Ads Area


খোকনের প্রথম ছবি (বলাইচাঁদ মুখোপাধ্যায় ) প্রশ্ন ও উত্তর || সপ্তম শ্রেণীর বাংলা || Class-7 Bengali Questions And Answers

খোকনের প্রথম ছবি
(বনফুল)

আজ তোমাদের জন্য শেয়ার করতে চলেছি সপ্তম শ্রেণীর বাংলা বই থেকে খোকনের প্রথম ছবি রয়েছে, লেখক বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল) লেখা খোকনের প্রথম ছবি, এই গল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া, তাই সময় নষ্ট না করে নিচের প্রশ্ন উত্তর পড়ে নাও।

সপ্তম শ্রেণীর বাংলা || খোকনের প্রথম ছবি (বনফুল) প্রশ্ন ও উত্তর || Class-7 Bengali Questions And Answers


সপ্তম শ্রেণীর বাংলা || খোকনের প্রথম ছবি (বনফুল) প্রশ্ন ও উত্তর || Class-7 Bengali Questions And Answers

১)"ড্রইং শিখতে লাগল খোকন"-খোকন কোথায় ড্রইং শিখত? আর প্রথমদিকে কী কী আঁকত?

উত্তর: খোকন যে স্কুলে পড়ত, সেখানে ড্রয়িং শেখানো হত। সেই স্কুলেই খোকন ড্রয়িং শিখত।

প্রথমদিকে টুল, টেবিল, চেয়ার, কলসি, কাপ, এমনকি গোরুর ছবিও আঁকত খোকন। এইসময় সে যা দেখত তারই ছবি আঁকত।

২)"একদিন তো মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খোকন" -'বেকুব' শব্দটির অর্থ কী? মেঘের ছবি আঁকতে গিয়ে খোকন বেকুব হয়ে গিয়েছিল কেন?

উত্তর: 'বেকুব' শব্দটির অর্থ হল 'বোকা'।

 একদিন খোকন দেখল আকাশে একটা মেঘ হাতির মতো আকার নিয়েছে। অবিকল একটি হাতি যেন পিছনের দুপায়ে ভর করে শুঁড় তুলে আছে। খোকন ছবিটি এঁকে ফেলল। আঁকার পর আকাশের দিকে তাকিয়ে মিলিয়ে নিতে গিয়ে দেখল, হাতি নেই, হাতিটা ইতিমধ্যে একটি কুমিরের আকার নিয়েছে এবং সেই প্রকাণ্ড কুমিরটি যেন শুয়ে আছে। এসব দেখে শুনে খোকন 'বেকুব' হয়ে গেল।

৩) "এগুলো সব নকল করা ছবি"-কে কাকে এই কথা বলেছেন? 'নকল করা ছবি' বলতে তিনি কী বুঝিয়েছেন? 

উত্তর: লখনউ থেকে আসা খোকনের বাবার একজন চিত্রকর কন্ধু একথা বলেছিলেন খোকনকে।

নকল করা ছবি বলতে নিজের ভাবনা থেকে যে ছবি তৈরি নয়, যা কোনো কিছু দেখে হুবহু আঁকা, সেই ধরনের ছবিকে বোঝানো হয়েছে। এতদিন ধরে খোকন যা এঁকেছে, তা খোকনের নিজের ভাবনার ফসল নয়, কেবল প্রাকৃতিক নানা বস্তু বা মূর্তির যথাযথ অনুকরণ। সেগুলিকে তাই 'নকল করা ছবি' বলা হয়েছে।

৪) ছোটোবেলায় খােকন কী আঁকত?

উত্তর: ছোটোবেলায় খোকন কাগজের ওপর রঙিন পেনসিল দিয়ে হিজিবিজি কাটত।

৫) খোকনের বাড়ির সামনে যে গাছটি ছিল সেটি কী গাছ?

উত্তর: খোকনের বাড়ির সামনে একটি ইউক্যালিপটাস গাছ ছিল।

৬) ড্রয়িংয়ের মাস্টারমশায়ের নির্দেশে খোকন প্রকৃতির কোন্ ছবিটি প্রথম এঁকেছিল?

উত্তর: ড্রয়িংয়ের মাস্টারমশায়ের নির্দেশে খোকন বাড়ির সামনের ইউক্যালিপটাস গাছের ছবি প্রথম এঁকেছিল।

৭)"সেটা আঁকতে পারবে?"-কে কী আঁকার কথা বলেছেন?

উত্তর: ড্রয়িংয়ের মাস্টারমশাই বাড়ির ছাদ থেকে যে পুলটা দেখা যায় সেটি আঁকার কথা বলেছেন।

৮) খোকনের আঁকা কোন্ ছবি দেখে মাস্টারমশাই খুব প্রশংসা করেছিলেন? 

উত্তর: খোকনের আঁকা ইউক্যালিপটাস গাছ ও পুলের ছবি দেখে মাস্টারমশাই খুব প্রশংসা করেছিলেন।

৯) মাস্টারমশাই খোকনকে কখন প্রকৃতি থেকে ছবি আঁকতে বলেছিলেন?

উত্তর: স্কুলে ড্রয়িং শিখতে শুরু করে খোকন টুল, টেবিল, চেয়ার, কলসি, কাপ, এমনকি একটি গোরুর ছবিও এঁকে ফেলে। ড্রয়িং বুক থেকেও কপি করে ছবি আঁকে। এসব দেখেই মাস্টারমশাই তাঁকে প্রকৃতি থেকে ছবি আঁকতে বলেন।

১০) কী দেখে মাস্টারমশাই বুঝেছিলেন খোকন বড়ো চিত্রকর হবে?

উত্তর: খোকনের বাড়ির সামনের ইউক্যালিপটাস গাছের আঁকা ছবি, বাড়ির ছাদ থেকে দেখতে পাওয়া পুলের আঁকা ছবি দেখেই মাস্টারমশাই মনে করেছিলেন যে খোকন বড়ো চিত্রকর হবে।

১১) "বেকুব হয়ে গেল খোকন।"-'বেকুব' শব্দের অর্থ লেখো।

উত্তর: 'বেকুব' শব্দের অর্থ হল বোকা।

১২) "গিয়ে দেখে-হাতি নেই, প্রকান্ড একটা কুমির শুয়ে আছে।" কীসের কথা বলা হয়েছে?

উত্তর: মেঘের হাতি থেকে কুমিরের রূপ বদলের কথা বলা হয়েছে।

১৩) খোকনের বাবার বন্ধু কে?

উত্তর: খোকনের বাবার বন্ধু একজন চিত্রকর।

১৪) খোকনের মধ্যে শিল্পী হয়ে ওঠার প্রথম ইঙ্গিত কীভাবে পাওয়া যায়?

উত্তর: যেদিন সূর্য, গোলাপ ফুল কিংবা মেঘের ছবি এঁকে খোকনের মনে হয়েছিল তাদের সৌন্দর্য বা রূপকে সে তার সৃষ্টির মধ্য দিয়ে সঠিকভাবে প্রকাশ করতে পারছে না, সেদিনই খোকনের শিল্পী হয়ে ওঠার প্রথম ইঙ্গিত পাওয়া যায়।

১৫)"প্রকৃতির ছবি ঠিক আঁকা যায় না”-কেন?

উত্তর: প্রকৃতির ছবি ঠিক আঁকা যায় না কারণ প্রকৃতির সৌন্দর্য ও বিস্তারকে ছবিতে ফুটিয়ে তোলা যায় না। সূর্যের ছবিতে তাই খোকন সূর্যের দীপ্তি ফোটাতে পারেনি, কিংবা দেখতে পারেনি গোলাপ ফুলের ছবিতে গোলাপের সৌন্দর্য।

১৬) "চিত্রকর চলে গেলেন।"-এই চিত্রকর কে ছিলেন?

উত্তর: প্রশ্নে উল্লিখিত চিত্রকর ছিলেন খোকনের বাবার বন্ধু।

১৭)"... শুরু করে দিল আঁকতে।”-খোকন কীভাবে আঁকতে শুরু করেছিল?

উত্তর: খোকন তার কল্পিত অন্ধকারকে কালো রং আর তুলি দিয়ে ছবি আঁকতে শুরু করে দিল।

১৮) 'নিজের আঁকা ছবি' বিষয়ে খোকনকে তার বাবার বন্ধু কী পরামর্শ দিয়েছিলেন?

উত্তর: খোকনকে তার বাবার চিত্রকর বন্ধু পরামর্শ দেন যে দেখে দেখে নকল করে ছবি না এঁকে চোখ বুজে কল্পনা করতে। কল্পনায় যে ছবি দেখতে পাবে, সেই ছবিই যেন সে আঁকে। সেটাই হবে তার 'নিজের আঁকা ছবি'।

১৯) "কিন্তু কিছুদিন পরে সে নিজেই বুঝতে পারল ঠিক হচ্ছে না।”-বক্তা কীভাবে ব্যাপারটা বুঝতে পারল?

উত্তর: ড্রইং শিক্ষকের কথামতো ছবি আঁকতে গিয়ে খোকন দেখল যে তার আঁকা সূর্যের ছবিতে দীপ্তি বা গোলাপের ছবিতে সৌন্দর্য ঠিকমতো প্রকাশ পায়নি। তখনই সে বুঝতে পারল যে তার আঁকা প্রকৃতির ছবি ঠিক হয়নি।

২০) খোকনের প্রথম সৃষ্টি কী ছিল?

উত্তর: খোকনের প্রথম সৃষ্টি ছিল কালো রঙে আঁকা একটি অন্ধকারের ছবি।

২১)"খোকন একদিন নিজের ঘরে চোখ বুজে বসে রইল।"-তার এই চোখ বুজে থাকার ফলে কী হয়েছিল?

উত্তর: চোখ বুজে প্রথমে খোকন অন্ধকার ছাড়া কিছুই দেখেনি। তারপরে সেই অন্ধকারের ছবি এঁকে সে তার ভিতরে মুখ, চোখ, চোখে অদ্ভুত হাসি প্রত্যক্ষ করেছিল। এভাবে খোকন নিজের প্রথম আঁকা সৃষ্টি করেছিল।

২২)অন্ধকারের ছবিটাকে কেন খোকনের প্রথম সৃষ্টি বলা হয়েছে?

উত্তর: খোকন ছোটোবেলা থেকে অনেক ছবি আঁকলেও সেগুলি ছিল কোনো কিছুর প্রতিরূপ। অন্ধকারের ছবিটা সে নিজস্ব কল্পনা দিয়ে এঁকেছিল বলেই এটি তার প্রথম সৃষ্টি বলা হয়েছে।

আরও পড়ো- 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area