Ads Area


পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর | Life Science Question Answers PDF Download

পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর | Life Science Question Answers PDF Download


পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর | Life Science Question Answers PDF Download


পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর | Life Science Question Answers PDF Download- jibikadisari.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর | Life Science Question Answers PDF Download প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর | Life Science Question Answers PDF Download নিচে পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর গুলি যত্নসহকারে পড়ুন বা মুখস্ত করুন ও চাকুরী পরীক্ষায় এক ধাপ এগিয়ে থাকুন।



জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর



1. নারী/পুরুষ এর মধ্যে কার মস্তিস্ক যে কোনো সিদ্ধান্ত দ্রুত দিতে পারে?

উত্তর- পুরুষ মস্তিস্ক

2. পূর্ণাঙ্গ স্নায়ু কোষকে কী বলে?

উত্তর- নিউরন

3. স্ত্রী জনন বৈশিস্টের জন্য দায়ী কোন ক্রোেমাজোম?

উত্তর- x ক্রোমাজোম

4. মানব দেহে ক্রোেমাজোমের সংখ্যা কত?

উত্তর- ২৩ জোড়া

5. জীবের বংশগতির একক কোনটি?

উত্তর- জিন

6. এন্টামিবার সংখ্যাধিক্যে মানব দেহে কী সৃষ্টি হয়?

উত্তর- আমাশয়

7. AIDS অর্থ কী?

উত্তর- Acquired Immune Deficiency Syndrome.

8. কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলে?

উত্তর- O গ্রুপ

9. বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবী কে?

উত্তর- লুইস ব্রাউন (ইংল্যান্ড)

10. পেসমেকার কে আবিস্কার করেন?

উত্তর- জার্মানির সিমেন্স এলিয়া কোম্পানী, ১৯৫৮ সালে

11. মেডিসনের জনক কে?

উত্তর- হিপোক্রেটিস

12. মানব দেহের রক্তের পরিমাণ কত?

উত্তর- ৫-৬ লিটার

13. পেনিসিলিন কে আবিস্কার করেন?

উত্তর- আলেকজান্ডার ফ্লেমিং

14. রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে?

উত্তর- ভিটামিন এ

15. বেরিবেরি রোগ হয় কোন ভিটামিনের অভাবে?

উত্তর- ভিটামিন বি-১

16. ঠোটের কোনা মুখের ঘা কিসের অভাবে হয়?

উত্তর- ভিটামিন-বি ২

17. ক্ষতস্থান থেকে রক্ত পরা বন্ধ করে কোন ভিটামিন?

উত্তর- ভিটামিন-কে

18. জলের অনুর আণবিক গঠন কেমন?

উত্তর- সরলরৈখিক

19. সবচেয়ে হালকা ধাতুর নাম কি?

উত্তর- লিথিয়াম

20. যৌগিক অণুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন?

উত্তর- রবার্ট হুক

21. সূর্যালোক পৃথিবীতে পৌঁছাতে কত সময় নেয়?

উত্তর- ৮ মিনিট

22. মানব দেহের সবচেয়ে বড় অস্থির নাম কী?

উত্তর- ফিমার

23. মানব দেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কী?

উত্তর-ত্বক

24. লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত দিন?

উত্তর- ১২০

25. শ্বেত কণিকার আয়ুষ্কাল কত দিন?

উত্তর- ৫-৬ দিন

26. অনুচক্রিকার গড় আয়ু কত দিন?

উত্তর- ১০ দিন

27. রক্তের গ্রুপ আবিস্কার করেন কে?

উত্তর- ল্যান্ড স্টিনার 

28. বিলিরুবিন কোথায় তৈরী হয়?

উত্তর- যকৃতে 

29. মুত্র প্রস্তুত হয় কোথায়?

উত্তর- কিডনীতে

30. মহিলাদের পরিপূর্ণ জনন কোষকে কী বলে?

উত্তর- ডিম্বাণু


31. প্রতি মিনিটে হৃদপিন্ডের সাভাবিক স্পন্দন কত?

উত্তর- ৭২ বার

32. নাড়ির স্পন্দন প্রভাবিত হয় কিসের মাধ্যমে?

উত্তর- ধর্মনীর মাধ্যমে

33. মানব দেহের রক্ত সঞ্চালন চক্র কে আবিস্কার করেন?

উত্তর- ইউলিয়াম হার্ভে

34. ফারেনহাইট স্কেল এ মানব দেহের সাভাবিক উষ্ণতা কত?

উত্তর- ৯৮.৪ ডিগ্রী

35. নারী পুরুষের মধ্যে কার তথ্য ধারণ ক্ষমতা বেশি?

উত্তর- নারীর

 36. মায়াটম পেশী কোন প্রাণীতে থাকে?

উত্তর- মাছ

37. তড়িৎ প্রবাহের একক কি?

উত্তর- অ্যাম্পিয়ার

38. ভিনিগার কার লঘু দ্রবণ?

উত্তর- অ্যাসিটিক অ্যাসিড

39. প্রথম আবিষ্কৃত জীবাণু কোনটি?

উত্তর- টোবাকো মোজাইক ভাইরাস

40. শিক্ষা স্মৃতি ইত্যাদি মানসিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে কোন মস্তিষ্ক?

উত্তর- গুরু মস্তিষ্ক

41. হাঙররা জল থেকে কিসের মাধ্যমে প্রয়োজনীয় অক্সিজেন নেয়?

উত্তর- গিলস্লিট

42. মস্তিষ্কের আবরণীর নাম কি?

উত্তর- মেনিনজেস

43. মানব দেহের সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ কোনটি?

উত্তর- পিটুইটারি গ্রন্থি

44. কোন ভিটামিনের অভাবে ওজন হ্রাস পায়?

উত্তর- Bo 

45. হলুদ বর্ণের পরিপূরক রং কি?

উত্তর- নীল

46. কিউসেক কি মাপার একক?

উত্তর- জল

47. ফল পাকাতে কোন হরমোন ব্যবহার করা হয়?

উত্তর- ইথিলিন

48. পেলেগ্রা কোন ভিটামিনের অভাবে হয়?

উত্তর- B5

49. পরিব্যক্তি বাদের প্রবক্তা কে?

উত্তর- দ্য ভ্রিজ

50. পৃথিবীর সর্ববৃহৎ অমেরুদন্ডী প্রাণী কি?

উত্তর- অক্টোপাস

51. নির্জন কোষের তড়িচ্চালক বলের মান কত?

উত্তর- 1.5 ভোল্ট

52. পারমাণবিক চুল্লিতে কোন জল ব্যবহার করা হয়?

উত্তর- ভারী জল

53. ভিনিগার কিসের লঘু দ্রবন?

উত্তর- অ্যাসিটিক অ্যাসিড

54. আলোর গতির আবিস্কারক কে?

উত্তর- এ মাইকেলসন

55.  ইনসুলিন কোথায় উত্পন্ন হয়?

উত্তর- অগ্নাশয়ে

56.  ইন্টারফেরন কি?

উত্তর- ক্ষুদ্র ক্ষুদ্র অনেক গুলো প্রোটিনের সমষ্টি যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

57. ইলেকট্রন কে আবিস্কার করেন?

উত্তর- জন থম্পসন

58. ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ কত?

উত্তর- ০.১৫-১.৫ %

59. উদ্ভিদ বিজ্ঞানের জনক কে?

উত্তর- থিও ফ্রাসটাস

60. উদ্ভিদের জীবন্ত জীবাশ্ম কোনটি?

উত্তর- Cycas

61. উদ্ভিদের প্রজনন অঙ্গ কোনটি?

উত্তর- ফুল

62. একোয়া রেজিয়া বা রাজ অম্ল কাকে বলে?

উত্তর- ৩ : ১ অনুপাতের নাইট্রিক ও হাইড্রক্লোরিক অ্যাসিড

63. এটম বোমা কে আবিস্কার করেন?

উত্তর- অটোহ্যান

64. কম্পাঙ্ক বাড়লে শব্দের তীকণ্নতা?

উত্তর- বাড়ে

65. কান্সারকে নিয়ন্ত্রণ করার প্রাথমিক পদক্ষেপ কোনটি?

উত্তর- ইন্টারফেরণ প্রয়োগ

66. কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে?

উত্তর- সিনকোনা


67. কে মেন্ডেলের ফ্যাক্টরের নাম দিয়েছিলেন জিন?

উত্তর- বেটসন ১৯০৮ সালে

68. কেচো কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়?

উত্তর- ত্বকের

69. কোন অধাতু বিতদুত অপরিবাহী?

উত্তর- গ্রাফাইট

70. কোন উদ্ভিদ আমিষ-

উত্তর- ডাল

71. কোন জন্তুর চারটি পাকস্থলী আসে?

উত্তর- গরুর

 72. হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ?

উত্তর- আমিষ (হিম হলো লৌহ আর গ্লোবিন হলো প্রোটিন)

73. কোন প্রানীকে মরুভূমির জাহাজ বলা হয়?

উত্তর- উট

74. আকৃতি, অবস্থান ও কাজের প্রকৃতিভেদে আবরণী টিস্যু কত ধরনের-

উত্তর- ৩

75. হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত?

উত্তর- বিশেষ ধরনের অনৈচ্ছিক 

76. রক্তে হিমোগ্লোবিনের কাজ কি?

উত্তর- অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইড পরিবহন করা

77. মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস-

উত্তর- শ্বসন

78. ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান গ্রহণ করে?

উত্তর- নাইট্রোজেন

79. ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হল-

উত্তর- চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়

80. সুষম খাদ্যের উপাদান কয়টি?

উত্তর- ৬ টি

81. হাড় ও দাঁতকে মজবুত করে ?

উত্তর- ক্যালসিয়াম ও ফসফরাস

82. অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হল–

উত্তর- গ্লাইকোজেন

83. প্রানী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে-

উত্তর- বিবর্তন বিদ্যা (জেনেটিক্স হলো বংশগতি বিদ্যা)

84. কোন ডালের সঙ্গে ল্যাথারাইজম রোগের সম্পর্ক আছে?

উত্তর- খেসারী

85. জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি?

উত্তর- জল সেচ

86. যে সব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয়-

উত্তর- প্যাথজেনিক

87. মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?

 উত্তর- স্নায়ুতন্ত্রের

88.  ভাইরাস জনিত রোগ নয় কোনটি?

উত্তর- নিওমোনিয়া

89. কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে?

উত্তর- ট্রিপসিন

90. মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে?

উত্তর- প্লিহাতে

91. কোনটি এ্যান্টিবায়োটিক?

উত্তর- পেনিসিলিন

92. জন্ডিসে আক্রান্ত হয়–

উত্তর- যকৃত

93. সবচেয়ে বড় ভাইরাস হল-

উত্তর- গো-বসন্তের ভাইরাস

94. কোনো পরিবহন তন্ত্র নেইউত্তর-

উত্তর- ছত্রাকের

95. ঝিনুকের রক্তে কি নেই?

উত্তর- হিমোগ্লোবিন


96. গলদা চিংড়ি কোন পর্বের প্রানী?

উত্তর- আর্থ্রোপোডা

97. মুক্তায় কত ভাগ ক্যালসিয়াম কার্বনেট (caco3) থাকে?

উত্তর- ৮৮-৯০ ভাগ

98. চিংড়ির চাষকে কি বলে?

উত্তর- Prawn culture

99. ঝিনুক সংগ্রহের আদর্শ সময় কোনটি?

উত্তর- গ্রীষ্মকাল

100. "আমা" শব্দের অর্থ কি?

উত্তর- সাগর কন্যা

101. কত সালে মৎস্য সংরক্ষন আইন প্রনয়ন করা হয়?

উত্তর- ১৯৫০

102. মাছ চাষের জন্য উপকারী জল হল-

উত্তর- ক্ষার ধর্মী জল

103. মাছের প্রাকৃতিক খাবার হল-

উত্তর- প্লাংকটন

104. ক্ষুদ্র ক্ষুদ্র প্রানীকে কি বলে-

উত্তর- জুয়োপ্ল্যাংকটন

105. ব্ল্যাক টাইগার বলা হয়–

উত্তর- বাগদা চিংড়ি

106. মানবদেহে সবথেকে বড়ো অন্তঃক্ষরা গ্রন্থি হল?

উত্তর- থাইরয়েড গ্রন্থি

107. তরুণাস্থির পর্দার নাম কি?

উত্তর- পেরিকন্ড্রিয়াম

108. রেচনতন্ত্রের গাঠনিক একক কি?

উত্তর- নেফ্রন

109. কংকালতন্ত্রের গাঠনিক একক কি?

উত্তর- অস্থি

110. যকৃতের গাঠনিক একক কি?

উত্তর- হেপাটোসাইট

111. মাংসপেশীর গাঠনিক একক কি?

উত্তর- মায়োসাইট

112. ফুসফুসের গাঠনিক একক কি?

উত্তর- এলভিওলাই

113. মানবদেহে জলের পরিমাণ কত শতাংশ?

উত্তর- ৬০ % থেকে ৭০ %

114. মানবদেহে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোনটি?

উত্তর- হাইপোথ্যালামাস

115. কোন রস যা শর্করা ও আমিষ উভয়কে পরিপাক করে?

উত্তর- অগ্ন্যাশয় রস

116. ক্ষুদ্রান্ত্রের দৈর্ঘ্য কত?

উত্তর- ৬ মিটার

117. পিত্তের বর্ণের জন্য দায়ী কি?

উত্তর- বিলিরুবিন

118. স্ট্রিকনিন কোথায় থাকে?

উত্তর- কুচেলা গাছের বীজে

119. ক্যান্সারের কারন কোন জীনের সক্রিয়তা?

উত্তর- অঙ্কোজিন 

120. প্রতিদিন আমরা গড়ে আমিষ খাই কত গ্রাম

উত্তর- ২১

121. জীবদেহের কাজের একক কি?

উত্তর- কোষ

122. সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন কে?

উত্তর- রবার্ট হুক

123. টিস্যুর গঠনগত একক কি?

উত্তর- কোষ

124. কত সালে রিকম্বিনেট DNA তৈরি করা হয়?

উত্তর- ১৯৭২

125. প্রানিজগতের জীববৈচিত্র্যকে কি বলে?

উত্তর- প্রানীবৈচিত্র্য

126. Fauna বলতে কি বুঝায়?

উত্তর- প্রানিকূল

127. ছত্রাকের কোষ কি দিয়ে তৈরি?

উত্তর- কাইটিন

128 DNA কোথায় থাকে?

উত্তর- নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমে ভাসমান অবস্থায় নিউক্লিয়ার রেটিকুলামে 

129. একবীজপত্রী উদ্ভিদ-

উত্তর- নারিকেল, সুপারি, তাল ইত্যাদি

130. সবচাইতে দ্রুতগামী পাখি কোনটি?

উত্তর- সুইফট বার্ড


131. বানরের হাত আছে কয়টি?

উত্তর- হাত নেই

132. কলকাসুন্দা কি?

উত্তর- উপগুল্ম

133. হংকং ভাইরাস নামে পরিচিত কোন ভাইরাস?

উত্তর- SARS

134. বিলিরুবিন কোথায় থাকে?

উত্তর- প্লীহায়

135. মানব দেহের মোট কশেরুকার সংখ্যা কতটি?

উত্তর- ৩৩ টি

136. সুষমখাদ্যে শর্করা, আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাত কত?

উত্তর- ৪ : ১ : ১

136. রক্তশূন্যতা দেখা দেয় কিসের অভাবে?

উত্তর- আয়রনের অভাবে

137. কোন জলজ জীবটি বাতাসে নিশ্বাস নেয়

উত্তর- শুশুক

138. সবচেয়ে বড়ো কোশ কোনটি?

উত্তর- উট পাখির ডিম

139. ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় কোন প্রাণী?

উত্তর- মাছ

140. কেঁচোর শ্বাস অঙ্গের নাম কী?

উত্তর- দেহত্বক

141. সাদা রক্ত বা বর্ণহীন রক্তের প্রাণীটির নাম লেখো।

উত্তর-  তেলাপোকা

142. কোন প্রাণীকে কৃষকের বন্ধু বলা হয়?

উত্তর- কেঁচোকে

143. কোন কোশ অঙ্গাণুকে কোশের শক্তিঘর বলা হয়?

উত্তর- মাইটোকন্ড্রিয়াকে

144. জীবাণুবিদ্যার জনক কে?

উত্তর- লুইপাস্তুর

145. সবচেয়ে ক্ষুদ্র জীব কোনটি?

উত্তর-  মানব ডিম্বাণু

146. কোন প্রাণীর বহি: ফুলকা দেখা যায়?

উত্তর- রাজ কাঁকড়া

147. কোন প্রাণীর গমন অঙ্গের নাম ক্ষণপদ?

উত্তর- অ্যামিবা

148. সবচেয়ে ভারী গ্যাস কোনটি?

উত্তর- রেডন

149. হিমোগ্লোবিনের কাজ কী?

উত্তর- অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বহন করা

150. কঠিনতম মৌলিক পদার্থ কোনটি?

উত্তর- হীরক 

151. অক্সিজেন সিলিন্ডার কি মেশানো হয়?

উত্তর- হিলিয়াম

152. সর্বাপেক্ষা হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি?

উত্তর- হিলিয়াম

153. জলের চেয়ে হালকা ধাতু কি?

উত্তর- সোডিয়াম

154. মানবদেহে মোট কয়টি হাড় রয়েছে?

উত্তর- ২০৬ টি

155. সবচেয়ে ভারী অধাতু কোনটি?

উত্তর- অ্যাস্টে টাইন

 156. বিরল মৃত্তিকা মৌল কোনগুলো?

উত্তর- সিরিয়াম, লুটেশিয়াম

157. মূত্রে জলের পরিমান কোন হরমোন নিয়ন্ত্রণ করে?

উত্তর- এডিএইচ

158. কোন গ্যাস ক্ষারধর্মী?

উত্তর- এমোনিয়া গ্যাস ক্ষারধর্মী


159. ভিটামিন সি এর অপর নাম কি?

উত্তর- এসকরবিক এসিড

160. মানব দেহের বৃহত্তম গ্রন্থির নাম কি?

উত্তর- লিভার

162. প্রাকৃতিক নির্বাচন তথ্যটির প্রবক্তা কে?

উত্তর- সি আর ডারউইন

163. লেবুতে এমন কোন ভিটামিন থাকে যে স্কার্ভি রোগ প্রতিরোধ করে?

উত্তর- ভিটামিন সি

164. নিউটন কিসের একক?

উত্তর- বলের একক

165. মানুষের চোখে কি রকম লেন্স থাকে?

উত্তর- উত্তল লেন্স

166. স্যাকারিনের উৎস কি?

উত্তর- আলকাতরা থেকে পাওয়া জৈব যৌগ টলুইন

167. মাইক্রো কথাটির অর্থ কি?

উত্তর- অতি ক্ষুদ্র

168. সবচেয়ে হালকা গ্যাস কোনটি?

উত্তর- হাইড্রোজেন

169. হিমোগ্লোবিনের কাজ কী?

উত্তর- অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বহন করা

170. পালমোনারী (ফুসফুসীয়) শিরা কী বহন করে?

উত্তর- অক্সিজেন বাহী রক্ত

171. মানব দেহের হৃতিপণ্ড কতো প্রকোষ্ট বিশিষ্ট?

উত্তর- চার প্রকোষ্ট বিশিষ্ট

172. লোহিত রক্ত কণিকার আয়ুষ্কাল কতো দিন?

উত্তর- ৫-৬ দিন

173. রক্তে কোন ধাতু থাকে?

উত্তর- আয়রন থাকে


জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF ডাউনলোড



File Details:
File Name- jibikadisari.com- জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF
File Format- pdf
Quality- High
File Size- 1.2 MB
File page- 18
File Location- Google Drive



Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area