Ads Area


ইতিহাস সম্পর্কিত প্রশ্ন | Questions Related To History

ইতিহাস সম্পর্কিত প্রশ্ন | Questions Related To History


ইতিহাস সম্পর্কিত প্রশ্ন | Questions Related To History


ইতিহাস সম্পর্কিত প্রশ্ন | Questions Related To History- এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই প্রশ্নোত্তর গুলি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।



ইতিহাস সম্পর্কিত প্রশ্ন | Questions Related To History



১. পানিপথের প্রথম যুদ্ধ করে সংগঠিত হয় ?

উত্তর : ১৫২৬ খ্রিস্টাব্দে

২. খানুয়ার যুদ্ধ কবে সংগঠিত হয়?

উত্তর: ১৫২৭ খ্রিস্টাব্দে

৩. কোন যুদ্ধের ফলে ভারতে সাময়িকভাবে মোগল শাসনে ছেদ পড়ে?

উত্তর: বিশ্বগ্রামের যুদ্ধের ফলে

৪. কে সড়ক-ই-আজম (গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড) নির্মাণ করেন?

উত্তর: শেরশাহ

৫. ভূমি রাজস্ব ব্যবস্থা বিষয়ে শেরশাহ প্রবর্তিত দলিল দুটির নাম কি?

উত্তর: পাট্টা ও কবুলিয়ত

৬. পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল?

উত্তর: ১৫৫৬ খ্রিস্টাব্দে

৭. হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল?

উত্তর: ১৫৭৬ খ্রিস্টাব্দে

৮. আবুল ফজল কোন সম্রাটের সভাসদ ছিলেন?

উত্তর: আকবর

৯. 'মনসবদারী প্রথা' কর প্রবর্তন করেন?

উত্তর: আকবর

১০. সম্রাট জাহাঙ্গীর কোন শিখশুরুর প্রাণদন্ড দেন?

উত্তর: গুরু অর্জুন সিংহ

১১. মুসলমানেরা কাকে জিন্দাপীর বলত?

উত্তর: ঔরঙ্গজেবকে

১২. ঔরঙ্গজেব কাকে 'পার্বত্য মুষিক' বলে অভিহিত করেন?

উত্তর: শিবাজিকে

১৩. কাশ্মীরের আকবর কাকে বলা হয়?

উত্তর: জয়নাল আবেদিনকে

১৪. মোঘলযুগে তাম্রমুদ্রার নাম কি ছিল?

উত্তর: দাম

১৫. কে কলকাতা মহানগরীর আধুনিক ইতিহাসের সূচনা করেন?

উত্তর: জব চার্নক

১৬. কে ফারসি ভাষায় রামায়ণ অনুবাদ করেন?

উত্তর: বাদাউনী

১৭. বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন?

উত্তর: মুর্শিদকুলি খাঁ

১৮. অমৃতসরের বিখ্যাত স্বর্ণমন্দিরটি কে তৈরী করেন?

উত্তর: শুরু রামদাস

১৯.হরপ্পার স্নানাগার-এর মাপ কত ছিল?

উ: ১৮০ ফুট x ১০৮ ফুট

২০.সিন্ধু সভ্যতায় ব্যবহৃত লাঙ্গল কোথা থেকে পাওয়া গেছে?

উ: কালিবঙ্গান 

২১. গদর পার্টির প্রতিষ্ঠাতা কে?

উত্তর: লালা হরদয়াল

২২. সাইমন কমিশন কত সালে ভারতে আসে?

উত্তর: ১৯২৮ সালে

২৩. গান্ধী বুড়ি কাকে বলা হয়

উত্তর: মাতঙ্গিনী হাজরা

২৪. ভারত ছাড়ো আন্দোলনের সূচনা কে করেন?

উত্তর: গান্ধীজি

২৫. ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?

উত্তর: লর্ড মাউন্টব্যাটেন

২৬. নৌ বিদ্রোহ কত সালে হয়?

উত্তর: ১৯৪৬ সালে

২৭. কুনিক উপাধি কে গ্রহণ করেন?

উত্তর: অজাতশত্রু

২৮. হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তর: বিম্বিসার

২৯. ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন?

উত্তর: সুভাষচন্দ্র বসু

৩০. গান্ধী আরউইন চুক্তি কত সালে হয়?

উত্তর: ১৯৩১ সালে

৩১. বিক্রম শীল উপাধি কে গ্রহণ করেন?

উত্তর: ধর্মপাল

৩২. প্রিয়দর্শীকা কে লিখেন?

উত্তর: হর্ষবর্ধন

৩৩. শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন?

উত্তর: হর্ষবর্ধন

৩৪. কালিদাস কার সভাকবি ছিলেন?

উত্তর: দ্বিতীয় চন্দ্রগুপ্তের

৩৫. মেঘভুত এর রচয়িতা কে?

উত্তর: কালিদাস

৩৬. পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে?

উত্তর: প্রথম নরসিংহ বর্মন

৩৭. গুপ্তাব্দের প্রচলন করে হয়?

উত্তর: ৩২০ সালে

৩৮. কনিষ্কের সভাকবি কে ছিলেন?

উত্তর: অশ্বঘোষ

৩৯. সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তর: শিমুক

৪০. কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন?

উত্তর: দ্বিতীয় চন্দ্রগুপ্ত

৪১. শকাব্দ কে প্রচলন করেন?

উত্তর: কনিষ্ঠ

৪২. গান্ধার শিল্প কোন যুগের?

উত্তর: কৃষাণ যুগের

৪৩. পুনা চুক্তি হয় কত সালে

উত্তর: ১৯৩২ সালে

৪৪. মাস্টারদা নামে কে পরিচিত?

উত্তর: সূর্য সেন

৪৫. স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি দিন অনশন কে করেছিলেন?

উত্তর: যতীন দাস

৪৬. গান্ধী আরউইন চুক্তি অপর নাম কি?

উত্তর: দিল্লি চুক্তি

৪৭. কাকোরি ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযুক্ত কে ছিলেন?

উত্তর: রামপ্রসাদ বিসমিল

৪৮. রাইটার্স বিল্ডিং অভিযান কত সালে হয়?

উত্তর: ১৯৩০ সালে

৪৯. রাশিয়ায় বলশেভিক আন্দোলন হয় কত সালে?

উত্তর: ১৯১৭ সালে

৫০. নিষাদ কারা?

উত্তর: অনার্য উপজাতি

৫১. পদ্মফুল কোন ধর্মে প্রথম সবচেয়ে পবিত্র সামগ্রী ছিল?

উত্তর- বৌদ্ধ ধর্মে 

৫২. ঋকবেদে কয়টি মন্ডল বা অধ্যায় আছে?

উত্তর- ১০টি 

৫৩. গর্গ কে ছিলেন?

উত্তর- গৌড়রাজ ধর্মপালের মন্ত্রী 

৫৪. পাল বংশের শেষ রাজা কে?

উত্তর- মদন পালের ভাইপো তৃতীয় গোপাল 

৫৫. শ্রীচন্দ্রের রাজধানী কোথায় ছিল?

উত্তর- পটিকায়

৫৬. রাজেন্দ্র চোলের সঙ্গে বাংলার চন্দ্র বংশের কোন রাজার যুদ্ধ হয়?

উত্তর- গোবিন্দ চন্দ্র 

৫৭. "নালন্দা বিহার" প্রথমে কী ছিলো?

উত্তর- ৫০০ খ্রীষ্ট পূর্বাব্দে রাজা বিম্বিসারের রাজত্বকালে এক জৈন সন্ন্যাসীর আশ্রম ছিল 

৫৮. চীন দেশের পরিব্রাজক হিউয়েন সাং কার কাছে সংস্কৃত ভাষা শেখেন?

উত্তর- শীলভদ্র

৫৯. বিম্বিসার বৈবাহিক সুত্রে কোন রাজ্য যৌতুক পান?

উত্তর- মহা কোশলের কন্যা কোশলা দেবীকে বিয়ে করায় কাশী যৌতুক পান 

৬০. অজাতশত্রুর মন্ত্রী কে ছিলেন?

উত্তর- বসরাকর

৬১. হর্ষঙ্ক বংশের শেষ রাজা কে ছিলেন?

উত্তর- নাগদশক 

৬২. হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর- রাভি 

৬৩. সুলতান রাজিয়ার স্বামীর নাম কী?

উত্তর- আলতুনিয়া 

৬৪. শেরশাহের আমলে আমদানী-রপ্তানীর ব্যবসায়ীদের কী বলা হত?

উত্তর- স্বার্থবাহ 

৬৫. শের শাহ শুরি কোন জাতির লোক ছিলেন?

উত্তর- পাঠান (আফগান)

৬৬. পার্সি ধর্মের প্রবর্তক কে?

উত্তর- জরাথ্রুষ্ট

৬৭. সুন্নি মুসলমানদের মধ্যে আদিতে কয়টি শ্রেণী ছিল?

উত্তর- চারটি

৬৮. প্রথম কোন ব্রিটিশ বনিক ভারতে আসেন?

উত্তর- জন নিউবেরি (১৫৮৩ খ্রিষ্টাব্দে)

৬৯. ভারতে কে প্রথম সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন?

উত্তর- জালালউদ্দিন মহম্মদ 

৭০. ভারতের কোন এলাকার সম্রাটরা "বিরাট" উপাধি নিতেন?

উত্তর- উত্তর-ভারতের সম্রাটরা 

৭১. শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তর- শিশুনাগ

৭২. কালাশোক কোন নগরীকে রূপ দেন?

উত্তর- বৈশালী


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area