Ads Area


ভূগোল প্রশ্ন উত্তর PDF | ভূগোল MCQ প্রশ্ন উত্তর PDF

ভূগোল প্রশ্ন উত্তর PDF | ভূগোল MCQ প্রশ্ন উত্তর PDF

ভূগোল প্রশ্ন উত্তর PDF | ভূগোল MCQ প্রশ্ন উত্তর PDF

ভূগোল প্রশ্ন উত্তর PDF | ভূগোল MCQ প্রশ্ন উত্তর PDF- jibikadisari.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ভূগোল প্রশ্ন উত্তর PDF | ভূগোল MCQ প্রশ্ন উত্তর PDF প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ভূগোল প্রশ্ন উত্তর PDF | ভূগোল MCQ প্রশ্ন উত্তর PDF. নিচে ভূগোল প্রশ্ন উত্তর PDF | ভূগোল MCQ প্রশ্ন উত্তর PDF গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর গুলি যত্নসহকারে পড়ুন বা মুখস্ত করুন ও চাকুরী পরীক্ষায় এক ধাপ এগিয়ে থাকুন।

ভূগোল প্রশ্ন উত্তর PDF | ভূগোল MCQ প্রশ্ন উত্তর PDF


1. দাক্ষিনাত্যের সবচেয়ে বড় নদী কোনটি?

উত্তর: গােদাবরী

2. পৃথিবী সূর্যকে প্রদক্ষিন করে?

উত্তর: পশ্চিম থেকে পূর্বে
 
3. ভারতে কৃষি কাজের জন্য ব্যবহৃত জমি তার মােট আয়তনের কত শতাংশ?

উত্তর : 46%
 
4. মহাবিষুব কখন সংঘটিত হয়?

উত্তর: 21 শে মার্চ

5. কোন রাজ্যকে ভারতের শষ্যভান্ডার বলা হয়?

উত্তর: পাঞ্জাব
 
6. সূর্যকে বড় দেখায়?

উত্তর: গ্রীষ্মকালে

7. ভারতের কোন রাজে পুরুষের তুলনায় মহিলার অনুপাত বেশী?

উত্তর: কেরল
 
8. তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর নির্মিত হয়েছে?

উত্তর: ময়ূরাক্ষী

9. হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর: মুসী
 
10. ওবরা জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর ওপর নির্মিত হয়েছে?

উত্তর: রিহান্দ
 
11. ভারতের জাতীয় পার্ক মােট ভূখন্ডের কত শতাংশ?

উত্তর: 1%
 
12. লাক্ষাদ্বীপের প্রধান ভাষা কি?

উত্তর: মালায়ালাম

13. মাউন্ট আবু কিসের জন্য বিখ্যাত?

উত্তর: দিলওয়ারা মন্দির

14. নকরেক কোন পাহারের সর্বচ্চ শৃঙ্গ?

উত্তর: গারাে
 
15. ভরতপুর পাখিরালয় কোথায় অবস্থিত?

উত্তর: রাজস্থান
 
16. কোন পর্বতের পূর্বাংশ কাইমুর নামে পরিচিত?

উত্তর: বিন্ধ্য
 
17. ব্লাক প্যাগােড়া কোথায় অবস্থিত?

উত্তর: কোনারক
 
18. খারদুংলা গিরিপথ কোন পর্বতশ্রেনীর অন্তর্গত?

উত্তর: লাদাখ

19. ফিরােজাবাদ কিসের জন্য বিখ্যাত?

উত্তর: কাচের চুড়ি

20. ব্রোচ বন্দর কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর: নর্মদা
 
21. কোন রাজ্যে সড়ক দৈর্ঘ্য সবচেয়ে বেশি?

উত্তর: মহারাষ্ট্র
 
22. গডউইন অষ্টিন কোন পর্বতশ্রেনীর অন্তর্গত?

উত্তর: কারাকোরাম

23. পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত?

উত্তর: 12,757 কিলাে মিটার
 
24. কোন নদীকে দক্ষিন ভারতের গঙ্গা বলা হয়?

উত্তর: গােদাবরী
 
25. সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত?

উত্তর: 15 কোটি কিলাে মিটার

26. কোন বহুমুখী নদী প্রকল্প ভারত- নেপালের যৌথ প্রয়াস।

উত্তর: কোশী প্রকল্প

27. কোন গ্রহ সূর্য থেকে সবচেয়ে বেশি তাপ পায়?

উত্তর: বুধ

28. তিস্তা নদীর উৎপত্তি কোথা থেকে?

উত্তর: জেমু হিমবাহ 

29. আহ্নিক গতির ফলে কি সংঘটিত হয়?

উত্তর: দিনরাত্রী

30. পশ্চিমবঙ্গের কোন জেলায় এন্ডি পােকার চাষ হয়?

উত্তর: কোচবিহার

31. বার্ষিক গতির ফলে কি সংঘটিত হয়?

উত্তর: ঋতু পরিবর্তন

32. ইউফ্রেটিস নদীর পূর্ব নাম কি?

উত্তর: ফোরাত নদী

33. কর্কট সংক্রান্তি কখন হয়?

উত্তর: 21 শে জুন
 
34. রাইন নদী উৎপত্তিস্থল কোথায়?

উত্তর: আল্পস পর্বতে
 
35. ইয়াং সি কিয়াং কোন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?

উত্তর: চীন
 
36. ব্রহ্মপুত্র নদ কোথা থেকে উৎপন্ন হয়েছে?

উত্তর: তিব্বত থেকে

37. আমুদরিয়া ও শিরদরিয়া কোথায় পতিত হয়েছে?

উত্তর: আরল হ্রদে
 
38. টাইগ্রিস (দজলা) নদী কোথায় অবস্থিত?

উত্তর: ইরাক (১,৮৯৯ কি.মি.)
 
39. এশিয়ার সবচেয়ে খরস্রোতা নদী কোনটি?

উত্তর: সালউইন
 
40. টাইগ্রিস (দজলা) নদী কোথায় পতিত হয়েছে?

উত্তর: পারস্য উপসাগরে
 
41. আমুর নদীর উৎপত্তিস্থল কোথায়?

উত্তর: ইয়াক্লোনর পর্বত

42. এশিয়ার বৃহত্তম নদী কোনটি?

উত্তর: ইয়াং সি কিয়াং (৬৩০০ কি.মি.)

43. আমুর নদীর দৈর্ঘ্য কত?

উত্তর: ২৮২৪ কি.মি.

44. ইউরােপের দীর্ঘতম নদী কোনটি?

উত্তর: ভলগা (৩৬৯০ কি.মি.)

45. আফ্রিকা তথা পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?

উত্তর: নীলনদ (৬৬৫০ কি.মি.)
 
46. ভলগা কোন দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে?

উত্তর: রাশিয়া

47. আমুর নদী কোথায় পতিত হয়েছে?

উত্তর: ওখটস্ক উপসাগরে

48. ভলগা নদী কোথায় পতিত হয়েছে?

উত্তর: কাস্পিয়ান সাগরে

49. দক্ষিণ এশিয়ার প্রধান নদী কি কি?

উত্তর: সিন্ধু - ২৮৮০ কি.মি., গঙ্গা ও ব্রহ্মপুত্র - ২৭০০ কি.মি.

50. ইউরােপের প্রধান প্রধান নদীর নাম কি?

উত্তর: দানিউব, ভলগা, ডন, নিপার, নিস্টার, পেচোরা, ওযেজার, রাইন, টেমস, ডুরাে, টেগান, গােযাডিযান ও রােম

51. সিন্ধু নদ কোন দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে?

উত্তর: পাকিস্তান
 
52. প্রথম "পরিবেশ আন্দোলন"-এর সূচনা কে করেন?

উত্তর: ডেবিট থরাে

53. সিন্ধু নদ কোথায় পতিত হয়েছে?

উত্তর: আরব সাগরে

54. রাত ও দিনের উদ্ভব হয় কিসের কারণে?

উত্তর: আহ্নিক গতির কারণে
 
55. ব্রহ্মপুত্র নদী কোথায় পতিত হয়েছে?

উত্তর: পদ্মা (গঙ্গা) নদীতে

56. সমুদ্রে জাহাজের অবস্থান নির্ণয় করা হয়,কোন যন্ত্রের সাহায্যে?

উত্তর: ক্রোনােমিটারের সাহায্যে

57. ব্রহ্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত?

উত্তর: সানপাে
 
58. আটলান্টিক মহাসাগর ও ভূ-মধ্যসাগরের মধ্যে অবস্থিত প্রণালীটির নাম কি?

উত্তর: জিব্রাল্টার প্রণালী
 
59. কোন কোন দেশের মধ্য দিয়ে সিন্ধু নদ প্রবাহিত হয়েছে?

উত্তর: ভারত ও পাকিস্তান
 
60. সিন্ধু নদ কোথায় পতিত হয়েছে?

উত্তর: আরব সাগরে

61. ভারতের জাতীয় জলচর প্রাণীর নাম কি?

উত্তর: ডলফিন
 
62. গঙ্গা নদী কোথায় পতিত হয়েছে?

উত্তর: বঙ্গোপসাগরে
 
63. ব্যবহারিক ভূগােল শব্দের প্রবক্তা কে?

উত্তর: A. J. হার্বাটসন

64. ব্রহ্মপুত্র নদ কোন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?

উত্তর: তিব্বত, ভারত ও বাংলাদেশ

65. নীলগিরি পাহাড়ে কোন উপজাতি বসবাস করে?

উত্তর: টোডা 

66. কোন নদীতে মাছ বাঁচতে পারে না?

উত্তর: জর্ডান নদীতে

67. ব্রাজিলে স্থানান্তর কৃষি কি নামে পরিচিত?

উত্তর: রােসা

68. আমুদরিযা কোন মালভূমি থেকে উৎপন্ন হয়েছে?

উত্তর: পামীর মালভূমি

69. পিমপ্রিতে কি জাতীয় শিল্প গড়ে উঠেছে?

উত্তর: পেনিসিলিন
 
70. শিরদরিযা কোন পর্বত থেকে উৎপত্তি হয়েছে?

উত্তর: তিয়েনশান পর্বত

71. চলচ্চিত্র শিক্ষণ কেন্দ্র কোথায় গড়ে উঠেছে?

উত্তর: পুনাতে 

72. জাহাজমহল কোথায় অবস্থিত?

উত্তর: উদয়পুরে
 
73. পৃথিবীর সর্ববৃহৎ সমভূমির নাম কি?

উত্তর: সাইবেরিয়ান সমভূমি
 
74. বর্তমানে মথুরা কি নামে পরিচিত?

উত্তর: ইসলামাবাদ
 
75. এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি?

উত্তর: ইয়াংসিকিয়াং

76. ভারতে প্রথম কাগজ কলটি কোথায় স্থাপিত হয়েছিল?

উত্তর: শ্রীরামপুরে
 
77. চিনে কৃষিজীবির সংখ্যা শতকরা কত?

উত্তর: ৭৫ ভাগ

78. ভারতের প্রথম হাইটেক বন্দর কোনটি?

উত্তর: নভসেবা

79. পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কি?

উত্তর: প্রশান্ত মহাসাগর
 
80. নভসেবা বন্দরটির নতুন নাম কি?

উত্তর: জহরলাল নেহেরু বন্দর

81. আমুর নদী কোথায় পতিত হয়েছে?

উত্তর: ওখটস্ক উপসাগরে 

82. ভারতের পঞ্চম বৃহত্তম মহানগর কোনটি?

উত্তর: ব্যাঙ্গালাের 

83. কোচিন তৈল শােধনাগারটি কোন রাজ্যে অবস্থিত?

উত্তর: কেরালায়।

84. গম উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কততম?

উত্তর: চতুর্থ 

85. পৃথিবীর দীর্ঘতম খালের নাম কি?

উত্তর: গ্যান্ড ক্যানেল 

86. মিগ বিমানের কারখানা স্থাপিত হয়েছে?

উত্তর: নাসিকে 

87. ম্যাটার হর্ন কোন পর্বতমালার অন্তর্গত?

উত্তর: আল্পস
 
88. কার্পাস উৎপাদনে ভারতের স্থান কোথায়?

উত্তর: সপ্তম
 
89. মাইথন বাঁধটি ভারতের কোন রাজ্যে অবস্থিত?

উত্তর: ঝারখন্ড

90. জাহাজ শিল্পের সঙ্গে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলটি সংযুক্ত?

উত্তর: গার্ডেনরিচ


(যদি কোন প্রশ্নের উত্তর অথবা কোনাে বানান ভুল থাকে, সেটা আমাদের অনিচ্ছাকৃত, আর তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী)

সমস্ত রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার স্টাডি মেটিরিয়ালস সম্পূর্ণ বিনামূল্যে পেতে আমাদের সাইটে প্রতিদিন ভিজিট করুন

আরও পড়ুন-


Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।
Tags

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area