Ads Area


সপ্তম শ্রেণীর বাংলা || মাতৃভাষা (কেদারনাথ সিং) প্রশ্ন ও উত্তর || Class-7 Bengali West Bengal

মাতৃভাষা
কেদারনাথ সিং

আজ আমরা শেয়ার করতে চলেছি সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্যবইতে কবি কেদারনাথ সিং এর মাতৃভাষা কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর দেওয়া হলো,যা তোমাদের আগত টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভাবে সাহায্য করবে। তাই আর দেরি না করে নিচের প্রশ্ন ও উত্তর পড়ে নাও।

সপ্তম শ্রেণীর বাংলা || মাতৃভাষা (কেদারনাথ সিং) প্রশ্ন ও উত্তর || Class-7 Bengali West Bengal

সপ্তম শ্রেণীর বাংলা || মাতৃভাষা (কেদারনাথ সিং) প্রশ্ন ও উত্তর || Class-7 Bengali West Bengal

১) কেদারনাথ সিং কোন ভাষার কবি?

উত্তর: কেদারনাথ সিং হিন্দি ভাষার কবি।

২) "পিঁপড়ে যেভাবে ফেরে'-কোথায় ফেরার কথা বলা হয়েছে?

 উত্তর: পিঁপড়ের নিজের গর্তে ফিরে আসার কথা বলা হয়েছে।'

৩) দীর্ঘকাল মাতৃভাষায় কথা বলতে না পারার ফলে কবির কী হয়? 

উত্তর: কবির জিভ অসাড় হয়ে যায়।

৪) বায়ুযান বিমানবন্দরে কীভাবে ফিরে আসে?

উত্তর: লাল আকাশে ডানা মেলে বায়ুযান বিমানবন্দরে ফিরে আসে। 

৫) কবি কোথায় ফিরে আসেন?

উত্তর: কবি ফিরে আসেন তাঁর মাতৃভাষার ভিতরে।

৬)"কাঠে ফেরে"-কথাটির অর্থ কী?

উত্তর: 'কাঠে ফেরে' কথাটির মাধ্যমে সারাদিনের খাদ্যের সন্ধান শেষে কাঠঠোকরা পাখির বাসায় ফিরে আসার ঘটনাটিকে বোঝানো হয়েছে।

৭) কেদারনাথ সিং-এর 'মাতৃভাষা' কবিতার সঙ্গে রামনিধি গুপ্তর গানটির মধ্যে মিল কোথায়? 

উত্তর: কেদারনাথ সিং-এর 'মাতৃভাষা' এবং রামনিধি গুপ্তের গান দুটিই মাতৃভাষার বন্দনা করে রচিত হয়েছে।

৮) পিঁপড়ে, কাঠঠোকরা এবং বায়ুযানের সঙ্গে কার তুলনা করা হয়েছে?

উত্তর : পিঁপড়ে, কাঠঠোকরা এবং বায়ুযানের সঙ্গে কবি নিজের তুলনা করেছেন।

৯) 'মাতৃভাষা' কবিতায় পিঁপড়ে, কাঠঠোকরার ফিরে আসার সঙ্গে বায়ুযানের ফিরে আসার পার্থক্য কী ছিল?

উত্তর: কাঠঠোকরা এবং পিঁপড়ে তাদের নিজস্ব তাগিদে নিজেদের বাসায় ফেরে। কিন্তু বায়ুযান যেহেতু মানুষ পরিচালিত তাই তারা বিমানবন্দরে ফিরে আসে।

১০) কবি তাঁর ভাষার কাছে ফিরে আসার সঙ্গে কোন্ কোন্ বিষয়ের ফিরে আসার তুলনা করেছেন?

উত্তর: কবি তাঁর ভাষার কাছে ফিরে আসার সঙ্গে পিঁপড়েদের বা কাঠঠোকরাদের নিজেদের বাসায় ফেরা কিংবা বায়ুযানের বিমানবন্দরে ফেরার তুলনা করেছেন।

১২) বায়ুযানের ফিরে আসার কী বৈশিষ্ট্য ছিল?

উত্তর: বায়ুযানরা লাল আকাশে ডানা মেলে একে একে বিমানবন্দরে ফিরে আসে। কবির মনে হয় বিমানবন্দর হল বায়ুযানগুলির আশ্রয়স্থল যেখানে তারা বিশ্রাম নেয়।

১৩) নিম্নলিখিত শব্দগুলি কী ধরনের শব্দ লেখো: পিঁপড়ে, বায়ুযান, বিমানবন্দর, জিভ, আত্মা।

উত্তর: পিঁপড়ে-তদ্ভব শব্দ।

জিভ-তদ্ভব শব্দ।

বায়ুযান-মিশ্র শব্দ।

আত্ম-তৎসম শব্দ।

বিমানবন্দর-মিশ্র শব্দ।

১৪) একটি করে সমার্থক শব্দ লেখো: পিঁপড়ে, পাখি, বায়ুযান, জিত।

উত্তর: পিঁপড়ে-পিপীলিকা।

পাখি-বিহঙ্গ।

বায়ুযান-উড়োজাহাজ।

জিভ-রসনা।

১৫) বিপরীতার্থক শব্দ লেখো: মেলে, অসাড়, দুঃখ।

উত্তর: মেলে-গুটিয়ে।

অসাড়-সাড়।

দুঃখ-আনন্দ।

উত্তর: কবি তাঁর জন্মদাত্রী স্বদেশভূমির কাছে অমরত্ব প্রার্থনা প্রসঙ্গে এই গুণের কথা উল্লেখ করেছেন।

আরও পড়ো- 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area