Ads Area


ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর | Physical Science Question Answers PDF

ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর | Physical Science Question Answers


ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর | Physical Science Question Answers PDF


ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর | Physical Science Question Answers PDF- এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই প্রশ্নোত্তর গুলি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।


ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর | Physical Science Question Answers PDF



১। স্নেহ বা লিপিডের পরিপাক কোথায় শুরু হয়?

উত্তর: পাকস্থলিতে 

২। Ca2+ কিসের ফ্যাক্টর?

উত্তর: রক্তের 

৩। রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে কি হয়?

উত্তর: জন্ডিস 

৪। অ্যাক্সন কোথায় থাকে?

উত্তর: গুরুমস্তিস্কে 

৫। রক্তে গ্লুকোজের পরিমাণ কমায় কোনটি?

উত্তর: ইনসুলিন 

৬। মধুর চিনি বা ফলের চিনিকে বলা হয়?

উত্তর: ফুক্টোজ 

৭। ডেঙ্গু জ্বর ছড়ায় কোন ভাইরাসের কারণে?

উত্তর: ফ্ল্যাভি ভাইরাস 

৮। আমিষে কত ভাগ নাইট্রোজেন থাকে?

উত্তর: ১৫ 

৯। সালােকসংশ্লেষণের স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রি?

উত্তর: ২২-৩৫ 

১০। আবিষ্কৃত অ্যামাইনাে এসিডের সংখ্যা কত?

উত্তর: ২৮ 

১১। জীব ও জড় উভয়ের বৈশিষ্ট্যে বিদ্যমান কোনটিতে?

উত্তর: ভাইরাস 

১২। প্রাণিজ আমিষের উৎস নয় কোনটি?

উত্তর: ডাল। 

১৩। হেপাটাইটিস B ছড়ায় কিসের মাধ্যমে?

উত্তর: রক্ত 

১৪। তেল খাদক হিসেবে কি ব্যবহার করা হয়?

উত্তর: ব্যাকটেরিয়া 

১৫। ভ্রূণ নষ্ট হয় কোন ভিটামিনের অভাবে?

উত্তর: A 

১৬। কোন ভিটামিন যকৃতে সঞ্চিত হয়?

উত্তর: ভিটামিন A ও D

১৭। মৃত্যুর পর পেশি কঠিন হয়ে যাওয়ার কারন কি?

উত্তর: এটিপি কমে যাওয়া

১৮। স্ত্রী দেহে স্তন গ্রন্থি কীসের প্রকৃত রুপান্তর?

উত্তর: ঘর্মগ্রন্থি বা সিবেসিয়াস গ্ল্যান্ড।

১৯। বেশি ভিটামিন নিলে শরীরে কি সমস্যা দেখা দেয়

উত্তর: মাথা ব্যাথা ও তন্দ্রাচ্ছন্নতা।

২০। মানুষের দাঁতের কঠিন অংশের নাম কি?

উত্তর: এনামেল।

২১। নিষেকের পর কোষের ক্রোমোজোম সংখ্যা কত হয়?

উত্তর: ২n

২২। পারনিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে ঘটে?

উত্তর: ভিটামিন বি ১২

২৩। কোন স্তন্যপায়ী প্রানীর দেহে লোম থাকে না?

উত্তর: তিমি।

২৪। যেসব প্রানীদের রাত্রে মল খাওয়ার অভ্যাস আছে তাদের কি বলে?

 উত্তর: কপ্রফ্যাগি

২৫। কোন কীটনাশকের ছোয়ায় পতঙ্গদের মৃত্যু ঘটতে পারে?

উত্তর: প্যারাথিয়ন।

২৬। কোন অ্যাসিডের উপস্থিতির জন্য বৃষ্টির জল আম্লিক প্রকৃতির হয়?
 
উত্তর: নাইট্রিক অ্যাসিড ও নাইট্রাস অ্যাসিড।

২৭। ধুমায়মাননাইট্রিক অ্যাসিডের রঙ কী?

উত্তর: বাদামি।

২৮। নাইট্রিক অ্যাসিডকে অনেকদিন রেখে দিলে কেমন রঙ হবে?

উত্তর: হলুদ।

২৯। লাফিং গ্যাস আসলে কী?

উত্তর: নাইট্রাস অক্সাইড।

৩০। ফোকাস দৈর্ঘ্য কাকে বলে?

উত্তর: লেন্সের আলোককেন্দ্র থেকে মুখ্য ফোকাস পর্যন্ত দৈর্ঘ্যকে।

৩১। বিক্ষিপ্ত প্রতিফলনের বেলায় রশ্মির আপতন কোণ ও প্রতিফলন কোণ কেমন হয়?

উত্তর: সমান হয়।

৩২। বর্ণালি কাকে বলে?

উত্তর: বহুবর্ণী আলোর বিচ্ছুরণে উৎপন্ন একাধিক একবর্ণী আলোর পথকে বর্ণালি বলে।

৩৩। অশুদ্ধ বর্ণালি কাকে বলে?

উত্তর: যে বর্ণালিতে উপাদান বর্ণগুলি একে অন্যের ওপর পড়ায় তাদের স্পষ্টভাবে আলাদা করা যায় না তাকে অশুদ্ধ বর্ণালি বলে।

৩৪। আয়নায় আমাদের বাঁ হাতকে ডান হাত বলে মনে হয় কেন?

উত্তর: সমতল দর্পণে প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন ঘটে বলে।

৩৫। প্রতিবিম্ব কপ্রকারের ও কী কী?

উত্তর: এই দু ধরণের সদবিম্ব ও অসদবিম্ব।

৩৬। সমতল দর্পণে রশ্মির আপতন কোণ 45 ডিগ্রী হলে প্রতিফলন কোণ ও চ্যুতি কোণ কত হবে?

উত্তর: প্রতিফলন কোণ 45 ডিগ্রী ও চ্যুতি কোণ 90 ডিগ্রী হবে।

৩৭। সমতল দর্পণের মাধ্যমে বস্তুর সদবিম্ব সৃষ্টি করতে পারা যায় কীভাবে?

 উত্তর: কোনো বস্তু থেকে আসা এক গুচ্ছ অভিসারী রশ্মি দর্পণের ওপর আপতিত হলে প্রতিফলনের ওপর তারা বিন্দুতে মিলিত হয়। ফলে চোখ, বিন্দুতে বস্তুর সদবিম্ব দেখতে পায়।

৩৮। আলোকের কোন প্রতিফলনের জন্য পুকুরের পাড়ে থাকা কোনো গাছের ছায়া আঁকাবাঁকা দেখায়?

 উত্তর: আলোকের বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য।

৩৯। বিচ্ছুরণ কাকে বলে?

উত্তর: প্রিজমের মতো। কোনো প্রতিসারক মাধ্যমের ভিতর দিয়ে যাওয়ার ফলে বহুবর্ণী আলো বিশ্লিষ্ট হয়ে একাধিক একবর্ণী আলো উৎপন্ন হওয়াকে: বিচ্ছুরণ বলে।

৪০। লেন্স কাকে বলে?

উত্তর: নির্দিষ্ট জ্যামিতিক আকৃতির দুটি মসৃণ তল দিয়ে আবদ্ধ স্বচ্ছ আলোকীয় মাধ্যমকে লেন্স বলে।

৪১। সাদা কপার সালফেটে জল মেশালে কোন রঙ হবে?

 উত্তর: নীল।

৪২। কোন পরীক্ষার সাহায্যে নাইট্রিক অ্যাসিড ও নাইট্রেট লবণ সনাক্ত করা হয়?

উত্তর: বলয় পরীক্ষা।

৪৩। পটাশিয়াম ফেরোেসায়ানাইড কী?

উত্তর: একধরণের জটিল লবণ।

৪৪। অক্সিজেন গ্যাস বায়ুর চেয়ে ভারি না হাল্কা?

উত্তর: সামান্য ভারি।

৪৫। অক্সিজেন অধাতুর সঙ্গে বিক্রিয়া করে কী অক্সাইড তৈরি করে?

উত্তর: আম্লিক অক্সাইড।

৪৬। অক্সি-অ্যাসিটিলিন শিখার তাপমাত্রা কত?

উত্তর: ৩,০০০ সেন্টিগ্রেড।

৪৭। হাইড্রোজেনশব্দের অর্থ কী?

উত্তর: জল উৎপাদক।

৪৮। হাইড্রোজেন গ্যাস উৎপাদনে কী ধরণের দস্তা ব্যবহার করা হয়?

উত্তর: বাণিজ্যিক দস্তার ছিবড়া।

৪৯। অক্সি-হাইড্রোজেন শিখার উষ্ণতা কত?

উত্তর: ২,০০০ ডিগ্রি সেন্টিগ্রেড।

৫০। অন্তধৃতি কাকে বলে?

উত্তর: কোনো গ্যাস কোনো কঠিন পদার্থের মধ্যে শোষিত হলে তাকে অন্তর্ভূর্তি বলে।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area