ভারতীয় রেলের বিভিন্ন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান | Indian Railways Educational And Research Institute
ভারতীয় রেলের বিভিন্ন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান- এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই তালিকাটি সুন্দর করে দেওয়া হলো।
যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।
| ভারতীয় রেলের বিভিন্ন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান |
|---|
| প্রতিষ্ঠান | অবস্থান |
|---|---|
| ন্যাশনাল অ্যাকাডেমি অব্ ইন্ডিয়ান রেলওয়েজ | ভাদোদারা |
| ইন্ডিয়ান রেলওয়েজ ইন্সটিটিউট অব্ ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট | লখনউ |
| ইন্ডিয়ান রেলওয়েজ ইন্সটিটিউট অব্ সিগ্নাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেলিকমিউনিকেশন | সেকেন্দ্রাবাদ |
| ইন্ডিয়ান রেলওয়েজ ইন্সটিটিউট অব্ ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং | নাসিক |
| ইন্ডিয়ান রেলওয়েজ ইন্সটিটিউট অব্ মেকানিকাল অ্যান্ড ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং | জামালপুর |
| ইন্ডিয়ান রেলওয়েজ ইন্সটিটিউট অব্ সিভিল ইঞ্জিনিয়ারিং | পুনে |
| রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন | লখনউ |
| ইনস্টিটিউট অব্ রেল ট্রান্সপোর্ট | নিউ দিল্লি (মুখ্য কার্যালয়) |
আরও পড়ুন-
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।

