Ads Area


জীবন বিজ্ঞান ও রসায়ন বিজ্ঞান প্রশ্ন উত্তর চাকরির পরীক্ষার | Life Science and Chemistry Question Answers Job Exam PDF

জীবন বিজ্ঞান ও রসায়ন বিজ্ঞান প্রশ্ন উত্তর চাকরির পরীক্ষার | Life Science and Chemistry Question Answers Job Exam PDF

জীবন বিজ্ঞান ও রসায়ন বিজ্ঞান প্রশ্ন উত্তর চাকরির পরীক্ষার | Life Science and Chemistry Question Answers Job Exam PDF

জীবন বিজ্ঞান ও রসায়ন বিজ্ঞান প্রশ্ন উত্তর চাকরির পরীক্ষার | Life Science and Chemistry Question Answers Job Exam PDF- jibikadisari.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জীবন বিজ্ঞান ও রসায়ন বিজ্ঞান প্রশ্ন উত্তর চাকরির পরীক্ষার | Life Science and Chemistry Question Answers Job Exam PDF Download প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জীবন বিজ্ঞান ও রসায়ন বিজ্ঞান প্রশ্ন উত্তর চাকরির পরীক্ষার | Life Science and Chemistry Question Answers Job Exam PDF নিচে জীবন বিজ্ঞান ও রসায়ন বিজ্ঞান প্রশ্ন উত্তর চাকরির পরীক্ষার | Life Science and Chemistry Question Answers Job Exam PDF গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর গুলি যত্নসহকারে পড়ুন বা মুখস্ত করুন ও চাকুরী পরীক্ষায় এক ধাপ এগিয়ে থাকুন।

জীবন বিজ্ঞান ও রসায়ন বিজ্ঞান প্রশ্ন উত্তর


1. পৃথিবী পৃষ্ঠের কোন স্থানে বস্তুর ওজন সর্বাধিক হয়?

উঃ মেরু অঞ্চলে।

2. কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক? 

উঃ 4 ডিগ্রী সেলসিয়াস উষ্ণতায়।

3. × -রশ্মি কে আবিষ্কার করেন?

উঃ বিজ্ঞানী রন্টজেন।

4. সব ধরণের শক্তি শেষ পর্যন্ত কোন শক্তিতে রুপান্তরিত হয়?

উঃ তাপশক্তিতে।

5. B.O.T কীসের একক?

উঃ তড়িৎ শক্তি খরচের একক।

6. মানুষের গায়ের রঙ নিওর্ভর করে কোন উপাদানের উপর?

উঃ মেলানিন।

7. চাঁদে শব্দ করলে শোনা যায় না কেন?

উঃ চাঁদে বায়ুমণ্ডল নেই বলে।

8. উড স্পিরিট কী?

উঃ মিথাইল অ্যালকোহল।

9. বায়োলজি শব্দের প্রবর্তক কে?

উঃ ল্যামার্ক

10. আমের বিজ্ঞানসম্মত নাম কী?

উঃ ম্যাঙ্গিফেরা ইন্ডিকা।

11. প্রাণীর সবচেয়ে লসিকা গ্রন্থি কোনটি?

উঃ প্লীহা

12. মানবদেহের সর্ববৃহৎ পৌষ্টিক গ্রন্থিটির নাম কী?

উঃ যকৃৎ

13. আমাদের দেহকোষ রক্ত হতে কী কী গ্রহণ করে?

উঃ অক্সিজেন ও গ্লুকোজ।

14. অ্যাসিড আবিস্কার হয় কবে?

উঃ ১৯৮১ সালে

15. ইউরোসিল কোথায় থাকে?

উঃ RNA তে।

16. কঠিন পদার্থে তাপ কোন পদ্ধতিতে প্রবাহিত হয়?

উঃ পরিবহন পদ্ধতিতে

17. কে প্রথম রোবট আবিস্কার করেন?

উঃ উইলিয়াম গে ওয়ালটার। 

18. কোন এনজাইমের দ্বারা কাটা ডিএনএ জোড়া দেওয়া হয়?

উঃ লাইগেজ।

19. কোন জলজ জীবটি বাতাসে নিশ্বাস নেয়?

উঃ শুশুক

20. সবচেয়ে বড়ো কোশ কোনটি?

উঃ উট পাখির ডিম।

21. ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় কোন প্রাণী?

উঃ মাছ।

22. কেঁচোর শ্বাস অঙ্গের নাম কী?

উঃ দেহত্বক।

23. সাদা রক্ত বা বর্ণহীন রক্তের প্রাণীটির নাম লেখো।

উঃ তেলাপোকা।

24. কোন প্রাণীকে কৃষকের বন্ধু বলা হয়?

উঃ কেঁচোকে।

25. কোন কোশ অঙ্গাণুকে কোশের শক্তিঘর বলা হয়?

উঃ মাইটোকন্ড্রিয়াকে।

26. জীবাণুবিদ্যার জনক কে? 

উঃ লুইপাস্তুর।

27. সবচেয়ে ক্ষুদ্র জীব কোনটি?

উঃ মানব ডিম্বাণু।

28. কোন প্রাণীর বহি: ফুলকা দেখা যায়?

উঃ রাজ কাঁকড়া।

29. কোন প্রাণীর গমন অঙ্গের নাম ক্ষণপদ?

উঃ অ্যামিবা।

30. সবচেয়ে ভারী গ্যাস কোনটি?

উঃ রেডন

31. হিমোগ্লোবিনের কাজ কী?

উঃ অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বহন করা

32. কঠিনতম মৌলিক পদার্থ কোনটি?

উঃ হীরক

33. অক্সিজেন সিলিন্ডার কি মেশানো হয়?

উঃ হিলিয়াম

34. সর্বাপেক্ষা হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি?

উঃ হিলিয়াম

35. জলের চেয়ে হালকা ধাতু কি?

উঃ সোডিয়াম

36. মানবদেহে মোট কয়টি হাড় রয়েছে?

উঃ ২০৬ টি

37. সবচেয়ে ভারী অধাতু কোনটি?

উঃ অ্যাস্টে টাইন।

38. বিরল মৃত্তিকা মৌল কোনগুলো?

উঃ সিরিয়াম, লুটেশিয়াম,

39. মূত্রে জলের পরিমান কোন হরমোন নিয়ন্ত্রণ করে?

উঃ এডিএইচ

40. কোন গ্যাস ক্ষারধর্মী?

উঃ এমোনিয়া গ্যাস ক্ষারধর্মী

41. ভিটামিন সি এর অপর নাম কি?

উঃ এসকরবিক এসিড

42. মানব দেহের বৃহত্তম গ্রন্থির নাম কি?

উঃ লিভার

43. প্রাকৃতিক নির্বাচন তথ্যটির প্রবক্তা কে?

উঃ সি আর ডারউইন

45. লেবুতে এমন কোন ভিটামিন থাকে যে স্কার্ভি রোগ প্রতিরোধ করে?

উঃ ভিটামিন সি

46. নিউটন কিসের একক?

উঃ বলের একক 

47. মানুষের চোখে কি রকম লেন্স থাকে?

উঃ উত্তল লেন্স

48. স্যাকারিনের উৎস কি?

উঃ আলকাতরা থেকে পাওয়া জৈব যৌগ টলুইন।

49. মাইক্রো কথাটির অর্থ কি?

উঃ অতি ক্ষুদ্র

50. সবচেয়ে হালকা গ্যাস কোনটি? 

উঃ হাইড্রোজেন

51. হিমোগ্লোবিনের কাজ কী?

উঃ অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বহন করা

52. পালমোনারী (ফুসফুসীয়) শিরা কী বহন করে? 

উঃ অক্সিজেন বাহী রক্ত

53. মানব দেহের হৃতিপণ্ড কতো প্রকোষ্ট বিশিষ্ট?

উঃ চার প্রকোষ্ট বিশিষ্ট

54. লোহিত রক্ত কণিকার আয়ুষ্কাল কতো দিন?

উঃ ৫-৬ দিন

55. রক্তে কোন ধাতু থাকে?

উঃ আয়রন থাকে

56. তেজস্ক্রিয় তার এককের নাম কি?

উঃ কিউরি?

57. কোন গ্যাস বর্ণহীন অথচ বিষাক্ত?

উঃ সায়ানোজেন

58. অনুচক্রিকার গড় আয়ু কতো দিন?

উঃ ১০ দিন

59. রক্ত শুন্যতা বলতে বুঝায়?

উঃ রক্তে হিমোগ্লোবিনের পরিমান কমে যাওয়া

60. কোন ধাতুর উপর আলো পড়লে ওই ধাতুর রোধ কমে?

উঃ সেলেনিয়াম

61. মানব দেহে রক্ত সঞ্চালন তন্ত্র আবিষ্কার করেন কে?

উঃ উইলিয়াম হার্ভে।

62. সমুদ্র পথে দূরত্ব মাপা হয় কোন এককে?

উঃ নট

63. কোন বিজ্ঞানী সর্বপ্রথম হীরক প্রস্তুত করেন?

উঃ ময়সা

64. মানুষের দীর্ঘতম হাড় কোনটি?

উঃ উরুর হাড় নাম femur

65. হাইড্রোমিটার যন্ত্র কি কাজে ব্যবহৃত হয়?

উঃ তরল পদার্থের আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করতে হাইড্রোমিটার ব্যবহার করা হয়।

66. ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম কি?

উঃ অপ্সরা।

67. শব্দের গতি সবচেয়ে বেশি কোথায়?

উঃ কঠিন মাধ্যমে।

68. শব্দের গতি সবচেয়ে কম কোথায়?

উঃ বায়বীয় মাধ্যমে।

69. আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে কোন জায়গায়?

উঃ মরিচিকায়

70. অক্সিজেনের কটি আইসোটোপ পাওয়া যায়?

উঃ ৩ টি

71. কোথা থেকে রক্ত উৎপন্ন হয়?

উঃ ভ্রুণজ মেসোফার্ম থেকে।

72. সবচেয়ে হালকা ধাতু কোনটি?

উঃ লিথিয়াম

73. মানুষের করোটির অস্থি সংখ্যা কত?

উঃ ২২ টি

74. উদ্ভিদের জল সংবহন কার্য সাধিত হয় কিসের মাধ্যমে?

উঃ জাইলেম কলার মাধ্যমে।

75. আত্মঘাতীস্থলী- কাকে বলে?

উঃ লাইসোজোম

76. কেঁচো কিসের সাহায্যে শ্বাস কার্য চালায়?

উঃ ত্বক

77. সবচেয়ে নমনীয় ধাতু কোনটি?

উঃ সোনা

78. আপতকালীন হরমোন কোনটি?

উঃ অ্যাড্রিনালিন

79. বৃহত্তম মাছের নাম কি?

উঃ Rhinodon

80. si পদ্ধতিতে বলের পরম একক কি?

উঃ নিউটন

81. দার্শনিকের উল এর অপর নাম কি?

উঃ জিংক অক্সাইড (zno)

82. কোন অমেরুদন্ডী প্রাণীর রক্তে কোন শ্বাস রঞ্জক থাকে না?

উঃ আরশোলা।

83. সিঙ্কোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন প্রস্তুত করা হয়?

উঃ ছাল

84. মানবদেহে সর্বাধিক পরিমাণ যে মৌলটি থাকে তার নাম কি?

উঃ অক্সিজেন

85. মাছ কোথা থেকে নিঃশ্বাস প্রশ্বাস নেয়?

উঃ ফুলকা

86. Electromagnet হিসেবে সাধারণত কোন ধাতু ব্যবহার করা হয়?

উঃ লোহা

87. কে প্রথম গবেষণা করে এইডস রোগের কথা জানান?

উঃ এম এস গাটালিয়ের।

88. লেবু বা বেল গাছের কাঁটা আসলে কি?

উঃ পাতা

89. একজন পূর্ণবয়স্ক ব্যক্তির মস্তিষ্কের গড় ওজন কত?

উঃ 1. 36 কেজি

90. চুন জলে কি থাকে?

উঃ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড

91. পৃথিবীর গঠনে কোন উপাদান সর্বাধিক পরিমাণে থাকে?

উঃ অক্সিজেন

92. মটর গাছের মূলে আসলে বসবাসকারী জীবাণুর নাম কি?

উঃ রাইজবিয়াম

93. সালোকসংশ্লেষের কোন দশায় কার্বন-ডাই-অক্সাইড বিজারিত হয়?

উঃ অন্ধকার দশা

94. কাঁচের টুকরো গ্লিসারিনে ডোবালে অদৃশ্য হয় কেন?

উঃ কারণ কাজ ও গ্লিসারিন এর প্রতিসরাঙ্ক সমান

95. দেহ প্রহরী কোষ কাকে বলে? 

উঃ শ্বেত রক্ত কণিকা

96. Sodium silicate সাবান ব্যবহার করা হয় কেন?

উঃ সাবান শক্ত ও কম ক্ষয় হওয়ার জন্য

97. বিশ্বের কঠিনতম ধাতু কোনটি?

উঃ হীরক

98. এককোষী প্রাণী আমিবার গমন অঙ্গ কি?

উঃ ক্ষণপদ

99. জলের সঙ্গে লবন মেশালে জলের কী পরিবর্তন হয়?

উঃ হিমাঙ্ক কমে

100. আলোর রং কিসের মাধ্যমে নির্ধারিত হয়?

উঃ আলোর তরঙ্গদৈর্ঘ্য

101. কয়লা র অসম্পূর্ণ দহনে কি সৃষ্টি হয়?

উঃ CO2

102. ধাতুর ওপর দস্তার প্রলেপ দেওয়া কে কি বলে?

উঃ গ্যালভানাইজেশন

103. ভরবেগের নিত্যতা সূত্র প্রতিষ্ঠিত হয় নিউটনের কোন গতি সূত্র থেকে?

উঃ তৃতীয় গতিসূত্র থেকে৷

104. উদ্ভিদ দেহের অতিরিক্ত জল বেরোয় কোন পদ্ধতিতে?

উঃ বাষ্পমোচন।

105. জিহবার অগ্রভাগ এ কোন স্বাদ কোরক থাকে?

উঃ মিষ্টি।

106. জলের বাষ্পীভবনের লীন তাপ কত?

উঃ 537cal/gm

107. মিশ্র গ্রন্থি কোনটি?

উঃ অগ্নাশয়, বৃক্ক, লালাগ্রন্থি,

108. মায়াটম পেশী কোন প্রাণীতে থাকে?

উঃ মাছ

109. তড়িৎ প্রবাহের একক কি?

উঃ অ্যাম্পিয়ার

110. ভিনিগার কার লঘু দ্রবণ?

উঃ অ্যাসিটিক অ্যাসিড

111. প্রথম আবিষ্কৃত জীবাণু কোনটি?

উঃ টোবাকো মোজাইক ভাইরাস

112. শিক্ষা স্মৃতি ইত্যাদি মানসিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে কোন মস্তিষ্ক?

উঃ গুরু মস্তিষ্ক

113. হাঙররা জল থেকে কিসের মাধ্যমে প্রয়োজনীয় অক্সিজেন নেয়?

উঃ গিলস্লিট

114. মস্তিষ্কের আবরণীর নাম কি?

উঃ মেনিনজেস

115. মানব দেহের সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ কোনটি?

উঃ পিটুইটারি গ্রন্থি

116. কোন ভিটামিনের অভাবে ওজন হ্রাস পায়?

উঃ B6

117. হলুদ বর্ণের পরিপূরক রং কি?

উঃ নীল

118. কিউসেক কি মাপার একক?

উঃ জল

119. ফল পাকাতে কোন হরমোন ব্যবহার করা হয়?

উঃ ইথিলিন

120. পেলেগ্রা কোন ভিটামিনের অভাবে হয়?

উঃ ৪১

121. পরিব্যক্তি বাদের প্রবক্তা কে?

উঃ দ্য ভ্রিজ

122. পৃথিবীর সর্ববৃহৎ অমেরুদন্ডী প্রাণী কি?

উঃ অক্টোপাস।

123. নির্জন কোষের তড়িচ্চালক বলের মান কত?

উঃ 1.5 ভোল্ট।

124. পারমাণবিক চুল্লিতে কোন জল ব্যবহার করা হয়?

উঃ ভারী জল।

125. ভিনিগার কিসের লঘু দ্রবন?

উঃ অ্যাসিটিক অ্যাসিড।

126. জলের অনুর আণবিক গঠন কেমন?

উঃ সরলরৈখিক।

127. সবচেয়ে হালকা ধাতুর নাম কি?

উঃ লিথিয়াম।

128. যৌগিক অণুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন? 

উঃ রবার্ট হুক।

129. সূর্যালোক পৃথিবীতে পৌঁছাতে কত সময় নেয়?

উঃ ৮ মিনিট।

130. মানব দেহের সবচেয়ে বড় অস্থির নাম কী?

উঃ ফিমার

131. মানব দেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কী?

উঃ ত্বক

132. লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত দিন?

উঃ ১২০

133. শ্বেত কণিকার আয়ুষ্কাল কত দিন?

উঃ ৫-৬ দিন

134. অনুচক্রিকার গড় আয়ু কত দিন?

উঃ ১০ দিন

135. রক্তের গ্রুপ আবিস্কার করেন কে?

উঃ ল্যান্ড স্টিনার

136. বিলিরুবিন কোথায় তৈরী হয়?

উঃ যকৃতে

137. মুত্র প্রস্তুত হয় কোথায়?

উঃ কিডনীতে

138. মহিলাদের পরিপূর্ণ জনন কোষকে কী বলে?

উঃ ডিম্বাণু

139. প্রতি মিনিটে হৃদপিন্ডের সাভাবিক স্পন্দন কত?

উঃ ৭২ বার

140. নাড়ির স্পন্দন প্রভাবিত হয় কিসের মাধ্যমে?

উঃ ধমনীর মাধ্যমে

141. মানব দেহের রক্ত সঞ্চালন চক্র কে আবিস্কার করেন?

উঃ ইউলিয়াম হার্ভে

142. ফারেনহাইট স্কেল এ মানব দেহের সাভাবিক উষ্ণতা কত?

উঃ ৯৮.৪ ডিগ্রী

143. নারী পুরুষের মধ্যে কার তথ্য ধারণ ক্ষমতা বেশি?

উঃ নারীর

144. নারী/পুরুষ এর মধ্যে কার মস্তিস্ক যে কোনো সিদ্ধান্ত দ্রুত দিতে পারে?

উঃ পুরুষ মস্তিস্ক

145. পূর্ণাঙ্গ স্নায়ু কোষকে কী বলে?

উঃ নিউরন

146. স্ত্রী জনন বৈশিস্টের জন্য দায়ী কোন ক্রোমাজোম?

উঃ x ক্রোেমাজোম

147. মানব দেহে ক্রোমাজোমের সংখ্যা কত?

উঃ ২৩ জোড়া

148. জীবের বংশগতির একক কোনটি?

উঃ জিন

149. এন্টামিবার সংখ্যাধিক্যে মানব দেহে কী সৃষ্টি হয়?

উঃ আমাশয়

150. AIDS অর্থ কী?

উঃ Acquired Immune Deficiency Syndrome.

151. কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলে?

উঃ O গ্রুপ

152. বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবী কে?

উঃ লুইস ব্রাউন (ইংল্যান্ড)

153. পেসমেকার কে আবিস্কার করেন?

উঃ জার্মানির সিমেন্স এলিয়া কোম্পানী, ১৯৫৮ সালে

154. মেডিসনের জনক কে?

উঃ হিপোক্রেটিস 

155. মানব দেহের রক্তের পরিমাণ কত?

উঃ ৫-৬ লিটার

156. পেনিসিলিন কে আবিস্কার করেন?

উঃ আলেকজান্ডার ফ্লেমিং

157. রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে?

উঃ ভিটামিন A

158. বেরিবেরি রোগ হয় কোন ভিটামিনের অভাবে?

উঃ ভিটামিন- বি- ১

159. ঠোটের কোনা মুখের ঘা কিসের অভাবে হয়?

উঃ ভিটামিন- বি-২

160. ক্ষতস্থান থেকে রক্ত পরা বন্ধ করে কোন ভিটামিন?

উঃ ভিটামিন- কে

161. প্রাণীর প্রজনন কাজে প্রয়োজন কোন ভিটামিন?

উঃ ভিটামিন- ই

162. সহজে সর্দি কাশি হয় কোন ভিটামিনের অভাবে?

উঃ ভিটামিন সি

163. স্ট্রোক হওয়ার কারণ কী?

উঃ মস্তিস্কে রক্ত ক্ষরণ বা রক্ত প্রবাহে বাধা

164. গলগন্ড রোগ হয় কিসের অভাবে?

উঃ আয়োডিনের অভাবে

165. নিউমোনিয়া রোগ হয় কোথায়?

উঃ ফুসফুসে

166. ভিটামিন সি সমৃদ্ধ ফল কি কি?

উঃ আমলকী, আমড়া, লেবু পেয়ারা ও কমলা

167. কচু শাকে কি বেশি থাকে?

উঃ লৌহ

168. উচ্চ শ্রেনীর প্রোটিন সমৃদ্ধ খাবার কোনটি?

উঃ মাংশ

169. নিম্ন শ্রেনীর প্রোটিন সমৃদ্ধ খাবার কোনটি?

উঃ ডাল

170. কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?

উঃ ব্রোমিন

171. কোন মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?

উঃ পারদ

172. পরমাণুর নিউক্লিয়াসে কি থাকে? 

উঃ প্রোটন ও নিউট্রন

173. ড্রাই আইস বা শুস্ক বরফ কাকে বলে? 

উঃ কঠিন কার্বন-ডাই-অক্সাইডকে

174. নিউট্রন আবিস্কার করেন কে?

উঃ স্যাডইউক

175. খাবার লবনের রাসায়নিক নাম কী?

উঃ সোডিয়াম ক্লোরাইড

176. কাঁচ তৈরির প্রধান কাঁচামাল কী? 

উঃ বালি

177. প্রাকৃতিক গ্যাস এর প্রধান উপাদান কী?

উঃ মিথেন

178. টুথপেস্টের প্রধান উপাদান কী?

উঃ সাবান ও পাউডার

179. আয়নার পিছনে কিসের প্রলেপ দেয়া হয়?

উঃ সিলভারের

180. রসায়নের রুকসল্ট কী?

উঃ সোডিয়াম অক্সাইড

181. সর্বাপেক্ষা হালকা গ্যাস কোনটি? 

উঃ হাইড্রজেন

182. সর্বাপেক্ষা ভারী ধাতু কোনটি?

উঃ লরেনসিয়াম 

183. সর্বাপেক্ষা হালকা ধাতু কোনটি?

উঃ লিথিয়াম

184. সর্বাপেক্ষা ভারী মৌলিক গ্যাস কোনটি? 

উঃ রেডন

185. পরমানুর সর্বাপেক্ষা হালকা কনা কোনটি? 

উঃ ইলেকট্রন

186. সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি?

উঃ প্ল্যাটিনাম

187. তামার সাথে দস্তা বা জিঙ্ক মেশালে কি উৎপন্ন হয়?

উঃ পিতল 

188. তামার সাথে টিন মিশালে কী উৎপন্ন হয়?

উঃ ব্রোঞ্জ 

189. ইস্পাত তৈরিতে লোহার সাথে কী মিশাতে হয়? 

উঃ কার্বন

190. ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ কত? 

উঃ ০.১৫ - ১.৫ %

191. রাজ অম্ল কী কাজে বেবহৃত হয়?

উঃ সোনা গলাতে 

192. ভিনেগার কাকে বলে? 

উঃ ৪ % -১০ % এসিটিক অ্যাসিডের জলীয় দ্রবনকে 

193. রেকটিফাইড স্পিরিট কী?

উঃ ৯৫ % ইথাইল আলকোহল + ৫ % জল

194. বাতাসে নাইট্রোজেন এর পরিমাণ কত?

উঃ ৭৮.০২ %

195. বাতাসে অক্সিজেন এর পরিমাণ কত? 

উঃ ২০.৭১ % 

196. হাইড্রজেন মৌলের অনুতে পরমাণুর সংখ্যা কত?

উঃ ২ টি

(যদি কোন প্রশ্নের উত্তর অথবা কোনাে বানান ভুল থাকে, সেটা আমাদের অনিচ্ছাকৃত, আর তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী)

সমস্ত রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার স্টাডি মেটিরিয়ালস সম্পূর্ণ বিনামূল্যে পেতে আমাদের সাইটে প্রতিদিন ভিজিট করুন এবং পিডিএফ টি পেতে টেলিগ্রাম গ্রুপ এ জয়েন করুন।

আরও পড়ুন-

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area