Ads Area


ভারতকে গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলা হয় কেন? | Why India Is Called A Democratic Republic?

ভারতকে গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলা হয় কেন? | Why India is called a democratic republic?

ভারতকে গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলা হয় কেন? | Why India Is Called A Democratic Republic?

ভারতকে গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলা হয় কেন?

ভূমিকা- স্বাধীন ভারতের সংবিধানের প্রস্তাবনায় ভারতকে একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলে অভিহিত করা হয়েছে।

গণতন্ত্র- ‘গণতন্ত্র’ কথার অর্থ জনগণের সরকার । প্রাক্তন আমেরিকান রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কনের ভাষায়, Government is of the people, by the people and for the people. অর্থাৎ, জনগণের, জনগণের দ্বারা ও জনগণের জন্য যে শাসন সেটিই গণতান্ত্রিক সরকার। প্রাপ্তবয়স্কদের সার্বিক ভোটাধিকারের মাধ্যমে সরকার গঠন যে রাষ্ট্রের সেটিই গণতান্ত্রিক রাষ্ট্র । গণতন্ত্রের এই ভিত্তিকে সুদৃঢ় করতে প্রয়োজন সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সাম্যের পরিবেশ (If there is economic inequality in the country, all the political democracy ...... can not bring about real democracy.)। এই কারণে ভারতীয় সংবিধানে নির্দেশাত্মক নীতিসমূহের অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রজাতন্ত্র- ‘প্রজাতন্ত্র’ কথার অর্থ প্রজা বা জনগণের শাসন, যেখানে রাজা বা রানির কোনো স্থান নেই। ভারতের শাসন ব্যবস্থার প্রকৃত ক্ষমতা জনগণের হাতে। জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে থেকে প্রধানমন্ত্রী বা পরোক্ষভাবে রাষ্ট্রপতি নির্বাচিত হন।

উপসংহার- এভাবে ভারতীয় সংবিধানে ভারতকে একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্রের রূপ দেওয়া হয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area