Ads Area


পঞ্চম শ্রেণির আমাদের পরিবেশ পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর || পরিবেশ ও উপাদান কৃষি ও মৎস্য

পঞ্চম শ্রেণির আমাদের পরিবেশ পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর || পরিবেশ ও উপাদান কৃষি ও মৎস্য প্রশ্ন উত্তর pdf নিয়ে আজকের এই পোস্টটা। তোমরা যারা পঞ্চম শ্রেণীতে পড়ছো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের পরিবেশ বই -এ পরিবেশ ও উপাদান কৃষি ও মৎস্য (পঞ্চম অধ্যায়) থকে সকল প্রশ্ন উত্তর শেয়ার করছি যে গুলো পরীক্ষায় আসার উপযোগী। ছাত্র-ছাত্রীরা এই সব নমুনা প্রশ্ন উত্তর গুলি মুখস্ত করতে হবে বা মনে রাখতে হবে। WB পঞ্চম শ্রেণীর পরিবেশ ও উপাদান কৃষি ও মৎস্য পঞ্চম অধ্যায় থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো, শূন্যস্থান পূরণ, সত্য/ মিথ্যা নির্বাচন করো, একটি বাক্যে উত্তর দাও এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর বিভিন্ন ভাবে দেওয়া হলো। পঞ্চম শ্রেণীর সমস্ত ছাত্র-ছাত্রীরা উপকৃত হবেই।


পরিবেশ ও উপাদান (কৃষি ও মৎস্য)

পঞ্চম শ্রেণির আমাদের পরিবেশ পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর || পরিবেশ ও উপাদান কৃষি ও মৎস্য

পঞ্চম শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর


পঞ্চম শ্রেণীর পরিবেশ ও উপাদান কৃষি ও মৎস্য প্রশ্ন উত্তর পঞ্চম অধ্যায় থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো:

১. হারভেস্টার যন্ত্র দিয়ে কী করা হয়? - (বীজবপন করা হয় / ধান কাটা-ঝাড়া হয় / জমিতে জল দেওয়া হয় / জমিতে চাষ করা হয়)

উত্তর: ধান কাটা-ঝাড়া হয়

২. আদিম যুগে পুরুষরা কী কাজ করত? - (চাষবাস / ঘরবাড়ি তৈরি / পশু শিকার / রান্নাবান্না)

উত্তর: পশু শিকার

৩. আগেকার দিনে কীটনাশক হিসেবে কী ব্যবহার করা হত? - (নিমপাতা / গোবর / বটপাতা / আমপাতা)

উত্তর: নিমপাতা

৪. এদের মধ্যে কোন প্রাণীটি ‘জমির বন্ধু’ নামে পরিচিত? - (মৌমাছি / প্রজাপতি / রেশমপোকা / কেঁচো)

উত্তর: কেঁচো

৫. এদের মধ্যে অর্থকরী পোকা কোনটি? - (পিঁপড়ে / রেশমপোকা / পঙ্গপাল / ঝিঁঝি পোকা)

উত্তর: রেশমপোকা

৬. কোন সালে চালের দাম এক টাকা চার আনা থেকে পাঁচ টাকা হয়েছিল? – (১৯৬৬ সালে / ১৯৬০ সালে / ১৯৫৭ সালে / ১৯৭০ সালে)

উত্তর: ১৯৬৬ সালে

৭. আজ থেকে কত বছর আগে গোরু-টানা-লাঙলে জমি হত? - (যাট বছর আগে / পঞ্চাশ বছর আগে / চল্লিশ বছর আগে / ত্রিশ বছর আগে)

উত্তর: পঞ্চাশ বছর আগে

৮. এদের মধ্যে কোন জেলায় ‘ধাপ চাষ’ হয়? - (পুরুলিয়া / বর্ধমান / বাঁকুড়া / দার্জিলিং)

উত্তর: দার্জিলিং

৯. দার্জিলিং জেলার প্রধান ফসল কী? - (ধান / গম / চা / কফি)

উত্তর: চা

১০. দার্জিলিং অঞ্চলে যে দুটি নদী দেখা যায় সেগুলি হল - (তিস্তা-মহানন্দা / গঙ্গা-যমুনা / অজয় দামোদর / সিন্ধু-ব্রহ্মপুত্র)

উত্তর: তিস্তা-মহানন্দা

১১. তরাই অঞ্চলের কোন কোন ফসল বিখ্যাত? - (আম লিচু / আনারস-কলা / কাঁঠাল-পেঁপে / চা-কফি)

উত্তর: আনারস-কলা

১২. এদের মধ্যে কোন জেলা ধান চাষের জন্য বিখ্যাত? - (বর্ধমান / বীরভূম / বাঁকুড়া / পুরুলিয়া)

উত্তর: বর্ধমান

১৩. এদের মধ্যে কোন জায়গার পেয়ারা বিখ্যাত? - (দিঘা / হলদিয়া / জয়নগর / বারুইপুর)

উত্তর: বারুইপুর

১৪. এদের মধ্যে কোন মাছ ল্যাজে ভর দিয়ে লাফাতে পারে? - (চ্যাং / শোল / মৃগেল / শিঙি)

উত্তর: চ্যাং

১৫. এদের মধ্যে কোনটি একটি লুপ্তপ্রায় মাছ? - (রুই / শিঙি / মৃগেল / ন্যাদোশ)

উত্তর: ন্যাদোশ


পরিবেশ ও উপাদান কৃষি ও মৎস্য class 5 শূন্যস্থান পূরণ করো:

১. _______ যন্ত্র তাড়াতাড়ি জমির মাটি আলগা করতে পারে।

উত্তর: পাওয়ার টিলার

২. রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার বাড়া শুরু হয় _______ প্রায় বছর আগে।

উত্তর: ৪০-৪৫

৩. একটি অর্থকরী পোকা হল _______।

উত্তর: মৌমাছি

৪. আগে জমিতে দু-রকম ধান চাষ হত, একটি আউশ অপরটি _______।

উত্তর: আমন

৫. ঢালু কাঁকুরে মাটিতে _______ আউশ ধান চাষ করা হত।

উত্তর: বর্ষাকালে

৬. দার্জিলিং জেলায় মাঝে মাঝে _______ -র বাগান আছে।

উত্তর: কমলালেবু

৭. ফজলি আম পাওয়া যায় _______ জেলায়।

উত্তর: মালদা

৮. আলু হয় মাটির _______।

উত্তর: নীচে

৯. আলু চাষের ক্ষেত্রে সাথি ফসল হিসেবে _______ চাষ করা হয়।

উত্তর: সরষে

১০. আলুর পাতা _______ হিসেবে ব্যবহার করা হয়।

উত্তর: সার

১১. ডি ভি সি-র পুরো নাম হল _______।

উত্তর: দামোদর ভ্যালি কর্পোরেশন 

১২. দিঘাতে _______ চাষ খুব ভালো হয়।

উত্তর: কাজুবাদাম

১৩. একটি জিওল মাছ হল _______।

উত্তর: মাগুর

১৪. জমিতে জমা জলে মাছের বাচ্চাদের খাওয়ার জন্য কোলাব্যাং ও _______ আসত।

উত্তর: জলঢোড়া সাপ

আরও পড়ো-


ক্লাস 5 পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন এবং উত্তর সত্য/ মিথ্যা নির্বাচন করো :

১. ধান কাটা-ঝাড়ার আধুনিক যন্ত্র হল হারভেস্টার।

উত্তর- সত্য

২. মানুষ প্রথম গোরু, মহিষকে দিয়ে জমিতে কাঠের লাঙল টানাত।

উত্তর- মিথ্যা

৩. আগেকার দিনে জমিতে কীটনাশক হিসেবে নিমপাতা ব্যবহার করা হত।

উত্তর- সত্য

৪. জমিতে বেশি রাসায়নিক সার দিলে জমির উর্বরতা বাড়ে।

উত্তর- মিথ্যা

৫. রাসায়নিক সারের বিকল্প হিসেবে জমিতে জৈব সার দেওয়া হয়।

উত্তর- সত্য

৬. সমতলভূমিতে ধাপচাষ দেখা যায়।

উত্তর- মিথ্যা

৭. দার্জিলিং-এর প্রধান ফসল আনারস।

উত্তর- মিথ্যা

৮. মালদা জেলা ফজলি আমের জন্য বিখ্যাত।

উত্তর- সত্য

৯. দিঘা, হলদিয়া বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত।

উত্তর- সত্য

১০. শোল মাছ ল্যাজে ভর দিয়ে লাফাতে পারে।

উত্তর- মিথ্যা

১১. একটি লুপ্তপ্রায় মাছ হল সরপুঁটি।

উত্তর- সত্য

১২. পোলো হল একধরনের মাছ ধরার জাল।

উত্তর- সত্য

ক্লাস 5 এর পরিবেশ প্রশ্ন উত্তর বেমানান শব্দটি খুঁজে বের করো

১. কমলালেবু, ধান, চা, স্কোয়াশ

উত্তর- ধান; বাকিগুলির চাষ দার্জিলিং-এ ভালো হয়।

২. বাদাম, মটর, ছোলা, সিম

উত্তর- সিম; বাকিগুলির ক্ষেত্রে শুধুমাত্র ফলের বীজ খাওয়া হয়। 

৩. মটর, ধান, মুসুর, সিম

উত্তর- ধান; বাকিগুলি চাষ করতে কম জল লাগে।

৪. আনারস, নারকেল, সবেদা, পেয়ারা

উত্তর- আনারস; বাকিগুলির দক্ষিণের নোনা জমিতে ভালো চাষ হয়।

৫. সার্ডিন, ইলিশ, কাতলা, ভোলা

উত্তর- কাতলা; বাকিগুলি সমুদ্রের মাছ।

৬. রুই, ন্যাদোশ, খরশুলা, সরপুঁটি

উত্তর- রুই; বাকিগুলি লুপ্তপ্রায় মাছ।

৭. সিলভার কার্প, তেলাপিয়া, পমফ্রেট, মাগুর

উত্তর- মাগুর; বাকিগুলি আগে তেমন পাওয়া যেত না, কিন্তু এখন পাওয়া যায়।

৮. কই, মাগুর, ইলিশ, শিঙি

উত্তর- ইলিশ; বাকিগুলি জিওল মাছ।

কস্তম্ভ ও খস্তম্ভ মেলাও
(ক) তাড়াতাড়ি জমি চষে (1) ধান ঝাড়ন 
(খ) ধান কাটা ঝাড়া (2) নিমপাতা
(গ) জৈব কীটনাশক (3) গোবর
(ঘ) জৈবসার (4) হারভেস্টার
(ঙ) ধান ও খড় আলাদা করা (5) পাওয়ার টিলার
(চ) ইলিশ (6) দার্জিলিং
(ছ) আনারস চাষ (7) লুপ্তপ্রায় মাছ
(ঝ) ফজলি আম চাষ (8) জলপাইগুড়ি
(ঞ) স্কোয়াশ চাষ (9) সামুদ্রিক মাছ
(ট) খলসে (10) মালদা

উত্তর- (ক) → (5), (খ) → (4), (গ) → (2), (ঘ) → (3) (ঙ) → (1) , (চ) → (9) , (ছ) → (8) , (ঝ) → (10), (ঞ) → (6), (ট) → (7)


পঞ্চম শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর থেকে একটি বাক্যে উত্তর দাও:


১. হারভেস্টার কী?

উত্তর: হারভেস্টার হল ধান কাটা-ঝাড়ার ও খড় থেকে ধান আলাদা করে এক জায়গায় জড়ো করার একটি আধুনিক যন্ত্র।

২. হারভেস্টিং কী?

উত্তর: ধান কাটা, খড় থেকে ধান আলাদা করে এক জায়গায় জড়ো করা -এই কাজগুলিকে একসঙ্গে ইংরেজিতে বলে হারভেস্টিং। 

৩. পাওয়ার টিলারের কাজ কী?

উত্তর: পাওয়ার টিলারের সাহায্যে তাড়াতাড়ি জমি চাষ করা যায়।

৪. আগেকার দিনে জমিতে কীটনাশক হিসেবে কী ব্যবহার করা হত?

উত্তর: আগেকার দিনে জমিতে কীটনাশক হিসেবে নিমপাতা ব্যবহার করা হত।

৫. চাষের জমির বন্ধু কোন্ প্রাণীকে বলে?

উত্তর: চাষের জমির বন্ধু বলা হয় কেঁচো-কে।

৬. কতকগুলি অর্থকরী পোকার নাম লেখো।

উত্তর: মৌমাছি, রেশমপোকা হল অর্থকরী পোকা।

৭. জমিতে বেশি রাসায়নিক সার ব্যবহার করলে কী ঘটবে?

উত্তর: জমিতে বেশি রাসায়নিক সার ব্যবহার করলে জমির উর্বরতা কমে যাবে।

৮. জমিতে কীটনাশক বেশি প্রয়োগ করলে কী হবে?

উত্তর: জমির উর্বরতা শক্তি কমে যাবে, ফলে চাষের ক্ষতি হবে।

৯. জমিতে রাসায়নিক সারের পরিবর্তে কী কী ব্যবহার করা উচিত?

উত্তর: জমিতে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার, অণুজীব সার ব্যবহার করা উচিত।

১০. আগেকার দিনে চাষের জমিতে কী কী ধান চাষ করা হত?

উত্তর: আগেকার দিনে আউশ এবং আমন ধান চাষ করা হত।

১১ আউশ ধান কোন সময়ে চাষ করা হত?

উত্তর: আউশ ধান বর্ষাকালে চাষ করা হত।

১২. ধাপচাষ কাকে বলে?

উত্তর: পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি তৈরি করে চাষ করা হয়। একেই ধাপচাষ বলে।

১৩. চা ছাড়াও দার্জিলিঙে আর কী কী পাওয়া যায়?

উত্তর: দার্জিলিঙে মাঝে মাঝে কমলালেবুর বাগান দেখা যায়। এ ছাড়া ওখানে ফুলকপি, বাঁধাকপি, মুলো, পালং প্রভৃতি সবজিও চাষ হয়।

১৪. তরাই অঞ্চলের মাটি উর্বর কেন?

উত্তর: তিস্তা ও মহানন্দা নদীর পলি জমে তরাই অঞ্চলের মাটি উর্বর হয়েছে।

১৫. তরাই অঞ্চলের কয়েকটি ফসলের নাম লেখো।

উত্তর: তরাই অঞ্চলে সাধারণত ধান, পাট, গম, বাদাম ও নানারকমের শাকসবজি চাষ হয়। এ ছাড়া তরাই অঞ্চলের আনারস ও কলাও খুব বিখ্যাত।

১৬. মালদা দক্ষিণ দিনাজপুরে সাধারণত কী কী ফসল পাওয়া যায়?

উত্তর: মালদা দক্ষিণ দিনাজপুরে ধান, পাট, আখ, শাকসবজি, লিচু ইত্যাদি চাষ হয়। এ ছাড়া মালদা জেলার ফজলি আম খুব বিখ্যাত।

১৭. মালদা দক্ষিণ দিনাজপুরের অপর একটি গুরুত্বপূর্ণ চাষ কী?

উত্তর: মালদা দক্ষিণ দিনাজপুরের রেশমকীট প্রতিপালনের জন্য তুঁত গাছের চাষ করা হয়।

১৮. দক্ষিণের নোনা জমিতে কী কী চাষ হয়?

উত্তর: দক্ষিণের নোনা জমিতে সাধারণত সুপারি, নারকেল, তরমুজ, পান, সূর্যমুখী, ভুট্টা, খেসারি, লংকা প্রভৃতি চাষ হয়। এ ছাড়া এখানে অল্প পরিমাণে আমন ধান ও দিঘার দিকে কাজুবাদামও চাষ হয়।

১৯. দক্ষিণবঙ্গের কোন্ জায়গায় কাজুবাদাম চাষ ভালো হয়?

উত্তর: দিঘাতে কাজুবাদাম চাষ ভালো হয়।

২০. দুটি বঙ্গোপসাগর উপকূলবর্তী জায়গার নাম লেখো।

উত্তর: বঙ্গোপসাগর উপকূলবর্তী দুটি জায়গা হল দিঘা ও হলদিয়া।

২১. কয়েকটি সামুদ্রিক মাছের নাম লেখো।

উত্তর: সার্ভিন, ইলিশ, চাঁদা, পমফ্রেট, লোটে, চিংড়ি, ভোলা।

২২. চ্যাং মাছের বৈশিষ্ট্য কী?

উত্তর: চ্যাং মাছ ল্যাজে ভর দিয়ে খানিকটা লাফাতে পারে।

২৩. জিওল মাছ বলতে কী বোঝ?

উত্তর: যেসব মাছ জল ছাড়াও ডাঙায় কিছুক্ষণ বেঁচে থাকতে পারে তাদের জিওল মাছ বলে। যেমন- কই, শিঙি, মাগুর।

২৪. লুপ্তপ্রায় মাছ বলতে কী বোঝ?

উত্তর: যে সমস্ত মাছ আগে অনেক দেখা যেত কিন্তু এখন সংখ্যায় খুব কম দেখা যায়, তাদের লুপ্তপ্রায় মাছ বলে।

২৫ কতকগুলি লুপ্তপ্রায় মাছের নাম বলো।

উত্তর: ন্যাদোশ, খুরশুলা, সরপুঁটি, মৌরলা প্রভৃতি হল লুপ্তপ্রায় মাছ।

২৬. কয়েকটি মাছ ধরার জালের নাম লেখো।

উত্তর: ঘুনি, পোলো প্রভৃতি হল মাছ ধরার জাল।

সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর

মান 2/3
১. জমির ফলন বাড়ানো যায় কীভাবে?

উত্তর: জমিতে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার, অণুজীব সার ব্যবহার করতে হবে, নানা ধরনের বীজ ব্যবহার করতে হবে। বৃষ্টির জল জমিয়ে রেখে পরে তা চাষের কাজে লাগাতে হবে এবং জমিতে বেশি কীটনাশক প্রয়োগ করা চলবে না। এভাবে ফসলের উৎপাদন বাড়ে। এই বৃদ্ধি অল্প হলেও তা দীর্ঘস্থায়ী হয়।

২. ১৯৬৬ সালে চালের দাম অনেকগুণ বেড়ে গিয়েছিল কেন?

উত্তর: অনেকদিন আগে থেকে জমির ফলন ভালো করার জন্য জমিতে বেশি পরিমাণ রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ করা হত। কিন্তু এগুলি মাটির উর্বরতা কমিয়ে দেয়, ফলে একসময় জমিতে সার দেওয়া সত্ত্বেও ফলন ভালো হল না। তখন চালের আকাল পড়ল, চালের দাম চারগুণ হল কিন্তু টাকা দিলেও সবসময় চাল পাওয়া যেত না।

৩. সবুজ বিপ্লব কী?

উত্তর: মানুষ যখন রাসায়নিক সার ও কীটনাশকের কুফল বুঝতে পারল তখন সেগুলি জমিতে প্রয়োগ করা বন্ধ করল। তারপর এল নতুন বীজ, নতুন সার। পোকা মারার নতুন বিষ জমিতে প্রয়োগ করা হল। জমিতে ডিপটিউবওয়েল বসল। এ ছাড়াও কিছু অব্যবহৃত জমিতেও চাষ শুরু হল। এর ফলে আবার খাদ্যের উৎপাদন বাড়তে থাকে। বছরে দু-তিনবার ধান চাষ শুরু হয় এবং চালের আকাল কাটে। এই ঘটনাই ভারতে ‘সবুজ বিপ্লব’ নামে পরিচিত।

৪. ডি ভি সি-র পুরো নাম লেখো। ডি ভি সি-র কাজ কী?

অনুরূপ প্রশ্ন:

ডিভিসি-এর পুরো কথাটি লেখো। কেন ডিভিসি তৈরি করা হয়েছিল?

উত্তর: ডি ভি সি-র পুরো নাম দামোদর ভ্যালি কর্পোরেশন। দামোদর নদের বন্যা নিয়ন্ত্রণ করার জন্য ডিভিসি সংস্থাটি গঠন করা হয়েছিল। ঠিক করা হয়েছিল পাহাড় থেকে দামোদর নদ দিয়ে গড়িয়ে আসা বর্ষার জল জমিয়ে রাখা হবে। পশ্চিমবঙ্গের সীমান্তের কাছেই অনেকগুলো জলাধার হবে, সেখানে জল আটকে রাখা হবে। তাতে বন্যা হতে পারবে না, পরে সেই জল অল্প অল্প করে ছাড়া হবে যাতে সেই জল সারাবছর চাষের কাজে লাগে।

৫. লুপ্তপ্রায় মাছ কীভাবে বাঁচানো সম্ভব?

অনুরূপ প্রশ্ন:

লুপ্তপ্রায় মাছ রক্ষা করার দুটি উপায় লেখো।

উত্তর: লুপ্তপ্রায় প্রজাতির যেসব মাছ আছে (যেমন সরপুঁটি, মৌরলা, ন্যাদোশ, খুরশুলা প্রভৃতি) সেই সমস্ত মাছের চাষ বেশি পরিমাণে করতে হবে। এইসব মাছ বেশি পরিমাণে বাজারে বিক্রি না করে, কিছু সংখ্যক বিক্রি করার এবং অধিকাংশ পুকুরে রেখে মাছের সংখ্যা আরও বাড়ানোর ব্যবস্থা করতে হবে। এই সমস্ত প্রজাতির বাচ্চা মাছগুলিকে কোনোমতেই বাজারে বিক্রি করা চলবে না, বিক্রি করলে আর্থিক জরিমানা দেওয়ার ব্যবস্থা করতে হবে।

৬. ধানঝাড়া বলতে কী বোঝ?

উত্তর: আগেকার দিনে চেরা বাঁশ দিয়ে তৈরি করা হত ফাঁকা ফাঁকা একটা ধান ঝাড়ন। ধান সমেত খড় তার ওপর পেটানো হত, তাতে ধান আর খড় আলাদা হত। এই কাজটাকে ধানঝাড়া বলা হত।

৭. খড় কী কাজে লাগে?

উত্তর: খড় জড়িয়ে মোটা দড়ি তৈরি করা হয়। খড় দিয়ে মাটির ঘরের ছাউনি দেওয়া হয়। খড় গোরু-মোষের খাবার হিসেবে ব্যবহার করা হয়।

৮ স্কোয়াশ কী?

উত্তর: দার্জিলিং অঞ্চলে পাওয়া যায় একরকম ফল হল স্কোয়াশ। স্কোয়াশ গাছ দেখতে ঝিঙে গাছের মতো, কিন্তু ফলটা খেতে অনেকটা পেঁপের মতো।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area