Ads Area


ক্ষয়চক্র গঠন ও প্রক্রিয়া MCQ প্রশ্ন উত্তর || Corrosion Cycle Structure Process MCQ Questions Answers

ক্ষয়চক্র গঠন ও প্রক্রিয়া MCQ প্রশ্ন উত্তর : সুপ্রিয় ছাত্রছাত্রীরা আজকের এই পর্বটিতে শেয়ার করলাম ক্ষয়চক্রের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। বিভিন্ন রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন‍্য এই প্রশ্ন গুলি খুবই গুরুত্বপূর্ণ। চলুন দেখে নেওয়া যাক ক্ষয়চক্র MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর গুলি।


ক্ষয়চক্র গঠন ও প্রক্রিয়া MCQ প্রশ্ন উত্তর || Corrosion Cycle Structure Process MCQ Questions Answers

ক্ষয়চক্র কাকে বলে?

 ভূ-গাঠনিক প্রক্রিয়ায় সমুদ্রতল থেকে উত্থিত কোনো ভূ-ভাগ পর্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে প্রাথমিক অবস্থা থেকে কতকগুলি নির্দিষ্ট অবস্থার মধ্য দিয়ে সমপ্রায় ভূমিতে বা সমুদ্রতলের উচ্চতায় পৌঁছায়। একে ক্ষয়চক্র বলে।

W.M Davis -এর মতে- "Geographical Cycle is that period of time in which an uplifted land area through weathering and erosion is converted into a plain surface without any characteristics".

ভূবিজ্ঞানী জেমস হার্টন 1785 খ্রিস্টাব্দে ক্ষয়চক্র ধারণাটি প্রথম প্রবর্তন করেন। কিন্তু 1899 খ্রিস্টাব্দে মার্কিন ভূ-বিজ্ঞানী William Moris Davis ক্ষয়চক্রের বিজ্ঞানসম্মত ধারণাটি উপস্থাপন করেন। যাকে "Ideal Geographical Cycle of Erosion" বলে। "Erosion" শব্দটি "Erodery" (হ্ময় করা- to gnaw) বা "Erosus" (ক্রমে ক্রমে ক্ষয় হওয়া- to eat away) শব্দ থেকে আগত।


ক্ষয়চক্র MCQ প্রশ্ন উত্তর

1. ভূমিরুপের একটি নির্দিষ্ট জীবন ইতিহাস আছে উক্তিটি দিয়েছেন - ডেভিস

2. স্বাভাবিক ক্ষয়চক্রের যে পর্যয়ে নদীগ্রাস ঘটে - যৌবন

3.স্বাভাবিক ক্ষয়চক্রের অন্তিম পর্যায়ে সৃষ্ট ভূমিরুপকে যিনি প্যানপ্লেন নামে অভিহিত করেছেন - ক্রিকমে

4.স্বাভাবিক ক্ষয়চক্রের প্রধান কার্যকরি শক্তি হল - নদী

5. স্বাভাবিক ক্ষয়চক্রের যে পর্যায়ে নদীর সংখ্যা সর্বাধিক হয় - পরিনত

6.মরু অঞ্চলে ছোটো ছোটো লবনাক্ত হ্ৰন্দগুলি যে নামে পরিচিত - প্লায়া

7. স্বাভাবিক ক্ষয়চক্রের শেষ সীমা হল - সমুদ্র জলতল

8.মরু ক্ষয়চক্রের প্রধান কার্যকরি শক্তি হল - বায়ু

9.ক্ষয়চক্রের শেষ পর্যায়ে সৃষ্ট সমতলভূমিকে পেঙ্ক যে নামে অভিহিত করেছেন - এন্ডরাম্ফ

10.ডেভিস তাঁর মরু ক্ষয়চক্রের ধারনা দেন - 1905 সালে

11. ‘ক্ষয়চক্রের শেষ সীমা’ ধারনাটির প্রবর্তন করেন - পাওয়েল

12.বোর্নহাট ভূমিরুপটির ধারনাদেন - ভিলহেলম বোর্নহাট

13. বিবর্তন বাদ, বস্তুর জনক হলেন - উরউইন

14. নিক বিন্দু বরাবর যে ভূমিরুপ সৃষ্টি হয় - জলপ্রপাত বলে

15.মরু অঞ্চলে অবশিষ্ট উচ্চভূমিকে বলে - ইনসেলবার্জ

16. কোনো অঞ্চলের ভূমিরুপ হল গঠন, প্রক্রিয়া ও পর্যায়ের ফলশ্রুতি ‘ধারনাটি দিয়েছেন - ডেভিস

17. ডেভিস তাঁর স্বাভাবিক ক্ষয়চক্রের ধারনা দেন - 1899 সালে

18. ইনসেলবার্জগুলি সাধারনত যে শিলা দ্বারা - গ্রানাইট এবং নিস নিসেশলা দ্বারা

19. মরু ক্ষয়চক্রের শেষ সীমা হল - স্থায়ী ভৌমজল এবং প্লায়া হ্রদ

20. Geographical Essays গ্রন্থটির লেখক হলেন - ডেভিস

আরও পড়ুন:

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area