Ads Area


সালােকসংশ্লেষ Photosynthesis ও শ্বসন Respiration থকে প্রযোজনীয় তথ্য় এক কথায়

সালােকসংশ্লেষ Photosynthesis ও শ্বসন Respiration  থকে প্রযোজনীয় তথ্যাদি

সালােকসংশ্লেষ Photosynthesis ও শ্বসন Respiration  থকে প্রযোজনীয় তথ্য় এক কথায়
সালােকসংশ্লেষ ও শ্বসন


বর্তমানে WBCS, UPSC, SCHOOL SERVICE COMMISSION, STAFF SELECTION COMISSION, RAIL, POLICE, BANK ছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞান || General Knowledge || বিষয় থেকে বেশ কিছু সংখ্যক করে প্রশ্ন এসেই থাকে। সে কথা মাথায় রেখেই, www.jibikadisari.com ওয়েব সাইটটি সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য উপযুক্ত জেনারেল নলেজ || General Knowledge নিয়ে এসেছে আপনাদের কাছে। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় বা চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ // জিকে // General Knowledge পার্ট এর সঠিক প্রস্তুতি নিতে চলেছেন। তা হলে সমস্ত চাকরির পরীক্ষার স্টাডি মেটিরিয়ালস সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ পেতে এবং সরকারি চাকরির খবর সবার আগে পেতে আমাদের ওয়েব সাইটে প্রতিদিন ভিজিট করুন www.jibikadisari.com

সালোকসংশ্লেষ প্রশ্ন উত্তর PDF

সালোকসংশ্লেষের আলোক দশা

jibikadisari.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি  সালােকসংশ্লেষ Photosynthesis ও শ্বসন Respiration  থকে প্রযোজনীয় তথ্য় এক কথায় Pdf প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি  সালােকসংশ্লেষ Photosynthesis ও শ্বসন Respiration  থকে প্রযোজনীয় তথ্য় এক কথায় Pdf. নিচে  সালােকসংশ্লেষ Photosynthesis ও শ্বসন Respiration  থকে প্রযোজনীয় তথ্য় এক কথায় pdf টি যত্নসহকারে পড়ুন বা মুখস্ত করুন ও চাকুরী পরীক্ষায় এক ধাপ এগিয়ে থাকুন । এই  সালােকসংশ্লেষ Photosynthesis ও শ্বসন Respiration  থকে প্রযোজনীয় তথ্য় এক কথায় Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।


জীবন বিজ্ঞান বিষয় থেকে সালোকসংশ্লেষ শ্বসন এই  ইম্পর্টান্ট অধ্যায় থকে গুরুত্বপূর্ণ তথ্য আকারে দেওয়া হলো


চাকরির পরীক্ষায় নিজেকে এক ধাপ এগিয়ে নয়ে যান এবং নিজের জ্ঞান ভান্ডার বাড়িয়ে নিন | All competitive exam General Knowledge in Bengali

সালােকসংশ্লেষ (Photosynthesis)


1. 1898 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বার্নেস সর্বপ্রথম ফটোসিন্থেসিস বা সালােকসংশ্লেষ কথাটি প্রবর্তন করেন ।

2. পাতার মেসােফিল কলায় সালােকসংশ্লেষ ঘটে ।

3. সালােকসংশ্লেষীয় একককে কোয়ান্টাজোম বলে

4. কোয়ান্টাজোম  250 টি ক্লোরােফিল অণু নিয়ে গঠিত ।

5. Mg ক্লোরােফিল গঠনে ব্যবহৃত হয় ।

6. সালােকসংশ্লেষ বা আলােকদশায় শক্তির উৎস সূর্য এবং অঙ্গার আত্তীকরণে শক্তির উৎস ATP ।

7. ব্লাকম্যান সর্বপ্রথম প্রমাণ করে সালােকসংশ্লেষ আলােক এবং অন্ধকার দশার সমন্বয়ে গঠিত ।

8. ফোটন কনা একপ্রকার বােসন কনা

9.  ATP কে কোশের এনার্জি কারেন্সি বলে ।

10. সালােকসংশ্লেষ একপ্রকার উপচিতি বিপাক

11. সালােকসংশ্লেষে সৃষ্ট গ্লুকোজ অণুতে অক্সিজেনের উৎস CO2 |

12. সালােকসংশ্লেষে সক্ষম প্রাণি হল ইউপ্পিনা, ক্রাইসামিবা

13. সালােকসংশ্লেষে অক্ষম উদ্ভিদ হল ছত্রাক এবং স্বর্ণলতা

14. উদ্ভিদদেহে ডায়াস্টেজ উৎসেচক স্টার্চ থেকে গ্লুকোজ প্রস্তুত করে ।

15. বিজ্ঞানী আরনন সর্বপ্রথম ফটোফসফোরাইলেশন পদ্ধতিটির বর্ণনা করেন ।

16. বিজ্ঞানী রবিন হিল ফটোলাইসিস বর্ণনা করেন ।

17.  বিজ্ঞানী রবিন হিল এর নামানুসারে ফটোলাইসিস কে হিল বিক্রিয়া বলে ।

18. সালােকসংশ্লেীয় কার্যবর্ণালী হল নীল (400nm) এবং লাল (700nm) আলাে । যাতে সালােকসংশ্লেষ ভালাে হয় ।

19. সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় 1 অণু গ্লুকোজ উৎপাদনে জন্য 12 অণু জলের প্রয়ােজন হয় ।

20. পরাশ্রয়ী উদ্ভিদের মূলে অবস্থিত ভেলামেন কলা বায়ু থেকে জলীয়বাষ্প শােষণ করে ।

21. পাতায় আপতিত সৌরশক্তির 1-2 % সালােকসংশ্লেষে ব্যবহৃত হয় ।

22. স্থলজ উদ্ভিদের সালােকসংশ্লেষের জন্য কৈশিক জল শােষণ করে ।

23. এক অণু গ্লুকোজে 686 KCal সৌরশক্তি আবদ্ধ থাকে ।

24. সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন O2 এর উৎস হল H2

25. " NADI " কে হিল বিকারক বলে ।

26. ' কোয়ান্টাজোম ’ কথাটি বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক ব্যবহার করেন ।

27. সালোকসংশ্লেষের হার সবচেয়ে বেশী ক্লোরেলা নামক এককোশী শৈবালে ।

28. ব্যাকটেরিয়ার কোশের ক্রোমােটোফোর নামক কোশ  অঙ্গানুতে সালােকসংশ্লেষ সংঘটিত হয় ।

29. সূর্যলােকের উপস্থিতিতে সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় ADP এর সাথে Pi যুক্ত হয়ে ATP উৎপন্ন হওয়ার পদ্ধতিকে ফটোফসফোরাইলেশন বলে ।

30. সালােকসংশ্লেষে সাহায্যকারী লৌহযুক্ত ইলেকট্রন বাহকটি হল সাইটোক্রোম ।

31. 25 ° C থেকে 37 ° C উষ্মতায় সালােকসংশ্লেষ সবচেয়ে ভালাে হয় ।

32. পেলেসিয়াব ' ক্লোরােফিল ’ নামকরণ করেন ।

33. ক্লোরােবিয়াম, রোডডাসিউডােমােনাস, রােভােস্পাইরিলাম সালােকসংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়া ।

34. মহাকাশ বিজ্ঞানীরা মহাকাশযানে ক্লোরেলা উদ্ভিদ রাখেন ।

35. সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় জল জারিত হয় এবং কার্বনডাইঅক্সাইড বিজারিত হয় , তাই ইহাকে জারণ বিজারণ প্রক্রিয়া বলে ।

36. কোয়ান্টাম শক্তির পরিমাণ আইনস্টাইন এককে মাপা হয় ।

37. বর্ণালীর সবুজ আলােতে (560nm) সালােকসংশ্লেষ খুব কম হয় এবং লাল আলােতে (700 nm) সালােকসংশ্লেষ সবচেয়ে ভালাে হয় ।

38. সালােকসংশ্লেীয় রঙ্ক কণাগুলি দুটি রঞ্জকতন্ত্র দ্বারা গঠিত । সেগুলি হল PSI বা PSII ।

39. ফটোফসফোরাইলেশন দুই প্রকার— (i) চক্রাকার ফটোফসফোরাইলেশন । (ii) অচক্রাকার ফটোফসফোরাইলেশন ।

40. CMU এবং, DCMU সালােকসংশ্লেষ প্রতিরােধী উপাদান ।

41. PAN হিল বিক্রিয়ায় বাধা দিয়ে সালােকসংশ্লেষ ব্যাহত করে ।

42. সূর্যালােকের অতি তীব্রতার প্রভাবে সালােকসংশ্লেষ বন্ধ হওয়াকে সােলারাইজেশন বলে ।

 শ্বসন (Respiration)


1. শ্বসন একটি তাপমােচী, অপচিতি বিপাক

2. প্রােটিন শ্বসনবস্তু রূপে ব্যবহৃত হলে তাকে প্রােটোপ্লাজমিক শ্বসন বলে ।

3. শর্করা এবং ফ্যাট শসনবস্তু রূপে ব্যবহৃত হলে তাকে ভাসমান শ্বসন বা ফ্লোটিং শ্বসন বলে ।

4. গ্লুকোজ এবং ফ্রকটোজ পরিপাক ব্যতীরেকে সরাসরি শ্বসন বস্তু রূপে ব্যবহৃত হয় ।

5. NADহল সার্বজনীন হাইড্রোজেন গ্রাহক ।

6. গ্লাইকোলাইসিসের শেষ উপাদান পাইরুভিক অ্যাসিড ।

7. ক্রেবশচক্রের প্রথম স্থায়ী যৌগটি হল সাইট্রিক অ্যাসিড, তাই ইহাকে সাইট্রিক অ্যাসিড চক্র বলে ।

8. শ্বসনে ব্যবহৃত ATP অণুর সংখ্যা 2

9. অবাত শ্বসনের তুলনায় সবাত শ্বসনে 18 গুণ বেশী শক্তি উৎপন্ন হয় ।

10. পেশী কোশ থেকে বিজ্ঞানী Lohman (1929) সর্বপ্রথম ATP পৃথক করেন ।

11. Gay Lussac সর্বপ্রথম সন্ধান আবিষ্কার করেন ।

12. সন্ধান প্রধানত তিন প্রকার । যথা— 1. ] কোহল সন্ধান: Saccharomyces ' sp . 2. ] ল্যাকটিক অ্যাসিড: Bacillus acidiloetic 3. ] অ্যাসিটিক অ্যাসিড: Acetobacter ' acetici 

13. শ্বসনের হার মাপা হয় গ্যানং এর রেসপিরােস্কোপ যন্ত্রে সাহায্যে

14. সারাদিন (24 ঘন্টা) যে সময়ে উদ্ভিদ COঅথবা Oগ্রহণ করে না তাকে টুইলাইট (Twilight) সময় বলা হয় ।

15. গ্লাইকোলাইসিসের অপর নাম EMP পথ ।

16. এক অণু ATP থেকে 7.3 Kcal তাপশক্তি নির্গত হয় ।

17. পেশীর ক্লান্তির ক্ষেত্রে পেশিকোশে অবাতশ্বসনের ফলে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় ।

18. বিজ্ঞানী ল্যাভসীয়াব সর্বপ্রথম রেসপিরেশন শব্দটি ব্যবহার করেন ।

19. সন্ধান প্রক্রিয়ায় সাহায্যকারী উৎসেচকটির নাম জাইমেজ ।

20. শ্বসন পদ্ধতিতে ATP উৎপাদনকে অক্সিডেটিফ ফসফোরাইলেশন বলে ।



File Details :
File Name- সালােকসংশ্লেষ ও শ্বসন [জীবিকা দিশারি]
File Format- pdf
Quality- High
File Size- 811 KB
File page- 6
File Location- Google Drive


Download Link: CLICK HERE TO DOWNLOAD



MORE PDF

DOWNLOAD LINK

বিজ্ঞানে বিভিন্ন শাখার জনকের নাম

Click Here

বিভিন্ন প্রাণীর গমন অঙ্গ এবং গমন পদ্ধতি pdf

Click Here

বিজ্ঞান থকে ইম্পর্টান্ট প্রশ্ন ও উত্তর

Click Here

একনজরে মানব দেহ

Click Here



Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area