Ads Area


WB Gram Panchayat Exam Pattern 2024: গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য কি কি পড়বেন? জানুন বিস্তারিত

আজ আমরা এই পোস্টে WB Gram Panchayat Exam Pattern 2024 দিচ্ছি। গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের রেজিস্ট্রেশন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আর গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা মোট 85 নম্বরের হবে।
আর এই পরীক্ষার বিষয় হলো 4 টি ইংরেজি, বাংলা, গণিত এবং সাধারণ জ্ঞান। প্রতিটি বিষয়ের অন্তর্ভুক্ত যে সকল বিষয়গুলি বিশেষ গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল, তার তালিকা এবং পরীক্ষার পদ্ধতি, সময়সীমা, পূর্ণমান এই সবকিছু সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো।

তবে জেলা ভেদে পোস্ট, পরীক্ষা মোট নম্বর ও শূন্যপদের মধ্যে তারতম্য রয়েছে। তবে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে যে পদগুলিতে নিয়োগ হবে তা হল, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সেক্রেটারি অ্যাকাউন্টস ক্লার্ক, ব্লক ইনফরমেটিকস অফিসার, ক্লার্ক কাম টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর ও পঞ্চায়েত সমিতি পিওন।

WB Gram Panchayat Exam Pattern 2024: গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য কি কি পড়বেন? জানুন বিস্তারিত


WB Gram Panchayat Exam Pattern 2024

পদের নাম পঞ্চায়েত কর্মী থেকে নির্মাণ সহায়ক
সময়সীমা1 ঘন্টা
পরীক্ষার পদ্ধতি MCQ

পার্সোনালিটি টেস্ট (ইন্টারভিউ)


এই পার্সোনালিটি টেস্ট পরীক্ষাটি 15 নম্বরের নেওয়া হবে।


Exam Subject (WB Gram Panchayat Exam Pattern 2024)


1) বিষয় : English (25 Marks)

  1. Antonyms
  2. Synonyms
  3. Sentence Improvement
  4. Para Completion
  5. Spelling Test
  6. Fill in the blanks
  7. Spotting Errors
  8. Substitution
  9. Sentence Arrangement
  10. Error Correction (Phrase in Bold)
  11. Prepositions
  12. General English
  13. Passage Completion
  14. Idioms and Phrases
  15. Active and Passive Voice
  16. Joining Sentences
  17. Transformation
  18. Error Correction (Underlined Part)

2) বিষয় : বাংলা (25 Marks)

  1. বাংলার ঐতিহাসিক যুগ এবং তাদের ভাষাগত বৈশিষ্ট্য
  2. বাংলা শব্দভান্ডার
  3. বিদেশিও ল্যাটিন শব্দ থেকে বাংলা 
  4. বাংলা সাহিত্যের বিভিন্ন রূপ 
  5. গদ্যের বিকাশ
  6. আধুনিক এবং প্রাক বাংলা সাহিত্যের মধ্যে পার্থক্য
  7. বাংলা ভাষার বিভিন্ন পর্যায় বা পর্যায় কাল 
  8. বাংলা সাহিত্যের গদ্যসাধু ও চলিত রূপ
  9. নারী ও বাংলা সাহিত্য: স্রষ্টা ও সৃষ্ট
  10. বাংলার উপভাষা এবং তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য
  11. ভাষা ও সাহিত্যের ইতিহাস
  12. বানান সংশোধন 
  13. আধুনিক বাংলার ধ্বনিবিদ্যা, রূপবিদ্যা, এবং সিনট্যাক্স
  14. মধ্য বাংলার বিবর্তন
  15. ঊনবিংশ শতাব্দীর বাংলা কবিতায় আখ্যান এবং গীতিকবিতার প্রবণতা

3) বিষয় : Arithmetic (25 Marks)

  1. Races and Games
  2. Time and Distance
  3. Mensuration
  4. Boats and Streams
  5. Mixtures and Allegations
  6. Problems on L.C.M and H.C.F
  7. Permutations and Combinations
  8. Odd Man Out
  9. Numbers and Ages
  10. Volumes
  11. Compound Interest
  12. Problems on Trains
  13. Areas
  14. Profit and Loss
  15. Simple Interest
  16. Partnership
  17. Simplification and Approximation
  18. Pipes and Cisterns
  19. Averages
  20. Quadratic Equations
  21. Problems on Numbers
  22. Percentages
  23. Time and Work
  24. Simple Equations
  25. Indices and Surds
  26. Probability
  27. Ratio and Proportion

4) বিষয় : সাধারণ জ্ঞান (10 Marks)

  1. পদার্থবিদ্যা
  2. গুরুত্বপূর্ণ দিন ও তারিখ
  3. ভারতীয় সংসদ
  4. ভারতীয় সংস্কৃতি
  5. উদ্ভিদবিদ্যা
  6. ভারতীয় অর্থনীতি
  7. রসায়ন
  8. বিশ্বের উদ্ভাবন
  9. পরিবেশ
  10. ভারতীয় রাজনীতি
  11. ভূগোল
  12. খেলাধুলা
  13. প্রাণীবিদ্যা
  14. ভারতীয় ইতিহাস
  15. বেসিক কম্পিউটার
  16. বিখ্যাত বই ও লেখক
  17. কারেন্ট অ্যাফেয়ার্স

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area