Ads Area


Lucent Objective General Knowledge Questions In Bengali PDF

Lucent Objective General Knowledge Questions In Bengali PDF

Lucent Objective General Knowledge Questions In Bengali PDF

Lucent Objective General Knowledge Questions In Bengali PDF - এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই প্রশ্নোত্তর গুলি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।

Lucent Objective General Knowledge Questions In Bengali PDF


1. একটি বৃহত্তম কোষের নাম কি ?

উত্তর- উট পাখির ডিম

2. রোদের অনোন্যক কে কি নামে পরিচিত ?

উত্তর- পরিবাহিতা

3. সূর্য শক্তির প্রধান উৎস কি ?

উত্তর- নিউক্লিয় সংযোজন

4. টাংস্টেন এর রাসায়নিক চিহ্ন কোনটি ?

উত্তর- W

5. পর্যায় সারণির সবচেয়ে হালকা ধাতু হলো ?

উত্তর- লিথিয়াম

6. এরিথ্রোসাইট নামে পরিচিত কে ?

উত্তর- RBC

7. মানবদেহের হাটের চেম্বার সংখ্যা হল ?

উত্তর- 4 টি

8. সালোকসংশ্লেষ কম হয় কোন রঙের আলোয় ?

উত্তর- সবুজ রঙের আলোয়

9. কার্য করার সামর্থ্য কে বলা হয় ?

উত্তর- শক্তি

10. পেশির ক্লান্তির জন্য দায়ী কোন এসিড ?

উত্তর- ল্যাকটিক অ্যাসিড

11. প্লাস্টার অফ প্যারিস কাকে বলা হয় ?

উত্তর- জিপসাম কে

12. তরিত্রহীন সংযোগ আবিষ্কার করেছেন কে ?

উত্তর- মার্কোনী

13. প্রতিধ্বনি সৃষ্টির একান্ত কারণ কি ?

উত্তর- শব্দের প্রতিফলন

14. মুক্ত ধাতু কোনটি ?

উত্তর- সোনা

15. মিলিবাগ কোন চাষের সঙ্গে সম্পর্কিত ?

উত্তর- সরিষা

16. আমাদের শরীরের উপরের ত্বক টির নাম কি ?

উত্তর- এপিডার্মিস

17. বংশগতির একক কাকে বলা হয় ?

উত্তর- জীন

18. এক্স রশ্মী মূলত কোন কণার আধান ?

উত্তর- ফোটন

19. কোন মাধ্যমে আলোর বেগ সর্বাধিক হয় ?

উত্তর- শূন্য মাধ্যমে

20. সবুজ বর্ণের ফুল লাল আলো দেখলে কি দেখাবে ?

উত্তর- কালো

21. তড়িৎ আধান জমা থাকে যে যন্ত্রে তাকে কি বলা হয় ?

উত্তর- ধারক

22. অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সৃষ্টি হয় কোন আলোর মাধ্যমে ?

উত্তর- ঘন থেকে লঘু মাধ্যমে

23. ঘনকোণের একক টির নাম কি ?

উত্তর- স্টেরেডিয়ান

24. একটি আদর্শ ভোল্ট মিটারের রোধ কেমন হয় ?

উত্তর- অসীম

25. একটি আদর্শ অ্যামমিটারের   রোধ কত থাকে ?

উত্তর- শূন‍্য

26. ফিউজ তার কোন সংকর ধাতুর সংমিশ্রণে তৈরি ?

উত্তর- টিন ও সীসা

27.দুধের ph মান কত থাকে ?

উত্তর-  6.6

28. পিঁপড়ের হুল থেকে কোন অ্যাসিড নির্গত হয় ?

উত্তর- ফরমিক অ্যাসিড

29. দোলকের দোলনকাল নির্ভর করে ?

উত্তর- দৈর্ঘ্যের উপর

30. ভাইটাল ফোর্স থিওরি দেন কোন বিজ্ঞানী  ?

উত্তর- বারজেলিয়াস

31. ইউরিয়াতে নাইট্রোজেন এর উপস্থিতি কত শতাংশ ?

উত্তর- 46 %

32. খাদ্যশক্তি কিসের মাধ্যমে পরিমাপ করা হয় ?

উত্তর- ক্যালোরি

33. ব্লটিং পেপার দ্বারা কালির শোষণের কোন প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে ?

উত্তর- ক‍্যাপিলারি

34. মার্স গ্যাস কাকে বলা হয় ?

উত্তর- মিথেন

35. 1 অশ্ব ক্ষমতা = কত ওয়াট ?

উত্তর- 746 ওয়াট

36. 1 নটিক‍্যাল মাইল = কত মিটার ?

উত্তর- 1852 মিটার

37. এলিসা পরীক্ষা করা হয় কোন রোগ নির্ধারণের জন্য ?

উত্তর- এইডস

38. অ্যামিবার গমন অঙ্গ হল ?

উত্তর- ক্ষণপদ

39. কাকে পন্ড সিল্ক  বলা হয় ?

উত্তর- স্পাইরোগাইরা

40. সবচাইতে ভাইরাসের বৃদ্ধি ঘটে কিসে ?

উত্তর- সজীব কোষে

41. গাছের কোন অংশ থেকে তুলা তন্ত পাওয়া যায় ?

উত্তর- ফল

42. গাছের কোন অংশ থেকে কপি প্রস্তুত করা হয় ?

উত্তর- বীজ

43. নিকোটিন কোন গাছের পাতা থেকে পাওয়া যায় ?

উত্তর- তামাক গাছের পাতা

44. মানুষের মাথার ওজন কত গ্রাম ?

উত্তর- 1300 – 1400 গ্ৰাম

45. কফির Ph  মান কত ?

উত্তর- 4.3 – 5

46. কোন অ্যাসিড কে  মিউরিয়েটিক অ্যাসিড বলা হয় ?

উত্তর- সালফিউরিক অ্যাসিড

47. দার্শনিকের উল কাকে বলা হয় ?

উত্তর- জিংক অক্সাইড কে

48. পরীক্ষাগারে প্রস্তুত প্রথম কৃত্রিম জৈব যৌগ কোনটি ?

উত্তর- ইউরিয়া

49. লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি ?

উত্তর- নাইট্রাস অক্সাইড

50. অয়েল অব ভিট্রিয়ল কাকে বলা হয় ?

উত্তর- সালফিউরিক অ্যাসিড

51. কলিচুন এর রাসায়নিক সংকেত হলো ?

উত্তর- Ca (OH)2

52. নক্ষত্র ও গ্যালাক্সির ভর কিসের মাধ্যমে পরিমাপ করা হয় ?

উত্তর- সোলার মাস

53. X রশ্মির আবিষ্কারক কে ?

উত্তর- রন্টজেন

54. X রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যর ক্রম  কত ?

উত্তর- 1 অ্যানস্ট্রম

55. সিটি স্ক্যানে কোন রশ্মি ব্যবহৃত হয় ?

উত্তর- X এক্স রশ্মি ব্যবহৃত হয়

56. ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় ?

উত্তর- দূরত্ব

57. কোন দুটি দূরত্বের পার্থক্য কে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলে ?

উত্তর- পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী দূরত্ব

58. সূর্যের অতিবেগুনী রশ্মিকে শোষণ করে কোন স্তর ?

উত্তর- ওজোন স্তর

59. ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত ?

উত্তর- মুম্বাই

60. ফাইবার অপটিক্স এর আবিষ্কারক কে ?

উত্তর- নারিন্দার কাপানি

61. এন্ডোস্কোপের কার্যনীতি মূলত কিসের উপর ভিত্তি করে ?

উত্তর- আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন

62. ক্ষমতার Si এককটির নাম হল ?

উত্তর- ওয়াট

63. 1 বার = কত পাসকেল ?

উত্তর- 100000 পাসকেল

64. সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উত্তর- সিমুক

65. বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন ?

উত্তর- হর্ষঙ্ক বংশের

66. বৈদিক যুগের একজন বিদেশি নারী কে ছিলেন ?

উত্তর- লোপামুদ্রা

67. চিরস্থায়ী বন্দোবস্ত এর প্রবর্তন কে করেছিলেন বড়লাট ?

উত্তর- লর্ড কর্নওয়ালিস

68. টাটা কোম্পানি এর প্রতিষ্ঠা করেন কে ?

উত্তর- জামসেদজী টাটা

69. আকবরের সভাকবি তানসেনের আসল নাম কি ছিল ?

উত্তর- রামতনু পান্ডে

70. আকবর কত খ্রিস্টাব্দে মারা যান ?

উত্তর- 1605

71. কত সালে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন পাশ হয় ?

উত্তর- 1876 সালে

72. পরাধীন ভারতের শেষ গভর্নর কে ছিলেন ?

উত্তর- লর্ড মাউন্টব্যাটেন

73. আগ্রার অন্ধ পক্ষী ককে বলা হয় ?

উত্তর- সুরদাস কে

74. মরু অঞ্চলের মাটির অপর নাম কি ?

উত্তর- সিরোজেন

75. ভারতের পূর্ব থেকে পশ্চিমে সর্বাধিক বিস্তার কত কিমি ?

উত্তর- 2933 কিমি

76. পশ্চিমবঙ্গ ও আসামের ভাবর জাতীয় ভূমিরূপকে কী বলে ?

উত্তর- ডুয়ার্স বলে

77. দুটি নদীর মধ্যবর্তী পলিগঠিত উঁচু অংশকে কে কি বলে ?

উত্তর- দোয়াব

78.লেগুনের স্থানীয় নাম কি ?

উত্তর- কয়াল

79. আন্দামানের উচ্চতম পাহাড়ের নাম কি ?

উত্তর- স্যাডেল পিক

80. চিল্কা  ধরনের জলের হ্রদ ?

উত্তর- লবণাক্ত

81. ভারতের সর্বাধিক স্বেচ সেবিত রাজ‍্য  কোনটি ?

উত্তর- পাঞ্জাব

82. গম উৎপাদনে কত ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন

উত্তর- 16 ডিগ্ৰী

83. দক্ষিণ ভারতের কাশি কাকে বলা হয়

উত্তর- মাদুরাই কে

84. মটর গাছের বসবাসকারী ব্যাকটেরিয়ার নাম কি

উত্তর- রাইবোজোম

85.ভাসনের সূত্র দিয়েছেন কোন বিজ্ঞানী ?

উত্তর- আর্কিমিডিস

86. রাডার এর আবিষ্কর্তা কে ?

উত্তর- ওয়াটসন

87. দন্ত চিকিৎসায় কোন দর্পণ ব্যবহৃত হয় ?

উত্তর- অবতল দর্পণ

88. পাউরুটি ফোলানোর জন্য ব্যবহৃত গ্যাসটি হল ?

উত্তর- কার্বন ডাই অক্সাইড

89. লেন্স পরিমাপের একক কি ?

উত্তর- ডায়াপ্টার

90. জার্মান সিলভার এ কোন সংকর ধাতু থাকে ?

উত্তর- তামা, দস্তা, নিকেল

91. মানুষের শরীরের দীর্ঘতম কোষ কোনটি ?

উত্তর- স্নায়ু কোষ

92. কিলোওয়াট ঘন্টা কিসের একক ?

উত্তর- শক্তি

93. তড়িৎ আধান জমা হয় যে যন্ত্রে তাকে কি বলে ?

উত্তর- ক্যাপাসিটর

94. নিউটন এর আবিষ্কর্তা কে ?

উত্তর- স্যাডউইক

95. দুধ থেকে দই এ পরিণত হওয়া ব্যাকটেরিয়ার নাম কি ?

উত্তর- ল্যাকটোব্যাসিলাস

96. পেশী ও যকৃতের শক্তি সঞ্চিত রূপটি হলো ?

উত্তর- গ্লাইকোজেন

97. কোষের আত্মঘাতী থলি নামে পরিচিত কে ?

উত্তর- লাইসোজোম

98. শ্বসনে সহায়ক কোষ অঙ্গাণু নাম কি ?

উত্তর- মাইট্রোকন্ডিয়া

99. প্রোটিন সংশ্লেষে সাহায্য করে কোন কোষ অঙ্গাণু ?

উত্তর- রাইবোজোম

100. ব্যাকটেরিয়া এর আবিষ্কারক কে ?

উত্তর- লিউয়েন হুক

Lucent Objective General Knowledge Questions In Bengali PDF ডাউনলোড লিংক

আরও পড়ুন-

File Details:
File Name- jibikadisari.com- Lucent Objective General Knowledge Questions
File Format- pdf
Quality- High
File Size- 2 MB
File page- 9
File Location- Google Drive

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area