Ads Area


প্রাইমারি টেট এর পরিবেশ প্রশ্ন | Environment Question Of Primary TET In Bengali

প্রাইমারি টেট এর পরিবেশ প্রশ্ন | Environment Question Of Primary TET In Bengali

প্রাইমারি টেট এর পরিবেশ প্রশ্ন | Environment Question Of Primary TET In Bengali- jibikadisari.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি প্রাইমারি টেট এর পরিবেশ প্রশ্ন | Environment Question Of Primary TET In Bengali প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি প্রাইমারি টেট এর পরিবেশ প্রশ্ন | Environment Question Of Primary TET In Bengali নিচে প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর গুলি যত্নসহকারে পড়ুন বা মুখস্ত করুন ও চাকুরী পরীক্ষায় এক ধাপ এগিয়ে থাকুন।

পরিবেশ বিদ্যা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর


1. বাস্তুবিদ্যা বা ইকোলজি কাকে বলে?

উঃ ইকোলজি শব্দটি গ্রীক শব্দ 'Oikos' থেকে এসেছে যার অর্থ বাসস্থান, 'Logos' শব্দটির অর্থ জ্ঞান। অর্থাৎ জীবের বাসস্থান সম্পর্কে বিশেষ বিদ্যাকেই বাস্তুবিদ্যা বলে।

2. পপুলেশন বা জীবসংখ্যা কাকে বলে?

উঃ একটি নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী একটি নির্দিষ্ট প্রজাতির জীবগোষ্ঠীকে পপুলেশান বলে।

3. জীবমণ্ডল কাকে বলে?

উঃ প্রকৃতির সমস্ত অঞ্চল যথা যায় সেই সমস্ত অঞ্চলকে একত্রে জীবমণ্ডল বলে।

4. প্ল্যাঙ্কটন কাকে বলে?

উঃ জলের উপর বসবাসকারী ভাসমান আনুবীক্ষণিক জীবকে প্ল্যাঙ্কটন বলে। এই জীব যদি প্রাণী হয় তবে তাকে প্রাণী প্ল্যাঙ্কটন (zoo plancton) বলে এবং যদি উদ্ভিদ হয় তবে তাকে উদ্ভিদ প্ল্যাঙ্কটন (phytoplankton) বলে।

5. স্বভোজী জীব কাকে বলে?

উঃ যে সকল জীব প্রকৃতি থেকে বিভিন্ন প্রকার খনিজ দ্রব্য ও জল আহরণ করে সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে খাদ্য প্রস্তুত করে তাদের স্বভোজী জীব বলে।

6. খাদ্যজালিকা কাকে বলে? 

উঃ বাস্তুতন্ত্রের একাধিক খাদ্যশৃঙ্খল পরস্পর যুক্ত হয়ে যে জালিকার গঠন করে তাকে খাদ্যজালিকা বলে।

7. পশ্চিমবঙ্গের যে কোন দুটি অভয়ারণ্যের নাম লেখ।

উঃ জলদাপাড়া ও গরুমারা।

8. পশ্চিমবঙ্গের কোথায় সংরক্ষিত বন বর্তমান?

উঃ সজনেখালিতে।

9. খাদক কাকে বলে?

উঃ যে সকল জীব অন্য জীবদের খেয়ে নিজেদের শক্তি সংগ্রহ করে তাদের খাদক বলে।

10. অনবীভবনযোগ্য সম্পদ কাকে বলে?

উঃ যে সকল সম্পদের মজুত পৃথিবীতে একটি নির্দিষ্ট পরিমাণে বর্তমান এবং একবার নিঃশেষিত হলে পুনরায় প্রাপ্তি সম্ভব নয় তাদেরকে অনবীভবনযোগ্য সম্পদ বলে। যেমন কয়লা, ধাতু, পেট্রোলিয়াম ইত্যাদি।

11. পরিবেশের প্রধান উপাদানগুলি কী কী?

উঃ পরিবশের দুটি প্রধান উপাদান হল ভৌত বা জড় ও জৈব। ভৌত উপাদান হল মাটি, আলো , জল এবং জৈব উপাদান হল উদ্ভিদ ও প্রাণী।

12. জলচক্র কী?

উঃ যে সুনিয়ন্ত্রিত প্রাকৃতিক শক্তির ফলে জল তার উৎস স্থল থেকে ক্রমাগত অপ্রতিহত অবস্থায় পরিবেশে আবর্তিত হয়ে পরিবেশে জলের ভারসাম্য বজায় রাখে সেই চক্রাকার আদান-প্রদান রীতিকেই জলচক্র বলে।

13. বাস্তু সংস্থান কাকে বলে?

উঃ মানুষ, প্রাণী, উদ্ভিদ ও জীবানু প্রভৃতির মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপন করে জৈব ও অজৈব উপাদান সমূহের মধ্যে যে সুষ্ঠ ও সক্রিয় পদ্ধতিতে অবিরাম কাজ চলছে সেই সব বিষয়ে বিস্তৃত জ্ঞান অর্জন করাকে বাস্তু সংস্থান বলে।

14. বাস্তুতন্ত্রের প্রধান উপাদানগুলি কী কী?

উঃ বাস্তুতন্ত্রের উপাদানগুলিকে দুইভাগে ভাগ করা যায়। যথা প্রাকৃতিক ও কৃত্রিম। প্রাকৃতিক বাস্তুতন্ত্র হল দুই প্রকার। যথা- স্থলজ ও জলজ। স্থলজ বাস্তুতন্ত্রকে আবার তিনভাগে ভাগ করা যায়। যথা- বনভূমি, তৃণভূমি ও মরুভূমি। জলজ বাস্তুতন্ত্রকে মিষ্টিজল ও খরজল, এই দুই ভাগে ভাগ করা যায়। কৃত্রিম বাস্তুতন্ত্র দুইভাগে বিভক্ত। যথা- ফসল উৎপাদনকারী শস্যভূমি ও মহাকাশ।

15. পরিবেশ আইন অনুযায়ী পরিবেশ কথার অর্থ কী?

উঃ পরিবেশ সুরক্ষা আইন অনুযায়ী পরিবেশ কথার অর্থ হল জল, বায়ু, মাটি, মানুষ ও অন্যান্য সজীব প্রাণী, উদ্ভিদ, ক্ষুদ্রবস্তু ও প্রকৃতির মধ্যে যে পারস্পরিক সম্পর্ক।

16. রিও ডি জেনিরো সম্মেলনের পর ভারতে পরিবেশ সংক্রান্ত কী আইন রচিত হয়?

উঃ ১৯৯৩ সালে মানবাধিকার সুরক্ষা আইন বা দি প্রটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট প্রণয়ন করা হয়।

17. আর্থ সামাজিক পরিবেশের উপাদানগুলি কী কী?

উঃ আর্থ সামাজিক পরিবেশের উপাদানগুলি হল খাদ্য, পুষ্টি, স্বাস্থ্য, আশ্রয়, আয়, শিক্ষা, নিরপত্তা ও সামাজিক স্থিরতা প্রভৃতি।

18. স্থানান্তর কৃষি কাকে বলে?

উঃ জেবিকার তাগিদে কোন এক সময় মানুষ হিংস্র পশুকে পোষ মানিয়ে যাযাবর বৃত্তি ছেড়ে আশ্রয় ও খাদ্যের জন্য বনজঙ্গল কেটে চাষাবাদ শুরু করে। চাষাবাদের এই রীতির নাম হল স্থানান্তর কৃষি বা ঝুম চাষ।

19. সমুদ্রকে রত্নাকর বলে কেন?
উঃ সমুদ্র যেহেতু বিভিন্ন রত্নের আকর তাই সমুদ্রকে রত্নাকর বলা হয়। সমুদ্র হল জল, তেল, জ্বালানীর এক বিরাট উৎস। এ ছাড়াও সমুদ্রে এক বিশাল প্রাণী সম্পদ আছে।

20. যে কোন দুটি স্থলজ বায়োমের নাম লেখ।

উঃ তৃণভূমি ও মরুভূমি।

21. ইন সিটু ও এক্স সিটু সংরক্ষণের দুটি মৌলিক পার্থক্য কী?

উঃ ইনসিটুতে জীবকে তার নিজস্ব প্রাকৃতিক বা পূর্ণগঠিত বাস্তুতন্ত্রে সংরক্ষণ করা হয়। কিন্তু এক্স সিটুতে প্রজাতিকে তাদের প্রাকৃতিক বাসস্থান থেকে অন্যত্র নিয়ে গিয়ে সংরক্ষণ করা হয়। যেমন- অভয়ারণ্য হল ইনসিটু সংরক্ষণ এবং চিড়িয়াখানা হল এক্স সিটু সংরক্ষণ।

22. বিপন্ন প্রজাতি বলতে কী বোঝ? একটা উদাহরণ দাও।

উঃ যে প্রজাতি অবলুপ্তির পথে তাকে বিপন্ন প্রজাতি বলে। যেমন- মেছো কুমীর।

23. বিশ্বব্যাঙ্ক কর্তৃক প্রচারিত দারিদ্রের সংজ্ঞা কী?

উঃ বিশ্বব্যাঙ্কের নীতি অনুযায়ী যে ব্যক্তির দৈনিক আয় ১ ডলারের কম তাকে দরিদ্র ব্যক্তি বলে।

24. বাজার বলতে কী বোঝ?

উঃ যে স্থানে উৎপাদন ও ভোগের বিনিময় বা আদান-প্রদান হয় সেই স্থানকে বাজার বলা হয়।

25. জলবিদ্যুৎ উৎপাদনের মূল নীতি কী?

উঃ জলবিদ্যুৎ উৎপাদনের জন্য কৃত্রিম জলাধার তৈরী করতে হয়। সেই জলাশয়ে সঞ্চিত জল তীব্র বেগে প্রবাহিত করে তার সাহায্যে টারবাইন ঘোরানো হয় ও জলবিদ্যুৎ উৎপাদন করা হয়।

26. পশ্চিমবঙ্গের কোন কোন বিশ্ববিদ্যালয় গঙ্গা দূষণ প্রতিরোধ কর্মসূচীতে যোগ দিয়েছিল?

উঃ বর্ধমান, কোলকাতা, কল্যাণী, যাদবপুর বিশ্ববিদ্যালয়।

27. গঙ্গাদূষণ সমস্যার তিনটি প্রধান কারণ লেখ।

উঃ

ক। ২৭ টি শহরের গৃহস্থালীর বর্জ্য পদার্থ গঙ্গায় নিক্ষেপ।
খ। তীরবর্তী হাজার হাজার কলকারখানায় বর্জ্য পদার্থ নিক্ষেপ।
গ। তীরবর্তী কৃষিজমির সার ও কীটনাশক ধোয়ানি।

28. বায়ুদূষণ বলতে কী বোঝ?

উঃ পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে অনিষ্টকর পদার্থের সমাবেশ ঘটলে তা মানুষ ও পরিবেশের ক্ষতি করে একেই বায়ুদূষণ বলে।

29. বসুন্ধরা সম্মেলন কোন বছরে অনুষ্ঠিত হয়?

উঃ ১৯৯২ সালে।

30. বন্যার প্রাকৃতিক কারণগুলি সংক্ষেপে আলোচনা কর।

উঃ

ক। কোন অঞ্চলে অত্যধিক বৃষ্টির ফলে নদীর জলধারণ ক্ষমতার অতিরিক্ত জল দুকূল প্লাবিত করে বন্যার কারণ হয়।
খ। ভূমিক্ষয় ও ধসের ফলে নদীর নাব্যতা কমে গেলে পাড়ে ভাঙন দেখা দেয় ও বন্যা হয়।
গ। নদীর স্বাভাবিক গতিপথ কোন কারনে বাধাপ্রাপ্ত হলে বন্যা হতে পারে।
ঘ। শীতের শেষে বরফ গলে বন্যা হতে পারে।

31. মৃত্তিকাক্ষয়ের মনুষ্যসৃষ্ট কারণগুলি সংক্ষেপে আলোচনা কর।

উঃ

ক। নির্বিচারে বৃক্ষছেদন ও বনভূমি ধ্বংস করা।
খ। পাহাড়ী ঢালে ধাপে ধাপে চাষ করা।
গ। ভূমির উপযুক্ত ব্যবহার না করা।
ঘ। অবৈজ্ঞানিক পদ্ধতিতে জলসেচ ব্যবস্থা।

32. জলদূষণের কারণগুলি সংক্ষেপে বিবৃত কর।

উঃ

ক। রাসায়নিক সার, কীটনাশক ঔষধপত্র জলে মিশ্রিত হলে।
খ। ঘর গৃহস্থালীর দৈনন্দিন আবর্জনা জলে যুক্ত হওয়ার ফলে।
গ। শিল্পের আবর্জনা ও বর্জ্য পদার্থ জলে মিশ্রিত হওয়ার ফলে।
ঘ। অতিরিক্ত ডিটার্জেন্ট ব্যবহার করা যা অবশেষে জলাশয়ে মিশ্রিত হয়।

33. শক্তির প্রচলিত উৎস সমূহ কী কী?

উঃ কয়লা, খনিজ তেল, জলবিদ্যুৎ।

34. ওজোন স্তরের কাজ কী?

উঃ সূর্য থেকে আগত অতিবেগুনী রশ্মি বিভিন্ন জীবের উপর মারাত্মক ক্ষতিকারক প্রভাব ফেলে। ওজোনস্তর এই রশ্মিকে শোষণ করে এবং পৃথিবী পৃষ্ঠে পৌঁছাতে বাধা দেয়। ফলে পৃথিবীর জীবরা এই রশ্মির মারাত্মক প্রভাব থেকে রক্ষা পায়।

35. ভূপাল দুর্ঘটনার প্রধান কারণগুলি কী?

উঃ

ক। প্রশাসনিক গাফিলতি।
খ। শীতকালে, মাঝরাতে বিস্ফোরণ হয়েছিল।
গ। গ্যাসভর্তি ট্যাঙ্কের রেফ্রিজারেটার যন্ত্র বিকল হয়ে যায়।
ঘ। বায়ুশোধন করার যন্ত্রও খারাপ হয়ে গিয়েছিল।

36. পরিবেশের উপাদানগুলি কী কী?

উঃ পরিবেশের উপাদানগুলিকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। অজৈব উপাদান যথা– জল, আলোক, মৃত্তিকা প্রভৃতি এবং জৈবিক উপাদান যথা– উদ্ভিদ, প্রাণী ও অনুজীব।

37. নেকটন কাদের বলে?

উঃ জলে বসবাসকারী যে সকল প্রাণী সাঁতার কাটতে পারে তাদের নেকটন বলে। যেমন- মাছ ইত্যাদি।

38. বাস্তুতন্ত্রের বৃহত্তম একক কী?

উঃ বায়োস্ফিয়ার।

39. বনভূমির বৃক্ষের সবচেয়ে উপরের আবরণকে কী বলে?

উঃ চাঁদোয়া।

40. বাস্তুতন্ত্রের উদ্ভিদসমূহকে কী বলা হয়?

উঃ ফ্লোরা।

41. পার্মাফ্রস্ট কোথায় দেখা যায়?

উঃ তুন্দ্রা বায়মে।

42. সরলবর্গীয় বৃক্ষের অপর নাম কী?

উঃ টেগা। 

43. পৃথিবীর মোট বনভূমির কত শতাংশ নিরক্ষীয় বন দ্বারা আবৃত?

উঃ ৭ শতাংশ।

44. নিরক্ষীয় বর্ষা বনে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত?

উঃ ২৪০-৪৩০ সেমি।

45. চিপকো আন্দলন কোথায় শুরু হয়?

উঃ উত্তরপ্রদেশে।

46. উত্তর আমেরিকার তৃণভূমির নাম কী?

উঃ প্রেইরী।

47. বনসংরক্ষণ আইন করে প্রণয়ন হয়?

উঃ ১৯৮০ সালে।

48. বর্তমান ভারতবর্ষে অবলুপ্তপ্রায় উদ্ভিদ প্রজাতির সংখ্যা কত?

উঃ ৪৫০ টি।

49. এখন ভারতবর্ষে অভয়ারণ্যের সংখ্যা কটি?

উঃ ৪৪১ টি।

50. করবেট জাতীয় পার্ক কোথায় অবস্থিত?

উঃ উত্তরপ্রদেশে।

51. পশ্চিমবঙ্গের কোথায় গণ্ডার পাওয়া যায়?

উঃ জলদাপাড়া অভয়ারণ্যে।

52. গ্রেট ইণ্ডিয়ান বাস্টার্ড পাখি ভারতের কোন রাজ্যে দেখা যায়?

উঃ গুজরাটে।

53. ভারতের অবলুপ্তপ্রায় উদ্ভিদের নাম যে বইয়ে লিপিবদ্ধ করা হয়েছে সেই বইয়ের নাম কী?

উঃ রেড ডাটা বুক।

54. বন্দিপুর জাতীয় পার্ক কোন রাজ্যে অবস্থিত?

উঃ কর্ণাটকে।

55. ভারতের বৃহত্তম পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত?

উঃ ঘানা (রাজস্থান)।

56. ভারতে কোথায় সিংহ দেখা যায়?

উঃ গুজরাটের গির অভয়ারণ্যে।

57. ভারতে কোথায় গণ্ডার দেখা যায়?

উঃ আসামের কাজিরাঙ্গা অভয়ারণ্যে।

58. পশ্চিমবঙ্গের নদীয়া জেলার একটি অভয়ারণ্যের নাম লেখ।

উঃ বেথুয়াডহরী।

59. পশ্চিমবঙ্গের বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত?

উঃ সুন্দরবনে।

60. ১৯৭৫ সালে আন্তর্জাতিক রামসার কনভেনশান অনুষ্ঠিত হয় কী জন্য?

উঃ জলাভূমি সংরক্ষণে গুরুত্ব দেওয়ার জন্য।

61. ইকোলজি শব্দটির সংজ্ঞা কে প্রদান করেন?

উঃ আর্নেস্ট হেক্কেল।

62. ইকোসিস্টেম শব্দটির কে প্রবর্তন করেন?

উঃ আর্থার ট্যান্সলে।

63. সাভানা কী ?
উঃ নিরক্ষীয় অঞ্চলের তৃণভূমি।

64. পরাশ্রয়ী অর্কিড উদ্ভিদ কোথায় দেখা যায়?

উঃ নিরক্ষীয় বর্ষাবনে।

65. ইকোটোন কাকে বলে?

উঃ দুইটি বাস্তুতন্ত্রের মিলনকে।

66. সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত?

উঃ কেরলে।

67. ভারতে কোথায় একশৃঙ্গ গণ্ডার দেখা যায়?

উঃ আসামের কাজিরাঙ্গায়।

68. ভারতের সর্ববৃহৎ পক্ষিরালয় কোথায় অবস্থিত?

উঃ রাজস্থানের ভরতপুরস্থিত ঘানায়।

69. খাদ্যশৃঙ্খল কাকে বলে?

উঃ খাদ্য-খাদক সম্পর্কের ভিত্তিতে উৎপাদক স্তর থেকে ধাপে ধাপে বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে খাদ্যশক্তির প্রবাহকে খাদ্যশৃঙ্খল বলে।

70. খাদ্যশৃঙ্খল কয় প্রকার ও কী কী?

উঃ খাদ্যশৃঙ্খল দুই প্রকার। যথা– গ্রেজিং খাদ্যশৃঙ্খল ও ডেট্রিটাস খাদ্যশৃঙ্খল।

71. গ্রেজিং খাদ্যশৃঙ্খল কী?

উঃ যে খাদ্যশৃঙ্খলে উৎপাদক স্তর থেকে শক্তি ধাপে ধাপে তৃণভোজী ও মাংসাশী প্রাণীদের মধ্যে সংক্রমিত হয় তাকে গ্রেজিং খাদ্যশৃঙ্খল বলে। যেমন- উদ্ভিদ → হরিণ → বাঘ।

72. ডেট্রিটাস খাদ্যশৃঙ্খল কাকে বলে?

উঃ যে খাদ্যশৃঙ্খলে বিয়োজক স্তর থেকে খাদক স্তরে ধাপে ধাপে শক্তি সঞ্চারিত হয় তাকে ডেট্রিটাস খাদ্যশৃঙ্খল বলে। যেমন– পচাপাতা → ক্ষুদ্র জলজ প্রাণী → ছোট মাছ → বড় মাছ

73. ডেট্রিভোর কাকে বলে?

উঃ ডেট্রিটাস বা আংশিক ভাবে বিয়োজিত জৈব পদার্থকে যে সব ছোট ছোট প্রাণী খাদ্য হিসাবে গ্রহণ করে তাদের ডেট্রিভোর বলে। যেমন– কেঁচো, উইপোকা।

74. শক্তিপ্রবাহ কাকে বলে?

উঃ বাস্তুতন্ত্রে সৌরশক্তি রূপান্তরিত হয়ে এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হওয়াকে শক্তিপ্রবাহ বা Energy Flow বলে।

75. পরজীবী খাদ্যশৃঙ্খল কাকে বলে?

উঃ যে খাদ্যশৃঙ্খলে খাদ্য-খাদক সম্পর্ক বৃহৎ প্রাণী থেকে শুরু হয়ে পরজীবী ক্ষুদ্র প্রাণীতে শেষ হয় তাকে পরজীবী খাদ্যশৃঙ্খল বলে। যেমন- কুকুর → কৃমি → বিয়োজক।

76. মৃতজীবী খাদ্যশৃঙ্খল কাকে বলে?

উঃ যে খাদ্যশৃঙ্খল শক্তির প্রবাহকে ভিত্তি করে মৃতজীবী বিয়োজক স্তরেই আবদ্ধ থাকে তাকে মৃতজীবী খাদ্যশৃঙ্খল বলে।

77. কার্বন চক্র কাকে বলে?

উঃ যে প্রক্রিয়ায় কার্বন মৌল কার্বন ডাই অক্সাইড গ্যাস রূপে পরিবেশ থেকে জীবদেহে ও জীবদেহ থেকে পরিবেশে আবর্তিত হয়ে পরিবেশে কার্বনের সমতা বজায় রাখে তাকে কার্বন চক্র বলে।

78. নাইট্রোজেন চক্র কাকে বলে?

উঃ যে প্রক্রিয়ায় বায়ুমণ্ডলের নাইট্রোজেন জীবজগতে এবং জীবজগত থেকে নাইট্রোজেন বায়ুমণ্ডলে আবর্তিত হয়ে পরিবেশে নাইট্রোজেনের সমতা বজায় রাখে তাকে নাইট্রোজেন চক্র বলে।

79. ফসফরাস চক্র কাকে বলে?

উঃ যে প্রক্রিয়ায় ফসফরাস মৌল পরিবেশ থকে জীবদেহে এবং জীবদেহ থেকে পরিবেশে আবর্তিত হয়ে পরিবেশে ফসফরাসের সমতা বজায় রাখে তাকে ফসফরাস চক্র বলে।

80. অ্যামোনিফিকেশন কাকে বলে?

উঃ যে পদ্ধতিতে মাটিতে বসবাসকারী ব্যাকটিরিয়া নাইট্রোজেন যৌগকে অ্যামোনিয়ায় পরিণত করে তাকে অ্যামোনিফিকেশন বলে।

81. সালফার চক্র কাকে বলে?

উঃ যে পদ্ধতিতে সালফার মৌল পরিবেশ থকে জীবদেহে এবং জীবদেহ থেকে পরিবেশে আবর্তিত হয়ে পরিবেশে সালফারের সমতা বজায় রাখে তাকে সালফার চক্র বলে।

82. পরিবেশে সালফারের উপাদানগুলি কী কী?

উঃ হাইড্রোজেন সালফাইড ও সালফার ডাই অক্সাইড।

83. জলচক্র কাকে বলে?

উঃ যে প্রাকৃতিক শক্তির বশে জল তার বিভিন্ন অবস্থায় শিলামণ্ডল, বারিমণ্ডল ও আবহমণ্ডলের মধ্যে ক্রমাগত অপরিহত অবস্থায় আবর্তিত হয়ে চলেছে, জলের সেই চক্রাকার আদান-প্রদান ব্যবস্থাকেই জলচক্র বলে।

84. বায়োম কাকে বলে?

উঃ উদ্ভিদ ও প্রাণীজগৎ মাটি ও জলবায়ুর সাথে পারস্পরিক সম্পর্কের মাধ্যমে যে বাস্তুতান্ত্রিক ও একক গড়ে তোলে তাকে বায়োম বলে।

85. বায়োজিওগ্রাফিক্যাল প্রসেসেস বইটি কার লেখা?

উঃ বিজ্ঞানী সিমন্স ১৯৮২ সালে বইটি লেখেন।

86. জিওগ্রাফি অ্যান্ড ম্যাস এনভার্নমেন্ট বইটি কার লেখা?

উঃ বিজ্ঞানী স্টালার অ্যান্ড স্ট্র্যালার ১৯৭৬ সালে বইটি লেখেন।

87. ওয়ার্ল্ড রিসোর্সেস অ্যান্ড ইন্ডাস্ট্রিস বইটি কার লেখা?

উঃ বিজ্ঞানী জিমারম্যান ১৯৫১ সালে বইটি লেখেন।

88. জীবভর বা বায়োমাস কী?

উঃ বাস্তুতন্ত্রের মধ্যে কোনও নির্দিষ্ট স্থানে বসবাসকারী জীবিত প্রাণীদের মোট ভরকে জীবভর বা বায়োমাস বলে।

89. IBWL এর পুরো নাম কী?

উঃ Indian Board of Wild Life.

90. CRYO BANK কী?

উঃ মাইনাস (-) ১৯৬ ডিগ্রি উষ্ণতায় উদ্ভিদের কোন বিশেষ অঙ্গ, কোষ, পরাগরেণু, ভ্রুণ, শুক্রাণু, ডিম্বাণু ইত্যাদি যেখানে সংরক্ষণ করা হয় তাকে CRYO BANK বলে।

91. বিয়োজক কাকে বলে?

উঃ যারা মৃত প্রাণী ও উদ্ভিদের জৈব পদার্থকে সরলীকরণ করে পুনরায় উদ্ভিদের গ্রহণযোগ্য করে তোলে তাদের বিয়োজক বলে। যেমন- ব্যাকটিরিয়া।

92. নেবুলা কী দিয়ে গঠিত হয়?

উঃ গ্যাস ও ধুলোবালি দ্বারা।

93. ওজন গ্যাসের আবরণ দেখা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে?

উঃ স্ট্র্যাটোস্ফিয়ারে।

94. বায়ুমণ্ডলের কত উচ্চতা পর্যন্ত ট্রপোস্ফিয়ার বিস্তৃত?

উঃ ১৫ কিমি।

95. নগ্ন জিন কাকে বলা হয়?

উঃ নিউক্লিক অ্যাসিডকে।

96. প্রোটিনের গঠনমূলক একক কী?

উঃ অ্যামাইনো অ্যাসিড।

97. স্থলজ ও জলজ দশা দেখা যায় কোন চক্রে?

উঃ ফসফরাস চক্রে।

98. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত?

উঃ ২০.৬০ ভাগ।

99. বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত?

উঃ ০.০৩ ভাগ।

100. শিলামণ্ডলের উপরিভাগ প্রধানত কী দিয়ে গঠিত?

উঃ সিলিকা ও অ্যালুমিনিয়াম।

101. উত্তপ্ত তরল স্যুপ মতবাদটি কে প্রদান করেন?

উঃ বিজ্ঞানী হ্যালডেন।

102. জীবদেহের কোন অনুগুলি আত্মপ্রতিলিপি গঠনে সক্ষম?

উঃ DNA ও RAN I

103. দুটি ব্যাকটেরিয়ার নাম লেখ যারা প্রোটিন ভেঙে প্রকৃতিতে সালফার মুক্ত করে?

উঃ ইন্চেৱিশিয়া এবং প্রোটিয়াস।

104. খাদ্য জালিকা কী?

উঃ কোন নির্দিষ্ট বাস্তুতন্ত্রের বিভিন্ন খাদ্যশৃঙ্খলগুলি খাদ্য ও খাদক সম্পর্কের ভিত্তিতে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যে জালিকার মত গঠন সৃষ্টি করে তাকে খাদ্য জালিকা বলে।

105. পৃথিবীর জলাভূমির পরিমাণ কত?

উঃ পৃথিবীর জলাভূমির পরিমাণ হল প্রায় ৮৫,৫৮,০০০ বর্গ কিমি।

106. জীববৈচিত্র্য কী?

উঃ কোন একটি স্থানে পারস্পরিক ক্রিয়াশীল বিভিন্ন প্রকারের প্রাণী, উদ্ভিদ ও জীবানুর সমাবেশকে জীব বৈচিত্র্য বলে।

107. উড়ন্ত ছাই এর একটা উৎস এর নাম লেখ।

উঃ তাপবিদ্যুৎ কেন্দ্র।

108. বসুন্ধরা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

উঃ ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে ১৯৯২ সালে।

109. ভারতে সংঘটিত একটি বড় ভূমিকম্পের উল্লেখ কর।

উঃ ১৯৩৭ সালে কলকাতায় সবথেকে বিধ্বংসী ভূমিকম্প হয়েছিল। প্রায় ৩ লক্ষ মানুষের প্রাণহানি ঘটে।

110. ধস কাকে বলে?

উঃ পৃথিবীর কোন স্থান বিশেষ করে পার্বত্য অঞ্চলে অভিকর্ষজনিত শক্তির ফলে ভূ-ভাগের কোন অংশ স্খলিত হলে তাকে ধস বলে।

111. মৃত্তিকা ক্ষয় কী?

উঃ বিভিন্ন প্রকার প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কারণে মাটির উপরিভাগে মৃত্তিকার স্তরের অপসারণকে ভূমিক্ষয় বা মৃত্তিকাক্ষয় বলে।

112. চিপকো আন্দোলনের প্রধান দাবিটি কী ছিল?

উঃ বন ও বনের গাছের সংরক্ষণ।

113. কী কী ধরণের কয়লা প্রকৃতিতে পাওয়া যায়?

উঃ প্রকৃতিতে চার ধরণের কয়লা পাওয়া যায় অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট।

114. পশ্চিমবঙ্গের দুটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখ।

উঃ কোলাঘাট, ব্যাণ্ডেল, মেজিয়া, ফারাক্কা।

115. সৌরতাপ শক্তির দুটি ব্যবহার উল্লেখ কর।
উঃ সোলার কুকার ও সৌর বিদ্যুৎ।

116. দুটি গ্রীন হাউস গ্যাসের নাম লেখ।

উঃ কার্বন ডাই অক্সাইড, মিথেন।

117. MIC কী?

উঃ মিক বা মিথাইল আইসোসায়ানেট কীটনাশক প্রস্তুত কারক কারখানা থেকে নির্গত গ্যাস যা বায়ু দূষণ ঘটায়।

118. সাইলেন্ট ভ্যালি ভারতের কোন প্রদেশে অবস্থিত?

উঃ কেরালাতে।

119. ভারতে সংঘটিত একটি পরিবেশ বিপর্যয়ের উদাহরণ দাও।

উঃ উড়িষ্যার সুপার সাইক্লোন।

120. জলদূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রনের জন্য কোন আইন ভারতে প্রচলিত আছে?

উঃ ভারতীয় সংবিধানের ২৫২ (১) অনুচ্ছেদ অনুযায়ী পার্লামেন্ট কর্তৃক জলদূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন পাশ করা হয়।

121. জনদায় বীমা বলতে কী বোঝ?

উঃ মানুষের শ্রম, বুদ্ধি যখন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উৎপাদনের সঙ্গে যুক্ত হয় তখন সেই মানুষকে মানব সম্পদ বলে।

122. তৃতীয় বিশ্বের পরিবেশ সংক্রান্ত প্রধান সমস্যাগুলি কী কী?

উঃ ক্রমবর্ধমান জনসংখ্যা, দারিদ্রতা, সচেতনতার অভাব।

123. পরিবেশ আন্দোলন বলতে কী বোঝ?

উঃ পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য এবং পরিবেশের ক্ষতিসাধনকারী বিভিন্ন শক্তি সম্পর্কে জনমত গঠনের উদ্দেশ্যে প্রতিবাদ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণই হল পরিবেশ আন্দোলন।

124. খরা ও অনাবৃষ্টির মধ্যে পার্থক্য কী?

উঃ যখন চাহিদার থেকে ২৫-৫০ ভাগ কম বৃষ্টিপাত হয় তখন তাকে খরা বলে। আর নির্দিষ্ট সময়ে প্রয়োজনীয় বৃষ্টি না হলে তাকে অনাবৃষ্টি বলে।

125. ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও চীনের একটি করে বন্যাপ্রবণ নদীর নাম লেখ।

উঃ ভারতের বন্যা প্রবণ নদী হল গঙ্গা ও তার শাখা নদী। বাংলাদেশের পদ্মা ও তার শাখানদী। পাকিস্তানের সিন্ধু ও চীনের হোয়াংহো।

126. বিংশ শতাব্দীর প্রথম দিকে শক্তির উৎসগুলি কী কী ছিল?

উঃ সৌরশক্তি, জল শক্তি, বায়ু শক্তি, কয়লা ও পেট্রোলিয়াম প্রভৃতি।

127. নীরব বসন্ত বইটির রচয়িতা কে?

উঃ র‍্যাচেল কার্সন।

128. মানব বিকাশের ক্ষেত্রে ভারতের কোন রাজ্য সর্বোচ্চ স্তরে রয়েছে?

উঃ কেরালা।

129. কোথায় পরিবেশ সংক্রান্ত প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়?

উঃ ১৯৯২ সালে ৩ রা জুন থেকে ১৪ ই জুন ব্রাজিলের রিও ডি জেনিরোতে।

130. মোটর গাড়ীর ধোঁয়াতে যেসব ক্ষতিকারক গ্যাস থাকে তার মধ্যে চারটির নাম কর।

উঃ নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড।

131. গ্রীষ্মমণ্ডলীয় বৃষ্টিবহুল বনভূমি বলতে কী বোঝায়?

উঃ জীববৈচিত্র্যময় সম্পদে অদ্বিতীয় নিরক্ষরেখার নিকটবর্তী অঞ্চলে অবস্থিত বনভূমিকে গ্রীষ্মমণ্ডলীয় বৃষ্টিবহুল বনভুমি বলে। এখানে সারাবছর তাপমাত্রা ও আর্দ্রতা মোটামুটি একইরকম থাকে। সারাবছর ধরে বৃষ্টি হয়। এই বনভূমিতে আলোক সন্ধানী লতানে ও পরাশ্রয়ী উদ্ভিদ প্রজাতি দেখতে পাওয়া যায়। নিশাচর ও গেছো প্রাণীদের বসবাসের ক্ষেত্র এই বনভূমি।

132. রাইজোবিয়াম কী ও এটি কোন কাজে ব্যবহৃত হয়েছে?

উঃ মাটিতে বসবাসকারী উপকারী মিথোজীবি ব্যাকটেরিয়া। এরা শিল্পী গোত্রীয় উদ্ভিদের মূলে অর্বুদ সৃষ্টি করে বসবাস করে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে।

133. জলচক্র বলতে কী বোঝ?

উঃ যে সুনিয়ন্ত্রিত প্রাকৃতিক শক্তির ফলে জল তার উৎস স্থল থেকে ক্রমাগত অপ্রতিহত অবস্থায় পরিবেশে আবর্তিত হয়ে পরিবেশে জলের ভারসাম্য বজায় রাখে সেই চক্রাকার আদান-প্রদান রীতিকেই জলচক্র বলে।

134. জীববৈচিত্র্যকে কেন একটি অর্থনৈতিক সম্পদ বলা হয়?

উঃ জীববৈচিত্র্যের গুরুত্ব আজ সর্বজন স্বীকৃত। খাদ্য, বস্ত্র, বাসস্থানের প্রয়োজনে এবং মানুষ ও প্রাণীর জীবনধারণের জন্য জীববৈচিত্র্যের প্রয়োজনীয়তা যথেষ্ট। বনসম্পদ, জলসম্পদ, জীবানুসম্পদ প্রত্যেকটিই অর্থনীতির দিক থেকে গুরুত্বপূর্ণ।

135. BOD বলতে কী বোঝ?

উঃ পরিত্যক্ত ধোয়ানীতে যেসব জৈব পদার্থ থাকে তার জারণের জন্য যে অক্সিজেন প্রয়োজন হয় তাকে জৈবরাসায়নিক অক্সিজেন চাহিদা বা Biochemical Oxygen Demand বলে; যা সংক্ষেপে BODI 

136. পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান ও তিনটি অভয়ারণ্যের নাম লেখ।

উঃ জাতীয় উদ্যান– সুন্দরবন, অভয়ারণ্য জলদাপাড়া, সজনেখালি, গরুমারা।

137. তাপমাত্রার বৈপরীত্য কাকে বলে?

উঃ গ্রীন হাউস গ্যাসের গাঢ়ত্ব বৃদ্ধির ফলে তাপমাত্রার যে অস্বাভাবিক পরিবর্তন হয় তাকে তাপমাত্রার বৈপরীত্য বলে।

138. বিশ্বব্যাঙ্ক প্রদত্ত দারিদ্র্য কথাটির সংজ্ঞা দাও। 

উঃ বিশ্বব্যাঙ্কের নীতি অনুযায়ী যে ব্যক্তির দৈনিক আয় ১ ডলারের কম তাকে দরিদ্র ব্যক্তি বলে।

139. ভারতের ধসপ্রবণ এলাকাগুলির নাম লেখ।

উঃ কার্সিয়াং, লোধামা, মহানদী, রাম্মাম, সিরিখোলা, চুনাভাটি ইত্যাদি।

140. মনুষ্যসৃষ্ট বন্যার কারণগুলি সংক্ষেপে উল্লেখ কর।

উঃ

ক। জলাধারগুলি থেকে হঠাৎ জল ছাড়া।
খ। নদী ও নদীবাঁধ গুলির দীর্ঘদিন সংস্কার না করা।
গ। নদীর পলি না সরিয়ে উদ্বৃত্ত নোংরা আবর্জনা ফেলে নদীর নাব্যতা কমিয়ে ফেলা।


141. জল (দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ) আইন ১৯৭৪ অনুযায়ী কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রধান কাজ কী?

উঃ

ক। জলদূষণ নিয়ন্ত্রনে কেন্দ্রীয় সরকারকে পরামর্শ দেওয়া।
খ। বিভিন্ন স্থানে জলদূষণ সম্বন্ধীয় তথ্য ও পরিসংখ্যান সংগ্রহ করে তার প্রতিরোধের ব্যবস্থা করা।
গ। জল দূষণ বিষয়ে সাধারণ জনগণকে সজাগ করে তোলা।


142. ১৯৯১ সালের জনদায় বীমা আইনের প্রধান উদ্দেশ্য কী?

উঃ ১৯৯১ সালের জনদায় বীমা আইনের মূল উদ্দেশ্য ক্ষতিকারক বস্তু নিয়ে কাজ করার ক্ষেত্রে দুর্ঘটনার সময় ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে দ্রুত আর্থিক সাহায্য দান করে তাকে সহায়তা করা।


143. গ্রেজিং খাদ্যশৃঙ্খল কাকে বলে?

উঃ যে খাদ্যশৃঙ্খলে উৎপাদক স্তর থেকে শক্তি ধাপে ধাপে তৃণভোজী ও মাংসাশী প্রাণীদের মধ্যে সংক্রমিত হয় তাকে গ্রেজিং খাদ্যশৃঙ্খল বলে। যেমন– উদ্ভিদ → হরিণ → বাঘ।

144. বায়োম কাকে বলে? 

উঃ উদ্ভিদ ও প্রাণীজগৎ মাটি ও জলবায়ুর সাথে পারস্পরিক সম্পর্কের মাধ্যমে যে বাস্তুতান্ত্রিক একক গড়ে তোলে তাকে বায়োম বলে।

145. গ্রীষ্মমণ্ডলীয় বৃষ্টিবহুল ভূমির বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত?

উঃ ২০০-২৫০ সেমি।

146. নবীকরণ অযোগ্য দুটি অজৈব সম্পদের নাম লেখ।

উঃ সৌরশক্তি, সমুদ্রের জোয়ার ভাটা, বায়ুশক্তি।

147. ননডিগ্রেডেবল বর্জ্য পদার্থের একটি উদাহরণ দাও।

উঃ গোবর।

148. সর্বপ্রথম কে কত সালে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করেন?

উঃ ১৯৩৫ খ্রীষ্টাব্দে মার্কিন বিজ্ঞানী চার্লস।

149. পশ্চিমবঙ্গের দুটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখ।

উঃ কোলাঘাট, ব্যাণ্ডেল, মেজিয়া।

150. PAN কী?

উঃ পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট। এর প্রভাবে ক্যান্সার ও চোখের রোগ হয়।

151. ভৌমজল কাকে বলে?

উঃ যে জল ফাটল দিয়ে ভূ-গর্ভের ভিতরে প্রবেশ করে অসংবদ্ধ শিলাখণ্ডের জলভাণ্ডার সৃষ্টি করে তাকে ভৌমজল বলে।

152. পর্ণমোচী বনভূমির চারটি বৃক্ষের নাম কর?

উঃ ফার, পাইন, ওক, বীচ।

153. জীববৈচিত্র্যের গুরুত্ব বর্ণনা কর।

উঃ

ক। জীববৈচিত্র্যের জন্যই পৃথিবী একমাত্র গ্রহ যা বাসস্থানের উপযুক্ত।
খ। জীববৈচিত্র্য পৃথিবীর বাস্তুতন্ত্রের নিয়ামক ও অপরিহার্য উপাদান।
গ। বায়ুমণ্ডল, জলমণ্ডলকে রক্ষার জন্যও জীববৈচিত্র্য উপযোগী।

154. ইনসিটু সংরক্ষণ কী?

উঃ ইনসিটুতে জীবকে তার নিজস্ব প্রাকৃতিক বা পূর্ণগঠিত বাস্তুতন্ত্রে সংরক্ষণ করা হয়। যেমন- অভয়ারণ্য।

155. অভয়ারণ্যের গুরুত্ব বর্ণনা কর।

উঃ

ক। বাস্তুতন্ত্র ও খাদ্য শৃঙ্খলে ভারসাম্য বজায় থাকে।
খ। প্রাকৃতিক পরিবেশে অক্সিজেনের যোগান অক্ষুন্ন থাকে।
গ। জীববৈচিত্র্য বজায় থাকে।

156. পরিবেশগত বিপর্যয় কাকে বলে?

উঃ পরিবেশের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলি মানুষের পক্ষে প্রতিকূল হলে তাকে পরিবেশের বিপর্যয় বলে।

157. ধস কাকে বলে?

উঃ পৃথিবীর কোন স্থান বিশেষ করে পার্বত্য অঞ্চলে অভিকর্ষজনিত শক্তির ফলে ভূ-ভাগের কোন অংশ স্খলিত হলে তাকে ধস বলে।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area