Ads Area


বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গণিত প্রশ্ন || চাকরির পরীক্ষার গণিত সমাধান || পাটিগণিত অংক সমাধান

বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গণিত প্রশ্ন গুলি MCQ আকারে দেওয়া হলো। যে গুলো Practice করে বিভিন্ন চাকরির পরীক্ষায় জন‍্য খুবই হেল্পফুল হবে। চাকরির পরীক্ষার গণিত সমাধান তাড়াতাড়ি করতে এই অঙ্ক গুলো করতেই হবে।

বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গণিত প্রশ্ন || চাকরির পরীক্ষার গণিত সমাধান || পাটিগণিত অংক সমাধান

বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গণিত প্রশ্ন || চাকরির পরীক্ষার গণিত সমাধান || পাটিগণিত অংক সমাধান


1. একটি ক্লাসে 120 জনের মধ্যে 30% ছাত্রী হলে, ছাত্রদের সংখ্যা কত?

a. 90

b. 84

c. 36

d. 72

2. একটি পরীক্ষায় A, B অপেক্ষা 10% বেশী নম্বর পায় এবং B, C অপেক্ষা 5% বেশি নম্বর পায়। যদি C 400 নম্বরের মধ্যে 300 পায় তাহলে A - এর প্রাপ্ত নম্বর কত?

a. 310

b. 325

c. 350

d. 360

3. P-এর আয় Q-এর আয় অপেক্ষা 25% কম হলে, Q-এর আয় P -এর আয় অপেক্ষা শতকরা কত বেশি?

a. 12 1/2%

b. 35 1/2%

c. 33 1/3%

d. 33 1/2%

4. বাসের ভাড়া 25% বেড়ে যাওয়ায় যাত্রী সংখ্যা 40% কমে গেল। ঐ বাসের আয় শতকরা কত কমলো বা বাড়লো?

a. 20% কমলো

b. 25% কমলো

c. 20% বাড়লো

d. 25% বাড়লো

5. (450 এর 0.9%): (250 এর 0.2%) = ?

a. 5.04

b. 7.5

c. 8.1

d. 9.1

6. কোনো একটি সংখ্যার 50% থেকে 50 বিয়োগ করলে 50 পাওয়া যায়। সংখ্যাটি হল

a. 150

b. 225

c. 325

d. 200

7. দুটি সংখ্যার পার্থক্য হল বৃহত্তম সংখ্যার 20%। যদি ক্ষুদ্রতম সংখ্যাটি 20 হয়, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত :

a. 25

b. 45

c. 50

d. 80

8. কাপড়ের মূল্য 20% কমে গেল। কোন ব্যক্তির খরচ বৃদ্ধি না করেও কাপড়ের ব্যবহার শতকরা কত বৃদ্ধি করতে পারে?

a. 20%

b. 25%

c. 30%

d. 35%

9. মাসুদের আয় ও ব্যয় এর অনুপাত 20:15 হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?

a. 20%

b. 27%

c. 35%

d. 25%

10. একটি হিসবাবিজ্ঞান বইয়ের প্রকৃত মূল্যের শতকরা 85 ভাগ মুল্যে 68 টাকায় বিক্রয় হলো। বইটির প্রকৃত মূল্য কত টাকা?

a. 72

b. 60

c. 80

d. 90

11. একটি সংখ্যাকে 60 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 4.6%। সংখ্যাটি কত?

a. 2.50

b. 2.20

c. 3.50

d. 2.76

12. একটি ঘনকের একটি কিনারা যেটি 4 ইঞ্চি লম্বা। যদি কিনারা 25% বৃদ্ধি করা হয় তবে আকৃতি কত অংশ বৃদ্ধি পাবে?

a.25%

b. 48%

c. 73%

d. 95%

e. none of these

13. 1 কিলোগ্রাম চায়ের মূল্য 25% বৃদ্ধি পেলে মূল্য বৃদ্ধি পায় 12 টাকা। তবে ওই চায়ের নতুন মূল্য কত হবে?

a. 48 টাকা

b. 60 টাকা

c. 72 টাকা

d. 36 টাকা

14. একজন ব্যক্তির বেতন প্রথমে 20% বৃদ্ধি করা হয়, তারপর 20% হ্রাস হয়। তাহলে তার বেতনের কত শতাংশ পরিবর্তন হল:

(a) 4% decreased

(b) 4% increased

(c) 8% decreased

(d) 20% increased

15. আয়তকার একটি জমির দৈঘ্য 20% হ্রাস পায়। ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ বৃদ্ধি করতে হবে

a. 20%

b. 25%

c. 16 2/3 %

d. 18%

16. নিম্নের কোন সংখ্যাটি ৪০ এর থেকে 60% কম?

a. 48

b. 42

c. 32

d. 12

17. একটি সংখ্যার 44% এবং একই সংখ্যার 33% এর মধ্যে পার্থক্য হল 286। সেই সংখ্যার 54% কত?

a. 1564

b. 1404

c. 1456

d. 1304

18. একটি সংখ্যার 25% এর সঙ্গে 150 এর 30% যোগ করা হল। যোগফল 75 হলে, সংখ্যাটি কত হবে?

a. 80

b. 55

c. 60

d. 120

19. একটি বই 80 টাকায় বিক্রি করলে 25% লাভ হয়। বইটির ক্রয় মুল্য কত?

a. 60 টাকা

b. 62 টাকা

c. 64 টাকা

d. 70 টাকা

20. 2008 সালে 31% কর্মচারী কর প্রদান করে। কর প্রদান যারা করেননি সেই কর্মচারীর সংখ্যা 20,700 জন। তাহলে মোট কর্মচারীর সংখ্যা কত:

(a) 31,160

(b) 30,000

(c) 64,750

(d) 66,775

আরও পড়ুন-

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area