Ads Area


Basic Gk Questions In Bengali Mock Test

Basic Gk Questions In Bengali Mock Test

Basic Gk Questions In Bengali Mock Test
Basic Gk Questions In Bengali Mock Test- এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই প্রশ্নোত্তর গুলি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।

Basic Gk Questions In Bengali Mock Test

1. বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন?

উত্তর- শশাঙ্ক

2. ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন?

উত্তর- চন্দ্রগুপ্ত মৌর্য

3. বুদ্ধদেব কত খ্রীঃ পূঃ জম্নগ্ৰহন করেন?

উত্তর- 563 খ্রীঃ পূঃ

4. প্রাচীন ভারতে মোট তীর্থঙ্কর সংখ্যা কটি?

উত্তর- 24

5. নাটনা কোন রাজ‍্যের লোকনৃত‍্য?

উত্তর- বিহার

6. ভারতের জনগণনা কবে শুরু হয় আনুষ্ঠানিক ভাবে?

উত্তর- 1881 সালে

7. কত সালে মানুষ প্রথম চাঁদে পাঁ রাখেন?

উত্তর- 1969 সালে

8. রাইডার কাপ কোন খেলায় দেওয়া হয়?

উত্তর- গলফ

9. মাছের হৃৎপিণ্ডের প্রকষ্ট সংখ্যা কটি?

উত্তর- 2

10. জল দুষন প্রতিরোধ আইন কবে চালু হয়?

উত্তর- 1974 সালে

11. ভূপাল গ‍্যাস দূর্ঘটনা কোন গ‍্যাসের জন্য হয়েছিল?

উত্তর- মিথাইল আইসোসায়ানেট

12. ব্রেকিং সোডার Ph মান কত?

উত্তর- 8.3

13. সমুদ্রের জলের Ph মান কত?

উত্তর- 7.5 – 8.5

14. সফট ড্রিংক এ কোন অ্যাসিড থাকে?

উত্তর- কার্বনিক অ্যাসিড

15. সেরিকালচার কোন চাষের সাথে যুক্ত?

উত্তর- রেশম পোকার চাষ

16. ক্ষেএফল হিসাবে ভারতের স্থান কত?

উত্তর- 7 th

17. সবুজ বিপ্লব শব্দটি নামকরণ করেন কে?

উত্তর- উইলিয়াম গ‍্যান্ডে

18. কাকে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয়?

উত্তর- রাজা রামমোহন রায়

19. ভারতের প্রথম এভারেস্ট বিজয়নী কে?

উত্তর- বাচেন্দ্রী পাল

20. ইন্ডিয়ান হোমরুল লীগ কে প্রতিষ্ঠা করেন?

উত্তর- অ্যানি বেসান্ত

21. কত সালে মাদার টেরেসা নোবেল পুরস্কার পান?

উত্তর- 1779 সালে

22. চুক্কার শব্দটি কোন খেলার সাথে যুক্ত?

উত্তর- ক‍্যারাটে

23. কোন যুগে অজান্তা গুহামন্দির নির্মিত হয়েছিল?

উত্তর- গুপ্ত যুগে

24. কত সালে ভগৎ সিং শহীদ হন?

উত্তর- 1931 সালে

25. কালকুট নামে কে পরিচিত?

উত্তর- সমরেশ বসু

26. জীবনস্মৃতি কোন লেখকের আত্মজীবনী?

উত্তর- রবীন্দ্রনাথ ঠাকুর

27. BCG  টিকা কোন রোগের জন‍্য দেওয়া হয়?

উত্তর- যক্ষা

28. টাইফয়েড ও কলেরা কি বাহিত রোগ?

উত্তর- জল বাহিত

29. মাস্টার গ্ল‍্যাণ্ড কাকে বলে?

উত্তর- পিটুইটারি গ্ৰন্থিকে

30. Biology কথাটি কে প্রর্বতন করেন?

উত্তর- ল‍্যামার্ক

31. মানব দেহে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কে?

উত্তর- মস্তিষ্ক

32. সিলি পয়েন্ট কথাটি কোন খেলার সাথে যুক্ত?

উত্তর- ক্রিকেট এর সঙ্গে

33. দুধের পাস্তুরাইজ উদ্দেশ্য কি?

উত্তর- ক্ষুদ্রাতিক্ষুদ্র জীবকে ধ্বংস করা

34. পারদ ছারা আর একটি তরল ধাতু কোনটি?

উত্তর- গ‍্যালিয়াম

আরো পড়ুন-

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area