Ads Area


সম্প্রতি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান

সুপ্রিয় ছাত্রছাত্রীরা এই পরবর্তীতে শেয়ার করলাম সম্প্রতি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান সম্পর্কে। চলুন দেখে নেওয়া যাক 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর গুলি।

সম্প্রতি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান

সম্প্রতি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান

1. জম্মু ও কাশ্মীরের উলার হ্রদ ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ।

2. এশিয়ার বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হল ওড়িশার চিলিকা হ্রদ।

3. কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয়। এই নদীটি শোন বৌশি, অরুণ কোশি ও তামুর কোশি এই তিনটি নদীর সংমিশ্রণে গড়ে উঠেছে।

4. জম্মু ও কাশ্মীরের দুলহস্তী প্রকল্প গড়ে উঠেছে চেনাব নদীর উপর।

5. জিপসাম উৎপাদনে ভারতে শীর্ষস্থানে রাজস্থান।

6. ভারতে প্রথম চটকল স্থাপিত হয়েছিল পশ্চিমবঙ্গের রিষড়ায় (১৮৫৫ খ্রিঃ)।

7. কান্হা জাতীয় উদ্যান ছত্তিশগড়ে অবস্থিত।


8. অরুণাচল প্রদেশের তিরাপ জেলায় নামদফা জাতীয় উদ্যান অবস্থিত।

9. ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে তামিলনাড়ুতে সালেম স্টীম প্ল্যান্টটি গড়ে উঠেছিল।

10. ভারতের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লামজো - মণিপুরের লোকটাক হ্রদে অবস্থিত।

11. কেরালার অগভীর হ্রদগুলিকে স্থানীয় ভাষায় কয়াল বলা হয়। এদের মধ্যে বৃহত্তম হল ভেম্বানাদ হ্রদ।

12. ৭৫ কিমি. দীর্ঘ সিয়াচেন হিমবাহ ভারতের দীর্ঘতম হিমবাহ।

13. ডুরান্ডরেখা ভারত ও আফগানিস্তানের মধ্যে সীমানা নির্ধারণ করে।

14. টেন ডিগ্রি চ্যানেল পৃথক করে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে।

15. পক্ প্রণালী পৃথক করে ভারত ও শ্রীলঙ্কাকে।

16. ম্যাকমোহন লাইন ভারত ও চিনকে পৃথক করে। র‍্যাডক্লিফ লাইন ভারত ও পাকিস্তানকে পৃথক করে।


17. ভারতের প্রধান জলবন্দরগুলি হল- কলকাতা, হলদিয়া, পারাদীপ, বিশাখাপত্তনম, চেন্নাই, তুতিকোরিন (পূর্ব উপকূলে); জওহরলাল নেহেরু বন্দর, কোচিন, নিউ ম্যাঙ্গালোর, মার্মাগাঁও, মুম্বাই এবং কান্দলা (পশ্চিম উপকূলে)। এছাড়া বর্তমানে ভারতে মোট ১৩৯ টি অপ্রধান বন্দর রয়েছে।

18. ভারতের একমাত্র প্রাকৃতিক গভীর বন্দর হল মুম্বাই।

19. আন্তর্দেশীয় জলপরিবহন নিগম (CIWTC) এর সদর দপ্তর কলকাতায় অবস্থিত।

20. ভারতে সর্বাধিক সড়কপথ রয়েছে মহারাষ্ট্রে (৩,৬১,৮৯৩ কিমি.)।

21. ভারতের কাম্বে উপসাগর থেকে জোয়ার ভাঁটা থেকে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা সর্বোচ্চ।

22. হিমাচল প্রদেশে ‘ভ্যালি অফ ফ্লাওয়ার’ অবস্থিত।

23. ভারতের প্রাচীনতম পর্বতমালা আরাবল্লি।

24. ভারতের মোট নারকেলের দুই-তৃতীয়াংশ কেলারায় উৎপাদিত হয়।

25. হিমালয় পর্বত ভঙ্গিল পর্বতের উদাহরণ।


26. ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ: কাঞ্চনজঙ্ঘা। (কে -২ পাক অধিকৃত কাশ্মীরের অন্তর্গত বলে কাঞ্চনজঙ্ঘার নাম ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হিসাবে উল্লেখ করা হয়েছে।)

27. ভারতে শীতকালে সর্বাধিক বৃষ্টিপাত হয় তামিলনাড়ুতে।

28. পশ্চিমবঙ্গ মাছ উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে।

29. হিরাকুঁদ বাঁধ মহানদীর উপরে অবস্থিত।

30. ভারতের বৃহত্তম ব্যাঘ্রপ্রকল্প - শ্রীশৈলম (অন্ধ্র)।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area