Ads Area


শিশুশিক্ষা সংক্রান্ত বিভিন্ন মডেল ও তত্ত্বের আবিষ্কারক PDF | Inventor of Various Models and Theories to Child PDF Download

শিশুশিক্ষা সংক্রান্ত বিভিন্ন মডেল ও তত্ত্বের আবিষ্কারক PDF | Inventor of Various Models and Theories to Child PDF Download

শিশুশিক্ষা সংক্রান্ত বিভিন্ন মডেল ও তত্ত্বের আবিষ্কারক PDF | Inventor of Various Models and Theories to Child PDF Download

শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব pdf- jibikadisari.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি শিশু মনস্তত্ত্ব কাকে বলে PDF Download প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব মডেল ও তত্ত্বের আবিষ্কারক তালিকা।

শিশুশিক্ষা সংক্রান্ত বিভিন্ন মডেল ও তত্ত্বের আবিষ্কারক

1. শিক্ষণের স্মরণমূলক মডেল – জোরি লুকাস।

2. শিশুর জ্ঞামূলক বিকাশের তত্ত্ব – পিঁয়াজে।

3. শিখনের ফিল্ড তত্ত্ব – লিউইন।

4. শিক্ষণের আরোহী চিন্তন মডেল – হিলদা টাবা।

5. অগ্রণী সংগঠনক মডেল (Advance Organiser) – ডেভিড আসুবেল।

6. শিক্ষণের সচেতনতা প্রশিক্ষণ মডেল – উইলিয়াম গর্ডন।

7. শিখনের প্রাচীন অনুবর্তনতত্ত্ব (Classical Conditioning) – প্যাভলভ।

8. শিক্ষণের সমাজনুরূপ (Social Simulation) মডেল – সারিন বুক ও গুসকা।

9. ধারনা গঠন মডেল (Concept Attainment) – জেরোমি ব্রুনার।

10. শিক্ষণের অনুসন্ধানমূলক প্রশিক্ষণ মডেল – রিচার্ড স্যূচম্যান।

11. শিখনের সাযুজ্য তত্ত্ব (Theory of Contiguity) – গাথারি।

12. শিক্ষণের বৌদ্ধিকবিকাশ মডেল – ব্রুনার।

13. শিখনের সামঞ্জস্যপূর্ণ আচরণ তত্ত্ব – হাল।

14. শিখনের প্রচেষ্টা ও ভুল তত্ত্ব / সংযোজন বাদ – থর্নডাইক।

15. শিখনের সমগ্রতাবাদী তত্ত্ব (Gestalt Theory) – কোহলার, কফকা, ওয়ার্দিমার।

16. শিখনের সামাজিক নির্মিতিবাদ (Social Constructivism) – বাইগটস্কি।

17. শিক্ষণের সাইনেকটিস মডেল – উইলিয়াম গর্ডন।

18. শিক্ষণের অনির্দেশিত মডেল – কার্ল রোজার্স।

19. শিক্ষণের বৈজ্ঞানিক অনুসন্ধান মডেল – জোসেফ জেয়াব।

20. Maxims of teaching এর ধারণা দেন – হার্বাট স্পেনসার।

21. শিখনের সামাজিক জ্ঞানমূলক তত্ত্ব (Social Congative Theory) – বান্দুরা।

22. শিক্ষণ মডেলের ভিত্তি তৈরি করেন – রবার্ট গ্লেসার।

23. শিক্ষণের সামাজিক অনুসন্ধান মডেল – বাররন মার্শিয়াল ও বেঞ্জামিন কল্প।

24. মৌলিক শিক্ষণ মডেল – গ্লেসার।

26. শিখনের সক্রিয় অনুবর্তনতত্ত্ব (Operant Conditioning) – স্কিনার।

27. পোগ্রাম শিখন মডেল – বি.এফ.স্কিনার।

28. বুদ্ধির বহু উপাদান তত্ত্ব – থাস্টোন।

29. শিক্ষণের প্রত্যক্ষ প্রশিক্ষণ মডেল – গ্যাগলে।

30. বুদ্ধির সংগঠন সংক্রান্ত তত্ত্ব – গিলফোর্ড।

31. বুদ্ধির বাছাই তত্ত্ব – থমসন।

32. শিক্ষণের দলগত অনুসন্ধান মডেল – হার্বাট থিলেন ও জন ডিউই।

33. শিখনের চিহ্নিতকরণ (Sign) তত্ত্ব – টলম্যান।

34. পান্ডিত্য শিখন (Mastery Learning) মডেল – ব্লুম।

35. শিক্ষণের চরিত্রাভিনয় মডেল – ফ্যানি স্যাফটেল ও জর্জ স্যাটেল।

(যদি কোন প্রশ্নের উত্তর অথবা কোনাে বানান ভুল থাকে, সেটা আমাদের অনিচ্ছাকৃত, আর তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী)

সমস্ত রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার স্টাডি মেটিরিয়ালস সম্পূর্ণ বিনামূল্যে পেতে আমাদের সাইটে প্রতিদিন ভিজিট করুন

আরও পড়ুন-

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area