Ads Area


মহাত্মা গান্ধী বিষয় প্রশ্নোত্তর - Questions And Answers Of Mahatma Gandhi

মহাত্মা গান্ধী বিষয় প্রশ্নোত্তর - Questions And Answers Of Mahatma Gandhi


মহাত্মা গান্ধী বিষয় প্রশ্নোত্তর - Questions And Answers Of Mahatma Gandhi





মহাত্মা গান্ধী বিষয় প্রশ্নোত্তর - Questions And Answers Of Mahatma Gandhi: এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই প্রশ্নোত্তর গুলি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।


মহাত্মা গান্ধী বিষয় প্রশ্নোত্তর




1. গান্ধীজি কবে এবং কোথায় জন্মস্থান করেন?
উত্তর-  2রা অক্টোবর, 1869 সালে, গুজরাটের পোরবন্দরে।

2. গান্ধীজির আসল নাম কী ছিল?
উত্তর-  মোহনদাস করমচাঁদ গান্ধী।

3. গান্ধীজির লেখা গ্রন্থগুলি হল?
উত্তর-  হিন্দ স্বরাজ, সর্বোদয়।

4. গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন?
উত্তর-  গোপালকৃষ্ণ গোখলে।

5. গান্ধীজির আধ্যাত্মিক গুরু কে ছিলেন?
উত্তর-  টলস্টয়।

6. কাকে সত্যাগ্রহ আন্দোলনের জনক বলা হয়?
উত্তর-  গান্ধীজি।

7. কাকে ভারতের জাতির জনক বলা হয়?
উত্তর-  গান্ধীজি।

8. ভারতের প্রথম জননেতা কাকে বলা হয়?
উত্তর-  গান্ধীজি।

9. গান্ধীজিকে জাতির জনক বলে অভিহিত করেন কে?
উত্তর-  সুভাষচন্দ্র বসু।

10. গান্ধীজিকে কোন নামে পরিচিত ছিলেন?
উত্তর-  মহাত্মা, বাপু।

11. গান্ধীজিকে মহাত্মা উপাধি প্রদান করেন কে?
উত্তর-  রবীন্দ্রনাথ ঠাকুর।

12. গান্ধীজিকে মিকিমাউস বলেছিলেন কে?
উত্তর-  সরোজিনী নাইডু।

13. গান্ধীজিকে অর্ধনগ্ন ফকির বলেছিলেন কে?
উত্তর-  চার্চিল।

14. গান্ধীজি কার দ্বারা প্রভাবিত হন?
উত্তর-  টলস্টয়, রাস্কিন, থোরো, মাৎসিনি, যীশুখ্রিষ্ট, গৌতম বুদ্ধ।

15. গান্ধীজি কোন জৈন সন্ন্যাসীর দ্বারা প্রভাবিত হন?
উত্তর-  বেচারামজী স্বামী।

16. গান্ধীজি সম্পাদিত পত্রিকা গুলি নাম কি?
উত্তর-  ইয়ং ইন্ডিয়া এবং হরিজন।

17. সমাজের নিন্মবর্গীয়দের হরিজন নাম দেন কে?
উত্তর-  গান্ধীজি।

18. গান্ধীজির জন্মদিনকে স্বরণীয় করতে কোন দিবস হিসাবে পালন করা হয়?
উত্তর-  আন্তর্জাতিক অহিংসা দিবস।

19. গান্ধীজির জন্মদিনকে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসাবে ঘোষনা করে কে?
উত্তর-  সাধারন সভা। (2007 সালে)

20. গান্ধীজিকে বাপু উপাধি প্রদান করেন কে?
উত্তর-  ভারতের জনগন।

21. মহাত্মা শব্দের অর্থ কী?
উত্তর-  মহৎ হৃদয় বা আত্মা।

22. বাপু শব্দের অর্থ কী?
উত্তর-  পিতা বা বাবা।

23. আধুনিক ভারতের জনক কাকে বলা হয়?
উত্তর-  গান্ধীজি।

24. “রাষ্ট্র হল সংগঠিত ও কেন্দ্রীভূত হিংসার প্রকাশ” -বক্তা কে?
উত্তর-  গান্ধীজি।

25. আমার কল্পনায় গ্রাম স্বরাজ হল একটি পরিপূর্ন প্রজাতন্ত্র” -বক্তা কে?
উত্তর-  গান্ধীজি।

26. “রাষ্ট্র হল এক হৃদয়হীন যন্ত্রস্বরূপ” -বক্তা কে?
উত্তর-  গান্ধীজি।

27. সত্যাগ্রহ আন্দোলনের জনক কাকে বলা হয়?
উত্তর-  গান্ধীজি।

28. গান্ধীজি কত সালে ব্যারিস্টার পড়তে লন্ডনে যান?
উত্তর-  1888 সালে।

29. গান্ধীজি কবে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসেন?
উত্তর-  1915 সালের 9ই জানুয়ারি।

30. এই দিনটিকে স্মরণীয় করতে ভারতে কোন দিবস পালন করা হয়?
উত্তর-  প্রবাসী ভারতীয় দিবস।

31. গান্ধীজি কবে এবং কোথায় সবরমতি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর-  1916 সালে গুজরাটের আমেদাবাদে।

32. মহাত্মা গান্ধীকে কায়সার-ই-হিন্দ উপাধিতে ভূষিত করা হয় কখন?
উত্তর-  1915 সালে।

33. কাকে রিক্রুটিং সার্জেন্ট বলা হত?
উত্তর-  মহাত্মা গান্ধী। কারণ প্রথম বিশ্বযুদ্ধের সময় গান্ধীজি মানুষকে সেনাবাহিনীতে যোগ দিতে উৎসাহিত করেছিলেন।

34. গান্ধীজি প্রথম কোথায় অহিংস আন্দোলন শুরু করেন?
উত্তর-  দক্ষিন আফ্রিকায় (1893)

35. গান্ধীজি কত সালে নাটাল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠা করেন?
উত্তর-  1894 সালে।

36. গান্ধীজি প্রথম কোথায় আইন অমান্য আন্দোলনে নেতৃত্ব দেন?
উত্তর-  দক্ষিন আফ্রিকার জোহানেসবার্গ (1906)

37. কে গান্ধীকে চম্পারণে আসতে অনুপ্রাণিত করেছিলেন?
উত্তর-  বিহারের কৃষক নেতা, রাজকুমার।

38. গান্ধীজি সম্পূর্ণভাবে ভারতীয় রাজনীতির সঙ্গে যুক্ত হন?
উত্তর-  1915 সালে।

39. গান্ধীজি ভারতে প্রথম কোন আন্দোলনে নেতৃত্ব দেন?
উত্তর-  চম্পারন আন্দোলন (1917) ও খেদা সত্যাগ্রহ আন্দোলন (1918)

40. চম্পারণ বিদ্রোহের কারণে ব্রিটিশরা কোন প্রথাটি বাতিল করতে বাধ্য হয়েছিল?
উত্তর-  তিনকাঠিয়া প্রথা।

41. 1918 খ্রিস্টাব্দে গুজরাটের খেদা জেলায় মহাত্মা গান্ধী কোন আন্দোলন শুরু করেছিলেন?
উত্তর-  কর বাতিল আন্দোলন।

42. গান্ধীজি কোন আন্দোলনের সময় বাপু উপাধি পান?
উত্তর-  চম্পারন ও খেদা সত্যাগ্রহ আন্দোলন। (1918)

43. গান্ধীজি কত সালে কংগ্রেসের নির্বাহির দায়িত্ব পান?
উত্তর-  1921 সালে।

44. গান্ধীজির নেতৃত্বে প্রথম সর্বভারতীয় আন্দোলন কোনটি?
উত্তর-  অসহযোগ আন্দোলন। (1921)

45. কিসের জন্য এবং কবে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন?
উত্তর-  1922 সালে চৌরিচৌরার ঘটনায় জন্য।

46. মহাত্মা গান্ধীর প্রথম অনশন কিসের সমর্থনে করেছিল?
উত্তর-  1918 খ্রিস্টাব্দে আমেদাবাদ মিল শ্রমিকদের ধর্মঘটের সমর্থনে।

47. গান্ধীজী কত সালে এবং কোন অধিবেশনে জাতীয় কংগ্রেসের সভাপতি হন?
উত্তর-  1924 সালের বেলগাঁও অধিবেশনে।

48.গান্ধীজি, আইন অমান্য / লবন সত্যাগ্রহের জন্য ডান্ডি অভিযান শুরু করেন?
উত্তর-  12ই মার্চ, 1930

49. গান্ধীজি ডান্ডি অভিযানে কত কিমি পথ অতিক্রম করেন?
উত্তর-  400 কিমি।

50. হরিজন সেবক সংঘ (1932) প্রতিষ্ঠা করেন কে?
উত্তর-  গান্ধীজি।

51. গান্ধীজির নেতৃত্বে সর্ববৃহৎ গন আন্দোলন কোনটি?
উত্তর-  ভারত ছাড়ো বা আগস্ট আন্দোলন।

52. কোন আন্দোলনে গান্ধীজি ‘করেঙ্গ ইয়া মরেঙ্গে’ -এর ডাক দিয়েছিলেন?
উত্তর-  ভারত ছাড়ো আন্দোলন (1942)

53. গান্ধীজি ভারত ছাড়ো বা আগস্ট আন্দোলন শুরু করেন?
উত্তর-  9ই আগস্ট, 1942

54. ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে “Post-Dated Cheque” কে বলেছিলেন?
উত্তর-  গান্ধীজি।

55. গান্ধীজি কত সালে নাথুরাম গডসের গুলিতে নিহত হন?
উত্তর-  30শে জানুয়ারি, 1948

56. গান্ধীজির মৃত্যু দিনটি স্বরনীয় করতে ভারতে কি দিবস পালিত হয়?
উত্তর-  শহীদ দিবস।

57. অসহযোগ আন্দোলন কখন শুরু হয়েছিল?
উত্তর-  1লা আগস্ট, 1920

58. গান্ধীজির আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি?
উত্তর-  মাই এক্সপেরিমেণ্টস উইথ ট্রুথ।

59. রাষ্টহীন গনতন্ত্রের কথা কে বলেছেন?
উত্তর-  গান্ধীজি।

60. গান্ধীজির রাষ্টহীন গনতন্ত্র কী নামে পরিচিত ছিল?
উত্তর-  রামরাজ্য।

61. গান্ধীজির রাষ্টহীন গনতন্ত্রের ভিত্তি কী?
উত্তর-  গ্রাম সমবায়।

62. গান্ধীজির রাষ্ট্রতত্ত্ব কোন নীতির উপর প্রতিষ্ঠিত?
উত্তর- ক্ষমতার বিকেন্দ্রীকরন।

63. গান্ধীজির রাষ্ট্রতত্ত্ব কোন ব্যবস্থা বিশেষ স্থান পেয়েছে?
উত্তর-  পঞ্চায়েতী রাজ।

64. ভারতে পঞ্চায়েত ব্যবস্থার জনক কে?
উত্তর-  গান্ধীজি।


মহাত্মা গান্ধী বিষয় প্রশ্নোত্তর PDF ডাউনলোড


আরো পড়ুন- 


File Details:
File Name- jibikadisari.com-মহাত্মা গান্ধী বিষয় প্রশ্নোত্তর
File Format- pdf
Quality- High
File Size- 969 KB
File page- 6
File Location- Google Drive



Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area