Ads Area


Tarun Goyal GK Bengali Version PDF 2023 || তরুণ গোয়েল জেনারেল নলেজ

Tarun Goyal GK Bengali Version PDF 2023 - Jibikadisari -এর GK পর্বটিতে আপনাকে স্বাগতম। Tarun Goyal Gk Bengali এর বিভাগটি WBP, KP, Rail, SSC এছাড়াও রাজ‍্য ও কেন্দ্র স্তরের বিভিন্ন রকম সরকারি পরীক্ষার জন‍্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন দেখে নেয়া যাক তরুণ গোয়েল জেনারেল নলেজ এর প্রশ্ন উত্তর গুলি।

জেনারেল নলেজ হল একজন শিক্ষার্থীর জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক যদিও এর কোন নির্ধারিত সিলেবাস নেই। নীচে তোমাদের জন‍্য Tarun Goyal GK Bengali Version PDF 2023 এর গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর প্রদান করা হল। General Knowledge Tarun Goyal Bengali এর  প্রশ্নগুলি তোমাদের বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ ও সহায়তা করবে। এবং তোমরা সম্পূর্ণ বিনামূল্য Tarun Goyal GK PDF টি ডাউনলোড করে নিতে পারবে।

Tarun Goyal GK Bengali Version PDF 2023 || তরুণ গোয়েল জেনারেল নলেজ

Tarun Goyal GK Bengali Version PDF 2023 || তরুণ গোয়েল জেনারেল নলেজ


1. তেজস্ক্রিয়তা মাপার এককের নাম কি?

উত্তর- বেকারেল

2. কোন ষড়যন্ত্র মামলায় ভগৎ সিংহ, রাজগুরু, সুখদেব প্রমূখের ফাঁসি হয়?

উত্তর- লাহোর ষড়যন্ত্র মামলা

3. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি?

উত্তর- প্রফুল্ল চন্দ্র ঘোষ

4. ”দুন” শব্দের আক্ষরিক অর্থ কি?

উত্তর- অনুপ্রস্ত উপত্যকা

5. সংবিধানের শীতকালীন অধিবেশন বসে কোন দুই মাসে?

উত্তর- নভেম্বর ও ডিসেম্বর মাসে

6. ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য কত কিমি?

উত্তর- 6000 কিমি

7. দিব‍্য কোন বিদ্রোহের নায়ক ছিল?

উত্তর- কৈবর্ত

8. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যরূপে নিযুক্ত হন কে?

উত্তর- গুরুদাস বন্দ্যোপাধ্যায়

9. ভারতের মুদ্রায় প্রস্ফুটিত অশোক স্তম্ভের আবিষ্কার কোন স্থান থেকে  হয়েছে?

উত্তর- সারনাথ

10. লাইফ ডিভাইন বইটির রচনাকার কে?

উত্তর- অরবিন্দ ঘোষ

11. শকাব্দ গননা শুরু হয় কবে থেকে?

উত্তর- 78 খ্রীঃ পূ

12. দক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

উত্তর- আনাইমুদি

13. আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ গিরিশৃঙ্গের নাম কি?

উত্তর- কিলিম‍্যানজারো

14. পৃথিবীর বৃহত্তম হ্রদ নামে খ্যাত কোনটি?

উত্তর- কাস্পিয়ান সাগর

15. কোন চোল রাজা বাংলা জয় করেছিল?

উত্তর- প্রথম রাজেন্দ্র চোল

16. গান্ধীজি কিসের জন‍্য চম্পারন আন্দোলন করেছিল?

উত্তর- নীল চাষীদের সমস্যার জন‍্য

17. ভারতের তুলা চাষের উপযোগী অঞ্চল কোনটি?

উত্তর- দক্ষিণাত‍্যের লাভাগঠিত অঞ্চল

18. কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তর- 1885 সালে

19. হিন্দু মেলা এর প্রতিষ্ঠাতা কে করেন?

উত্তর- নবগোপাল মিত্র

20. সাহারা মরুভূমি কোথায় অবস্থিত?

উত্তর- আফ্রিকা

21. ম্যালেরিয়া কোন মশার কারণে হয়?

উত্তর- অ্যানোফিলিস মশা

22. কোন প্রাণী মানুষের মত দৃষ্টি সম্পন্ন?

উত্তর- ঘোড়া


23. আকাশ নীল দেখায় কিসের জন্য?

উত্তর- বিক্ষেপণের কারণে

24. রাজ্যসভায় সভাপতিত্ব করে থাকেন কে?

উত্তর- উপরাষ্ট্রপতি

25. কুকা আন্দোলন কার দ্বারা সংঘটিত হয়েছিল?

উত্তর- গুরু রাম সিং

26. আল্পস পর্বত মালার অবস্থান কোথায়?

উত্তর- ইউরোপ

27. পেরিয়ার টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত?

উত্তর- কেরালা

28. ভারতের নৌ সেনা দিবস কবে পালিত হয়?

উত্তর- 4 ডিসেম্বর

29. রিংগিত কোন দেশের প্রচলিত মুদ্রার নাম?

উত্তর- মালয়েশিয়া

30. লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন?

উত্তর- গণেশ বাসুদেব মাভালঙ্কার

31. দন্ত চিকিৎসায় কোন আয়না ব্যবহার করা হয়?

উত্তর- অবতল আয়না

32. পঙ্কজ আদবানি কোন খেলার সঙ্গে যুক্ত?

উত্তর- বিলিয়ার্ডস

33. 2024 সালের অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তর- ফ্রান্সের প্যারিস

34. উগাডি উৎসব কোন রাজ্য পালিত হয়?

উত্তর- অন্ধ্রপ্রদেশ

35. ভোটের সময় আঙুলে যে কালি দেয়া হয় সেটার নাম কি?

উত্তর- সিলভার নাইট্রেট

36. আঙুরের রসে কোন জৈব যৌগ থাকে?

উত্তর- গ্লুকোজ

37. সমপরিমাণ আইসোমার যুক্ত মিশ্রণ কে কি বলা হয়?

উত্তর- রেসমিক মিশ্রন

38. বেইটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত?

উত্তর- হকি

39. ছুরি দিয়ে কাটা যায় কোন ধাতুটি?

উত্তর- সোডিয়াম

40. কোন ধাতুকে কুইক সিলভার বলা হয়?

উত্তর- পারদ

41. কাঁদানি গ্যাসের রাসায়নিক নাম কি?

উত্তর- ক্লোরোপিক্রিন

42. পূর্বের স্কটল্যান্ড নামে পরিচিত কে?

উত্তর- শিলং

43. পূর্ব উপকূলের একমাত্র স্বাভাবিক বন্দরের নাম কি?

উত্তর- বিশাখাপত্তনম


44. হিমঘরে কোন গ্যাসটি ব্যবহার করা হয়?

উত্তর- নাইট্রোজেন

45. কোন বিজ্ঞানী ত্রয়ী সূত্র আবিষ্কার করেন?

উত্তর- বিজ্ঞানী ডোবেরিনার

46. ঘুমের ঔষধ প্রস্তুতিতে কি ব্যবহার করা হয়?

উত্তর- ইউরিয়া

47. মাদ্রাজের নাম পরিবর্তন করে কবে চেন্নাই হয়?

উত্তর- 1996 

48. পাতিলেবুর রসে PH মান কত?

উত্তর- 2.5

49. পাঁচসালা বন্দোবস্ত কে চালু করেন?

উত্তর- ওয়ারেন হেস্টিংস

50. একসালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন?

উত্তর- ওয়ারেন হেস্টিংস

51. ভারতের রেলপথের জনক কাকে বলা হয়?

উত্তর- লর্ড ডালহৌসিকে

52. রানীগঞ্জের কয়লাখনি প্রথম কবে আবিষ্কৃত হয়েছিল?

উত্তর- 1914 সালে

53. “On Liberty” গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর- জন স্টুয়ার্ট মিল

54. কত সালে ইংরেজরা বাংলায় দেওয়ানি লাভ করেছিল?

উত্তর- 1765 সালে

55. ইন্ডিয়া হোমরুল সোসাইটির প্রতিষ্ঠাতা কে?

উত্তর- শ্যামজী কৃষ্ণবর্মা

56. রিহেলা গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর- ইবন বতুতা

57. ফাঁকা ঘরে কথা বললে গম গম শব্দ হওয়ার কারণ কি?

উত্তর- শব্দের অনুরণন

58. ভারতের বৃষ্টিচ্ছায় অঞ্চল নামে পরিচিত কোনটি?

উত্তর- শিলং

59. ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম কি?

উত্তর- অস্পরা

60. সর্বপেক্ষা হালকা নিষ্ক্রিয় গ্যাসের নাম কি?

উত্তর- হিলিয়াম

61. জলের গভীরতা মাপার জন্য কোন এককটি ব্যবহৃত হয়?

উত্তর- ফ‍্যাদম

62. শব্দ এক প্রকার কি ধরনের তরঙ্গ?

উত্তর- অনুদৈর্ঘ‍্য তরঙ্গ

63. চাঁদে পাশাপাশি দাঁড়িয়ে কথা বললে শোনা যাওয়ার না তার কারণ কি?

উত্তর- চাঁদে কোন মাধ্যম না থাকার জন্য

64. সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক মৌলের নাম কি?

উত্তর- ফ্রান্সিয়াম

65. সবচেয়ে ভারী অধাতুটির নাম কি?

উত্তর- অ্যাস্টেটাইন

66. দুষ্ট মৌল নামে পরিচিত মৌল কোনটি?

উত্তর- হাইড্রোজেন


67. নেলপালিশ রিমুভারে কিসের উপস্থিতি থাকে?

উত্তর- অ্যাসিটোন

68. সালোকসংশ্লেষের প্রধান অঙ্গানু কোনটি?

উত্তর- ক্লোরোপ্লাস্ট

69. সালোকসংশ্লেষের সক্ষম প্রাণী কোনটি?

উত্তর- ইউগ্লিনা

70. কত সালে নাদির শাহ ময়ূর সিংহাসন লুট করেন?

উত্তর- 1739 সালে 

71. রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম কি?

উত্তর- বিধান পরিষদ

72. কত মিটার উপরে উঠলে তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পায়?

উত্তর- 165 মিটার

73. বিশ্বের সর্বাধিক শাখা যুক্ত ব্যাংক কোনটি?

উত্তর- ভারতীয় স্টেট ব্যাঙ্ক

74. সাদা হাতির দেশ কাকে বলা হয়?

উত্তর- থাইল্যান্ডকে

75. জার্মানিকে একীভূত করেছিলেন কে?

উত্তর- বিসমার্ক

76. পেন্সিলের সিসা তৈরি মূলত কি দিয়ে?

উত্তর- গ্রাফাইট

77. সমুদ্রগুপ্তের মায়ের নাম কি?

উত্তর- কুমারদেবী

78. সর্বাধিক বেশি জীববৈচিত্র্য লক্ষ্য করা যায় কোন জলবায়ুতে?

উত্তর- নিরক্ষীয়

79. অশোকের শিলালিপি যে ভাষায় রচিত তার নাম কি?

উত্তর- ব্রাহ্মী

80. ভারতের সর্বোত্তম ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা করেন কোন ব্যক্তি?

উত্তর- লালা লাজপত রায়

81. নীতি আয়োগ প্রথম গঠিত হয় কোন দিনটিতে?

উত্তর- 1 জানুয়ারি 2015 সালে 

82. মৃণালিনী সারাবাই কোন নৃত্যের সঙ্গে সংযুক্ত?

উত্তর- ভারত নাট্যম

83. হাম্পি শহরটির অবস্থান কোন রাজ্যে?

উত্তর- কর্ণাটক

84. কোন আইনকে কালা আইন বলা হয়?

উত্তর- রাওলাট আইন

85. কৃষ্ণ মৃত্তিকার অন‍্য নাম কি?

উত্তর- রেগুর

86. ভারতের বৃহত্তম জেলার নাম কি?

উত্তর- কচ্ছ ,গুজরাট


87. লোকসভার প্রথম মহিলা স্পিকারের নাম কি?

উত্তর- মিরা কুমার

88. বাংলা টাইগার কাকে বলা হয়?

উত্তর- আশুতোষ মুখোপাধ্যায়

89. ভারতের জাতীয় জলজ প্রাণীর নাম কি?

উত্তর- ডলফিন

90. পেশোয়াতন্ত্রের প্রতিষ্ঠাতা কে করেন?

উত্তর- বালাজি শিবনাথ

91. ভারতের কোন রাজ্যে গারো ও খাসি উপজাতি লক্ষ করা যায়?

উত্তর- মেঘালয়

92. লন্ডন শহরটি কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর- টেমস

93. ভারত ও শ্রীলঙ্কাকে আলাদা করেছে কোন প্রণালী?

উত্তর- পক প্রণালী

94. ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ কোনটি?

উত্তর- লোকসভা

95. ডুবুরিরা যে অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করে অক্সিজেন ছাড়া তাতে আর কোন গ্যাসের উপস্থিতি থাকে?

উত্তর- হিলিয়াম

96. এরোপ্লেনের টায়ারে কোন গ্যাস ব্যবহৃত হয়?

উত্তর- নাইট্রোজেন

97. লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা কতজন?

উত্তর- 552 জন

98. বেদাঙ্গ সাধারণত কয়টি ভাগে বিভক্ত?

উত্তর- ছয়টি 

99. বেঙ্গলি পত্রিকার সম্পাদকের নাম কি?

উত্তর- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

তরুণ গোয়েল প্রশ্ন উত্তর PDF Download


File Details:
File Name- jibikadisari.com- তরুণ গোয়েল জেনারেল নলেজ
File Format- pdf
Quality- High
File Size- 1 MB
File page- 12
File Location- Google Drive

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area