Ads Area


পদার্থ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর 200+ PDF Download

পদার্থ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর 200+ PDF Download

পদার্থ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর 200+ PDF Download

পদার্থ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর 200+ PDF Download Job Exam PDF- jibikadisari.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পদার্থ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর 200+ PDF Download প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পদার্থ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর 200+ PDF Download নিচে পদার্থ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর 200+ PDF Download গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর গুলি যত্নসহকারে পড়ুন বা মুখস্ত করুন ও চাকুরী পরীক্ষায় এক ধাপ এগিয়ে থাকুন।

পদার্থ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর PDF Download

1. কোনো পদার্থের পারমানবিক সংখ্যা হলো?

উঃ পরমানুর প্রোটন সংখ্যা

2. উড পেন্সিলের শীর্ষ কী দিয়ে তৈরী হয়?

উঃ গ্রাফাইট

3. লেখার চক কী দিয়ে তৈরী?

উঃ ক্যালসিয়াম কার্বনেট

4. কোন ধাতু সবচেয়ে ক্ষয়প্রাপ্ত হয়?

উঃ তামা

5. অ্যাসিড নীল লিটমাস পেপারকে কী করে?

উঃ লাল করে

6. কোন অধাতু বিদুত অপরিবাহী?

উঃ গ্রাফাইট

7. পরমানুর চার্জ নিরপেক্ষ কণিকা কোনটি? 

উঃ নিউট্রন

8. পরমানুর পজেটিভ চার্জযুক্ত কণিকা কোনটি?

উঃ প্রোটন

9. পরমানুর নেগেটিভ চার্জযুক্ত কণিকা কোনটি? 

উঃ ইলেকট্রন

10. জীব সংরক্ষণ ও পচন নিবারণের জন্য কী ব্যাবহৃত হয়?

উঃ ফরমালিন

11. কাঁদুনে গ্যাস এর রাসায়নিক নাম কী?

উঃ ক্লোরোপিক্রিন

12. পৃথিবীতে মোট মৌলিক পদার্থের সংখ্যা কত? 

উঃ ১০৯ টি

13. প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কতটি?

উঃ ৯২ টি

14. প্রকৃতিতে প্রাপ্ত মৌলের মধ্যে ধাতুর সংখ্যা কতটি? 

উঃ ৭০ টি

15. মাধ্যাকর্ষণ বল সবচেয়ে বেশি কোথায়?

উঃ ভূপৃষ্ঠে

16. নবায়নযোগ্য শক্তির উত্স কোথায়? 

উঃ ফুয়েল সেল

17. আকাশে মেঘ থাকলে গরম বেশি লাগে কেন?

উঃ মেঘ ভূ-পৃষ্ঠের তাপ বিকিরণে বাধা দেয় বলে

18. পাহাড়ে ওঠা কষ্টকর কেন?

উঃ অভিকর্ষজ বলের বিপরীদে কাজ করার জন্য

19. কোন রংয়ের কাপে চা তারাতারি ঠান্ডা হয়?

উঃ কালো

20. কয়টি পদ্ধতিতে তাপ পরিবহন হয়?

উঃ ৩ টি

21. সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে? 

উঃ বিকিরণ পদ্ধতিতে

22. কঠিন পদার্থে তাপ কোন পদ্ধতিতে প্রবাহিত হয়?

উঃ পরিবহন পদ্ধতিতে

23. গ্রীষ্ম কালে কোন ধরনের কাপড় পরিধান করা ভালো?

উঃ সাদা

24. একজন সুস্থ স্বাভাবিক পুরুষের বিএমআর কত?

উঃ ঘন্টায় ৪০ কিলো ক্যালোরি

25. কোন শিশুর লিঙ্গ নির্ধারণ হয় কিসের দ্বারা? 

উঃ পিতার ক্রোমোজোমের দ্বারা।

26. খালি পেটে ব্যথা অনুভূত হয় কোন রোগে?

উঃ গ্যাস্ট্রিক আলসার।

27. শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত উদ্ভিদ কোনটি?

উঃ লাইকেন।

28. যে সব উদ্ভিদ বরফের উপর জন্মায় তাদের বলে?

উঃ ক্রায়োফাইট।

29. মশার লার্ভা খেয়ে বেঁচে থাকে কোন প্রাণী?

উঃ এম্বুশিয়া।

30. একটি উভয়লিঙ্গ প্রাণীর উদাহরণ দাও।

উঃ কেঁচো।

31. পায়রার মূত্রে কি বেশি থাকে? 

উঃ ইউরিক অ্যাসিড

32. মাছের বিশেষ জ্ঞানেন্দ্রিয়ের নাম কি?

উঃ স্পর্শেন্দ্রিয় রেখা।

33. ট্র্যাকিয়া কোন প্রাণীর শ্বাসঅঙ্গ

উঃ ফড়িং।

34. আত্মঘাতী থলি বলা হয় কাকে?

উঃ লাইসোজোমকে।

35. রকেটে ডাই অক্সিজেন কি কাজে ব্যবহৃত হয়?

উঃ জারক হিসাবে।

36. সর্বাপেক্ষা দীর্ঘ উদ্ভিদ কোষ কোনটি?

উঃ রেমি উদ্ভিদের তন্ত্র কোষ।

37. লিপ্তপদ কোন প্রাণীর গমনে সাহায্য করে?

উঃ হাঁস।

38. কোন প্রাণী ত্বক দ্বারা জল শোষণ করে?

উঃ মোলক।

39. মানুষ সর্বপ্রথম কোন শস্যটি ব্যবহার করে?

উঃ গম।

40. একটি পূর্ণ পরজীবী উদ্ভিদের নাম লেখ।

উঃ স্বর্ণলতা।

41. লজ্জাবতী পাতায় কি ধরণের গমন দেখা যায়?

উঃ ন্যাস্টিক চলন।

42. নখে কোন ধরণের প্রোটিন থাকে?

উঃ কেরাটিন।

43. চোখের কোন অংশে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়?

উঃ পিত বিন্দু।

44. অ্যাপেন্ডিক্স মানুষের শরীরের কোন অঙ্গের সাথে যুক্ত থাকে?

উঃ বৃহদ্র।

45. ফুসফুসের আবরনীকে কি বলা হয়?

উঃ পুরা।

46. রক্তে কত শতাংশ রক্তকণিকা থাকে?

উঃ ৪৫ শতাংশ।

47. ঢেঁকিছাটা চালে কোন ধরণের ভিটামিন থাকে?

উঃ B- কমপ্লেক্স।

48. লাইডিক্টেটর কি ধরণের যন্ত্র?

উঃ শক্তি রূপান্তরকারী যন্ত্র।

49. অ্যামোনিয়াকে শুষ্ক করতে কি ব্যবহার করা হয়?

উঃ পোড়া চুন।

50. সোডিয়াম বাই কার্বনেট কি জাতীয় লবণ?

উঃ আম্লিক লবণ।

51. আপতকালীন হরমোন কোনটি?

উঃ অ্যাড্রিনালিন।

52. প্রাপ্ত বয়স্কদের থাইরক্সিন নিঃসরণ কম হলে কোন রোগ হয়?

উঃ মিক্সিডিমা।

53. মানুষের হৃৎপিন্ডের স্বাভাবিক ওজন কত?

উঃ ৩০০ গ্রাম।

54. কম্পাসের চুম্বক হিসাবে লোহার কোন অক্সাইডটি প্রথম ব্যবহৃত হয়? 

উঃ হেমাটাইট।

55. বিশুদ্ধ জল ও সমুদ্র জলের মধ্যে কার হিমাঙ্ক কম?

উঃ সমুদ্র জল।

56. ফটোগ্রাফির ক্যামেরার ভিতরে কালো করা হয় কেন?

উঃ যাতে আলোর প্রতিফলন না হয়।

57. বায়ুতে কোন গ্যাসের উপস্থিতির জন্য রৌপ্য মুদ্রা কালো হয়?

উঃ হাইড্রোজেন সালফাইড গ্যাস।

58. একটি তাপমোচী পদার্থের নাম লেখ।

উঃ কার্বন ডাই অক্সাইড।

59. একটি তাপগ্রাহী পদার্থের নাম লেখ।

উঃ কার্বন মনোঅক্সাইড।

60. ইলেকট্রিক বাল্বের ভেতরে কি কি গ্যাস থাকে?

উঃ আর্গন নিয়ন ও নাইট্রোজেন।

61. ডায়োড ভাঙ কোথায় ব্যবহার করা হয়?

উঃ রেকটিফায়ারে

62. ক্যামেরার ফিল্মে কি থাকে? 

উঃ সিলভার ব্রোমাইড।

63. হাইড্রোজেন পারঅক্সাইড কি? 

উঃ জারক, বিজারক, বিরঞ্জক।

64. তরল সিলিকন ব্যবহার করা হয় কিসের জন্য?

উঃ লুব্রিকেন্ট হিসাবে।

65. সবথেকে ভারী কণা কি?

উঃ নিউট্রন।

66. একটি দ্বি-ধাতব লবণের নাম কি?

উঃ অ্যালাম।

67. লুইস অ্যাসিড কাকে বলে?

উঃ অ্যালুমিনিয়াম ক্লোরাইড।

68. একটি জটিল লবণের নাম লেখ।

উঃ পটাসিয়াম ফেরো সায়ানাইট।

69. বরার শিল্পে ব্যবহৃত হয় কোন জৈব যৌগ?

উঃ ভিনিগার।

70. বনস্পতি ঘি তৈরিতে কোন গ্যাস ব্যবহৃত হয়?

উঃ হাইড্রোজেন।

71. সবচেয়ে বেশিতড়িৎ ধনাত্মক মৌলের নাম কি? 

উঃ সিজিয়াম।

72. পান্না (কৃত্রিম পাথর) কি দিয়ে তৈরি?

উঃ অ্যালুমিনিয়াম।

73. দইয়ের স্বাদ টক হয় কেন? 

উঃ ল্যাকটিক অ্যাসিডের উপস্থিতির জন্য।

74. গোবর গ্যাসে কোন ধরণের গ্যাস উপস্থিত থাকে? 

উঃ মিথেন।

75. বিশুদ্ধ নাইট্রিক অ্যাসিড কি ধরণের হয়।

উঃ বর্ণহীন।

76. রোধ থার্মোমিটারে কি ব্যবহার করা হয়?

উঃ প্ল্যাটিনাম।

77. একটি স্বচ্ছ কাচের বলকে গ্লিসারিনে রাখলে দেখা যায় না কেন?

উঃ দুটি তরলেরই প্রতিসরাঙ্ক সমান।

78. মানুষের হৃৎপিন্ডের স্পন্দনের হার মিনিটে কত? 

উঃ ৭২ বার।

79. হিমোগ্লোবিনে কোন যৌগ পাওয়া যায়?

উঃ আয়রন যৌগ।

80. ক্লোরোফিলে কোন যৌগ পাওয়া যায়?

উঃ ম্যাগনেসিয়াম।

81. কিলো-ওয়াট- আওয়ার কিসের একক?

উঃ এনার্জি।

82. কোন রশ্মির ভেদন ক্ষমতা সর্বাধিক?

উঃ গামা রশ্মি।

83. কোনটি ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের আকরিক?

উঃ ডলোমাইট।

84. আলোক তরঙ্গ হল?

উঃ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ।

85. ক্লোরিন গ্যাস বাতাসের চেয়ে কত গুন্‌ ভারী?

উঃ ১.২৭

86. আনোফেলিস মশা কোন রোগের জীবাণু বাহক?

উঃ ম্যালেরিয়া।

87. ইন্সুলিন নিঃসৃত হয়?

উঃ প্যানক্রিয়াস থেকে।

88. কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? 

উঃ ভিটামিন A

89. ভিটামিন B1 এর রাসায়নিক নাম কি?

উঃ থিয়ামিন।

90. স্তনগ্রন্থি কোন গ্রন্থির পরিবর্তিত রূপ?

উঃ সিবেসিয়াস গ্রন্থি।

91. চাপের SI একক কি?

উঃ পাস্কাল।

92. একটি বস্তুর পৃথিবী পৃষ্ঠে ওজন ৯.৮ %, তার ভর হবে?

উঃ ১kg

93. সিঙ্কোনায় যে উপক্ষারটি পাওয়া যায় তা হল?

উঃ কুইনাইন।

94. বায়ুমণ্ডলে কোন গ্যাস অতিবেগুনি রশ্মিকে শুষে নেয়?

উঃ ওজোন।

95. চক্ষু দানের দাতার চোখের কোন অংশ প্রতিস্থাপন হয়?

উঃ কর্নিয়া।

96. প্রকৃতিজাত রবার কোন যৌগের পলিমার?

উঃ আইসোপ্রিন।

97. "আথিলিটস ফুট" এই রোগ হবার কারণ হলো?

উঃ ফাঙ্গাস।

98. N-TYPE অর্ধপরিবাহীতে প্রধান তড়িৎ বহন করে?

উঃ ইলেকট্রন।

99. MRI এর পুরো কথা কি?

উঃ ম্যাগনেটিক রেজনেন্স ইমেজিং।

100. Ribosome- কে প্রোটিন কারখানা বলা হয়।

101. লমফ্যাটিক সিস্টেমে সবচেয়ে বড় উপাদান হল?

উঃ SPLEEN.

102. ডপলার এফেক্ট –সম্পর্কিত শব্দের ফ্রিকোয়েন্সি পরিবর্তন এর সাথে।

103. RBC এর সংখ্যা– হেমোসাইটোমিটার নামক যন্ত্র দ্বারা পরিমাপ করা হয়।

104. সাবান বুদবুদদের পাতলা ছবিগুলো দেখা যায় কারণ?

উঃ interference of light

105. স্থায়ী চুম্বক তৈরীর জন্য- ইস্পাত ব্যবহার করা হয়।

উঃ লেঞ্জের law টি রিলেটেড- energy conservation.

106. কোবাল্ট 60 - সাধারণত রেডিয়েশন থেরাপিতে ব্যবহৃত হয় কারণ এটি গামা রশ্মি বের করে।

107. শব্দ এর পিচ তার- ফ্রিকোয়েন্সি দ্বারা নির্ধারিত হয়।

108. শরীরের অভ্যন্তরীণ অংশ পরীক্ষা করার জন্য ব্যবহৃত যন্ত্র?

উঃ এন্ডোস্কোপ

109. প্রোটিন অনুর গঠনগত একক হলো?

উঃ এমাইনো অ্যাসিড। 

110. আমাদের শরীর এ শক্তির উৎস হিসাবে কাজ করে?

উঃ কার্বোহাইড্রেট।

111. সার্বজনীন রক্তদাতা বলা হয়?

উঃ "O" group এর রক্ত কে

112. মানুষের করোটি স্নায়ু সংখ্যা?

উঃ ১২ জোড়া।

113. প্রাণীদেহে আয়োডিন এর অভাব এ যে রোগ টি হয়?

উঃ গলগন্ড।

114. প্রভু গ্রন্থি বলা হয়?

উঃ পিটুইটারি গ্রন্থি কে

115. মধুমেয় বা ডায়াবেটিস রোগটি হয়?

উঃ ইনসুলিন এর অভাবে।

116. মানুষের দেহে ক্রোমোজোম সংখ্যা?

উঃ ২৩ জোড়া (২২ জোড়া অটোজোম ১ জোড়া সেক্স ক্রোমোজোমে)

117. পেলেগ্রা রোগ টি দেখা যাই?

উঃ নিয়াসিন এর অভাবে।

118. ম্যালেরিয়া পরজীবী বাহক হলো এক প্রকারের?

উঃ প্রোটোজোয়া।

119. ম্যালেরিয়া পরজীবী বাহক পতঙ্গের নাম?

উঃ স্ত্রী এনিফিলিশ মশা।

120. রান্না করলে যে ভিটামিন নষ্ট হয়ে যায়?

উঃ ভিটামিন সি (অ্যাসকরবিক অ্যাসিড)

121. হিমোগ্লোবিন এর খনিজ উপাদান হলো?

উঃ লোহা।

122. R.B.C এর পুরো নাম কি?

উঃ রেড ব্লাড কার্পাসল।

123. রক্তের রং লাল হয়?

উঃ রক্তে হিমোগ্লোবিন থাকার জন্য।

124 মায়োপিয়া রোগে যে লেন্স টি ব্যবহৃত হয়?

উঃ অবতল লেন্স (CONCAVE)

125. পরিণত মানবদেহে অস্থি সংখ্যা?

উঃ ২০৬ টি,

126. রক্তের শ্রেণী বিভাগ করেন?

উঃ বিজ্ঞানী কার্ল ল্যানস্টেইনের।

127. মানবদেহে রক্তচলাচল পদ্ধতি পর্যবেক্ষণ করেছেন?

উঃ বিজ্ঞানী উইলিউম হার্ভে।

128. হিমোফিলিয়া একটি?

উঃ জীন ঘটিত রোগ

129. সালোকসংশ্লেষ এর ফলে সৃষ্ট অক্সিজেন এর উৎস হলো?

উঃ জল।

130. সালোকসংশ্লেষ এর ফলে সৃষ্ট GLUCOSE এর অক্সিজেন এর উৎস হলো?

উঃ CO2

131. ফ্যাট এ দ্রব্য ভিটামিন গুলি হলো?

উঃ A, D, E, K

132. জলে দ্রাব ভিটামিন গুলি হলো

উঃ B, C, P

133. গ্লাইকোজেনেসিস সংগঠিত হয়?

উঃ যকৃতে।

134. পিনিয়াল গ্রন্থি পাওয়া যায়?

উঃ মস্তিষ্কে।

135. যে ভিটামিন এ কোবল্ট পাওয়া যায়?

উঃ ভিটামিন B12

136. মিনামাটা রোগের কারণ?

উঃ পারদ দূষণ।

137. স্থানীয় হরমোন বলা হয়?

উঃ  টেস্টোস্টেরোন হরমোন কে

138. সালোকসংশ্লেষ ঘটে?

উঃ পাতার মেসোফিল কলায়।

139. কোষের শক্তিঘর বলা হয়?

উঃ মাইটোকন্ড্রিয়া কে

140. কোন ভিটামিন এর অভাবে স্কার্ভি রোগ দেখা যায়?

উঃ ভিটামিন C

141. ভিটামিন A অভাবে দেখা যায়

উঃ রাতকানা রোগ

142. রক্তবাহের ভিতরে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে?

উঃ থ্রম্বোসিস।

143. যে মাধ্যমে উদ্ভিদ জল সংবাহিত করে?

উঃ জাইলেম কলার মাধ্যমে। 

144. মানবদেহের ক্ষুদ্র তম পেশী হলো?

উঃ stapedius

145. মানুষের সুষুম্মাস্নায়ূ হলো?

উঃ ৩১ জোড়া।

146. দেহের ভারসাম্য নিয়ন্ত্রিত করে?

উঃ লঘু মস্তিস্ক।

147. মস্তিষ্কের সর্ব বৃহৎ অংশটি হলো?

উঃ গুরুমস্তিস্ক বা সেরিব্রাম।

148. আমাদের চোখে বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয়?

উঃ রেটিনায়।

149. মানবদেহে মোট পেশী সংখ্যা ?

উঃ ৬৩৯ টি।

150. মানবদেহের বৃহত্তম পেশী?

উঃ গ্লটিয়াস ম্যাক্সিমাস।

151. মানবদেহের সর্ববৃহৎ অন্তঃক্ষরা গ্রন্থি?

উঃ থাইরয়েড।

152. তিমির স্বাস অঙ্গের নাম?

উঃ ফুসফুস।

153. ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া রোগের কারণ?

উঃ প্লাসমোডিয়াম ফলসিপেরাম।

154. মানুষের রক্তের PH এর মান?

উঃ ৭.৪

155. ডাটুরিন পাওয়া যায়?

উঃ ধুতরা গাছের পাতা থেকে।

156. আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে অক্সিজেন ও গ্লুকোজ।

157. উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র?

উঃ ট্যাকোমিটার।

158. এনজিও প্লাষ্টি?

উঃ হচ্ছে হ্রৎপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো।

159. কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য?

উঃ লৌহ

160. কম্পিউটার আবিষ্কার করেন?

উঃ হাওয়ার্ড এইকিন।

161. কার্বুরেটর থাকে যে ইঞ্জিনে

উঃ পেট্রোল ইঞ্জিনে।

162. ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে?

উঃ চুম্বক ক্ষেত্র হিসাবে।

163. গ্যালিলিও -হলো পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ।

164. জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে কারণ?

উঃ এদের কাণ্ডে অনেক বায়ু কুঠুরী থাকে

165. জোয়ার ভাটার তেজকটাল হয় অমাবস্যায়।

166. টুথপেষ্টের প্রধান উপাদান?

উঃ সাবান ও পাউডার।

167. ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটারে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে উঠে সেটি সিলিকন চিপ।

168. দিনরাত্রি সর্বত্র সমান?

উঃ নিরক্ষরেখায়।

169. জলে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ?

উঃ আলোর প্রতিসরণ।

170. পিসি কালচার বলতে বুঝায় মৎস্য চাষ।

171. বাদুড় চলাফেরা করে সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে।

172. বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় প্রতিবছর ৫ জুন

173. বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট যে ধাতু দিয়ে তৈরি?

উঃ টাংষ্টেন।

174. ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র?

উঃ সিসমোগ্রাফ।

175. মঙ্গলগ্রহে প্রেরিত নভোযান?

উঃ ভাইকিং।

176. মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য?

উঃ ১৮ ইঞ্চি (প্রায়)

177. যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয়?

উঃ সূর্য গ্রহণ

178. যে ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে?

উঃ ভিটামিন K

179. যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে?

উঃ দর্পণ।

180. যে হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়?

উঃ ইনসুলিন।

181. রঙ্গীন টেলিভিশন হতে ক্ষতিকর যে রশ্মি বের হয়?

উঃ গামা রশ্মি।

182. রেফ্রিজারেটরে কমপ্রেসরের কাজ?

উঃ ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা

183. শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র?

উঃ অডিও মিটার।

184. সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ?

উঃ প্রতি বর্গ সেন্টিমিটারে ১০ নিউটন।

185. সমুদ্রের গভীরতা মাপা হয় যে যন্ত্র দ্বারা?

উঃ ফ্যাদোমিটার।

186. সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয়?

উঃ সবুজ আলোতে।

187. সিনেমাস্কোপ প্রজেক্টরে যে ধরনের লেন্স ব্যবহৃত হয়?

উঃ অবতল। 

188. CNG- এর অর্থ কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস।

189. অ্যাসিড আবিস্কার হয় কবে?

উঃ ১৯৮১ সালে

190. আকাশ নীল দেখায় কেন?

উঃ নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি

191. আকাশে মেঘ থাকলে গরম বেশি লাগে কেন? 

উঃ মেঘ ভূ-পৃষ্ঠের তাপ বিকিরণে বাধা দেয় বলে

192. আঙ্গুরে কোন অ্যাসিড থাকে?

উঃ টারটারিক অ্যাসিড

193. আধুনিক কম্পিউটার কে আবিস্কার করেন?

উঃ চার্লস ব্যাবেজ

194. আমিষ জাতীয় খাদ্য কোন জারক রস পরিপাক করে?

উঃ পেপসিন

195. আয়োডিন প্রকৃতিতে কিভাবে থাকে?

উঃ কঠিন অবস্থায়

196. আলকাতরা কী থেকে তৈরী হয়?

উঃ কয়লা

197. আলোর গতির আবিস্কারক কে?

উঃ এ মাইকেলসন

198. ইনসুলিন কোথায় উত্পন্ন হয়? 

উঃ অগ্নাশয়ে

199. ইন্টারফেরন কি?

উঃ ক্ষুদ্র ক্ষুদ্র অনেক গুলো প্রোটিনের সমষ্টি যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

200. ইলেকট্রন কে আবিস্কার করেন?

উঃ জন থম্পসন

201. ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ কত?

উঃ ১৫-১.৫ %

202. উদ্ভিদ বিজ্ঞানের জনক কে?

উঃ থিও ফ্রাসটাস

203. উদ্ভিদের জীবন্ত জীবাশ্ম কোনটি? 

উঃ Cycas

204. উদ্ভিদের প্রজনন অঙ্গ কোনটি?

উঃ ফুল

205. একোয়া রেজিয়া বা রাজ অম্ল কাকে বলে?

উঃ ৩:১ অনুপাতের নাইট্রিক ও হাইড্রক্লোরিক অ্যাসিড

206. এটম বোমা কে আবিস্কার করেন?

উঃ অটোহ্যান

207. কম্পাঙ্ক বাড়লে শব্দের তীকণ্নতা?

উঃ বাড়ে

208. কান্সারকে নিয়ন্ত্রণ করার প্রাথমিক পদক্ষেপ কোনটি?

উঃ ইন্টারফেরণ প্রয়োগ

209. কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে?

উঃ সিনকোনা

210. কে মেন্ডেলের ফ্যাক্টরের নাম দিয়েছিলেন জিন?

উঃ বেটসন ১৯০৮ সালে।

211. কেচো কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়?

উঃ ত্বক

212. কোন অধাতু বিতদুত অপরিবাহী?

উঃ গ্রাফাইট

213. কোন উদ্ভিদ আমিষ?

উঃ ডাল

214. কোন জন্তুর চারটি পাকস্থলী আছে?

উঃ গরুর

215. হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ?

উঃ আমিষ (হিম হলো লৌহ আর গ্লোবিন হলো প্রোটিন)

216. কোন প্রানীকে মরুভূমির জাহাজ বলা হয়?

উঃ উট

217. আকৃতি অবস্থান ও কাজের প্রকৃতিভেদে আবরণী টিস্যু কত ধরনের?

উঃ ৩

218. হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত?

উঃ বিশেষ ধরনের অনৈচ্ছিক

219. রক্তে হিমোগ্লোবিনের কাজ কি?

উঃ অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইড পরিবহন করা

220. মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস শ্বসন

221. ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান গ্রহণ করে?

উঃ নাইট্রোজেন

222. ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হল?

উঃ চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়

223. সুষম খাদ্যের উপাদান কয়টি?

উঃ ৬ টি

224. হাড় ও দাঁতকে মজবুত করে?

উঃ ক্যালসিয়াম ও ফসফরাস

225. অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হল?

উঃ গ্লাইকোজেন

226. প্রানী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে?

উঃ বিবর্তন বিদ্যা। (জেনেটিক্স হলো বংশগতি বিদ্যা)

227. কোন ডালের সঙ্গে ল্যাথারাইজম রোগের সম্পর্ক আছে?

উঃ খেসারী

228. জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি?

উঃ জল সেচ

229. যে সব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয়?

উঃ প্যাথজেনিক

230. মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?

উঃ স্নায়ুতন্ত্রের

231. ভাইরাস জনিত রোগ নয় কোনটি?

উঃ নিওমোনিয়া

232. কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে? 

উঃ ট্রিপসিন

233. মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে?

উঃ প্লিহাতে

234. কোনটি এ্যান্টিবায়োটিক?

উঃ পেনিসিলিন

235. জন্ডিসে আক্রান্ত হয়?

উঃ যকৃত

236. সবচেয়ে বড় ভাইরাস হল?

উঃ গো-বসন্তের ভাইরাস

237. কোনো পরিবহন তন্ত্র নেই?

উঃ ছত্রাকের

238. ঝিনুকের রক্তে কি নেই?

উঃ হিমোগ্লোবিন

239. গলদা চিংড়ি কোন পর্বের প্রানী?

উঃ আর্থ্রোপোডা

240. মুক্তায় কত ভাগ ক্যালসিয়াম কার্বনেট (caco3) থাকে?

উঃ ৮৮-৯০ ভাগ

241. চিংড়ির চাষকে কি বলে?

উঃ Prawn culture

242. ঝিনুক সংগ্রহের আদর্শ সময় কোনটি?

উঃ গ্রীষ্মকাল

243. আমা শব্দের অর্থ কি?

উঃ সাগর কন্যা

244. কত সালে মৎস্য সংরক্ষন আইন প্রনয়ন করা হয়?

উঃ ১৯৫০

245. মাছ চাষের জন্য উপকারী জল হল?

উঃ ক্ষার ধর্মী জল

246. মাছের প্রাকৃতিক খাবার হল?

উঃ প্লাংকটন

247. ক্ষুদ্র ক্ষুদ্র প্রানীকে কি বলে?

উঃ জুয়োপ্ল্যাংকটন

248. ব্ল্যাক টাইগার বলা হয়?

উঃ বাগদা চিংড়ি

249. প্রতিদিন আমরা গড়ে আমিষ খাই কত গ্রাম?

উঃ ২১

250. জীবদেহের কাজের একক কি?

উঃ কোষ

251. সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন কে? 

উঃ রবার্ট হুক

252. টিস্যুর গঠনগত একক কি?

উঃ কোষ

253. কত সালে রিকম্বিনেট DNA তৈরি করা হয়? 

উঃ ১৯৭২

254. প্রানিজগতের জীববৈচিত্র্যকে কি বলে?

উঃ প্রানীবৈচিত্র্য

255. Fauna বলতে কি বুঝায়?

উঃ প্রানিকূল

256. ছত্রাকের কোষ কি দিয়ে তৈরি?

উঃ কাইটিন

257. DNA কোথায় থাকে?

উঃ নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমে ভাসমান অবস্থায় নিউক্লিয়ার রেটিকুলামে

258. একবীজপত্রী উদ্ভিদ?

উঃ নারিকেল, সুপারি, তাল ইত্যাদি

259. সবচাইতে দ্রুতগামী পাখি কোনটি?

উঃ সুইফট বার্ড 

260. বানরের হাত আছে কয়টি?

উঃ হাত নেই

261. কলকাসুন্দা কি?

উঃ উপগুল্ম

262. হংকং ভাইরাস নামে পরিচিত কোন ভাইরাস?

উঃ SARS

263. বিলিরুবিন কোথায় থাকে?

উঃ প্লীহায়

264. মানব দেহের মোট কশেরুকার সংখ্যা কতটি?

উঃ ৩৩ টি

265. সুষমখাদ্যে শর্করা, আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাত কত? 

উঃ ৪ : ১ : ১

266. রক্তশূন্যতা দেখা দেয় কিসের অভাবে?

উঃ আয়রনের অভাবে।

267. মানবদেহে সবথেকে বড়ো অন্তঃক্ষরা গ্রন্থি হল?

উঃ থাইরয়েড গ্রন্থি।

268. তরুণাস্থির পর্দার নাম কি?

উঃ পেরিকন্ড্রিয়াম

269. রেচনতন্ত্রের গাঠনিক একক কি?

উঃ নেফ্রন

270. কংকালতন্ত্রের গাঠনিক একক কি? 

উঃ অস্থি

271. যকৃতের গাঠনিক একক কি?

উঃ হেপাটোসাইট

272. মাংসপেশীর গাঠনিক একক কি?

উঃ মায়োসাইট

273. ফুসফুসের গাঠনিক একক কি?

উঃ এলভিওলাই

274. মানবদেহে জলের পরিমাণ কত শতাংশ?

উঃ ৬০ % থেকে ৭০ %

275. মানবদেহে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোনটি?

উঃ হাইপোথ্যালামাস

276. কোন রস যা শর্করা ও আমিষ উভয়কে পরিপাক করে?

উঃ অগ্ন্যাশয় রস

278. ক্ষুদ্রান্ত্রের দৈর্ঘ্য কত?

উঃ ৬ মিটার

279. পিত্তের বর্ণের জন্য দায়ী কি?

উঃ বিলিরুবিন

280. স্ট্রিকনিন কোথায় থাকে?

উঃ কুচেলা গাছের বীজে

281. ক্যান্সারের কারন কোন জীনের সক্রিয়তা?

উঃ অঙ্কোজিন

(যদি কোন প্রশ্নের উত্তর অথবা কোনাে বানান ভুল থাকে, সেটা আমাদের অনিচ্ছাকৃত, আর তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী)

সমস্ত রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার স্টাডি মেটিরিয়ালস সম্পূর্ণ বিনামূল্যে পেতে আমাদের সাইটে প্রতিদিন ভিজিট করুন এবং পিডিএফ টি পেতে টেলিগ্রাম গ্রুপ এ জয়েন করুন।

আরও পড়ুন-

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area