Ads Area


GK Questions With Answers In Bengali PDF

GK Questions With Answers In Bengali PDF

GK Questions With Answers In Bengali

GK Questions With Answers In Bengali PDF- এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই প্রশ্নোত্তর গুলি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।

GK Questions With Answers In Bengali PDF


1. বৈদিক যুগের বৃক্ষের দেবতা ছিলেন কে?

উত্তর- সোম

2. 2022 সালে কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তর- ইংল্যান্ড

3. ইউরোপের ককপিট কাকে বলা হয়?

উত্তর- বেলজিয়াম

4. জাপানের পার্লামেন্টের নাম কি?

উত্তর- ডায়েট

5. মিড ডে মিল স্কিম কবে চালু হয়?

উত্তর- 1995

6. উত্তরবঙ্গে পূর্ব বাহিনী নদীর নাম কি?

উত্তর- রাইডাকা

7. আনন্দমঠ এর রচয়িতা কে?

উত্তর- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

8. রক্তকরবী কার লেখা?

উত্তর- রবীন্দ্রনাথ ঠাকুর

9. অরণ্যের অধিকার কার লেখা?

উত্তর- মহাশ্বেতা দেবী

10. বিশ্ব ব্রেইল দিবস কবে পালন করা হয়?

উত্তর- 4 জানুয়ারি

11 ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?

উত্তর- 3:2

12. ভারতের প্রবেশদ্বার কোন শহরটি পরিচিত?

উত্তর- মুম্বাই কে বলা হয় ভারতের প্রবেশদ্বার

13. সাতপুরা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?

উত্তর- মধ্যপ্রদেশ

14. গণপরিষদের ভারতের জাতীয় পতাকা কবে গৃহীত হয়?

উত্তর- 1947 সালের 22 জুলাই

15. গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়?

উত্তর- সানফ্রান্সিসকো

16. পি এন ঠাকুর কার ছদ্মনাম?

উত্তর- রাসবিহারী বসুর

17. 2011 এর জনগণনা অনুসারে ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার বেশি?

উত্তর- কেরালা

18. নরসিংহ কমিটি কোন ক্ষেত্রে সংস্কারের জন্য রিপোর্ট দেয়?

উত্তর- ব্যাংকিং ক্ষেত্র

19. সংসদে জিরো আওয়ার বলতে কোন সময়কে বোঝানো হয়?

উত্তর- যে সময় সংসদের জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়

20. কালাজ্বর রোগের জন্য  কোন প্রাণী দায়ী ?

উত্তর- ফ্লিরোটোমাস স্যান্ড ফ্লাই

21. পার্কের পদ্ধতি দ্বারা কোন ধাতু নিষ্কাশন করা হয়?

উত্তর- রুপা

22. আরশোলার অগ্র ডানাজোড়া কে কি বলে?

উত্তর- এলিট্রা

23. কলকাতায় কত সালে মেট্রোরেল চালু হয়?

উত্তর-  1984 সালে

24. বর্তমান ভারত কে রচনা করেন?

উত্তর- স্বামী বিবেকানন্দ

25. জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসে?

উত্তর- বোম্বে

26. ভারতে ব্রিটিশ কর্তৃক নির্মিত প্রথম দুর্গ কোনটি?

উত্তর- ফোর্ট সেন্ট জর্জ

27. কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তরিত হয় কত সালে?

উত্তর- 1911 সালে

28. সিন্ধু সভ্যতার অন্তর্গত হরপ্পা কোন দেশে অবস্থিত?

উত্তর- পাকিস্তান

29. জৈন ধর্ম মতের অনুসারী তীর্থঙ্কর সংখ্যা কত?

উত্তর- 24

30. কে সিদ্ধার্ত নামে পরিচিত?

উত্তর- বুদ্ধদেব


আরও পড়ুন- 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area