ভারতের রেলওয়ে যন্ত্রাংশ উৎপাদন কেন্দ্ৰসমূহ | Railway Parts Manufacturing Centers In India
ভারতের রেলওয়ে যন্ত্রাংশ উৎপাদন কেন্দ্ৰসমূহ- এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই তালিকাটি সুন্দর করে দেওয়া হলো।
যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।
| ভারতের রেলওয়ে যন্ত্রাংশ উৎপাদন কেন্দ্ৰসমূহ |
|---|
| উৎপাদন কেন্দ্রের নাম | স্থান | উৎপাদিত যন্ত্রাংশ |
|---|---|---|
| ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস | বারাণসী (উত্তরপ্রদেশ) | ডিজেল লোকোমোটিভ |
| চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস | চিত্তরঞ্জন (পশ্চিমবঙ্গ) | বৈদ্যুতিক ইঞ্জিন |
| ইন্টিগ্র্যাল কোচ ফ্যাক্টরি | পেরাম্বুর, চেন্নাই (তামিলনাডু) | রেলের বগি |
| রেল কোচ ফ্যাক্টরি | কাপুরথালা (পাঞ্জাব) | রেলের বগি |
| ডিজেল লোকো মর্ডানাইজেশন | পাতিয়ালা (পাঞ্জাব) | ইঞ্জিন নির্মাণ |
| রেল হুইল ফ্যাক্টরি | বেঙ্গালুরু (কর্ণাটক) | রেলের চাকা, অ্যাক্সেল |
| রেল কোচ ফ্যাক্টরি | রায়বেরিলি (উত্তরপ্রদেশ) | রেল বগি |
| রেল হুইল প্ল্যান্ট | বেলা (বিহার) | রেলের চাকা |
আরও পড়ুন-
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।


Very helpful
ReplyDelete