীবীয় পুষ্টি
( b ) মৃতজীবীয় পুষ্টি
( c ) মিথােজীবীয় পুষ্টি
( d ) হলােজোয়িক পুষ্টি
উত্তর - ( c ) মিথােজীবীয় পুষ্টি
57 . অ্যান্টিস্টেরিলিটি বা বন্ধ্যাত্ব প্রতিরােধী ভিটামিন কোনটি ?
( a ) ভিটামিন A
( b ) ভিটামিন D
( c ) ভিটামিন E
( d ) ভিটামিন C
উত্তর - ( c ) ভিটামিন E
58. কোন প্রাণীর রক্তে লােহিতকণিকা নেই ?
( a ) কেঁচো
( b ) মানুষ
( c ) ব্যাং
( d ) - মাছ
উত্তর - ( a ) কেঁচো
59 . সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় এক গ্রাম অণু গ্লুকোজে কত পরিমাণ শক্তি
স্থিতিশক্তি রূপে আবদ্ধ থাকে ?
( a ) 487 কিলােক্যালােরি
( b ) 518 কিলােক্যালােরি
( c ) 686 কিলােক্যালােরি
( d ) 886 কিলােক্যালােরি
উত্তর - ( c ) 686 কিলােক্যালােরি
60 . অরনিথিন চক্র কোথায় সংগঠিত হয় ?
( a ) পেশীতে
( b ) বৃক্কে
( c ) যকৃতে
( d ) ক্ষুদ্রান্তে
উত্তর -( c ) যকৃতে
61. নীচের কোনটি দ্বি - শর্করার উদাহরণ ?
( a ) গুকোজ
( b ) ল্যাকটোজ
( c ) ফুকটোজ
( d ) গ্যালাকটোজ
উত্তর - ( b ) ল্যাকটোজ
62. বাষ্পমােচনের হার কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় ?
( a ) আর্কইন্ডিকেটর
( b ) প্রােটোমিটার
( c ) অক্সানােমিটার
( d ) হিমমােমিটার
উত্তর - ( b ) প্রােটোমিটার
63 . O শ্রেণির রক্তে -
( a ) অ্যাগুটিনােজেন থাকে না
( b ) অ্যাগ্লুটিনিন থাকে না
( c ) অ্যাগ্লুটিনােজেন A থাকে
( d ) অ্যাগ্লুটিনােজেন AB থাকে
উত্তর - ( a ) অ্যাগুটিনােজেন থাকে না
64. নীচের কোন অস্থিটি মানুষের হাতে পাওয়া যায় না ?
( a ) রেডিয়ান
( b ) আলনা
( c ) হিউমেরাস
( d ) ফিমার
উত্তর - ( d ) ফিমার
65. ' ইকোসিস্টেম ’ শব্দটি কে প্রবর্তন করেন ?
( a ) রাইটার
( b ) ওডাম
( c ) ট্যান্সলি
( d ) হেকেল
উত্তর - ( c ) ট্যান্সলি
66. বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের প্রকৃতি কীরূপ ?
( a ) একমুখী
( b ) দ্বিমুখী
( c ) ত্রিমুখী
( d ) বহুমুখী
উত্তর - ( a ) একমুখী
67. ‘ রেসারপিন ' কোন গাছ থেকে পাওয়া যায় ?
( a ) তামাক
( b ) সর্পগন্ধা
( c ) চা
( d ) কুচেলা
উত্তর - ( b ) সর্পগন্ধা
68. ধুনা আসলে কী ?
( a ) উপক্ষার
( b ) রজন
( c ) তরুক্ষীর
( d ) র্যাফাইড
উত্তর - ( b ) রজন
69 . মানুষের সুষুম্নাস্নায়ুর সংখ্যা কত ?
( a ) 10 জোড়া
( b ) 31 জোড়া
( c ) 12 জোড়া
( d ) 33 জোড়া
উত্তর - ( b ) 31 জোড়া
70. মূত্রে জলের পরিমাণ কোন হরমােন নিয়ন্ত্রণ করে ?
( a ) ACTH
( b ) STH
( c ) TSH
( d ) ADH
উত্তর - ( d ) ADH
71. ' ব্ল্যাক ফুট রােগ ’ কোন দূষণের জন্য হয় ?
( a ) লেড
( b ) ফুরাইড
( c ) আর্সেনিক
( d ) ক্যাডমিয়াম
উত্তর - ( c ) আর্সেনিক
72. রেডিওথেরাপি করা হয় কোন রােগের ক্ষেত্রে ?
( a ) এইডস রােগ
( b ) ক্যানসার রােগ
( c ) জন্ডিস
( d ) যক্ষ্মা
উত্তর - ( b ) ক্যানসার রােগ
73. ' সায়েন্স ’ শব্দটির মূল উৎস কী ?
( a ) ল্যাতিন
( b ) ইংরেজি
( c ) গ্রিক
( d ) স্প্যানিস
উত্তর - ( a ) ল্যাতিন
74 . এন্টামিবা হিস্টোলাইটিকা জীবাণুটি কোন রােগ সৃষ্টি করে ?
( a ) কলেরা
( b ) টাইফয়েড
( c ) আমাশয়
( d ) সিফিলিস
উত্তর - ( c ) আমাশয়
75. BHC আসলে কী ?
( a ) ওষুধ
( b ) রাসায়নিক সার
( c ) কীটনাশক
( d ) বর্জ্যপদার্থ
উত্তর - ( c ) কীটনাশক
76 . কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায় ?
( a ) A
( b ) C
( c ) D
( d ) E
উত্তর - ( b ) C
77 . রক্তে RBC এর পরিমাণ বেড়ে যাওয়াকে কী বলে ?
( a ) ওলিগােসাইথিমিয়া
( b ) পলিসাইথিমিয়া
( c ) অ্যানিমিয়া
( d ) লিউকোপিনিয়া
উত্তর - ( b ) পলিসাইথিমিয়া
78. মানব পুষ্টির চতুর্থ পর্যায় কোনটি ?
( a ) খাদ্যগ্রহণ
( b ) আত্তীকরণ
( c ) বহিঃস্করণ
( d ) পরিপাক
উত্তর - ( b ) আত্তীকরণ
79. মেপালােব্লাস্ট অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয় ?
( a ) ভিটামিন B1
( b ) ভিটামিন B3
( c ) ভিটামিন B9
( d ) ভিটামিন B12
উত্তর - ( c ) ভিটামিন B9
80. হাইপারমেট্রোপিয়া বা দূরবন্ধ দৃষ্টি দূর করতে কোন লেন্স উত্তল
ব্যবহার করা হয় ?
( a ) অবতল
( b ) সমতল
( c ) সম অবতল
( d ) উত্তল
উত্তর - ( d ) উত্তল
81. DNA তে নাইট্রোজেন ক্ষারটি থাকে না ?
( a ) অ্যাডিনিন
( b ) সাইটোসিন
( c ) ইউরাসিল
( d ) থাইমিন
উত্তর - ( c ) ইউরাসিল
82. ‘ ফিলজফিক জুওলজিক ’ গ্রন্থের রচয়িতা কে ?
( a ) ল্যামার্ক
( b ) মেন্ডেল
( c ) ডারউইন
( d ) দি ব্রিস
উত্তর - ( a ) ল্যামার্ক
83 . পায়রার বায়ুথলির সংখ্যা কটি ?
( a ) 13
( b ) 7
( c ) 9
( d) 11
উত্তর - ( c ) 9
84. কোন বিজ্ঞনী ড্রসােফিলা মাছিকে জিন তত্ত্বের ব্যবহার করেন ?
( a ) মেন্ডেল
( b ) ওয়াটসন এবং ক্রিক
( c ) মরগান
( d ) দি ভিস
উত্তর - ( b ) ওয়াটসন এবং ক্রিক
85. যক্ষ্মারােগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম কি ?
( a ) Vibrio Cholerae
( b ) Mycobacterium tuberculosis
( c ) Salmonella typhii
( d ) Mycobacterium leprae
উত্তর - ( c ) Salmonella typhii
86. সালােকসংশ্লেষীয় একককে কী বলে ?
( a ) ক্লোরােফিল
( b ) কোয়ান্টাজোম
( c ) ক্লোরােসিস
( d ) ক্যারােটিন
উত্তর - ( b ) কোয়ান্টাজোম
87. কোন খনিজ মৌলের অভাবে উদ্ভিদের ক্লোরােসিস ঘটে ?
( a ) ক্যালসিয়াম
( b ) পটাসিয়াম
( c ) সােডিয়াম
( d ) ম্যাগনেসিয়াম
উত্তর - ( d ) ম্যাগনেসিয়াম
48 . মধ্যপ্রদেশের জাতীয় উদ্যানের নাম কী ?
( a ) করবেট
( b ) কাজীরাঙা
( c ) ভরতপুর
( d ) কানহা
উত্তর - ( d ) কানহা
89 . কোন প্রাণীর রক্তে হিমােসায়ানিন থাকে ?
( a ) মানুষের
( b ) কুনােব্যাঙের
( c ) আরশােলার
( d ) চিংড়ির
উত্তর - ( b ) কুনােব্যাঙের
90 . পারনিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে ঘটে ?
( a ) B12
( b ) B6
( C ) B9
( d ) B1
উত্তর - ( a ) B12
91. ফার্ণ গাছের শুক্রাণু কোন অ্যাসিডের প্রভাবে চলন দেখায় ?
( a ) সাইট্রিক অ্যাসিড
( b ) ম্যালিক অ্যাসিড
( c ) অক্সালিক অ্যাসিড
( d ) ফিউমারিক অ্যাসিড
উত্তর - ( b ) ম্যালিক অ্যাসিড
92. ঈষ্টের দেহে কোন সন্ধান ঘটে থাকে ?
( a ) কোহল সন্ধান
( b ) বিটাইরিক অ্যাসিড সন্ধান
( c ) অ্যাসিটিক অ্যাসিড সন্ধান
( d ) ল্যাকটিক অ্যাসিড সন্ধান
উত্তর - ( a ) কোহল সন্ধান
93 . এক অণু গ্লুকোজের সম্পূর্ণ রূপে জারণ ঘটলে কত অণু ATP উৎপন্ন হয়
?
( a ) 30 অণু
( b ) 38 অণু
( c ) 8 অণু
( d ) 36 অণু
উত্তর - ( b ) 38 অণু
94. বাদুড়ের বিজ্ঞানসম্মত নাম কী ?
( a ) Peteropus Giganteus
( b ) Macaca Mulata
( c ) Rana Tigrina
( d ) Scoliodon Sorrakowah
উত্তর - ( a ) Peteropus Giganteus
95 . পাকস্থলীর আম্লিক অর্ধপাচিত খাদ্যবস্তুকে কি বলে ?
( a ) কাইম
( b ) কাইল
( c ) মল
( d ) কোনটাই নয়
উত্তর - ( a ) কাইম
96. পাকস্থলির কোন কোশ থেকে HCI ক্ষরিত হয় ?
( a ) পেপটিক কোশ
( b ) আরজেনটাফিল কোশ
( c ) অক্সিনটিক কোশ
( d ) ডেল্টা কোশ
উত্তর - ( c ) অক্সিনটিক কোশ
97. মানুষের কোন কোশটি বহু নিউক্লিয়াস যুক্ত বা সিনসিটিয়াম ?
( a ) অরেখ পেশী
( b ) হৃদপেশী
( c ) স্নায়ুকোশ
( d ) সরেখ পেশী
উত্তর - ( d ) সরেখ পেশী
98. মাইটোকনড্রিয়ার অন্তঃপর্দার অন্তঃগাত্রে অবস্থিত টেনিস র্যাকেটের
ন্যায় বৃন্তযুক্ত গঠনকে কি বলে ?
( a ) ডিপ্লোজোম
( b ) কোয়ান্টাজোম
( c ) অক্সিজোম
( d ) মাইক্রোজোম
উত্তর - ( c ) অক্সিজোম
99. হেপাটাইটিস রােগে মানুষের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় ?
( a ) ক্ষুদ্রান্ত
( b ) যকৃত
( c ) পাকস্থলী
( d ) অগ্নাশয়
উত্তর - ( b ) যকৃত
100. কোন প্রাণীর পৌষ্টিকতন্ত্রে গিজার্ড থাকে ?
( a ) মানুষ
( b ) কুকুর
( c ) পায়রা
( d ) ব্যাঙ
উত্তর - ( c ) পায়রা
101. কোনটি বিশেষ জ্ঞানেন্দ্রিয় নামে পরিচিত ?
( a ) ত্বক
( b ) স্পর্শেন্দ্রিয়
( c ) চক্ষু
( d ) নাসিকা
উত্তর - ( b ) স্পর্শেন্দ্রিয়
102. কোন বিজ্ঞানী পরিব্যক্তিকে ' প্রকৃতির খেলা ’ বলে উপেক্ষা করেন ?
( a ) ডারউইন
( b ) ল্যামার্ক
( c ) মেন্ডেল
( d ) হুগাে দি ভিস
উত্তর - ( a ) ডারউইন
103. ইঁদুরের উপর পরীক্ষা করে কোন বিজ্ঞানী ল্যামার্কের মতবাদকে ভূল বলে
প্রমাণ করেন ?
( a ) ভাইসম্যান
( b ) হুগাে দি ব্রিস
( c ) মেন্ডেল
( d ) ডারউইন
উত্তর - ( a ) ভাইসম্যান
104. মেন্ডেলের একসংকর জননের জেনােটাইপিক অনুপাত কত ?
( a ) 1 : 3
( b ) 1 : 2 : 1
( c ) 1 : 1 : 2
( d ) 3 : 1
উত্তর - ( b ) 1 : 2 : 1
105. রক্তের গ্লুকোজকে কোন হরমােন গ্লাইকোজেন রূপে যকৃতে জমা রাখে ?
( a ) গ্রুকাগন
( b ) অ্যাড্রিনালিন
( c ) ইনসুলিন
( d ) থাইরক্সিন
উত্তর - ( c ) ইনসুলিন
106. হাঁপানির ঔষধ রূপে ব্যবহৃত হয় কোন উপক্ষার ?
( a ) কুইনাইন
( b ) রেসারপিন
( c ) নিকোটিন
( d ) ডাটুরিন
উত্তর - ( d ) ডাটুরিন
107. নিচের কোনটি অসমাঙ্গ ফুল ?
( a ) ধুতুরা
( b ) জবা
( c ) কুমড়াে
( d ) মটর
উত্তর - ( d ) মটর
108. বীজের অঙ্কুরােদগমের জন্য আদর্শ উয়তা কোনটি ?
( a ) 35° C - 50° C
( b ) 40° C - 65° C
( c ) 25° C - 35° C
( d ) 15° C - 25° C
উত্তর - ( c ) 25° C - 35° C
109. কুনােব্যাঙের মােট আঙুলের সংখ্যা কত ?
( a ) 20
( b ) 18
( c ) 8
( d ) 10
উত্তর - ( b ) 18
110. নিচের কোনটি সমাজবদ্ধ পতঙ্গ ?
( a ) মাছি
( d ) মথ
( c ) মৌমাছি
( d ) মশা
উত্তর - ( c ) মৌমাছি
111. মাছির লার্ভা দশাকে কি বলে ?
( a ) গুটিপােকা
( b ) শুককীট
( c ) শুয়ােপােকা
( d ) ম্যাগট
উত্তর - ( d ) ম্যাগট
112 . কোন উদ্ভিদ গােষ্ঠীর কোশ প্রাচীরের মুখ্য উপাদান কাইটিন ?
( a ) শৈবাল
( b ) ছত্রাক
( c ) ব্রায়ােফাইটা
( d ) টেরিডােফাইটা
উত্তর - ( b ) ছত্রাক
113. BHC আসলে কী ?
( a ) কীটনাশক
( b ) আগাছানাশক
( c ) ব্যাকটেরিয়া নাশক
( d ) জৈব সার
উত্তর - ( a ) কীটনাশক
114 . বিজ্ঞানসম্মত নাম কোন ভাষাতে করা হয় ?
( a ) ইংরেজী
( b ) গ্রীক
( c ) ল্যাতিন
( d ) স্প্যানিশ
উত্তর - ( c ) ল্যাতিন
115. আয়তন অনুসারে বায়ুতে নাইট্রোজেন ও অক্সিজেন অনুপাত প্রায় কত ?
( a ) 3 : 2
( b ) 4 : 1
( C ) 5 : 2
( d ) 2 : 1
উত্তর - ( b ) 4 : 1
116 . কোন বায়ুদূষক লােহিত রক্ত কণিকাকে বিশ্লিষ্ট করে ?
( a ) কার্বন মনােক্সাইড
( b ) ওজোন গ্যাস
( c ) অ্যামােনিয়া
( d ) ক্লোরিন গ্যাস
উত্তর - ( a ) কার্বন মনােক্সাইড
117 . ABS বা অ্যালকালাইন বেঞিন সালফোনেট কোন ব্যবহার্য্য উপাদানে
পাওয়া যায় ।
( a ) খাবার সােডা
( b ) ডিটারজেন্ট
( c ) কীটনাশক
( d ) অজৈব সার
উত্তর - ( b ) ডিটারজেন্ট
118. মিনামাটা ডিজিজ কোন দূষণের জন্য হয় ?
( a ) ক্লোরিন
( b ) পারদ
( c ) সীসা
( d ) আর্সেনিক
উত্তর - ( b ) পারদ
119 . আন্ত্রিক রােগের জীবাণুর নাম লেখ ।
( a ) এন্টামিবা হিস্টোলাইটিকা
( b ) সালমােনেলা টাইফি
( c ) জিয়াডিয়া
( d ) সিগেলা ডিসেন্টেরি
উত্তর - ( d ) সিগেলা ডিসেন্টেরি
120 . জীববিদ্যার জনক কাকে বলা হয় ?
( a ) থিওফ্রাসটাস
( b ) অ্যারিস্টটল
( c ) ক্যারােলাস লিনিয়াস
( d ) গ্রেগর জোহান মেন্ডেল
উত্তর - ( b ) অ্যারিস্টটল
121. আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে পালন করা হয় ?
( a ) 3 জুন
( b ) 16 জুন
( c ) 5 জুন
( d ) 1 ডিসেম্বর
উত্তর - ( c ) 5 জুন
122. পিত্ত কোথা থেকে ক্ষরিত হয় ?
( a ) পিত্তাশয়
( b ) যকৃৎ
( c ) অগ্নাশয়
( d ) ক্ষুদ্রান্ত
উত্তর - ( b ) যকৃৎ
123 . ফুসফুসে বায়ুর পরিমাণ নির্ণয়ের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়
?
( a ) স্ফিগমােম্যানােমিটার
( b ) মাইক্রোমিটার
( c ) স্পাইরােমিটার
( d ) অলফ্যাক্টোমিটার
উত্তর - ( c ) স্পাইরােমিটার
124. মাইক্রোগ্রাফিয়া কার বিখ্যাত গ্রন্থ ?
( a ) লিনিয়াস
( b ) রবার্ট হুক
( c ) জন রে
( d ) মেন্ডেল
উত্তর - ( b ) রবার্ট হুক
125. বিজ্ঞানের যে শাখায় কীটপতঙ্গ নিয়ে আলােচনা করা হয় তাকে কি বলে
?
( a ) এন্টোমােলজি
( b ) অরনিথােলজি
( c ) এপিকালচার
( d ) ম্যালাকোলজি
উত্তর - ( a ) এন্টোমােলজি
126. শর্তাধীন প্রতিবর্তক্রিয়া কে আবিষ্কার করেন ?
( a ) প্যাভলভ
( b ) ডারউইন
( c ) দি ভিস
( d ) কুভিয়ার
উত্তর - ( a ) প্যাভলভ
127. ব্যাকটেরিওফাজ আসলে কী ?
( a ) ব্যাকটেরিয়া
( b ) ভাইরাস
( c ) প্রােটোজোয়া
( d ) রাসায়নিক পদার্থ
উত্তর - ( b ) ভাইরাস
128. পৃথিবীতে মােট প্রােটিন অ্যামাইনাে অ্যাসিডের সংখ্যা কত ?
( a ) 64 টি
( b ) 20 টি
( c ) 10 টি
( d ) 41 টি
উত্তর - ( b ) 20 টি
129. আইলেটস অব ল্যাঙ্গারন্যানস কোথায় অবস্থিত ?
( a ) পিটুইটারী
( b ) বৃক্ক
( c ) অগ্নাশয়
( d ) যকৃৎ
উত্তর - ( c ) অগ্নাশয়
130. ‘ রেড ডাটা বুক ’ এ কোন তথ্য পাওয়া যায় ?
( a ) রঙিন মাছ
( b ) রঙিন ফুল
( c ) বিপদগ্রস্ত উদ্ভিদ ও প্রাণি
( d ) কোন নির্দিষ্ট স্থানের উদ্ভিদ ও প্রাণি
উত্তর - ( c ) বিপদগ্রস্ত উদ্ভিদ ও প্রাণি
131. Azolla একটি জৈব সার - ইহা আসলে কী ?
( a ) ব্যাকটেরিয়া
( b ) শৈবাল
( c ) মস
( d ) ফার্ণ
উত্তর - ( d ) ফার্ণ
132. ' ইকোলজি ’ শব্দটি কে প্রবর্তন করেন ?
( a ) ট্যান্সলে
( b ) হেকেল
( c ) ওডাম
( d ) করম্যান্ডি
উত্তর - ( b ) হেকেল
133. পর্দাবিহীন কোশীয় অঙ্গাণু কোনটি ?
( a ) লাইসােজোম
( b ) রাইবােজোম
( c ) মাইটোকনড্রিয়া
( d ) ER
উত্তর - ( b ) রাইবােজোম
134. কোনটি RNA এর গঠনে পাওয়া যায় না ?
( a ) অ্যাডিনিন
( b ) গুয়ানিন
( c ) থাইমিন
( d ) সাইটোসিন
উত্তর - ( c ) থাইমিন
135. হিমােফিলিয়া পুরুষদের ক্ষেত্রে বেশী দেখা যায় কেন ?
( a ) X ক্রোমােজোম বাহিত প্রকট বৈশিষ্ট্য
( b ) X ক্রোমােজোম বাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য
( c ) y ক্রোমােজোম বাহিত প্রকট বৈশিষ্ট্য
( d ) y ক্রোমােজোম বাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য
উত্তর - ( b ) X ক্রোমােজোম বাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য
136. উদ্ভিদের কোশপ্রাচীর কোন ধরনের পর্দা ?
( a ) অভেদ্য
( b ) ভেদ্য
( c ) অর্ধভেদ্য
( d ) প্রভেদক ভেদ্য
উত্তর - ( b ) ভেদ্য
137. নীচের কোন উৎসেচকটি মুখবিবরে লালারসে পাওয়া যায় ?
( a ) পেপসিন
( b ) লাইপেজ
( c ) অ্যামাইলেজ
( d ) টায়ালিন
উত্তর - ( d ) টায়ালিন
138. দ্বিপদ নামকরণের প্রবক্তা কে ?
( a ) কানডােলে
( b ) হাচিনসন
( c ) লিনিয়াস
( d ) বেন্থাম হুকার
উত্তর - ( c ) লিনিয়াস
139. আদিম পৃথিবীর বায়ুমন্ডলে কোন উপাদানটি ছিল না ?
( a ) NH2
( b ) CH4
( c ) H2
( d ) O2
উত্তর - ( d ) O2
140. ‘ যােগ্যতমের উদবর্তন ' কথাটি কে প্রবর্তন করেন ?
( a ) হুগাে দা ভ্রিস
( b ) ল্যামার্ক
( c ) স্পেনসার
( d ) ডারউইন
উত্তর - ( c ) স্পেনসার
141. AIDS কোন পরীক্ষার সাহায্যে চিহ্নিত করা যায় ?
( a ) ELISA টেস্ট
( b ) VDRL টেস্ট
( c ) FTA - ABS টেস্ট
( d ) TPHA টেস্ট
উত্তর - ( a ) ELISA টেস্ট
142. নীচের কোন পরীক্ষাটি সরকারের তরফ থেকে নিষিদ্ধ করা হয় ?
( a ) VDRL টেস্ট
( b ) TPHA টেস্ট
( c ) অ্যামনিওসেনটেসিস টেস্ট
( d ) র্যাপিড প্লাজমা রিজিন টেস্ট
উত্তর - ( c ) অ্যামনিওসেনটেসিস টেস্ট
143. হটস্পট কী ?
( a ) উচ্চ জীব বৈচিত্রযুক্ত অঞ্চল
( b ) নিম্ন জীব বৈচিত্রযুক্ত
( c ) এনডেনজারড প্রজাতি যুক্ত অঞ্চল
( d ) ভালনারেবল প্রজাতিযুক্ত অঞ্চল
উত্তর - ( a ) উচ্চ জীব বৈচিত্রযুক্ত অঞ্চল
144. 24 শে ফেব্রুয়ারি কেন পালন করা হয় ?
( a ) শক্তি দিবস
( b ) জাতীয় বিজ্ঞান দিবস
( c ) বিশ্ব দিবস
( d ) আন্তর্জাতিক স্বাস্থ্য দিবস
উত্তর - ( b ) জাতীয় বিজ্ঞান দিবস
145. BMR কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় ?
( a ) ভিসকোমিটার
( b ) বেনেডিক্ট - রথ যন্ত্র
( c ) গ্যালভানােমিটার
( d ) স্পাইরােমিটার
উত্তর - ( b ) বেনেডিক্ট - রথ যন্ত্র
146. আয়ুর্বেদ চিকিৎসার জনক কাকে বলা হয় ?
( a ) চরক
( b ) সুশ্রুত
( c ) অ্যারিস্টটল
( d ) ভেসালিয়াস
উত্তর - ( a ) চরক
147. দেহে টিউমারের অবস্থান নির্ণয় করার জন্য কোন আইসােটোপ ব্যবহার করা
হয় ?
( a ) C14
( b ) P32
( c ) S35
( d ) H3
উত্তর - ( b ) P32
148. যে ধাতব কেলাসের জন্য ওল, কচু খেলে গলা কোটায় তার রাসায়নিক প্রকৃতি
কী ?
( a ) ক্যালসিয়াম কার্বনেট
( b ) সিলিকা
( c ) ক্যালসিয়াম অক্সালেট
( d ) সবগুলােই
উত্তর - ( c ) ক্যালসিয়াম অক্সালেট
149. উদ্ভিদের কোশপ্রাচীরের মুখ্য উপাদান কী ?
( a ) পেকটিন
( b ) লিগনিন
( c ) সেলুলােজ
( d ) কাইটিন
উত্তর - ( c ) সেলুলােজ
আরও পড়ুন- ইতিহাসের গুরুত্বপূর্ণ 500 MCQ টি প্রশ্ন ও উত্তর PDF
150. ক্যান্সার সৃষ্টিকারী যে নিষ্ক্রিয় জিনটি মানব কোশে থাকে তার নাম কী
?
( a ) প্রােটো অঙ্কোজিন
( b ) অঙ্কোজিন
( c ) ক্লাস্টোজিন
( d ) কারসিনােজেন
উত্তর - ( a ) প্রােটো অঙ্কোজিন
151. সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনের উৎস কী ?
( a ) জল
( b ) CO2
( c ) ক্লোরােফিল
( d ) গ্লুকোজ
উত্তর - ( a ) জল
152. গির অরণ্য কোথায় অবস্থিত ?
( a ) অসম
( b ) গুজরাট
( c ) কেরল
( d ) মধ্যপ্রদেশ
উত্তর - ( b ) গুজরাট
153. রাজস্থানের ভরতপুর কীসের জন্য বিখ্যাত ?
( a ) একশৃঙ্গ গন্ডার
( b ) পাখিরালয়
( c ) বাইসন
( d ) চিতল হরিণ
উত্তর - ( b ) পাখিরালয়
154. IUCN কর্তৃক পৃথিবীর বিভিন্ন স্থানের লুপ্তপ্রায় প্রাণীর নামের যে
তালিকা প্রস্তুত করা হয় , তাকে কী বলে ?
( a ) গ্রীণ ডাটা বুক
( b ) এনডেনজারড বুক
( c ) এন্ডেমিক বুক
( d ) রেড ডাটা বুক
উত্তর - ( d ) রেড ডাটা বুক
155. মানুষের হৃদপিন্ডে অবস্থিত কপাটিকাগুলির কাজ কী ?
( a ) দূষিত ও বিশুদ্ধ রক্ত মিশতে না দেওয়া
( b ) রক্তের একমুখী পরিবহন করা
( c ) রক্তের একমুখী পরিবহনে বাধা দেওয়া
( d ) রক্তের প্রকোষ্ট সাময়িক সয় করা
উত্তর - ( b ) রক্তের একমুখী পরিবহন করা
156. নিচের কোনটি দ্বিশর্করার উদাহরণ ?
( a ) গ্লুকোজ
( b ) ফুকটোজ
( c ) সুক্রোজ
( d ) শ্বেতসার
উত্তর - ( c ) সুক্রোজ
157. Rh ফ্যাক্টর আসলে কী ?
( a ) ভাইরাস
( b ) অ্যান্টিজেন
( c ) অ্যান্টিবডি
( d ) শর্করা
উত্তর - ( b ) অ্যান্টিজেন
158. কুমিরের হৃদপিন্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট হয় ?
( a ) তিন
( b ) চার
( c ) দুই
( d ) কোনটাই নয়
উত্তর - ( b ) চার
159. ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাসঅঙ্গ ?
( a ) কেঁচো
( b ) চিংড়ি
( c ) আরশােলা
( d ) রুইমাছ
উত্তর - ( c ) আরশােলা
160. মানবদেহের সবচেয়ে বড় পরিপাক গ্রন্থি কোনটি ?
( a ) লালাগ্রন্থি
( b ) পাকস্থলী
( c ) যকৃৎ
( d ) ক্ষুদ্রান্ত্র
উত্তর - ( c ) যকৃৎ
161. একটি সংকর লম্বা মটরগাছের জিনােটাইপ কী হবে ?
( a ) tt
( b ) Tt
( C ) Mt
( d ) TT
উত্তর - ( b ) Tt
162. একটি গ্লুকোজ অণুতে কার্বন পরমাণুর সংখ্যা কত ?
( a ) 4 টি
( b ) 2 টি
( c ) 6 টি
( d ) 3 টি
উত্তর - ( c ) 6 টি
163. মাছের প্রণােদিত প্রজননের জন্য ব্যবহৃত হরমােনটির নাম কী ?
( a ) প্রােজেস্টেরণ
( b ) ইস্ট্রোজেন
( c ) টেস্টোস্টেরণ
( d ) এন্ডােস্টেরণ
উত্তর - ( a ) প্রােজেস্টেরণ
164. ‘ রেনিন ' কোথা থেকে ক্ষরিত হরমােন ?
( a ) পিটুইটারীর অগ্রভাগ
( b ) বৃক্ক
( c ) অগ্নাশয়
( d ) পিটুইটারীর পশ্চাদভাগ
উত্তর - ( b ) বৃক্ক
165. শালগাছ কোন ধরনের বৃক্ষ ?
( a ) পর্ণমােচী
( b ) চিরহরিৎ
( c ) ম্যানগ্রোভ
( d ) কনিফার
উত্তর - ( a ) পর্ণমােচী
166. রুমিন্যান্ট পাকস্থলীযুক্ত প্রাণী কোনটি ?
( a ) কুকুর
( b ) মাছ
( c ) গরু
( d ) মানুষ
উত্তর - ( c ) গরু
167. DNA এর দ্বিতন্ত্রী গঠন কে বর্ণনা করেন ?
( a ) হরগােবিন্দ খােরানা
( b ) ওয়াটসন এবং ক্রিক
( c ) বিজ্ঞানী চারগাফ
( d ) এফ জ্যাকব এবং জে.মনােড
উত্তর - ( b ) ওয়াটসন এবং ক্রিক
168. মানুষের কোন কোশটি বিভাজিত হয় ?
( a ) লােহিত রক্তকণিকা
( b ) অনুচক্রিকা
( c ) স্নায়ুকোশ
( d ) শ্বেতরক্ত কণিকা
উত্তর - ( d ) শ্বেতরক্ত কণিকা
169. পরীক্ষাগারে সৃষ্ট প্রথম জৈব যৌগ কোনটি ?
( a ) ইউরিয়া
( b ) গ্লুকোজ
( c ) মিথেন
( d ) ইথেন
উত্তর - ( a ) ইউরিয়া
170. যে প্যারেনকাইমা কলায় বায়ুপূর্ণ থাকে , তাকে কী বলে ?
( a ) ক্লোরেনকাইমা
( b ) এরেনকাইমা
( c ) প্লেকটেনকাইমা
( d ) পােসেনকাইমা
উত্তর - ( b ) এরেনকাইমা
171. অ্যাসিটাইল কোলিন পাওয়া যায় -
( a ) কুফার কোশে
( b ) গবলেট কোশে
( c ) স্নায়ুকোশে
( d ) নিউরােগ্লিয়া কোশে
উত্তর - ( c ) স্নায়ুকোশে
172. ফাইটোপথােরা কোন রােগের জীবাণু ?
( a ) গমের মরিচা রােগ
( b ) আলুর ধ্বসারােগ
( c ) রাইগাছের আরগটিজম
( d ) ধানের চেটে রােগ
উত্তর - ( b ) আলুর ধ্বসারােগ
173. করােলাস লিনিয়াস কত সালে দ্বিপদ নামকরণ প্রচলন করেন ?
( a ) 1705 সালে
( b ) 1750 সালে
( c ) 1759 সালে
( d ) 1753 সালে
উত্তর - ( d ) 1753 সালে
174. tt x Tt এই রূপ সংকরায়নকে কী বলে ?
( a ) ব্যাক ক্রস
( b ) টেস্ট ক্রস
( c ) উভয়
( d ) কোনটাই নয়
উত্তর - ( c ) উভয়
175. কোন হরমােনের প্রভাবে মহিলাদের রজঃস্রাব শুরু হয় ?
( a ) ইস্ট্রোজেন
( b ) প্রােজেস্টেরন
( c ) GTH
( d ) রিলাক্সিন
উত্তর - ( c ) GTH
176. গােরুর অন্ত্রে কোন ব্যাকটেরিয়া সেলুলােজ পাচন করে ?
( a ) ই কোলাই
( b ) ট্রাইকোডার্মা
( c ) ল্যাকটোব্যাসিলাস
( d ) ভিব্রিও কলেরি
উত্তর - ( b ) ট্রাইকোডার্মা
177. মানুষের রক্ত তঞ্চনে সাহায্য করে কোন ভিটামিন ?
( a ) Vit - A
( b ) Vit - D
( c ) Vit - B
( d ) Vit - K
উত্তর - ( d ) Vit - K
178. Rh ফ্যাক্টর কে আবিষ্কার করেন ?
( a ) কার্ল ল্যান্ড স্টেইনার
( b ) কার্ল ল্যান্ড স্টেইনার ও উইনার
( c ) উইনার
( d ) হার্ভে
উত্তর - ( b ) কার্ল ল্যান্ড স্টেইনার ও উইনার
179. থ্যালাসেমিয়া রােগের বাহক কে ?
( a ) পুরুষ
( b ) পুরুষ - মহিলা উভয়ে
( c ) মহিলা
( d ) সঠিক জানা যায়নি
উত্তর - ( b ) পুরুষ - মহিলা উভয়ে
180. FSH এর পুরাে নাম কী ?
( a ) ফিমেল স্টিমুলেটিং হরমােন
( b ) ফলিকল স্টিমুলেটিং হরমােন
( c ) ফিটাস স্টিমুলেটিং হরমােন
( d ) ফ্যাট স্টিমুলেটিং হরমােন
উত্তর - ( c ) ফিটাস স্টিমুলেটিং হরমােন
181. নীচের কোনটিকে আত্মঘাতী থলি বলা হয় ?
( a ) লাইসােজোম
( b ) গলগিবডি
( c ) মাইটোকনড্রিয়া
( d ) রাইবােজোম
উত্তর - ( a ) লাইসােজোম
182. ‘ পেপটিডােগ্লাইক্যান ’ কোথায় দেখা যায় ?
( a ) ভাইরাসের কোশপ্রাচীরে
( b ) ব্যাকটেরিয়ার কোশপ্রাচীরে
( c ) শৈবালের কোশপ্রাচীরে
( d ) ছত্রাকের কোশপ্রাচীরে
উত্তর - ( b ) ব্যাকটেরিয়ার কোশপ্রাচীরে
183. পলিজোম আসলে কী ?
( a ) একত্রিত রাইবােজোম
( b ) একত্রিত মাইটোকনড্রিয়া
( c ) একক রাইবােজোম
( d ) একক মাইটোকনড্রিয়া
উত্তর - ( c ) একক রাইবােজোম
184. ভাজক কলার কোশে কোন দশাটি দেখা যায় না ?
( a ) G1
( b ) S
( c ) G0
( d ) G2
উত্তর - ( c ) G0
185. মাইটোসিস বিভাজনের কোন দশায় একটি ক্রোমােজোম একটি ক্রোমাটিড দ্বারা
গঠিত হয় ?
( a ) প্রােফেজ
( b ) টেলােফেজ
( c ) মেটাফেজ
( d ) অ্যানাফেজ
উত্তর - ( d ) অ্যানাফেজ
186. ভাইরাসে অবস্থিত ক্যান্সার সৃষ্টিকারী জিনটির নাম কী ?
( a ) অঙ্কোজিন
( b ) প্রােটোঅঙ্কোজিন
( c ) জাম্পিং জিন
( d ) ট্রান্সপােজন
উত্তর - ( a ) অঙ্কোজিন
187. র্যাবিস ভাইরাস কোন রােগের জীবাণু ?
( a ) ডেঙ্গুজ্বর
( b ) জন্ডিস
( c ) জলাতঙ্ক
( d ) বসন্ত
উত্তর - ( c ) জলাতঙ্ক
188. 'ফাজ ’ কথার অর্থ কী ?
( a ) রক্ষক
( b ) ভক্ষক
( c ) ক্ষতিকারক
( d ) সংক্রামক
উত্তর - ( b ) ভক্ষক
189. কাকে এনার্জি কারেন্সি বলে ?
( a ) ADP
( b ) AMP
( c ) ATP
( d ) GTP
উত্তর - ( c ) ATP
190. উদ্ভিদের নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ কোনটি ?
( a ) গঁদ
( b ) ইউরিয়া
( c ) উপক্ষার
( d ) অ্যামােনিয়া
উত্তর - ( a ) গঁদ
191. কোথা থেকে রেসারপিন উপক্ষারটি পাওয়া যায় ?
( a ) চা গাছের পাতা
( b ) সর্পগন্ধার মূলে
( c ) তামাক পাতায়
( d ) চা পাতায়
উত্তর - ( b ) সর্পগন্ধার মূলে
192. এরেনকাইমা কলা কোথায় দেখা যায় ?
( a ) সুন্দরী
( b ) ক্যাকটাস
( c ) মটর
( d ) পদ্ম
উত্তর - ( d ) পদ্ম
193. tt এবং Tt মটরগাছের সংকরায়নের ফলে , কত শতাংশ সংকর লম্বা ( Tt )
মটরগাছ জন্মাবে ?
( a ) 25 %
( b ) 75 %
( c ) 50 %
( d ) 100 %
উত্তর - ( c ) 50 %
194 . YyRr জিনােটাইপ যুক্ত মটর গাছ থেকে কত প্রকার গ্যামেট উৎপন্ন হবে
?
( a ) 1 প্রকার
( b ) 2 প্রকার
( c ) 3 প্রকার
( d ) 4 প্রকার
উত্তর - ( d ) 4 প্রকার
195. এক অণু গ্লুকোজ সম্পূর্ণ জারিত হয়ে কত KCal তাপশক্তি উৎপন্ন হয়
?
( a ) 696 Kcal
( b ) 673 Kcal
( C ) 643 Kcal
( d ) 50 Kcal
উত্তর - ( b ) 673 Kcal
196. শ্বাসমূল দেখা যায় কোন উদ্ভিদে ?
( a ) পদ্মগাছ
( b ) ক্যাকটাসে
( c ) সুন্দরী গাছে
( d ) মটর গাছে
উত্তর - ( c ) সুন্দরী গাছে
197. ভেনাস হৃদপিন্ড দেখা যায় কোন প্রাণীতে ?
( a ) ব্যাঙে
( b ) মাছে
( c ) পক্ষীতে
( d ) মানুষে
উত্তর - ( b ) মাছে
198. কোন বিজ্ঞানী বলেছিলেন বাষ্পমােচন একটি প্রয়ােজনীয় ক্ষতিকারক
পদ্ধতি ?
( a ) স্লেইডেন ও স্বােয়ান
( b ) কার্টিস
( c ) গ্রেগর জোহান মেন্ডেল
( d ) ওয়ার্টর্সন
উত্তর - ( b ) কার্টিস
199. ট্রাকিয়া কোন প্রাণীতে পাওয়া যায় ?
( a ) কেঁচো
( b ) আরশােলা
( c ) চিংড়ি
( d ) শামুক
উত্তর - ( b ) আরশােলা
200. কেঁচোর গমন পদ্ধতিকে কি বলে ?
( a ) অ্যামিবয়েড গমন
( b ) ক্রিপিং
( c ) ফ্লাইং
( d ) সিলিয়া
উত্তর - ( b ) ক্রিপিং
201. কত সালে বন্যজীবন সংরক্ষণ আইন চালু হয় ?
( a ) 1960
( b ) 1972
( c ) 1982
( d ) 1990
উত্তর - ( b ) 1972
202. ভারতে মােট কতগুলি ব্যাঘ্র প্রকল্প গড়ে উঠেছে ?
( a ) বারােটি
( b ) ছয়টি
( c ) পাঁচটি
( d ) নয়টি
উত্তর - ( d ) নয়টি
203. মাছের গমনের ক্ষেত্রে কোন পাখনা দিক পরিবর্তনে সাহায্য করে ?
( a ) পায়ু পাখনা
( b ) পৃষ্ঠ পাখনা
( c ) পুচ্ছ পাখনা
( d ) শ্রোণী পাখনা
উত্তর - ( b ) পৃষ্ঠ পাখনা
204. শক্তি প্রবাহের দশ শতাংশ সূত্র কোন বিজ্ঞানী প্রবর্তন করেন ?
( a ) ওডাম
( b ) লিন্ডেম্যান
( c ) হেকলে
( d ) ক্লার্ক
উত্তর - ( b ) লিন্ডেম্যান
205. লজ্জাবতী গাছের পাতায় স্পর্শ করলেই মুরে যায় । ইহাকে কোন চলন বলা
হয় ?
( a ) সিসমেন্যাস্টি
( b ) কেমােন্যাস্টি
( c ) হাইপােন্যাস্টি
( d ) নিকটিন্যাস্টি
উত্তর - ( a ) সিসমেন্যাস্টি
206. কোন শ্বেত রক্তকণিকা থেকে হিস্টামিন ক্ষরিত হয় ?
( a ) লিম্ফোসাইট
( b ) মনােসাইট
( c ) ইওসিনােফিল
( d ) কোনটাই নয়
উত্তর - ( c ) ইওসিনােফিল
207. ফ্যাট জাতীয় খাদ্যের তাপনমূল্য কত ?
( a ) 4 Kcal
( b ) 4.1 Kcal
( c ) 8.2 Kcal
( d ) 9.3 Kcal
উত্তর - ( d ) 9.3 Kcal
208. নিম্নোক্ত কোন উদ্ভিদে ঠেসমূল পাওয়া যায় ?
( a ) পদ্মগাছ
( b ) ক্যাকটাস
( c ) মটরগাছ
( d ) সুন্দরী গাছ
উত্তর - ( d ) সুন্দরী গাছ
209. প্রােটিন জাতীয় খাদ্য সম্পূর্ণরূপে পাচিত হয়ে সবশেষে কোন উপাদান
সৃষ্টি করে ?
( a ) গ্লুকোজ
( b ) অ্যামাইনাে অ্যাসিড
( c ) ফ্যাটি অ্যাসিড
( d ) নাইট্রোজেন
উত্তর - ( b ) অ্যামাইনাে অ্যাসিড
210. কোন কোশ অঙ্গাণুকে কোশের মস্তিষ্ক বলা হয় ?
( a ) মাইটোকনড্রিয়া
( b ) নিউক্লিয়াস
( c ) লাইসােজোম
( d ) রাইবােজোম
উত্তর - ( b ) নিউক্লিয়াস
211. বিয়ারে কত শতাংশ অ্যালকোহল থাকে ?
( a ) 4-8
( b ) 25-28
( c ) 40-45
( d ) 15-20
উত্তর - ( a ) 4-8
212. বনচাঁড়ালের পাতায় কোন চলন দেখা যায় ?
( a ) সিসমেন্যাস্টি
( b ) নিকটিন্যাস্টি
( c ) প্রকরণ
( d ) বলন
উত্তর - ( c ) প্রকরণ
213. সমুদ্রকূলবর্তী মৃত্তিকাকে কি বলে ?
( a ) শুষ্ক মৃত্তিকা
( b ) জলা ভূমি
( c ) আংশিক শুষ্ক মৃত্তিকা
( d ) শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা
উত্তর - ( d ) শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা
214. দুটি পর্বের মাঝে যে ভাজক কলা দেখা যায় , তাকে কি বলে ?
( a ) অগ্রন্থ ভাজক কলা
( b ) পার্শ্বস্থ ভাজক কলা
( c ) অগ্র - পাশ্বস্থ ভাজক কলা
( d ) নিবেশিত ভাজক কলা
উত্তর - ( d ) নিবেশিত ভাজক কলা
215. বাস্তুতন্ত্রে কয় প্রকার ইকোলজিক্যাল পিরামিড দেখা যায় ?
( a ) দুই
( b ) তিন
( c ) পাঁচ
( d ) চার
উত্তর - ( b ) তিন
216. কোন খাদ্যের আবশ্যিক উপাদান নাইট্রোজেন ?
( a ) প্রােটিন জাতীয়
( b ) গ্লুকোজ
( c ) শ্বেতসার জাতীয়
( d ) ফ্যাট জাতীয়
উত্তর - ( a ) প্রােটিন জাতীয়
217. সেলুলােজ জাতীয় খাবার খরগােসের কোথায় পাচিত হয় ?
( a ) পাকস্থলীতে
( b ) ইলিয়ামে
( c ) সিকামে
( d ) কোলনে
উত্তর - ( c ) সিকামে
218. পীতবিন্দু কোন অঙ্গের সাথে যুক্ত ?
( a ) চক্ষু
( b ) কর্ণ
( c ) নাসিকা
( d ) জিহ্বা
উত্তর - ( a ) চক্ষু
219. বিশ্ব স্বাস্থ্য সংস্থার ( WHO ) নির্দেশিকা অনুযায়ী পানীয় জলে
আর্সেনিকের নিরাপদ মাত্রা
কত ?
( a ) 1 মিলিগ্রাম / লিটার
( b ) 0.01 মিলিগ্রাম / লিটার
( c ) 0.0001 মিলিগ্রাম / লিটার
( d ) 0.1 মিলিগ্রাম / লিটার
উত্তর - ( c ) 0.0001 মিলিগ্রাম / লিটার
220. কোনটি উদ্ভিদ ও প্রাণীর মধ্যবর্তী পর্যায়ের জীব ?
( a ) ভাইরাস
( b ) ব্যাকটেরিয়া
( c ) প্রােটোজোয়া
( d ) অ্যামিবা
উত্তর - ( b ) ব্যাকটেরিয়া
221. কোনটি পর্দাবিহীন কোশীয় অঙ্গাণু ?
( a ) সেন্ট্রোজোম
( b ) প্লাস্টিড
( c ) লাইসােজোম
( d ) এন্ডােপ্লাজমিক রেটিকুলাম
উত্তর - ( a ) সেন্ট্রোজোম
222. কোন পাঁচ কার্বন শর্করাটি RNA তে পাওয়া যায় ?
( a ) রাইবােজ শর্করা
( b ) ডি অক্সি রাইবােজ শর্করা
( c ) দাক্ষা শর্করা
( d ) গ্লুকোজ
উত্তর - ( a ) রাইবােজ শর্করা
223. কোন ক্রোমােজোমের প্রান্তদ্বয়কে কি বলে ?
( a ) ক্রোমাটিড
( b ) ক্রোমােমিয়ার
( c ) টেলােমিয়ার
( d ) সেন্ট্রোমিয়ার
উত্তর - ( c ) টেলােমিয়ার
224. কোন বিভাজনের ক্ষেত্রে অপত্য কোশের ক্রোমােজোম সংখ্যা মাতৃকোশের
অর্ধেক হয় ?
( a ) মাইটোসিস
( b ) মিওসিস
( c ) অ্যামাইটোসিস
( d ) দ্বি - বিভাজন
উত্তর - ( b ) মিওসিস
225. ট্রান্সডাকশন পদ্ধতিটি ব্যাকটেরিয়ার কোশে কে আবিষ্কার করেন
?
( a ) অ্যাভেরী
( b ) ম্যাকক্লিন্টক
( c ) বেইজিরিঙ্কি
( d ) জীনদার এবং লেডারবার্গ
উত্তর - ( d ) জীনদার এবং লেডারবার্গ
226. নীচের কোনটি ভাইরাসের বৈশিষ্ট্য নয় ?
( a ) অকোশীয়
( b ) বাধ্যতামূলক পরজীবী
( c ) পােষক কোশে প্রজননক্ষম
( d ) প্রােক্যারিওটিক
উত্তর - ( d ) প্রােক্যারিওটিক
227. কোন ভাইরাস সাধারণ ঠান্ডা লাগার জন্য দায়ী ?
( a ) রুবেল্লা ভাইরাস
( b ) ভ্যাকসিনিয়া
( c ) রিনাে ভাইরাস
( d ) র্যাবিস ভাইরাস
উত্তর - ( c ) রিনাে ভাইরাস
228. C3 উদ্ভিদের অন্ধকার দশায় প্রথম স্থায়ী যৌগের নাম লেখা ?
( a ) PGAld
( b ) রাউবুলােজ
( C ) PGA
( d ) ফুকটোজ
উত্তর - ( C ) PGA
229. গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার অপর নাম কী ?
( a ) TCA চক্র
( b ) EMP পথ
( c ) C3 চক্র
( d ) সাইট্রিক অ্যাসিড চক্র
উত্তর - ( b ) EMP পথ
230. চোখের রেটিনা এবং অপটিক স্নায়ুর মিলনস্থলকে কি বলে ?
( a ) পীতবিন্দু
( b ) ক্ষয়পূরণ বিন্দু
( c ) অন্ধ বিন্দু
( d ) চক্ষু বিন্দু
উত্তর - ( c ) অন্ধ বিন্দু
231. ফটোসিন্থেসিস কথাটি কে প্রবর্তন করেন ?
( a ) কেলভিন
( b ) বার্নের্স
( c ) ইমারসন
( d ) ব্লাকমেন
উত্তর - ( b ) বার্নের্স
232. কোনটি মানুষের দীর্ঘতম স্নায়ু ?
( a ) সায়াটিক স্নায়ু
( b ) অডিটরি স্নায়ু
( c ) অপটিক স্নায়ু
( d ) অলফ্যাক্টরী স্নায়ু
উত্তর - ( a ) সায়াটিক স্নায়ু
233. কোন প্রাণীর দেহে সর্বপ্রথম স্নায়ুতন্ত্রের উদ্ভব ঘটে ?
( a ) হাইড্রা
( b ) কেঁচো
( c ) জোঁক
( d ) অ্যামিবা
উত্তর - ( a ) হাইড্রা
234. নিচের কোনটি দেহের ভারসাম্য রক্ষা করে ?
( a ) কটিযন্ত্র
( b ) আইরিশ
( c ) অটোলিথ যন্ত্র
( d ) ইউস্টেচিয়ান নালী
উত্তর - ( a ) কটিযন্ত্র
235. নিচের কোন পাখির দ্বিনেত্র দৃষ্টি দেখা যায় ?
( a ) মুরগী
( b ) পায়রা
( c ) কোয়েল
( d ) বাজপাখি
উত্তর - ( b ) পায়রা
236. সবুজ গ্রন্থি কোন প্রাণীর রেচন অঙ্গ ?
( a ) ফিতাকৃমি
( b ) ঝিনুক
( c ) চিংড়ি
( d ) কেঁচো
উত্তর - ( c ) চিংড়ি
237. হেপারিন কোন শ্বেতরক্তকণিকা থেকে উৎপন্ন হয় ?
( a ) নিউট্রোফিল
( b ) বেসােফিল
( c ) ইওসিনােফিল
( d ) লিম্ফোসাইট
উত্তর - ( b ) বেসােফিল
238. কোন রােগে হৃদস্পন্দনের হার 60 এর কম হয় ?
( a ) ট্রাকিকার্ডিয়া
( b ) ব্রাডিকার্ডিয়া
( c ) মায়ােকাডাইটিস
( d ) হার্ট ফেলিওর
উত্তর - ( b ) ব্রাডিকার্ডিয়া
239. কোন ভিটামিনের রাসায়নিক নাম ক্যালসিফেরল ?
( a ) ভিটামিন A
( b ) ভিটামিন E
( c ) ভিটামিন P
( d ) ভিটামিন D
উত্তর - ( d ) ভিটামিন D
240. কোন খনিজ পদার্থের অভাবে গলগণ্ড রােগ হয় ?
( a ) ক্লোরিন
( b ) আয়ােডিন
( c ) ফুয়ােরিন
( d ) আয়রণ
উত্তর - ( b ) আয়ােডিন
240. কোন উদ্ভিদ হরমােনকে স্ট্রেস হরমােন বলে ?
( a ) অক্সিন
( b ) জিব্বেরেলিন
( c ) ইথিলিন
( d ) অ্যাবসিসিক অ্যাসিড
উত্তর - ( d ) অ্যাবসিসিক অ্যাসিড
242. অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গার হ্যানসের বিটা কোশ থেকে কোন হরমােন
ক্ষরিত হয় ?
( a ) ইনসুলিন
( b ) গ্রুকাগন
( c ) সােমাটোস্টেটিন
( d ) অ্যাড্রিনালিন
উত্তর - ( b ) গ্রুকাগন
243. নিচের কোন প্রাণীতে হৃদপিন্ডের প্রকোষ্ঠোর সংখ্যা সর্বাধিক ?
( a ) কুমীর
( b ) আরশােলা
( c ) চিংড়ি
( d ) পক্ষী
উত্তর - ( b ) আরশােলা
244. নিচের কোন কোশটি শুক্রাণুকে পুষ্টি জোগায় ?
( a ) লেডিগ কোশ
( b ) প্রস্টেট গ্রন্থির কোশ
( c ) সারটোলির কোশ
( d ) স্পামাটিড
উত্তর - ( c ) সারটোলির কোশ
245. পারণ কোশ কোথায় দেখা যায় ?
( a ) অন্তঃত্বকের কোশে
( b ) বহিঃত্ত্বকের কোশে
( c ) কর্টেক্সের কোশে
( d ) মজ্জার কোশে
উত্তর - ( a ) অন্তঃত্বকের কোশে
246. ডিম্বনালীতে কোন প্রকার আবরণী কলা দেখা যায় ?
( a ) আঁইশাকার
( b ) ঘনকাকার
( c ) রােমশ
( d ) স্তম্ভাকার
উত্তর - ( c ) রােমশ
247. বর্জ্য পদার্থপূর্ণ প্যারেনকাইমা কোশকে কি বলে ?
( a ) ইডিওব্লাস্ট
( b ) এরেনকাইমা
( c ) প্রােসেনকাইমা
( d ) ক্লোরেনকাইমা
উত্তর - ( a ) ইডিওব্লাস্ট
248. ভূট্টা গাছের বিজ্ঞানসম্মত নাম কি ?
( a ) Zea Mays
( b ) Triticum Aestivum
( c ) Solanum Tuberosum
( d ) Nicotiana Tabacum
উত্তর - ( a ) Zea Mays
249. কুইনাইন কোন গাছ থেকে পাওয়া যায় ?
( a ) Rouwolfia Serpentina
( b ) Cinchona Officinalis
( c ) Atropa Belodona
( d ) Datura Stramonium
উত্তর - ( b ) Cinchona Officinalis
250 . শ্বাসমূল কোথায় দেখা যায় ?
( a ) জাঙ্গল উদ্ভিদে
( b ) জলজ উদ্ভিদে
( c ) লবণাম্বু উদ্ভিদে
( d ) জলজ ভাসমান উদ্ভিদে
উত্তর - ( c ) লবণাম্বু উদ্ভিদে
251. রুইমাছের কোন অঙ্গে রেড গ্রন্থি পাওয়া যায় ?
( a ) ফুলকায়
( b ) পুচ্ছে
( c ) কানকোর বহির্ভাগে
( d ) পটকাতে
উত্তর - ( d ) পটকাতে
252. নিচের কোনটি উদ্ভিদের নেক্রোটিক লক্ষণ ?
( a ) উইচেস ব্রুম
( b ) গল
( c ) ব্লাইট
( d ) কার্ল
উত্তর - ( c ) ব্লাইট
253. মাছের বিজোড় পাখনার সংখ্যা ক’টি ?
( a ) একটি
( b ) দুটি
( c ) তিনটি
( d ) চারটি
উত্তর - ( c ) তিনটি
254. পতঙ্গের ডানা , বাদুড়ের ডানা এবং পাখির ডানা কিসের উদাহরণ ?
( a ) নিষ্ক্রিয় অঙ্গ
( b ) সমবৃত্তীয় অঙ্গ
( c ) সমসংস্থ অঙ্গ
( d ) লুপ্তপ্রায় অঙ্গ
উত্তর - ( b ) সমবৃত্তীয় অঙ্গ
255. নিষেকের ফলে উৎপন্ন জাইগােটের জিনােটাইপ কত ?
( a ) n
( b ) 2n
( c ) 3n
( d ) 4n
উত্তর - ( b ) 2n
256. কত সালে জৈব রাসায়নিক তত্ত্ব ব্যক্ত করেন ?
( a ) 1938 সালে
( b ) 1928 সালে
( c ) 1918 সালে
( d ) 1948 সালে
উত্তর - ( a ) 1938 সালে
257. ' হট ডাইলিউট সুপ ' কথাটি কে প্রবর্তন করেন ?
( a ) ওপারিন
( b ) লেডারবার্গ
( c ) হেলডেন
( d ) ফক্স
উত্তর - ( c ) হেলডেন
258. ‘ প্লাজমােডেসমাটা ’ কোথায় পরিলক্ষিত হয় ?
( a ) নিউক্লিয়াসে
( b ) সাইটোপ্লাজমে
( c ) কোশপর্দায়
( d ) কোশােপ্রাচীরে
উত্তর - ( d ) কোশােপ্রাচীরে
259. একক পর্দা কথাটি কে প্রবর্তন করেন ?
( a ) ড্যানিলি ডেবসন
( b ) রবার্টসন
( c ) সিনগার নিকলসন
( d ) রবার্ট হুক
উত্তর - ( a ) ড্যানিলি ডেবসন
260. ' S ' অক্ষরটি কোন কোশ অঙ্গাণুর ক্ষেত্রে ব্যবহার করা হয় ?
( a ) মাইটোকনড্রিয়া
( b ) রাইবােজোম
( c ) লাইসােজোম
( d ) গলগিবস্তুু
উত্তর - ( d ) গলগিবস্তুু
261. ' GERL ' তন্ত্রে কোন কোশ অঙ্গাণুটি থাকে না ?
( a ) গলগিবডি
( b ) লাইসােজোম
( c ) রাইবােজাম
( d ) এন্ডােপ্লাজমিক রেটিকুলাম
উত্তর - ( c ) রাইবােজাম
262. অক্সালিক অ্যাসিডের উৎস কোনটি ?
( a ) লেবু
( b ) তেঁতুল
( c ) আমরুল
( d ) আপেল
উত্তর - ( c ) আমরুল
263. ‘ হেলা ’ ( Hela ) কোশ কী ?
( a ) আদর্শ উদ্ভিদ কোশ
( b ) আদর্শ ব্যাটরিয়াল কোশ
( c ) আদর্শ প্রাণি কোশ
( d ) আদর্শ ক্যান্সার কোশ
উত্তর - ( d ) আদর্শ ক্যান্সার কোশ
264. বীজহীন কলা কিসের উদাহরণ ?
( a ) পার্থেনােজেনেসিস
( b ) পার্থেনােকার্লি
( c ) পলিপ্লয়ডি
( d ) দ্বিনিষেক
উত্তর - ( c ) পলিপ্লয়ডি
265. 44A + XXX জেনােটাইপ যুক্ত মহিলার কটি বারবডি আছে ?
( a ) একটি
( b ) দুটি
( c ) তিনটি
( d ) চারটি
উত্তর - ( b ) দুটি
266. পলিটিন ক্রোমােজোম কথাটি কে প্রবর্তন করেন ?
( a ) ওয়াটসন
( b ) ওয়াটসন ও ক্রিক
( c ) মেন্ডেল
( d ) ই.জি. বালবিয়ানি
উত্তর - ( d ) ই.জি. বালবিয়ানি
267. ' রিপালসন দশা ' কাকে বলে ?
( a ) প্রােফেজ
( b ) মেটাফেজ
( c ) অ্যানাফেজ
( d ) টেলােফেজ
উত্তর - ( c ) অ্যানাফেজ
268. ' কায়াজমার ' আকৃতি কেমন হয় ?
( a ) Y এর মতাে
( b ) 2 এর মতাে
( c ) A এর মতাে
( d ) X এর মতাে
উত্তর - ( d ) X এর মতাে
269. নিচের কোন রােগটি রক্তের মাধ্যমে সংক্রামিত হয় ?
( a ) AIDS
( b ) হাম
( c ) পােলিও
( d ) আন্ত্রিক
উত্তর - ( a ) AIDS
270. কোনটিকে প্রধান গ্রাম রক বলা হয় ?
( a ) স্যাফ্রানিন
( b ) অ্যাসিটোকারমিন
( c ) লিসম্যান
( d ) ক্রিস্টাল ভায়ােলেট
উত্তর - ( d ) ক্রিস্টাল ভায়ােলেট
271. প্রােটোপ্লাজমীয় শ্বসনের ক্ষেত্রে শ্বসন বস্তু কোনটি ?
( a ) ফ্যাট
( b ) শর্করা
( c ) প্রােটিন
( d ) গ্লুকোজ্ঞ
উত্তর - ( c ) প্রােটিন
272. ‘ হটস্পট ’ এর ধারণা কে প্রবর্তন করেন ?
( a ) নরম্যান মেয়ার
( b ) হেলেক
( c ) করম্যান্ডি
( d ) হুইটটেকার
উত্তর - ( a ) নরম্যান মেয়ার
273. ভারতে কটি ' হটস্পট ’ অঞ্চল আছে ?
( a ) একটি
( b ) দুটি
( c ) ছটি
( d ) দশটি
উত্তর - ( b ) দুটি
274 . জাতীয় উদ্যানের ধারণা সর্বপ্রথম কে দেন ?
( a ) নরম্যান মেয়ার
( b ) স্যালিম আলি
( c ) জর্জ ক্যাটলিন
( d ) ওডাম
উত্তর - ( c ) জর্জ ক্যাটলিন
275. ' ফাদার ওফ স্প্যারাে ’ কার লেখা আত্মজীবনী ?
( a ) স্যালিম আলি
( b ) ল্যামার্ক
( c ) ওপারিন
( d ) জর্জ ক্যাটলিন
উত্তর - ( a ) স্যালিম আলি
276. অ্যাসিড বৃষ্টির pH কত ?
( a ) 3.4 - 4.6 pH
( b ) 5.6 - 6.5 pH
( c ) 6.5 - 7.5 pH
( d ) 2.4 - 3.2 pH
উত্তর - ( a ) 3.4 - 4.6 pH
277. জোহানেসবার্গে বিশ্ব পরিবেশ সম্মেলন কত সালে হয় ?
( a ) 2006 সালে
( b ) 1990 সালে
( c ) 1998 সালে
( d ) 2002 সালে
উত্তর - ( d ) 2002 সালে
278. WWF এর সাংকেতিক প্রতীক কী ?
( a ) বাঘ
( b ) জায়ান্ট পান্ডা
( c ) হরিণ
( d ) শ্বেতকায় ভল্লুক
উত্তর - ( b ) জায়ান্ট পান্ডা
279. কটি দেশ বর্তমানে WWF এর সদস্য ?
( a ) 20 টি
( b ) 23 টি
( c ) 18 টি
( d ) 26 টি
উত্তর - ( b ) 23 টি
280. পানীয় জলের BOD কত ?
( a ) 3ppm
( b ) 5ppm
( c ) 1ppm
( d ) 4ppm
উত্তর - ( c ) 1ppm
281. ' নক নি রােগ ' কেন হয় ?
( a ) ফ্লুওরাইড দূষণের জন্য
( b ) ক্যাডমিয়াম দূষণের জন্য
( c ) আর্সেনিক দূষণের জন্য
( d ) পারদ দূষণের জন্য
উত্তর - ( a ) ফ্লুওরাইড দূষণের জন্য
282. রাস্তার দুপাশে গাছ লাগানােকে কি প্রকল্প বলা হয় ?
( a ) গ্রীন হাউস প্রতিরােধ প্রকল্প
( b ) গ্রীন মুভমেন্ট
( c ) গ্রীন মাফলার প্রকল্প
( d ) গ্রীন বেঞ্চ
উত্তর - ( c ) গ্রীন মাফলার প্রকল্প
283. নিচের কোনটি হাড়ের ক্যান্সার ঘটায় ?
( a ) আয়ােডিন 131
( b ) স্ট্রানটিয়াম 90
( c ) সিজিয়াম 137
( d ) ফসফরাস 32
উত্তর - ( b ) স্ট্রানটিয়াম 90
284. MAB এর পুরাে নাম কী ?
( a ) ম্যান অ্যান্ড বায়ােলজিকাল প্রােগ্রাম
( b ) ম্যান অ্যান্ড বায়ােডাইভারসিটি প্রােগ্রাম
( c ) ম্যান অ্যান্ড বায়ােস্ফিয়ার প্রােগ্রাম
( d ) ম্যান অ্যান্ড বােটানিক্যাল প্রােগ্রাম
উত্তর - ( c ) ম্যান অ্যান্ড বায়ােস্ফিয়ার প্রােগ্রাম
285. শব্দ দূষণ কোন হরমােনের ক্ষরণকে বাড়িয়ে দেয় ?
( a ) থাইরক্সিন
( b ) ইস্ট্রোজেন
( c ) প্রােজেস্টেরন
( d ) অ্যাড্রিনালিন
উত্তর - ( d ) অ্যাড্রিনালিন
286. কোন এককে ওজোন হােল মাপা হয় ?
( a ) সেন্টিমরগ্যান
( b ) ডেসিবল
( c ) ডােবসােন
( d ) মিটার
উত্তর - ( c ) ডােবসােন
287. বান্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
( a ) কর্ণাটক
( b ) আসাম
( c ) গজরাট
( d ) মধ্যপ্রদেশ
উত্তর - ( a ) কর্ণাটক
289. কোনটি জীবন্ত জীবাশ্ম ?
( a ) পাইনাস রক্সাবার্জি
( b ) সাইকাস সিরসিনালিস
( c ) গিঙ্গো বাইলােবা
( d ) নিটাম নিমন
উত্তর - ( b ) সাইকাস সিরসিনালিস
290. দ্বিপদ নামকরণের ক্ষেত্রে গণের নাম সর্বদা কী হয় ?
( a ) বিশেষণ
( b ) বিশেষ্য
( c ) সর্বনাম
( d ) অব্যয়
উত্তর - ( b ) বিশেষ্য
291. ETS কে ব্যক্ত করেন ?
( a ) ইমারসন
( b ) হিল
( c ) বার্নেস
( d ) কেলফিন
উত্তর - ( b ) হিল
292. লােহম্যান সর্বপ্রথম কোন কোশ থেকে ATP পৃথক করেন ?
( a ) যকৃত কোশ
( b ) স্নায়ু কোশ
( c ) পেশী কোশ
( d ) জনন কোশ
উত্তর - ( c ) পেশী কোশ
293. জিয়াটিন কী ?
( a ) প্রাকৃতিক সাইটোকাইনিন
( b ) প্রাকৃতিক অক্সিন
( c ) প্রাকৃতিক ইথিলিন
( d ) কৃত্রিম অক্সিন
উত্তর - ( a ) প্রাকৃতিক সাইটোকাইনিন
294. নিচের কোনটি দ্বিশর্করা নয় ?
( a ) গ্যালাকটোজ
( b ) সুক্রোজ
( c ) মলটোজ
( d ) ল্যাকটোজ
উত্তর - ( a ) গ্যালাকটোজ
295. DNA তে উপস্থিত A + G = T + C এটি কার সূত্র ?
( a ) ওয়াটসন এর ক্রিক
( b ) হরগােবিন্দ খােরানা
( c ) চারগ্যাফস
( d ) রাবাটসন
উত্তর - ( c ) চারগ্যাফস
296. বেমতন্তু বিশ্লিষ্টকারী উপাদান কোনটি ?
( a ) কলচিসিন
( b ) রেসারপিন
( c ) অ্যাট্রোপিন
( d ) অ্যাসিটোকারমিন
উত্তর - ( a ) কলচিসিন
297. নিচেব কোনটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ?
( a ) ল্যাকটোব্যাসিলাস
( b ) ক্লসট্রিডিয়াম
( c ) ব্যাসিলাস
( d ) রাইজোবিয়াম
উত্তর - ( d ) রাইজোবিয়াম
298. কোশপর্দায় প্রােটিন এবং লিপিডের অনুপাত কত ?
( a ) 4 : 1
( b ) 3 : 1
( c ) 2 : 1
( d ) 1 : 1
উত্তর - ( a ) 4 : 1
299. নিচের কোন কোশ অঙ্গানুকে ব্যাকটেরিয়ার সাথে তুলনা করা হয় ?
( a ) রাইবােজোম
( b ) নিউক্লিয়াস
( c ) মাইটোকনড্রিয়া
( d ) এন্ডােপ্লাজমিক রেটিকুলাম
উত্তর - ( c ) মাইটোকনড্রিয়া
300. বুলিফর্ম কোশ কোথায় পাওয়া যায় ?
( a ) ঘাস জাতীয় উদ্ভিদের মূলে
( b ) ঘাস জাতীয় উদ্ভিদের কান্ডে
( c ) ঘাস জাতীয় উদ্ভিদের ফুলে
( d ) ঘাস জাতীয় উদ্ভিদের পাতায়
উত্তর - ( d ) ঘাস জাতীয় উদ্ভিদের পাতায়
301. প্যারাসিপ্যাথেটিক স্নায়ুতন্ত্রের অন্তর্গত করােটিক স্নায়ুগুলি
হল -
( a ) II , III , IV
( b ) IV , V , VI
( c ) III , VI , IX , X
( d ) IV , V , IX , X
উত্তর - ( c ) III , VI , IX , X
302. স্যাক্রোল অঞ্চলের সুষুম্মা স্নায়ুর সংখ্যা কত ?
( a ) একজোড়া
( b ) আটজোড়া
( c ) পাঁচজোড়া
( d ) বারােজোড়া
উত্তর - ( c ) পাঁচজোড়া
303. সুষুম্মাকাণ্ডের দৈর্ঘ্য কত ?
( a ) 45 সেমি
( b ) 100 সেমি
( c ) 25 সেমি
( d ) 1 মিটার
উত্তর - ( a ) 45 সেমি
304. হৃৎস্পন্দন নিয়ন্ত্রিত হয় কোন অংশ দ্বারা -
[ A ] হাইপােথ্যালামাস
[ B ] সেরিব্রাম
[ C ] থ্যালামাস
[ D ] মেডালা
উত্তর - [ A ] হাইপােথ্যালামাস
305. একটি অপরিহার্য অ্যামাইনাে অ্যাসিড হল-
[ A ] মিউসিন
[ B ] গ্লাইসিন
[ C ] লাইসিন
[ D ] প্রােলিন
উত্তর - [ C ] লাইসিন
306. থ্রম্বােসিস হল -
[ A ] রক্তনালি অভ্যন্তরে বিশেষ অবস্থায় রক্ত জমাট বেঁধে যায়
[ B ] রক্তনালি ছিড়ে যায়
[ C ] রক্তনালির মধ্যে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়া
[ D ] রক্তনালির মধ্যে রক্তের তন ঘটে
উত্তর - [ A ] রক্তনালি অভ্যন্তরে বিশেষ অবস্থায় রক্ত জমাট বেঁধে
যায়
307. হৃদস্পন্দন উৎপন্ন হয়-
[ A ] AV নোড থেকে
[ B ] অলিন্দ থেকে
[ C ] SA নোড থেকে
[ D ] নিলয় থেকে
উত্তর - [ C ] SA নোড থেকে
308. কোনটি সত্য নির্ণয় করাে -
[ A ] 100 মিলি ধমনির রক্তে 19-20 মিলি অক্সিজেন থাকে
[ B ] 1 অণু হিমােগ্লোবিন 4 অণু অক্সিজেন বহন করে
[ C ] 100 মিলি শিরার রক্তে 14-15 মিলি অক্সিজেন থাকে
[ A ] 1 , 2 , 3 সত্য
[ B ] 1 সত্য 2 , 3 অসত্য
[ C ] 1 , 2 সত্য 3 অসত্য
[ D ] 2 সত্য 1 , 3 অসত্য
উত্তর - [ A ] 1 , 2 , 3 সত্য
309. মূত্রের একটি অস্বাভাবিক উপদান -
[ A ] ইউরিক অ্যাসিড
[ B ] গ্লুকোজ
[ C ] ক্রিয়েটিন
[ D ] NaCl
উত্তর - [ B ] গ্লুকোজ
310. গ্লোমেরুলাসের রক্তজালকের রক্তচাপের পরিমাণ -
[ A ] 50mm Hg
[ B ] 75 mm Hg
[ C ] 25 mm Hg
[ D ] 20 mm Hg
উত্তর - [ B ] 75 mm Hg
311. গ্রাফিয়ান ফলিকল কী ?
[ A ] একটি আদি ডিম্বথলি সম্পূর্ণ পরিণত ডিম্বথলিতে রূপান্তরিত হলে তাকে
বলে
[ B ] ডিম্বাশয়ের কার্যকরী অংশকে বলে
[ C ] ডিম্বাশয়ের বিচ্যুত অংশ যা থেকে ডিম্বাণুর উৎপত্তি ঘটে
[ D ] ডিম্বাশয়ের অভ্যন্তরীণ অংশ
উত্তর - [ A ] একটি আদি ডিম্বথলি সম্পূর্ণ পরিণত ডিম্বথলিতে রূপান্তরিত
হলে তাকে বলে
312. মানুষের করােটিক স্নায়ুর সংখ্যা হল-
[ A ] 12 টি
[ B ] 31 টি
[ C ] 12 জোড়া
[ D ] 31 জোড়া
উত্তর - [ C ] 12 জোড়া
313. অক্ষিগােলকের পেশি সালনকারী স্নায়ুর নাম -
[ A ] অপটিক স্নায়ু
[ B ] অকুলােমটর স্নায়ু
[ C ] ফেসিয়াল স্নায়ু
[ D ] গ্লাসােফ্যারিঞ্জিয়াল স্নায়ু
উত্তর - [ B ] অকুলােমটর স্নায়ু
314. অর্গন অব কটি কোথায় থাকে ?
[ A ] মধ্যকর্ণে
[ B ] ককলিয়ার মধ্যে
[ C ] অন্তঃকর্ণে
[ D ] ল্যাবারিন্থের মধ্যে
উত্তর - [ B ] ককলিয়ার মধ্যে
315. ইলিয়াম ( Ellium ) কোথায় দেখা যায় ?
[ A ] পেক্টোরাল গার্ডল
[ B ] মধ্যকর্ণ
[ C ] ক্ষুদ্রান্ত
[ D ] পেলভিক গার্ডল
উত্তর - [ D ] পেলভিক গার্ডল
316. কোলেস্টেরল থেকে কী তৈরি হয় ?
[ A ] লন্ধ প্রােটিন
[ B ] পলিস্যাকারাইড
[ C ] স্টেরয়েড
[ D ] সরল ফ্যাট
উত্তর - [ C ] স্টেরয়েড
317. মানুষের দেহে সবচেয়ে ছােটো অস্থি হল-
[ A ] ফিমার
[ B ] স্টেপিস
[ C ] মেলিয়াস
[ D ] হিউমেরাস
উত্তর - [ B ] স্টেপিস
318. Culex Fatigans নিম্নলিখিতগুলির মধ্যে কোন রােগটি বিস্তার করে ?
[ A ] ম্যালেরিয়া
[ B ] ফাইলেরিয়া
[ C ] ডেঙ্গ
[ D ] প্লেগ
উত্তর - [ B ] ফাইলেরিয়া
319. কিডনির নন - এক্সক্রিটরি কাজ হল -
[ A ] রেনিন - অ্যাঞ্জিওটেনসিন
[ B ] এরিথ্রোপােয়েটিন
[ C ] বিলিরুবিন
[ D ] ' a ' এবং ' b ' উভয়েই
উত্তর - [ D ] ' a ' এবং ' b ' উভয়েই
320. এর মধ্যে নিউরােন কোনটি ক্ষরণ করে না ?
[ A ] এপিনেফ্রিন , নর - এপিনেফ্রিন
[ B ] GABA
[ C ] অ্যাসিটাইল কোলিন
[ D ] লেপটিন
উত্তর - [ A ] এপিনেফ্রিন , নর - এপিনেফ্রিন
321. মানুষের খাদ্য পরিপাক শুরু হয় কোথায় ?
[ A ] মুখগহ্বর
[ B ] পাকস্থলী
[ C ] গ্ৰাসনালি
[ D ] জেজুনাম
উত্তর - [ A ] মুখগহ্বর
322. অবশিষ্ট বায়ুর ( Residual volume ) পরিমাণ -
[ A ] প্রবাহী বায়ুর তুলনায় বেশি
[ B ] প্রবাহী বায়ুর তুলনায় কম
[ C ] বায়ু ধারকত্ব অপেক্ষা বেশি
[ D ] 100 ঘন সেমি
উত্তর - [ A ] প্রবাহী বায়ুর তুলনায় বেশি
323. একজন খেলােয়াড়ের বায়ুর ধারকত্ব ( Vital capacity ) কত ?
[ A ] 1 লিটার
[ B ] 10 লিটার
[ C ] 2 লিটার
[ D ] 5 লিটার
উত্তর - [ D ] 5 লিটার
324. বেশি উচ্চতায় শ্বসন হার -
[ A ] কমে যায়
[ B ] স্থির থাকে
[ C ] বেড়ে যায়
[ D ] থেমে যায়
উত্তর - [ C ] বেড়ে যায়
325. দ্বিতীয় হৃদধ্বনি হয়-
[ A ] অলিন্দ-নিলয় কপাটিকা বন্ধের জন্য
[ B ] নিলয় উদ্গত মহাধমনির কপাটিকাগুলি বন্ধের জন্য
[ C ] কপাটিকার ত্রুটির জন্য
[ D ] পেরিকার্ডিয়ামের জন্য
উত্তর - [ A ] অলিন্দ-নিলয় কপাটিকা বন্ধের জন্য
326. কোনটি অসামঞ্জস্য ?
[ A ] অনুচক্রিকার আয়ু — 4 দিন
[ B ] ভ্যাগােটিম — হৃৎস্পন্দন বৃদ্ধি
[ C ] হৃৎপিন্ডের আবরণ — পেরিকার্ডিয়াম
[ D ] পালমােনারি ধমনি— অক্সিজেন সমৃদ্ধ রক্ত
উত্তর - [ D ] পালমােনারি ধমনি— অক্সিজেন সমৃদ্ধ রক্ত
327. মানুষের বৃক্কের হাইলাম কোনটি ?
[ A ] নেফ্রনের একটি অংশ
[ B ] গবিনীর অংশ
[ C ] অবতল সীমান্ত ( খাঁজ )
[ D ] আবরণ
উত্তর - [ C ] অবতল সীমান্ত ( খাঁজ )
328. গ্লোমেরুলাসের কার্যকারী পরিস্রাবণ চাপ -
[ A ] 5 মিমি পারদস্তম্ভের সমান
[ B ] 70 মিমি পারদস্তম্ভের সমান
[ C ] 30 মিমি পারদস্তম্ভের সমান
[ D ] 20 মিমি পারদস্তম্ভের সমান
উত্তর - [ C ] 30 মিমি পারদস্তম্ভের সমান
329. নীচের কোনটি মুখ্য জনন অঙ্গ ?
[ A ] যােনি
[ B ] ফ্যালােপিয়ান নালি
[ C ] জরায়ু
[ D ] ডিম্বাশয়
উত্তর - [ D ] ডিম্বাশয়
330. প্যারাসিপ্যাথেটিক স্নায়ু -
[ A ] অশ্রুক্ষরণ বাড়ায়
[ B ] শুক্ররস নিক্ষেপের কারণ
[ C ] অশ্রুক্ষরণ কমায়
[ D ] পাকরস ক্ষরণ কমায়
উত্তর - [ A ] অশ্রুক্ষরণ বাড়ায়
331. টায়ালিন উৎসেচকটি পাওয়া যায় -
[ A ] লালারসে
[ B ] পাকরসে
[ C ] পিত্তরসে
[ D ] অগ্ন্যাশয় রসে
উত্তর -[ A ] লালারসে
332. নীচের মধ্যে কোনটি পিত্তলবণ ?
[ A ] বিলিরুবিন
[ B ] মিউসিন
[ C ] কোলেস্টেরল
[ D ] সােডিয়াম টোরােকোলেট
উত্তর - [ D ] সােডিয়াম টোরােকোলেট
333. নীচের কোনটি রক্তরসে পাওয়া যায় ?
[ A ] ল্যাক্ট-অ্যালবুমিন
[ B ] সিরাম-অ্যালবুমিন
[ C ] মায়াে-অ্যালবুমিন
[ D ] এগ-অ্যালবুমিন
উত্তর - [ B ] সিরাম-অ্যালবুমিন
334. প্রােটিন অণু থেকে প্রােটিন উৎপাদনের কোন ধাপটি সঠিক ?
[ A ] প্রােটিন → প্রােটিওজ → মেটাপ্রােটিন পেপটোন → পেপটাই → অ্যামাইনাে
অ্যাসিড
[ B ] প্রােটিন → মেটাপ্রােটিন → প্রােটিওজ → পেপটোন → পেপটাইড →
অ্যামাইনাে অ্যাসিড
[ C ] প্রােটিন → মেটাপ্রােটিন → প্রােটিওজ → পেপটাইড → পেপটোন →
অ্যামাইনাে অ্যাসিড
[ D ] প্রােটিন → প্রােটিওল → মেটাপ্রােটিন → পেপটাইড → পেপটোন →
অ্যামাইনাে অ্যাসিড
উত্তর - [ B ] প্রােটিন → মেটাপ্রােটিন → প্রােটিওজ → পেপটোন → পেপটাইড
→ অ্যামাইনাে অ্যাসিড
335. P.C.V ( Packed cell volume ) কোন যন্ত্রের সাহায্যে নির্ণয় করা
হয় ?
[ A ] হিমােটোক্রিট
[ B ] ডলাস্ ব্যাগ
[ C ] ভিসকোমিটার
[ D ] স্টেথােস্কোপ
উত্তর - [ A ] হিমােটোক্রিট
336. ক্লোরােফিল b- এর রাসায়নিক সংকেত কী ?
[ A ] C55H70ON4Mg
[ B ] C35H32O5N4Mg
[ C ] C55H72ON4Mg
[ D ] C54H70O6N4Mg
উত্তর - [ D ] C54H70O6N4Mg
337. অ্যানােক্সিজেনিক ব্যাকটেরিয়া -
[ A ] রাইজোবিয়াম
[ B ] ই-কোলাই
[ C ] থায়ােব্যাসিলাস
[ D ] ক্লসট্রিডিয়াম
উত্তর - [ D ] ক্লসট্রিডিয়াম
338. সামুদ্রিক অশ্ব ( Sea horse ) একটি -
[ A ] অসটিকথিস বা টেলিওস্টোমি
[ B ] মােলাস্কা বা কম্বাে
[ C ] কনড্রিকথিস বা ইলাসমােব্রাঙ্কি
[ D ] ম্যামেলিয়া বা স্তন্যপায়ী
উত্তর - [ C ] কনড্রিকথিস বা ইলাসমােব্রাঙ্কি
339. কুমিরের হৃদপিণ্ডে -
[ A ] একটি অলিন্দ ও একটি নিলয় থাকে
[ B ] দুটি অলিন্দও অসম্পূর্ণ
[ C ] দুটি অলিন্দ ও একটি নিলয় থাকে
[ D ] দুটি অলিন্দ ও দুটি নিলয় থাকে
উত্তর - [ D ] দুটি অলিন্দ ও দুটি নিলয় থাকে
340. স্ত্রী এডিস মশা বাহিত রােগ -
[ A ] ম্যালেরিয়া
[ B ] ফাইলেরিয়া
[ C ] জাপানি এনসেফালাইটিস
[ D ] ডেঙ্গু
উত্তর - [ D ] ডেঙ্গু
41. AIDS রােগের ভাইরাস HIV- তে কোন ধরনের নিউক্লিক অ্যাসিড থাকে ?
[ A ] RAN
[ B ] DNA
[ C ] RNA এবং DNA
[ D ] কোনােটিই নয়
উত্তর - [ A ] RAN
342. ক্যাপসিডবিহীন ভাইরাসকে কী বলা হয় ?
[ A ] পেলাপােমিয়ার
[ B ] লিলােভাইরাস
[ C ] ক্যাপসসামিয়ার
[ D ] ভাইরয়েড
উত্তর - [ D ] ভাইরয়েড
343. ব্যাকটেরিয়া কোশে ট্রান্সজাকশন পদ্ধতি কে আবিষ্কার করেন ?
[ A ] লেডারবার্গ ও জীনডার
[ B ] আভেরী
[ C ] ম্যাকলিওড
[ D ] ম্যাক্কার্টি
উত্তর - [ A ] লেডারবার্গ ও জীনডার
344. ব্যাকটেরিওফাজের ' ফাজ ’ কথাটির অর্থ কী ?
[ A ] রক্ষক
[ B ] ভক্ষক
[ C ] সংগ্রাহক
[ D ] ক্ষতিকারক
উত্তর - [ B ] ভক্ষক
345. কে ‘ Hotdilute Soup ' ধারণাটি দেন ?
[ A ] ফক্স
[ B ] লিনিয়াস
[ C ] হল্ডেন
[ D ] কেলভিন
উত্তর - [ C ] হল্ডেন
346. হরমােন আধিক্য হলে উদ্ভিদের নিম্নলিখিত কোন প্রকার লক্ষণ দেখা যায়
?
[ A ] হাইপারপ্লেসিয়া
[ B ] হাইপারট্রফি
[ C ] নেক্রোসিস
[ D ] ব্লাইট
উত্তর - [ A ] হাইপারপ্লেসিয়া
347. যে অবস্থায় কোশ বিভাজিত হতে পারে না তাকে বলে—
[ A ] G1 দশা
[ B ] G2 দশা
[ C ] S দশা
[ D ] G0 দশা
উত্তর - [ D ] G0 দশা
348. পিনােসাইটোসিস পদ্ধতিতে গৃহীত হয় -
[ A ] কঠিন খাদ্য
[ B ] তরল খাদ্য
[ C ] কঠিন ও তরল খাদ্য
[ D ] অর্ধতরল খাদ্য
উত্তর - [ B ] তরল খাদ্য
[ A ] K , C , H , N , Mg
[ B ] C , H , O , N , Mn
[ C ] C , H , O , N , Mg
[ D ] C , H , O , N , Fe
উত্তর - [ C ] C , H , O , N , Mg
350. পরিবেশের O2 ও CO2 এর ভারসাম্য
বজায় থাকে নিম্নলিখিত কোন শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে ?
[ A ] সালােকসংশ্লেষ দ্বারা
[ B ] শ্বসন দ্বারা
[ C ] সালােকসংশ্লেষ ও শ্বসন দ্বারা
[ D ] শ্বসন ও রেচন দ্বারা
উত্তর - [ C ] সালােকসংশ্লেষ ও শ্বসন দ্বারা
351. উদ্ভিদের কাক্ষিকমুকুল বা বুলবিলের দ্বারা জনন কোন ধরনের ?
[ A ] যৌন জনন
[ B ] অঙ্গজ জনন
[ C ] অযৌন জনন
[ D ] কোনােটিই নয়
উত্তর - [ B ] অঙ্গজ জনন
352. একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের জিনােটাইপ কী ?
[ A ] Tt
[ B ] tt
[ C ] TT
[ D ] Tt এবং tt
উত্তর - [ C ] TT
353. হার্বেরিয়াম হল—
[ A ] মৃত উদ্ভিদকে শুষ্ক করে একস্থানে রাখা
[ B ] জীবিত উদ্ভিদকে একত্রিত করে রাখা
[ C ] মৃত উদ্ভিদকে আর্দ্র ঘরে রাখা
[ D ] জীবন্ত উদ্ভিদকে কাচের ঘরে রাখা
উত্তর - [ A ] মৃত উদ্ভিদকে শুষ্ক করে একস্থানে রাখা
354. ' Species plantarum ' বইটির লেখক হলেন—
[ A ] ডারউইন
[ B ] ল্যামার্ক
[ C ] লিনিয়াস
[ D ] মেন্ডেল
উত্তর - [ C ] লিনিয়াস
355. ' Herbarium of Forest Research Institute ' কোথায় অবস্থিত ?
[ A ] কলকাতা
[ B ] দেরাদুন
[ C ] লক্ষৌ
[ D ] মুম্বাই
উত্তর - [ B ] দেরাদুন
356. পর্ণকাণ্ড ( Phylloclade ) নিম্নলিখিত কোন উদ্ভিদে দেখা যায় ?
[ A ] সুন্দরী গাছ
[ B ] পদ্ম
[ C ] বাবলা
[ D ] ফণীমনসা
উত্তর - [ D ] ফণীমনসা
357. ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হওয়ার কারণ হল-
[ A ] বাষ্পমােচন হার বৃদ্ধির জন্য
[ B ] সালােকসংশ্লেষ বৃদ্ধির জন্য
[ C ] বাষ্পমােচন হার হ্রাসের জন্য
[ D ] শাসকার্য বন্ধ করার জন্য
উত্তর - [ C ] বাষ্পমােচন হার হ্রাসের জন্য
358. হাইপারট্রফির ফলে উদ্ভিদের কোন লক্ষণটি দেখা যায় ?
[ A ] উদ্ভিদ অঙ্গের অস্বাভাবিক বৃদ্ধি
[ B ] উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হওয়া
[ C ] উদ্ভিদ কলার পচন
[ D ] উদ্ভিদের বৃদ্ধি সম্পূর্ণ বন্ধ হওয়া
উত্তর - [ A ] উদ্ভিদ অঙ্গের অস্বাভাবিক বৃদ্ধি
359. বানতেল পাওয়া যায় কোন উদ্ভিদ থেকে ?
[ A ] বট
[ B ] শাল
[ C ] রবার
[ D ] লবঙ্গ
উত্তর - [ D ] লবঙ্গ
360. পত্রমােচন ও ফলমােচনে সাহায্য করে কোন হরমােন ?
[ A ] IAA
[ B ] ABA
[ C ] C2H4
[ D ] GA
উত্তর - [ B ] ABA
361. ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া জীবাণুটি হল -
[ A ] প্লাসমােডিয়াম ফ্যালসিপেরাম
[ B ] প্লাসমােডিয়াম ম্যালেরি
[ C ] প্লাসমােডিয়াম ভাইভাক্স
[ D ] প্লাসমােডিয়াম ওভেল
উত্তর - [ A ] প্লাসমােডিয়াম ফ্যালসিপেরাম
362. একটি মনােস্যাকারাইড হল—
[ A ] মল্টোজ
[ B ] ফ্রুকটোজ
[ C ] সুক্রোজ
[ D ] ল্যাকটোজ
উত্তর - [ B ] ফ্রুকটোজ
363. আমাদের খাদ্যনালির ' কার্বোহাইড্রেট ’ খাদ্য পরিপাক স্থল হল
-
[ A ] মুখগহ্বর ও পাকস্থলী
[ B ] মুখগহ্বর ও বৃহদন্ত্র
[ C ] পাকস্থলী ও ক্ষুদ্রান্ত্র
[ D ] মুখগহ্বর ও ক্ষুদ্রান্ত্র
উত্তর - [ D ] মুখগহ্বর ও ক্ষুদ্রান্ত্র
364. অপরিহার্য অ্যামাইনাে অ্যাসিড যুগল -
[ A ] মিথিওনিন ও মিউসিন
[ B ] লিনােলেইক অ্যাসিড ও লিনােলেনিক অ্যাসিড
[ C ] লাইসিন ও লিউসিন
[ D ] ফিনাইল অ্যালানিন ও কোলেস্টেরল
উত্তর - [ C ] লাইসিন ও লিউসিন
365. সুস্থ পরিণত পুরুষের বায়ুধারকত্ব ( Vital capacity ) -
[ A ] 500 ml
[ B ] 2000 ml
[ C ] 1200 ml
[ D ] 4500 ml
উত্তর - [ D ] 4500 ml
367. আমাদের হৃদযন্ত্রে হৃদস্পন্দন প্রবাহ সৃষ্টিকারী পেশমেকার (
Cardiac pacemaker ) হল -
[ A ] AV নোড
[ B ] পারকেঞ্জি তন্তু
[ C ] SA নোড
[ D ] হিজের বান্ডিল
উত্তর - [ C ] SA নোড
368. রক্তে অক্সিজেনের স্বাভাবিক পরিমাণ হ্রাস পেলে যে অবস্থা সৃষ্টি
হয় তাকে বলে-
[ A ] হাইপােক্সিয়া
[ B ] ডিসপনিয়া
[ C ] অ্যাপনিয়া
[ D ] হাইপারপনিয়া
উত্তর - [ A ] হাইপােক্সিয়া
369. মানব শিশুর সর্বমােট কঙ্কালপেশির সংখ্যা -
[ A ] 206 টি
[ B ] 365 টি
[ C ] 255 টি
[ D ] 556 টি
উত্তর - [ C ] 255 টি
370. আমাদের মাথায় খুলির ফ্রন্টাল ও প্যারাইটাল অস্থিসন্ধি অংশে
অবস্থান করে -
[ A ] সাইনুডিয়াল ফ্লুইড
[ B ] ফাইব্রাস টিস্যু
[ C ] কার্টিলেজ সংযােগ
[ D ] অস্থিপেশি
উত্তর - [ C ] কার্টিলেজ সংযােগ
371. কাণ্ডের পরিধি বৃদ্ধির জন্য দায়ী কলা হল -
[ A ] অগ্রস্থ ভাজক কলা
[ B ] নিবেশিত ভাজক কলা
[ C ] পার্শ্বস্থ ভাজক কলা
[ D ] সরল স্থায়ী কলা
উত্তর - [ C ] পার্শ্বস্থ ভাজক কলা
372. নিম্নলিখিত কোন আঙুরের ( grapes ) প্রজাতিটি wines তৈরির জন্য
সবথেকে বেশি ব্যবহৃত হয় ?
[ A ] Vitis Labrusca
[ B ] Vitis Rotundifolia
[ C ] Vitis Vinifera
[ D ] Vitis Vulpina
উত্তর - [ C ] Vitis Vinifera
373. ল্যামড়া ফাজ ভাইরাসটি নিম্নলিখিত কোন প্রকার ট্রান্সজাকশনের সাথে
সম্পর্কিত ?
[ A ] সাধারণ ট্রান্সজাকশন
[ B ] বিশেষ বা সীমাবদ্ধ ট্রান্সজাকশন
[ C ] সাধারণ ও বিশেষ উভয় প্রকার
[ D ] কোনােটিই নয়
উত্তর - [ B ] বিশেষ বা সীমাবদ্ধ ট্রান্সজাকশন
374. Cotton Fibre নিম্নলিখিত কোন অংশ থেকে পাওয়া যায় ?
[ A ] কাণ্ড
[ B ] মূল
[ C ] পাতা
[ D ] বীজত্বক
উত্তর - [ B ] মূল
375. লিটমাস ( Litmus ) পাওয়া যায় -
[ A ] ছত্রাক থেকে
[ B ] শৈবাল থেকে
[ C ] লাইকেন থেকে
[ D ] মস থেকে
উত্তর - [ C ] লাইকেন থেকে
376. আর্কিগােনিয়াম ( Archegonium ) নিম্নলিখিত কোন উদ্ভিদে দেখা যায়
না ?
[ A ] পাইন
[ B ] সাইকাস
[ C ] নিটাম
[ D ] গিংগাে
উত্তর - [ C ] নিটাম
377. রিসিয়া হল একটি -
[ A ] ছত্রাক
[ B ] ফার্ণ
[ C ] শৈবাল
[ D ] মস
উত্তর - [ D ] মস
378. ডুমুর হল একটি -
[ A ] ফল
[ B ] ফুল
[ C ] পুষ্পবিন্যাস
[ D ] কোনােটিই নয়
উত্তর - [ C ] পুষ্পবিন্যাস
379. একটি কোশ যার ক্রোমােজোম সংখ্যা 2n = 8 , যদি বিভাজনের মাধ্যমে n =
4 টি ক্রোমােজোম বিশিষ্ট 4 টি কোশ উৎপন্ন করে , তাহলে কোন বিভাজন হয়েছে
?
[ A ] মাইটোসিস
[ B ] মিয়ােসিস
[ C ] অ্যামাইটোসিস
[ D ] কোনটিই নয়
উত্তর - [ B ] মিয়ােসিস
380. ' Jumping genes ' তত্ত্বটির সাথে কার নাম সম্পর্কিত ?
[ A ] ম্যাকক্লিনটক
[ B ] মেন্ডেল
[ C ] মরগ্যান
[ D ] হুগাে দি ভিস
উত্তর - [ A ] ম্যাকক্লিনটক
341. দ্বিনিযেক ( Double fertilisation ) নিম্নলিখিত কোন উদ্ভিদ
গােষ্ঠীর সাথে সম্পর্কিত ?
[ A ] মস
[ B ] ফার্ণ
[ C ] ব্যক্তবীজী
[ D ] গুপ্তবীজী
উত্তর - [ D ] গুপ্তবীজী
382. ব্যক্তবীজী উদ্ভিদের শস্য ( endosperm ) সাধারণত কখন উৎপন্ন হয়
?
[ A ] নিষেকের পরে
[ B ] নিষেকের আগে
[ C ] নিষেকের আগে ও পরে
[ D ] কোনটিই নয়
উত্তর - [ B ] নিষেকের আগে
383. নিম্নলিখিত কোন উদ্ভিদটি জনন কোশ বা গ্যামেট উৎপন্ন করে ?
[ A ] রেণুধর উদ্ভিদ
[ B ] লিঙ্গধর উদ্ভিদ
[ C ] কার্পোরেণুধর
[ D ] টেট্রারেণুধর
উত্তর - [ B ] লিঙ্গধর উদ্ভিদ
384. ভারতের বৃহত্তম ' Central National Herbarium ' কোথায় অবস্থিত
?
[ A ] মুম্বাই
[ B ] হাওড়া
[ C ] চেন্নাই
[ D ] কটক
উত্তর - [ B ] হাওড়া
385. প্যারাসেক্সয়াল চক্র নিম্নলিখিত কোনটির মধ্যে দেখা যায় ?
[ A ] Aspergillus
[ B ] Agaricus
[ C ] Ascobolus
[ D ] Penicillium
উত্তর - [ A ] Aspergillus
386. হুগাে দি ভিস ( Hugo de vries ) নিম্নলিখিত কোন অধ্যায়ের সঙ্গে
বিশেষভাবে সম্পর্কিত ?
[ A ] জেনেটিক্স
[ B ] মিউটেশন
[ C ] ট্যাক্সোনমি
[ D ] ইভভালিউশন
উত্তর - [ B ] মিউটেশন
387. Arthur cronquist এর শ্রেনীবিন্যাস নিন্মলিখিত কোন প্রকারের ?
[ A ] প্রাকৃতিক
[ B ] কৃত্রিম
[ C ] ফাইলােজেনেটিক
[ D ] প্রাকৃতিক , কৃত্রিম এবং ফাইলােজেনেটিক প্রকৃতির
উত্তর - [ C ] ফাইলােজেনেটিক
388. ICNB সংস্থাটি নিম্নলিখিত কোন জীবের নামকরণের সাথে সম্পর্কিত
?
[ A ] ভাইরাস
[ B ] ব্যাকটেরিয়া
[ C ] উদ্ভিদ
[ D ] প্রাণী
উত্তর - [ B ] ব্যাকটেরিয়া
389.
সালােকসংশ্লেষ
প্রক্রিয়াতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় ?
[ A ] রাসায়নিক শক্তি সৌরশক্তিতে
[ B ] সৌরশক্তি বিদ্যুৎশক্তিতে
[ C ] সৌরশক্তি রাসায়নিক শক্তিতে
[ D ] সৌরশক্তি তাপশক্তিতে
উত্তর - [ C ] সৌরশক্তি রাসায়নিক শক্তিতে
390. একটি উদ্ভিদের বিটপ অংশে কোন কলা পাওয়া যাবে ?
[ A ] ভাজক কলা
[ B ] স্থায়ী কলা
[ C ] ভাজক কলা ও স্থায়ী কলা
[ D ] কোনােটিই নয়
উত্তর - [ A ] ভাজক কলা
391. একটি বীজের মধ্যে ভ্রূণ ( embryo ) গঠিত হওয়া , এটি কখন হয়
?
[ A ] নিষেকের পূর্বে
[ B ] নিষেকের পরে
[ C ] বীজের অঙ্কুরােদগমের সময়
[ D ] শস্য গঠিত না হলে
উত্তর - [ B ] নিষেকের পরে
392. Binaryfission ব্যাকটেরিয়া একপ্রকার—
[ A ] অযৌন জনন
[ B ] যৌন জনন
[ C ] অঙ্গজ জনন
[ D ] যৌন ও অযৌন উভয় প্রকারের
উত্তর - [ C ] অঙ্গজ জনন
393. একটি শৈবালের Haplontic জীবনচক্রে ডিপ্লয়েড দশাটি হল—
[ A ] গ্যামেটস্
[ B ] রেণু
[ C ] জাইগােট
[ D ] কোনােটিই নয়
উত্তর - [ C ] জাইগােট
394. W.M. Stanley নিম্নলিখিত কোন ভাইরাস আবিষ্কার করেন ?
[ A ] TMV
[ B ] CMV
[ C ] PSTV
[ D ] HIV
উত্তর - [ A ] TMV
395. বাণিজ্যিক ‘ কক ’ নিম্নলিখিত কোন গাছ থেকে পাওয়া যায় ?
[ A ] রাবার
[ B ] সেগুন
[ C ] ওক
[ D ] আকন্দ
উত্তর - [ C ] ওক
396. ' The Central Drug Research Institute of India ' কোথায় অবস্থিত
?
[ A ] লক্ষৌ
[ B ] কোলকাতা
[ C ] মুম্বই
[ D ] হায়দ্রাবাদ
উত্তর - [ A ] লক্ষৌ
397. উর্বর মৃত্তিকার ( Fertile soil ) pH নিম্নলিখিত কোন প্রকারের
?
[ A ] 5-6
[ B ] 8-9
[ C ] 4-5
[ D ] 6-7
উত্তর - [ D ] 6-7
398. ' World Cancer Day ’ কোন দিনটিতে পালন করা হয় ?
[ A ] 4 মার্চ
[ B ] 4 ফেব্রুয়ারি
[ C ] 4 জুন
[ D ] 4 আগস্ট
উত্তর - [ B ] 4 ফেব্রুয়ারি
399. ' PAN ’ হল একটি -
[ A ] জল দূষক
[ B ] শব্দ দূষক
[ C ] বায়ু দূষক
[ D ] মাটি দূষক
উত্তর - [ C ] বায়ু দূষক
400. নিম্নলিখিত কোন হরমােন বাষ্পমােন প্রতিরােধী ( Antitranspirant )
?
[ A ] IAA
[ B ] ABA
[ C ] GA
[ D ] C2H4
উত্তর - [ B ] ABA
401. শরীরের ভিতর ইউরিয়া উৎপন্ন হয় ?
[ A ] বৃকে
[ B ] মূত্রথলিতে
[ C ] ফুসফুসে
[ D ] যকৃতে
উত্তর - [ D ] যকৃতে
402. ব্যাঙের ক্ষেত্রে নিষেক হল—
[ A ] বাহ্যিক
[ B ] অভ্যন্তরীণ
[ C ] বাহ্যিক ও অভ্যন্তরীণ
[ D ] বায়বীয়
উত্তর - [ A ] বাহ্যিক
403. বিষাক্ত পদার্থ ক্ষরণের সঙ্গে যুক্ত রােগটি হল -
[ A ] টিটেনাস
[ B ] টি.বি.
[ C ] এইডস
[ D ] খাদ্যে বিষক্রিয়া
উত্তর - [ A ] টিটেনাস
404. DNA- এর সংখ্যাবৃদ্ধির সঙ্গে যুক্ত -
[ A ] মিউটন
[ B ] সিস্ট্রন
[ C ] রেপ্লিকন
[ D ] ওপেরণ
উত্তর - [ C ] রেপ্লিকন
405. কোনটির সাথে জ্যাকবসন্ অঙ্গ জড়িত ?
[ A ] স্পর্শ
[ B ] গন্ধ
[ C ] তাপ
[ D ] মস্তিষ্ক
উত্তর - [ B ] গন্ধ
406. নিম্নলিখিত কোনগুলির প্রধান উপাদান হল কেরাটিন নামক প্রােটিন
?
[ A ] চুল ও ত্বক
[ B ] নখ ও শিং
[ C ] পালক ও পশম
[ D ] সবকটি
উত্তর - [ D ] সবকটি
407. কীসের অভাবে ডায়াবেটিস হয় ?
[ A ] শর্করা
[ B ] ইনসুলিন
[ C ] ক্যালশিয়াম
[ D ] ভিটামিন
উত্তর - [ B ] ইনসুলিন
408. পতঙ্গ নিম্নলিখিত কোনটির অন্তর্গত ?
[ A ] অ্যানিলিড়া
[ B ] আর্থোপােডা
[ C ] সিলেনটোটা
[ D ] ক্লাস্টেসিয়া
উত্তর - [ B ] আর্থোপােডা
409. কোন ধরনের ক্যানসার লসিকাবাহ এবং প্লীহাকে আক্রান্ত করে ?
[ A ] সারসিনােমা
[ B ] সারকোমা
[ C ] লিউকেমিয়া
[ D ] লিম্ফোমা
উত্তর - [ D ] লিম্ফোমা
410. মানুষের দেহে প্লাসমােডিয়ামের সংক্রমণে ঘটে -
[ A ] ম্যালেরিয়া
[ B ] টিটেনাস
[ C ] টাইফয়েড
[ D ] ইনফ্লুয়েঞ্জা
উত্তর - [ A ] ম্যালেরিয়া
411. স্তন্যপায়ী প্রাণীর দেহে নিম্নলিখিত একটি অমরার মুখ্য অংশ গঠন করে
-
[ A ] অ্যামনিয়ন
[ B ] অ্যালানটয়েস
[ C ] কোরিওন
[ D ] ইয়কস্যা
উত্তর - [ C ] কোরিওন
412. স্তন্যপায়ী প্রাণীর দেহে নিম্নলিখিত কোটিতে অধিক পরিমাণ
অক্সিজেনযুক্ত রক্ত পাওয়া যায় যখন -
[ A ] ডান অলিন্দ
[ B ] গ্রিবা শিরা
[ C ] বাম নিলয়
[ D ] ফুসফুসীয় ধমনী
উত্তর - [ C ] বাম নিলয়
413. পতঙ্গদের আছে
[ A ] দু’জোড়া পা
[ B ] তিনজোড়া পা
[ C ] চারজোড়া পা
[ D ] একজোড়া পা
উত্তর - [ B ] তিনজোড়া পা
414. কার দ্বারা মেনিনজাইটিস ঘটে ?
[ A ] ছত্রাক
[ B ] সালমােনেল্লা
[ C ] মেনিনগােকক্কাস
[ D ] ভাইরাস মেনিন
উত্তর - [ C ] মেনিনগােকক্কাস
415. মাইটোকন্ড্রিয়া প্রচুর পরিমাণে দেখা যায় যখন -
[ A ] শরীরে ক্ষত ক্রিয়া করে
[ B ] শরীরে অধিকমাত্রায় কার্যপ্রক্রিয়া চলে
[ C ] শরীরে কম মাত্রায় কার্যপ্রক্রিয়া চলে
[ D ] শরীরে সাধারণ মাত্রায় কার্যপ্রক্রিয়া চলে
উত্তর - [ A ] শরীরে ক্ষত ক্রিয়া করে
416. মাম্পস নামক রােগটি ঘটে-
[ A ] ছত্রাক দ্বারা
[ B ] ব্যাকটেরিয়া দ্বারা
[ C ] ভাইরাস দ্বারা
[ D ] প্রােটোজোয়া দ্বারা
উত্তর - [ C ] ভাইরাস দ্বারা
417. আমাদের দেহে যে কলাটির আধিক্য সবচেয়ে বেশি , সেটি হল-
[ A ] পেশি কলা
[ B ] যােগ কলা
[ C ] আবরণী কলা
[ D ] স্নায়ু কলা
উত্তর - [ A ] পেশি কলা
418. ভারতে পােলট্রির সর্বাধিক পরিচিত রােগটি হল -
[ A ] ফাউল পক্স
[ B ] টিক ফিবার
[ C ] রানিখেত
[ D ] কোরাইজ
উত্তর - [ C ] রানিখেত
419. রক্তে ভাসমান অতিক্ষুদ্র গােলাকার চাকতিগুলি যারা কলায় অক্সিজেন
( O2 ) বহন
করে এবং কার্বন - ডাই - অক্সাইড ( CO2 ) বহন করে নিয়ে যায় তাদের বলা হয়-
[ A ] WBC
[ B ] RBC
[ C ] মনােফিল
[ D ] থ্রম্বােসাইট
উত্তর - [ B ] RBC
420. ফুসফুস আবৃত থাকে কোনটি দ্বারা ?
[ A ] পেরিকার্ডিয়াম দ্বারা
[ B ] পেরিটোনিয়াম দ্বারা
[ C ] প্লূরা দ্বারা
[ D ] মেনিনজেস্ দ্বারা
উত্তর - [ C ] প্লূরা দ্বারা
421. এনিফ্যানটেসিস্ রােগটি ঘটায়-
[ A ] মাছি দ্বারা
[ B ] অ্যানােফিলিস দ্বারা
[ C ] কিউলেক্স দ্বারা
[ D ] ভিটামিন B এর অভাবে
উত্তর - [ C ] কিউলেক্স দ্বারা
422. নিম্নলিখিত কোনটির অংশ ডিওডেনাম ?
[ A ] মস্তিষ্ক হয়
[ B ] অস্ত্র
[ C ] যকৃৎ
[ D ] ফুসফুস
উত্তর - [ B ] অস্ত্র
423. নিম্নলিখিত কোনটির পরিপাকে অ্যামাইনাে অ্যাসিড উৎপন্ন হয় ?
[ A ] মস্তিষ্ক
[ B ] স্নেহ পদার্থ
[ C ] প্রােটিন
[ D ] খনিজ লবণ
উত্তর - [ C ] প্রােটিন
424. স্তন্যপায়ী প্রাণীতে গ্যাসের বিনিময় ঘটে-
[ A ] স্বরথলি
[ B ] শ্বাসনালিতে
[ C ] বায়ুথলিতে
[ D ] ক্রোমশাখায়
উত্তর - [ C ] বায়ুথলিতে
425. 80s রাইবােজোমের বৃহৎ উপএককটি হল ?
[ A ] 50s
[ B ] 60s
[ C ] 30s
[ D ] 70s
উত্তর - [ B ] 60s
[ A ] মস্তিষ্ক
[ B ] হৃৎপিণ্ড
[ C ] ত্বক
[ D ] যকৃৎ
উত্তর - [ C ] ত্বক
427. ABO পদ্ধতির রক্ত বিভাগে যদি উভয় অ্যান্টিজেন উপস্থিত থাকে,
কিন্তু কোনাে অ্যান্টিবডি না থাকে, তবে ব্যক্তির রক্তের বিভাগ
হবে—
[ A ] A
[ B ] B
[ C ] AB
[ D ] O
উত্তর - [ C ] AB
428. এখনাে পর্যন্ত জানা গেছে এমন অ্যামাইনাে অ্যাসিডের সংখ্যা কয়টি
?
[ A ] 12 টি
[ B ] 22 টি
[ C ] 32 টি
[ D ] 42 টি
উত্তর - [ B ] 22 টি
429. হিমােগ্লোবিনের মুখ্য উপাদান কী ?
[ A ] ক্লোরিন
[ B ] লােহা
[ C ] কপার
[ D ] ক্যালশিয়াম
উত্তর - [ B ] লােহা
430. ব্যাঙের মুখ্য রেচন পদার্থ কী ?
[ A ] ইউরিয়া
[ B ] অ্যামােনিয়া
[ C ] ইউরিক অ্যাসিড
[ D ] অ্যামাইনাে অ্যাসিড
উত্তর - [ A ] ইউরিয়া
431. ডাউন সিনড্রোমে ক্রোমােজোম সংখ্যা হল-
[ A ] 47 টি
[ B ] 46 টি
[ C ] 48 টি
[ D ] 45 টি
উত্তর - [ A ] 47 টি
432. নর এপিনেফ্রিন বাড়িয়ে দেয় কে ?
[ A ] শ্বসন
[ B ] মূত্র উৎপাদন
[ C ] লালা তৈরি
[ D ] রক্তচাপ
উত্তর - [ D ] রক্তচাপ
433. নিম্নলিখিত কোনটির শিশু প্রাণীর নাম নিম্ফ ?
[ A ] প্রজাপতি
[ B ] গুবরােলােকা
[ C ] আরশােলা
[ D ] মাছি
উত্তর - [ C ] আরশােলা
434. লােহিতকণিকা তৈরি হয়—
[ A ] যকৃতে
[ B ] অস্থিমজ্জা
[ C ] বৃকে
[ D ] হৃৎপিন্ডে
উত্তর - [ B ] অস্থিমজ্জা
435. ' লং - জ ’ এর অন্য নাম কী ?
[ A ] ম্যালেরিয়া
[ B ] কালাজ্বর
[ C ] টিটেনাস
[ D ] ডিপথেরিয়া
উত্তর - [ C ] টিটেনাস
436. টিকা প্রথম তৈরি করেন কে ?
[ A ] পাস্তুর
[ B ] জেনার
[ C ] লিউয়েনহুক
[ D ] পলবার্গ
উত্তর - [ B ] জেনার
437. ত্বকে রঙের কারণ কোনটি ?
[ A ] লিম্ফোসাইট
[ B ] মনােসাইট
[ C ] মেলানিন
[ D ] কাইনিন
উত্তর - [ C ] মেলানিন
438. ঘ্রাণ অনুভূতি গৃহীত কীসের দ্বারা ?
[ A ] পিটুইটারি দ্বারা
[ B ] হাইপােথ্যালামাস দ্বারা
[ C ] অলফ্যাকটরি লােব দ্বারা
[ D ] সেরিব্রাম দ্বারা
উত্তর - [ C ] অলফ্যাকটরি লােব দ্বারা
439. ট্যাক্সোনমি সংক্রান্ত বিদ্যার অন্তর্গত কোনটি ?
[ A ] শনাক্তকরণ
[ B ] নামকরণ
[ C ] শ্রেণিবিভাগ
[ D ] সবকটি
উত্তর - [ D ] সবকটি
440. অ্যাসকারিস - এর দেহ গহ্বরকে বলা হয় -
[ A ] সিলােম
[ B ] হিমােসিলােম
[ C ] সিউডােসিলােম
[ D ] কোনােটিই নয়
উত্তর - [ C ] সিউডােসিলােম
441. নিম্নলিখিত কোনটির বিরুদ্ধে অনাক্রম্যতা সৃষ্টির জন্য BCG ভ্যাকসিন
ব্যবহার করা হয় ?
[ A ] হুপিং কাশি
[ B ] যক্ষ্মা
[ C ] গুটি বসন্ত
[ D ] সবকটি
উত্তর - [ B ] যক্ষ্মা
442. স্টেরয়েড হরমােন পাওয়া যায় কোথায় থেকে ?
[ A ] কর্টিকয়েড থেকে
[ B ] কোলেস্টেরল থেকে
[ C ] AAD থেকে
[ D ] প্রােটিন থেকে
উত্তর - [ B ] কোলেস্টেরল থেকে
443. ব্লাস্টুলায় তরল পূর্ণ গহুরকে বলা হয়-
[ A ] গ্যাস্ট্রোসিল
[ B ] সিলােম
[C ] ব্লাস্টোসিল
[ D ] নিউরােসিল
উত্তর - [C ] ব্লাস্টোসিল
444. দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী গ্রন্থিটি হলো ?
[ A ] পিনিয়াল
[ B ] পিটুইটারি
[ C ] থাইরয়েড
[ D ] হাইপােথ্যালামাস
উত্তর - [ C ] থাইরয়েড
445. গােরুর গর্ভধারণকাল হল-
[ A ] ১০০ দিন
[ B ] ২৪০ দিন
[ C ] ৩৫০ দিন
[ D ] ৪০০ দিন
উত্তর - [ B ] ২৪০ দিন
446. ব্যাকটেরিয়া ই.কোলাই - এ বর্তমান বংশগত বস্তু হল-
[ A ] একতন্ত্রী DNA
[ B ] RNA
[ C ] দ্বিতন্ত্রী DNA
[ D ] প্রোটিন
উত্তর - [ C ] দ্বিতন্ত্রী DNA
447. রক্তে অধিক মাত্রায় ইউরিক অ্যাসিডের উপস্থিতিতে যে রোগ টি হয় ?
[ A ] গেটে বাত
[ B ] বাত রােগ
[ C ] রিউম্যাটিক হৃৎপিণ্ড
[ D ] ফুসফুসে অসংগতি
উত্তর - [ A ] গেটে বাত
448. মানুষের দেহে দেখা যায় না নিম্নলিখিত অস্থিটি সেটি হলো ?
[ A ] হিউমেরাস
[ B ] কারপাল
[ C ] অ্যাস্ট্রাগ্যালাস
[ D ] রেডিয়াস
উত্তর - [ C ] অ্যাস্ট্রাগ্যালাস
449. মধ্যচ্ছদা সাহায্য করে নিচে কোনটি ?
[ A ] পরিপাকে
[ B ] শ্বসনে
[ C ] রক্তসঞ্চালনে
[ D ] রেচনে
উত্তর - [ B ] শ্বসনে
450. যে হরমােনটি রক্তে Ca এর মাত্রা নিয়ন্ত্রণ করে সেটি হলো ?
[ A ] থাইরয়েড
[ B ] প্যারাথাইরয়েড
[ C ] ADH
[ D ] STH
উত্তর - [ B ] প্যারাথাইরয়েড
451. নিম্নে বিবৃত কোনটির কারণে হিমােগ্লোবিন বাফার হিসাবে কাজ করে ?
[ A ] গ্লাইকোপ্রােটিন প্রকৃতি
[ B ] লৌহ অণুর উপস্থিতি
[ C ] হিস্টাডিম অ্যামাইনাে অ্যাসিড অংশের উপস্থিতি
[ D ] দুর্বল অম্লধর্মী
উত্তর - [ C ] হিস্টাডিম অ্যামাইনাে অ্যাসিড অংশের
উপস্থিতি
452. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির মধ্যে প্রচুর পরিমাণ ওমেগা ফ্যাটি
অ্যাসিড থাকে ?
[ A ] সারলােইন
[ B ] মুরগীর মাংস
[ C ] ব্রোকোলি
[ D ] সালমন
উত্তর - [ D ] সালমন
453. হাইপারক্যাপনিয়া জনিত কারণে শ্বাস প্রক্রিয়া মূলত প্রভাবিত হয়
_______ কে উদ্দীপ্ত করতে ।
[ A ] ক্যারােটিড এবং অ্যাওটিক বডি
[ B ] হাইপােগ্লসাল নার্ভ
[ C ] কেন্দ্রীয় মেডুলারী রসায়ন গ্রাহক
[ D ] আর্টেরিয়াল ব্যারােরিসেপটর
উত্তর - [ C ] কেন্দ্রীয় মেডুলারী রসায়ন গ্রাহক
454. নিম্নলিখিত কোন রস বা ক্ষরণটির সবচেয়ে বেশি পি - এইচ ( pH )
পরিলক্ষিত হয় ?
[ A ] লালা ক্ষরণ
[ B ] পাকস্থলীর রস
[ C ] অগ্ন্যাশয় রস
[ D ] আন্ত্রিক ক্ষরণ
উত্তর - [ D ] আন্ত্রিক ক্ষরণ
455. ত্বকে উপস্থিত মেলানিনের একটি গুরুত্বপূর্ণ কাজ কি ?
[ A ] ত্বককে শীতলতর করা
[ B ] ত্বকে রক্ত প্রবাহের পরিমাণ বৃদ্ধি করা
[ C ] ত্বকে শক্তিশালী করা
[ D ] ক্ষতিকারক বিকিরণ শােষণ করা
উত্তর - [ D ] ক্ষতিকারক বিকিরণ শােষণ করা
456. নিম্নলিখিত কোন অংশে শ্বসন কেন্দ্র অবস্থিত ?
[ A ] সেরিব্রাম
[ B ] সেরিবেলাম
[ C ] মেডুলা ও পনস্
[ D ] হাইপােথ্যালামাস
উত্তর - [ C ] মেডুলা ও পনস্
457. নিম্নে বিবৃত কোন অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ পিটুইটারী দ্বারা
নিয়ন্ত্রিত নয় ?
[ A ] অ্যাড্রিনাল কর্টেক্স
[ B ] থাইরয়েড
[ C ] অ্যাড্রিনাল মেডুলা
[ D ] শুক্রাশয়
উত্তর - [ C ] অ্যাড্রিনাল মেডুলা
458. দেহের তাপ নিয়ন্ত্রণ, নিম্নে বিবৃত কাদের দ্বারা প্রভাবিত হয়
?
[ A ] চর্মের তাপ গ্রাহকগুলি
[ B ] মস্তিষ্কে অবস্থিত তাপ নিয়ন্ত্রক কেন্দ্রে সঞ্চালনকারী রক্তের
উন্নতা
[ C ] স্নায়ুজ ও হরমােনীয় নিয়ন্ত্রণ
[ D ] উপরে উল্লিখিত সকল মাধ্যম
উত্তর - [ D ] উপরে উল্লিখিত সকল মাধ্যম
459. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কার্বনিক অ্যানহাইড্রেজের কো -
ফ্যাক্টর হিসাবে কাজ করে ?
[ A ] Cu
[ B ] Zn
[ C ] Fe
[ D ] Mg
উত্তর - [ B ] Zn
460. গর্ভাবস্থায় কোন ভিটামিন গ্রহণ স্নায়ু নালিকার ত্রুটি যেমন
স্পাইনা বিফিডা - কে প্রতিরােধ করতে সাহায্য করে ?
[ A ] B6
[ B ] নিয়াসিন
[ C ] রাইবােফ্লাভিন
[ D ] ফোলিক অ্যাসিড
উত্তর - [ D ] ফোলিক অ্যাসিড
461. অর্গান অব কর্টির ককলিয়াতে অবস্থিত সংজ্ঞাবহ কেশ কোষগুলি প্রােথিত
থাকে—
[ A ] ব্যাসিলার পর্দায়
[ B ] ভেস্টিবুলার পর্দায়
[ C ] টেক্টোরিয়াল পর্দায়
[ D ] টিস্প্যানিক পর্দায়
উত্তর - [ A ] ব্যাসিলার পর্দায়
462. গ্লোমেরুলার পরিতের বেশীর ভাগ পুনর্বিােেত হয়—
[ A ] হেনলীর লুপ - এ
[ B ] দূর সংবর্ত নালিকায়
[ C ] সংগ্রাহী নালিকায়
[ D ] অগ্র নালিকায়
উত্তর - [ D ] অগ্র নালিকায়
463. নিম্নলিখিত কার দ্বারা শুক্রাণুর পুষ্টির যােগান হয় ?
[ A ] শুক্রোৎপাদক নালিকা
[ B ] সারটোলি কোষ
[ C ] লেডিগ কোষ
[ D ] উল্লিখিত সবকটি
উত্তর - [ B ] সারটোলি কোষ
464. বৃদ্ধ বয়সে দৃষ্টির ত্রুটিকে বলা হয়-
[ A ] মায়োপিয়া
[ B ] হাইপারমেট্রোপিয়া
[ C ] প্রেসবায়ােপিয়া
[ D ] অ্যাস্টিগম্যাটিজম
উত্তর - [ C ] প্রেসবায়ােপিয়া
465. নার্ভের অনাবৃত শেষাংশ থেকে উদ্ভূত আবেগ নিম্নলিখিত কোন সংবেদনকে
সূচনা করে ?
[ A ] ঘ্রাণ
[ B ] স্পর্শ
[ C ] শৈত্য
[ D ] বেদনা
উত্তর - [ D ] বেদনা
466. নিম্নলিখিতদের মধ্যে কোনটি প্রােক্যারিওটিক ?
[ A ] ইডােগােনিয়াম
[ B ] কনড্রাস ক্রিসপাস
[ C ] অসিলেটোরিয়া
[ D ] কারা
উত্তর - [ C ] অসিলেটোরিয়া
467. কোনটি ইউকারপিক ছত্রাক ?
[ A ] মিউকর
[ B ] অ্যাসপারজিলাস
[ C ] পেনিসিলিয়াম
[ D ] ফিউসেরিয়াম
উত্তর - [ D ] ফিউসেরিয়াম
468. ইলেটার দেখতে পাওয়া যায় ?
[ A ] রিক্সিয়া - য়
[ B ] মারকেনশিয়ায়
[ C ] ফিউনেরিয়া-য়
[ D ] স্ক্র্যাগনাম - এ
উত্তর - [ C ] ফিউনেরিয়া-য়
469. নিম্নলিখিতদের মধ্যে কোনটি জলে নিমজ্জিত জলজ উদ্ভিদ ?
[ A ] আইপােমিয়া
[ B ] ইউফরবিয়া
[ C ] ইউট্রিকুলেরিয়া বাইফিডা
[ D ] ডেন্টেলা
উত্তর - [ C ] ইউট্রিকুলেরিয়া বাইফিডা
470. রেপেনস লিগিউল কোথায় দেখা যায় ?
[ A ] অ্যাজোলা
[ B ] ইকুইজিটাম
[ C ] মার্সিলিয়া
[ D ] সেলাজিনেলা
উত্তর - [ D ] সেলাজিনেলা
471. কোনটি C4 উদ্ভিদ ?
[ A ] ওরাইজা স্যাটিভা
[ B ] জিয়া মেজ
[ C ] অ্যালিয়াম সেপা
[ D ] ম্যানজিফেরা ইন্ডিকা
উত্তর - [ B ] জিয়া মেজ
472. নিম্নের কোন কোষ অঙ্গাণুতে ক্যাটালেজ উৎসেচক থাকে ?
[ A ] পারক্সিজোম
[ B ] স্ফেরােজোম
[ C ] গ্লাইঅক্সিজোম
[ D ] লাইসােজোম
উত্তর - [ A ] পারক্সিজোম
473. ভেসেল বা ট্রাকিয়া বিহীন একটি উদ্ভিদ হল— .
[ A ] কাঁঠাল
[ B ] তাল
[ C ] পাইন
[ D ] নিটাম
উত্তর - [ C ] পাইন
474. কোনাে কোনাে উদ্ভিদের শাখামূল বিশেষ অভিযােজনের ফলে মাধ্যাকর্ষণ
শক্তির বিপরীত দিকে খাড়াভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয় | তারা হল -
[ A ] শ্বাসমূল
[ B ] স্তম্ভমূল
[ C ] ঠেসমূল
[ D ] অধিমূল
উত্তর - [ A ] শ্বাসমূল
475. নিম্নলিখিত কোন রােগটির কারণ ব্যাকটেরিয়ার সংক্রমণ নয় ?
[ A ] আমাশয়
[ B ] টাইফয়েড
[ C ] কলেরা
[ D ] ডিপথেরিয়া
উত্তর - [ A ] আমাশয়
[ A ] ভিটামিন D
[ B ] ভিটামিন C
[ C ] ভিটামিন K
[ D ] ভিটামিন A
উত্তর - [ D ] ভিটামিন A
477. ‘ বিগ - ব্যাং ’ থিয়ােরি বিবৃত করে -
[ A ] ব্রহ্মান্ডের সৃষ্টি
[ B ] সূর্যের সৃষ্টি
[ C ] মাধ্যাকর্ষণের সৃষ্টি
[ D ] অণুজীবের সৃষ্টি
উত্তর - [ A ] ব্রহ্মান্ডের সৃষ্টি
478. ভূমিকম্পের তীব্রতা মাপা হয় যেটির দ্বারা সেটি হল-
[ A ] ব্যারােমিটার
[ B ] হাইড্রোমিটার
[ C ] পলিগ্রাফ
[ D ] সিসমােগ্রাফ
উত্তর - [ D ] সিসমােগ্রাফ
479. মশার জৈব নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয় ?
[ A ] পুঁটি
[ B ] গ্যাম্বুসিয়া
[ C ] বাটা
[ D ] রুই
উত্তর - [ B ] গ্যাম্বুসিয়া
480. আলু হল—
[ A ] মূল
[ B ] কান্ড
[ C ] কুঁড়ি
[ D ] ফল
উত্তর - [ B ] কান্ড
481. হিমাটোপােয়েসিস কোথায় সংঘটিত হয় ?
[ A ] ফুসফুসে
[ B ] অগ্নাশয়ে
[ C ] যকৃতে
[ D ] অস্থিমজ্জায়
উত্তর - [ D ] অস্থিমজ্জায়
482. _____________ হল একটি হরমােন যা রক্তস্থিত গ্লুকোজের মাত্রাকে
নিয়ন্ত্রণ করে ?
[ A ] গ্লুকোজ
[ B ] থাইরক্সিন
[ C ] অক্সিটোসিন
[ D ] ইনসুলিন
উত্তর - [ D ] ইনসুলিন
[ A ] ভিটামিন C এবং ভিটামিন D
[ B ] ভিটামিন B এবং - ভিটামিন C
[ C ] ভিটামিন D এবং ভিটামিন A
[ D ] ভিটামিন A এবং ভিটামিন B2
উত্তর - [ B ] ভিটামিন B এবং - ভিটামিন C
484. রাইবােজাইম কি ?
[ A ] DNA
[ B ] RNA
[ C ] প্রােটিন
[ D ] কোনটি নয়
উত্তর - [ B ] RNA
485. মানুষের দেহে অ্যালকোহলের শতকরা পরিমাণ কত হলে, মানুষের মৃত্যু
ঘটবে ?
[ A ] 2.0 %
[ B ] 3.0 %
[ C ] 5.0 %
[ D ] 7.0 %
উত্তর - [ C ] 5.0 %
486. কোন উপাদানটির অভাবে গাছের সাদা মুকুল রােগটি ঘটে ?
[ A ] জিঙ্ক
[ B ] কপার
[ C ] বােরণ
[ D ] ম্যাঙ্গানিজ
উত্তর - [ A ] জিঙ্ক
487. দুধের বর্ণ সাদা হওয়ার কারণ কী ?
[ A ] কেসিন
[ B ] অ্যালবুমিন
[ C ] ল্যাকটোজ
[ D ] গ্লোবিউলিন
উত্তর - [ A ] কেসিন
488. নিমগাছ হচ্ছে -
[ A ] ক্রান্তীয় আর্দ্র চিরহরিৎ গাছ
[ B ] ক্রান্তীয় আর্দ্র পর্ণমােচী গাছ
[ C ] ক্রান্তীয় শুষ্ক পর্ণমােচী গাছ
[ D ] ক্রান্তীয় শুষ্ক চিরহরিৎ গাছ
উত্তর - [ B ] ক্রান্তীয় আর্দ্র পর্ণমােচী গাছ
489. পূর্ণতাপ্রাপ্ত ফাইলেরিয়া কীট মানুষের যে অংশে অবস্থান করে
-
[ A ] রক্ত
[ B ] লসিকানালী
[ C ] যকৃত
[ D ] অন্ত্র
উত্তর - [ B ] লসিকানালী
490. ADH এর অভাবে যে রােগটি সৃষ্টি হয়—
[ A ] ডায়াবেটিস ইনসিপিডাস
[ B ] ডায়াবেটিস মেলিটাস
[ C ] গ্রেভ - এর রােগ
[ D ] কুশিং - এর রােগ
উত্তর - [ A ] ডায়াবেটিস ইনসিপিডাস
491. নিম্নোক্তগুলির মধ্যে কোনটি ভাইরাসজনিত রােগ ?
[ A ] ট্রাইপ্যানােসােমিয়াসিস
[ B ] জিয়ারডিয়াসিস
[ C ] ওরিয়েন্টাল ঘা
[ D ] এনকেফালাইটিস
উত্তর - [ D ] এনকেফালাইটিস
492. মানুষের স্বাভাবিক রক্ত -
[ A ] আম্লিক
[ B ] ক্ষারীয়
[ C ] প্রশমিত
[ D ] পরিবর্তনশীল
উত্তর - [ B ] ক্ষারীয়
493. যে প্রাণীগােষ্ঠী সমুদ্র জলে পাওয়া যায় না—
[ A ] স্তন্যপায়ী
[ B ] উভচর
[ C ] সরীসৃপ
[ D ] পক্ষী
উত্তর - [ D ] পক্ষী
494. সিঙ্কোনা গাছের কোন অংশ থেকে কুইনিন পাওয়া যায় ?
[ A ] বীজ
[ B ] পাতা
[ C ] ফুল
[ D ] ছাল
উত্তর - [ D ] ছাল
495. ম্যালেরিয়া পরজীবীর জীবাণু রােগীর রক্তের যথাযথ পাওয়া
যায়—
[ A ] জ্বর বৃদ্ধির এক ঘন্টা পূর্বে
[ B ] তীব্র জ্বরের পাঁচ ঘন্টা পর
[ C ] কম্পন সহযােগে তাপ বৃদ্ধির সময়
[ D ] যে কোনও সময়
উত্তর - [ D ] যে কোনও সময়
496. নিম্নলিখিত কোন ভিটামিনে অ্যাসিল CoA ডিহাইড্রোজিনেস প্রথেটিক
গ্রুপ যুক্ত থাকে ?
[ A ] নিকোটিনিক অ্যাসিড
[ B ] পাইরিডক্সিন
[ C ] প্যানটোথেনিক অ্যাসিড
[ D ] রাইবােফ্লেভিন
উত্তর - [ D ] রাইবােফ্লেভিন
497. চিংড়ীর রেচন অঙ্গ কোনটি ?
[ A ] লালাগ্রন্থি
[ B ] সবুজগ্রন্থি
[ C ] ইঙ্ক গ্রন্থি
[ D ] ম্যালপিজিয়ান নালিক
উত্তর - [ B ] সবুজগ্রন্থি
498. নিম্নলিখিত কোন প্রাণীতে রমিন্যান্ট পাকস্থলী দেখা যায় ?
[ A ] কুকুর
[ B ] পায়রা
[ C ] গরু
[ D ] গিরগিটি
উত্তর - [ C ] গরু
499. AIDS/HIV ভাইরাস এক প্রকার -
[ A ] DNA ভাইরাস
[ B ] RNA ভাইরাস
[ C ] হয় DNA অথবা RNA ভাইরাস
[ D ] উভয় প্রকার DNA অথবা RNA ভাইরাস
উত্তর - [ B ] RNA ভাইরাস
500. স্তন্যপায়ী প্রাণীর করোটিক স্নায়ুর সংখ্যা কয়টি ?
[ A ] 10 টি
[ B ] 10 জোড়া
[ C ] 12 জোড়া
[ D ] 12 টি
উত্তর - [ C ] 12 জোড়া
সুতরাং, দেরি না করে এখনই
জীববিদ্যা 500 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর PDF
টি পোস্টটির নীচে গিয়ে ডাউনলোড করুন
আরও পড়ুন-
জীববিদ্যা 500 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ডাউনলোড
File Details :
File Name- জীববিদ্যা 500 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
[জীবিকা দিশারি]
File Format- pdf
Quality- High
File Size- 2MB
File page- 35
File Location- Google Drive
Can I take it in Bengali
ReplyDeleteVery nice 👍...
ReplyDelete