Ads Area


পুলিশ কনস্টেবল নিয়োগ গাইড PDF Download || WBP Practice Set Pdf

পুলিশ কনস্টেবল নিয়োগ গাইড আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি। এই পোস্টে রয়েছে 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর রয়েছে। তাই দেরী না করে WBP Practice Set Pdf প্রশ্ন ও উত্তর গুলি দেখে নিন।

পুলিশ কনস্টেবল নিয়োগ গাইড pdf download || WBP Practice Set-1 pdf

পুলিশ কনস্টেবল নিয়োগ গাইড PDF Download || WBP Practice Set Pdf

প্র্যাকটিস সেট -3

পার্ট A: জেনারেল অ্যাওয়ারনেস

1. ভারতের প্রথম অস্কার পুরস্কার বিজয়ী কে ?

(a) মেহেবুব খান 

(b) সত্যজিৎ রায় 

(c) ভানু আথাইয়া 

(d) এ. আর. রহমান 


2. ‘দ্বিতীয় পরশুরাম’ উপাধিটি কার ? 

(a) কনিষ্ক 

(b) অতীশ দীপঙ্কর

(c) মিহিরকুল 

(d) মহাপদ্ম নন্দ 


3. ভারতের ইতিহাসে 1943 খ্রীঃ নিম্নলিখিত কোন কারণের জন্য বিখ্যাত ?

(a) সুভাষচন্দ্র বসুর গৃহত্যাগ 

(b) ভারতছাড় আন্দোলন 

(c) আজাদ-হিন্দ-বাহিনীর গঠন 

(d) আজাদ-হিন্দ সেনাদলের বিচার


4. কোন দ্রাঘিমারেখা ভারতের প্রমাণ সময়কে নির্দেশ করে ?

(a) 80° পূর্ব 

(b) 82° পূর্ব 

(c) 88°  পূর্ব

(d) কোনটিই নয় 


5. বেঙ্গলী পত্রিকার সম্পাদক ছিলেন -

(a) অক্ষয় কুমার দত্ত 

(b) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 

(c) শিশির কুমার ঘোষ 

(d) বাল গঙ্গাধর তিলক 


6. মাংস ও টমাটো উৎপাদন বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত হল-

(a) শ্বেতবিপ্লব 

(b) হলুদবিপ্লব 

(c) বাদামীবিপ্লব 

(d) লালবিপ্লব 


7. ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যসমূহের ধারণাটি নেওয়া হয়েছে কোন দেশ থেকে ?

(a) আমেরিকা 

(b) রাশিয়া 

(c) আয়ারল্যান্ড 

(d) দক্ষিণ আফ্রিকা


8.  সেল (SAIL) কত সালে স্থাপন করা হয় ?

(a) 1954 সালে

(b) 1955 সালে 

(c) 1960 সালে 

(d) 1965 সালে


9 . নিয়োগের সময় রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান কে ?

(a) প্রধানমন্ত্রী 

(b) প্রাক্তন রাষ্ট্রপতি 

(c) ভারতের প্রধানবিচারপতি 

(d) উপরাষ্ট্রপতি 


10. সাধারণ কথাবার্তাতে শব্দের মাত্রা থাকে সাধারণত 

(a) 40 ডেসিবেল 

(b) 70 ডেসিবেল 

(c) 80 ডেসিবেল 

(d) 90-100 ডেসিবেল 


11. প্রচণ্ড বিস্ফোরনে কাচের জানালা ফেটে যায় | এটি কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তর 

(a) আলোকশক্তি থেকে রাসায়নিক শক্তি 

(b) তাপশক্তি থেকে রাসায়নিক শক্তি 

(c) শব্দশক্তি থেকে যান্ত্রিক শক্তি 

(d) যান্ত্রিক শক্তি থেকে তাপশক্তি 


12. ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক NH.7 কোন স্থান থেকে কোন স্থানে বিস্তৃত ?

(a) নিউ দিল্লী-অমৃতসর 

(b) দিল্লী-কলকাতা

(c) থানে-চেন্নাই 

(d) বারানসী-কন্যাকুমারী


13. কোন বিখ্যাত ব্যক্তি ‘দ্য গ্রেটেস্ট' নামে পরিচিত ?

(a) উইলিয়াম শেক্সপিয়ার

(b) ধ্যানচাঁদ 

(c) মহম্মদ আলি 

(d) নেপোলিয়ান বোনাপার্ট 


14. " Ornithology ' অধ্যয়ন কি?

(a) ক্রীড়াবিদ্যা সংক্রান্ত 

(b) স্নায়ুতন্ত্র সংক্রান্ত 

(c) ফল ও ফুলের চাষ সংক্রান্ত বিজ্ঞান 

(d) পাখি সংক্রান্ত গবেষণা 


15. ‘সিমুক’ কে ছিলেন ? 

(a) সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা 

(b) হর্যাঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজা 

(c) কুষান বংশের প্রতিষ্ঠাতা 

(d) রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা


16. সিন্ধু সভ্যতার অন্যতম স্থান ‘বনওয়ালী’ বর্তমানে কোথায় অবস্থিত ?

(a) গুজরাট 

(b) হরিয়ানা 

(c) রাজস্থান 

(d) লাহোর 


17. "Waiting for the Mahatma” বইটির লেখক 

(a) জওহরলাল নেহেরু 

(b) সলমন রুশদি 

(c) শ্রী অরবিন্দ 

(d) আর. কে. নারায়ন 


18. ‘বিশু কোন রাজ্যের একটি জনপ্রিয় উৎসব ?

(a) কর্নাটক

(b) ওড়িশা 

(c) কেরল 

(d) মহরাষ্ট্র 


19. আয়তনের দিক থেকে পশ্চিবঙ্গের কোন জেলাটি বৃহত্তম ?

(a) উত্তর চব্বিশ পরগনা 

(b) দক্ষিণ চব্বিশ পরগনা 

(c) বর্ধমান 

(d) পূর্ব মেদিনীপুর 


20. সরস্বতী নদীর অস্তিত্ব সন্ধানের জন্য নিচের কোন কমিটি তৈরি হয়েছিল ?

(a) পি.ভি. কৃষ্ণ কমিটি 

(b) কে. এস. ভালদিয়া কমিটি 

(c) এম. নরসিংহ কমিটি 

(d) ডি. চতুর্বেদী কমিটি 


21. কিউই কোন দেশের জাতীয় প্রতীক ?

(a) নিউজিল্যান্ড 

(b) ত্রিনিদাদ অ্যাণ্ড টোব্যাগো

(c) বেলজিয়াম

(d) কোনটি নয়


22. ভারতের কোন জেলাটি আয়তনে সবচেয়ে ছোটো ?

(a) মাহে 

(b) দিউ 

(c) দমন 

(d) কোনটি নয়


23. কে লিখেছেন 'Never Gandhi Not Again’ ? 

(a) আর. কে. নারায়ণ

(b) উমেশ সাইগল

(c) অরুণ শৌরি

(d) নরসিমা রাও


24.  জহর সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত ?

(a) রাজস্থান 

(b) গুজরাট 

(c) মধ্যপ্রদেশ

(d) পাঞ্জাব 


25. হিমালয়ের কোন শৃঙ্গটি “The great black” নামে পরিচিত ?

(a) কামেট

(b) অন্নপূর্ণা

(c) মাকালু

(d) কাঞ্চনজঙ্ঘা


26. কত সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলায় বিভক্ত হয়েছে ?

(a) 1993 সালে 

(b) 1992 সালে 

(c) 1991 সালে 

(d) 1990 সালে


27. ভারতে জলসেচ সবচেয়ে বেশী হয় ?

(a) কপ ও নলকূপের সাহায্যে 

(b) জলাশয়ের সাহায্যে

(c) খালের সাহায্যে

(d) নদীর সাহায্যে 


28. জাতীয় তাপবিদ্যুৎ সংস্থা (N.T.P.C.) গঠিত হয়েছে ?

(a) 1945 সালে 

(b) 1950 সালে 

(c) 1973 সালে 

(d) 1975 সালে 


29. এশিয়ার বৃহত্তম মহানগর কোনটি ?

(a) সাংহাই

(b) মুম্বাই

(c) কলিকাতা

(d) টোকিও


30. গৌতম বুদ্ধের পিতার নাম কী ছিল ?

(a) শুদ্ধোদন

(b) শাক্য

(c) বোধিস্বত্ব

(d) সিদ্ধার্থ


31. “নিউ ইণ্ডিয়া” পত্রিকার প্রকাশক কে ?

(a) অ্যানি বেসান্ত

(b) শ্যামাজী কৃয়বর্মা

(c) রুস্তম কামা

(d) রাসবিহারী বসু


32. ইণ্ডিয়ান ইন্ডিপেন্ডেস লীগ কে গঠন করেন ?

(a) মানবেন্দ্রনাথ রায়

(b) মৌলনা আবুল কালাম আজাদ 

(c) রাসবিহারী বসু

(d) বল্লভ ভাই প্যাটেল


33. ভারতের প্রধানমন্ত্রী হতে গেলে নুন্যতম বয়স কত হওয়া দরকার ?

(a) 25 বছর

(b) 30 বছর

(c) 40 বছর

(d) 35 বছর


34. সংবিধানের কোন অধ্যায়ে মৌলিক অধিকার বর্ণিত আছে ?

(a) পঞ্চম

(b) প্রথম

(c) তৃতীয়

(d) চতুর্থ


35. মন্ত্রীরা ব্যক্তিগত ভাবে কার কাছে দায়ী থাকেন ?

(a) স্পিকার 

(b) সংসদ

(c) রাষ্ট্রপতি

(d) প্রধানমন্ত্রী


36. প্রথম জাতীয় জরুরী অবস্থা কবে ঘোষণা করা হয় ?

(a) 1962

(b) 1965

(c) 1971

(d) 1977


37. বিশ্ব ব্যাঙ্ক কত সাল থেকে কাজ শুরু করে ?

(a) 1946

(b) 1945

(c) 1948

(d) 1950


38. বর্তমানে কত টাকার কাগজের নোট ভারত সরকারের অর্থদপ্তর প্রচার করে ?

(a) 2 টাকা

(b) 5 টাকা

(c) 10 টাকা

(d) 1 টাকা

আরও পড়ুন - পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট

39. 39 তম ন্যাশনাল গেমস 2022 -এর আয়োজক কোন রাজ্য ?

(a) অসম

(b) সিকিম

(c) মেঘালয়

(d) নাগাল্যাণ্ড


40. “চাণক্য ডিফেন্স ডায়ালগ-২০২৪”, যা ভারতীয় সেনাবাহিনী আয়োজন করছে, এর থিম কী?

(a) Drivers in Nation Building: Fuelling Growth through Comprehensive Security

(b) India’s Path to Viksit Bharat

(c) Securing India and Indo-Pacific Region

(d) Innovations in Military Technology


41. কোন রাজ্যে NITI Aayog মহিলা উদ্যোগ প্ল্যাটফর্মের (Women Entrepreneurship Platform – WEP) প্রথম রাজ্য অধ্যায় চালু করেছে?

(a) তেলেঙ্গানা

(b) কেরালা

(c) মহারাষ্ট্র

(d) ওড়িশা


42. ‘Two Sisters’ ছবিটি কার আঁকা ?

(a) পাবলো পিকাসো

(b) ভ্যানগঘ 

(c) মাইকেল অ্যাঞ্জেলো

(d) লিওনার্দো দ্য ভিঞি 


43. ফ্যাদোমিটার যন্ত্রদ্বারা কী মাপা হয় ?

(a) ভূমিকম্প

(b) বায়ুর চাপ

(c) সমুদ্রের গভীরতা

(d) তাপমাত্রা 


44. একটি কাঠের ব্লক জলে ভাসছে । জলের পরিবর্তে অ্যালকোহলের ক্ষেত্রে কোন ঘটনাটি ঘটবে ?

(a) ব্লকটির উপরের অংশ অ্যালকোহলের ওপরে থাকবে

(b) কোনো পরিবর্তন হবে না  

(c) ব্লকটি ডুবে যাবে 

(d) সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ব্লকটি অ্যালকোহলে ভাসতে থাকবে ।


45. খাদ্য-লবণের রাসায়নিক নাম কী ?

(a) পটাশিয়াম ক্লোরাইড

(b) সোডিয়াম ক্লোরাইড 

(c) ক্যালশিয়াম ক্লোরাইড

(d) সোডিয়াম হাইপো-সালফেট


46. মানবদেহে কোন মৌলটি সবচেয়ে বেশী পরিমানে আছে ?

(a) হাইড্রোজেন

(b) কার্বন

(c) অক্সিজেন

(d) নাইট্রোজেন


47. কোন রোগ নির্ণয়ের জন্য এলিসা পরীক্ষা করা হয় ?

(a) ক্যানসার 

(b) টাইফয়েড 

(c) পোলিও

(d) এইডস


48. নিম্নলিখিতের মধ্যে কোনটি রক্তের জমাট বাঁধতে সাহায্য করে ?

(a) ভিটামিন- A

(b) ভিটামিন- D

(c) ভিটামিন- K

(d) ফলিক অ্যাসিড


49. সুভাষচন্দ্র বসু কবে ফরোয়ার্ড ব্লক গঠন করেন ?

(a) 1939

(b) 1940

(c) 1941 

(d) 1942


50. হাতি গুম্ফা লিপি কার সময়ের ?

(a) কলিঙ্গ রাজ খারবেলের 

(b) চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশীর 

(c) রাষ্ট্রকূটরাজ ধ্রুব - এর 

(d) থানেশ্বর রাজ হর্ষবর্ধনের


পার্ট B : এলিমেন্টরী ম্যাথমেটিক্স


51. দুই ভাইয়ের বর্তমান বয়সের অনুপাত 1:2 এবং 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 1:3 । 5 পরে তাদের বয়সের অনুপাত কত হবে ?

(a) 1 : 4 

(b) 2 : 3 

(c) 3 : 5 

(d) 5 : 6 


52. বার্ষিক 10 % সরল সুদের হারে কোনও টাকা 5 বছরে সুদে আসলে 3000 টাকা হলে, আসল কত টাকা ?

(a) 1500 টাকা 

(b) 1000 টাকা

(c) 2000 টাকা

(d) 2500 টাকা


53. একটি শ্রেণীতে 40 জন ছাত্রের গড় স্কোর 52 । 10 জন ছাত্রের গড় স্কোর 61 হলে, বাকি ছাত্রের গড় স্কোর কত হবে ?

(a) 50

(b) 47

(c) 48

(d) 49


54. 7231 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 5 ও 9 দ্বারা বিভাজ্য হবে ?

(a) 19

(b) 7

(c) 11

(d) 14


55. একটি ট্রেন 1 1/2 ঘন্টায় 66 কি. মি. পথ অতিক্রম করে, ট্রেনটির মিনিটে গতিবেগ কত ? 

(a) 733 1/3 মিটার

(b) 703 1/3 মিটার 

(c) 710 1/3 মিটার 

(d) 337 1/3 মিটাব 


56. একটি দ্রব্যের বাজার মূল্য 80 টাকা । 68 টাকায় দ্রব্যটি বিক্রয় করলে ছাড়ের হার কত হবে ? 

(a) 12 % 

(b) 15 % 

(c) 13 % 

(d) 14 % 


57. একটি সংখ্যা তার 2/5 অংশ থেকে 24 বড়, সংখ্যাটি কত ? 

(a) 40 

(b) 64 

(c) 36 

(d) 48 


58. এক মুদি ব্যবসায়ী 20 % ক্ষতিতে চাল বেচেন । কিন্তু তিনি 10 % ওজনে কম দেন । এতে মোটের ওপর কত % লাভ ক্ষতি হবে ? 

(a) 10 1/9 % লাভ

(b) 11 1/9 % ক্ষতি

(d) 12 1/9 % লাভ 

(c) 13 1/9 % ক্ষতি


59. বাবার বয়স 50 বছর ও ছেলের বয়স 22 বছর । কত বছর পর বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে ? 

(a) 6 বছর 

(b) ৪ বছর 

(c) 10 বছর 

(d) 12 বছর 


60. 20 টি দ্রব্যের ক্রয়মূল্য যদি 30 টি দ্রব্যের বিক্রয়মূল্যের সমান হয়, তবে শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হবে ? 

(b) 33 % লাভ 

(a) 33 % ক্ষতি 

(c) 50 % ক্ষতি 

(d) 50 % লাভ


61. তিনটি সংখ্যার সমষ্টি 183, প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 2 : 5 এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 3 : 4 হলে দ্বিতীয় সংখ্যাটি কত ? 

(a) 30 

(b) 60 

(c) 75 

(d) 45 


62. লবণ ও জলের দ্রবণে 12 % লবণ আছে । এরূপ ৪ লিটার দ্রবণ থেকে 2 লিটার বাষ্পীভূত হলে অবশিষ্ট দ্রবণে লবণের শতকরা হার কত ? 

(a) 20 % 

(b) 18 % 

(c) 16 % 

(d) 14 % 


63. একজন ব্যাটসম্যানের প্রথম ৪ ইনিংসের গড় 20.5, নবম ইংনিংসে কত রান করলে তার রানের গড় বেডে 23 হবে ?

(a) 41

(b) 43 

(c) 45 

(d) 47 


64. কোন দ্রব্যের মূল্য 4 % বৃদ্ধি পাওয়ায় কোন ব্যাক্তির 1248 টাকায় 6 কেজি দ্রব্য কম পান । তবে দ্রব্যের পূর্বমূল্য কত ?

(a) 18 টাকা/কেজি 

(b) 12 টাকা/কেজি 

(c) 8 টাকা/কেজি 

(d) 20 টাকা/কেজি


65. একটি বৃত্তাকার পার্কের পরিধি ও ব্যাসার্ধের পার্থক্য 74 মিটার হলে, পার্কের ব্যাসার্ধ কত ? 

(a) 15 মিটার 

(b) 16 মিটার 

(c) 14 মিটার 

(d) 18 মিটার 


66. কোনো দুটি বৃত্তের ক্ষেত্রেফলের অনুপাত 16 : 81 হলে ব্যাসার্ধের অনুপাত কত ? 

(a) 6 : 8 

(b) 7 : 6 

(c) 10:12 

(d) 4 : 9 


67. এক ব্যক্তি স্থির জলে 6 কিমি/ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে । যদি স্রোতের বেগ 2 কিমি/ঘন্টা হয়, তবে, স্রোতের অনুকূলের থেকে স্রোতের প্রতিকূলে যেতে 3 ঘন্টা বেশি সময় লাগে । সমগ্র পথের দূরত্ব নির্নয় করো ? 

(a) 30 কিমি 

(b) 20 কিমি 

(c) 24 কিমি

(d) 32 কিমি 


68. একটি 525 মিটার দৈর্ঘ্যের ট্রেনের গতিবেগ 65 কিমি/ঘন্টা । ট্রেনটি বিপরীত দিক থেকে 5 কিমি/ঘন্টা বেগে আগত এক ব্যক্তিকে কত সেকেন্ডে অতিক্রম করবে ? 

(a) 27 সেকেন্ড 

(b) 28 সেকেন্ড 

(c) 30 সেকেন্ড 

(d) 29 সেকেন্ড 


69. 20 জন লোক 20 টি খেলনা দৈনিক 12 ঘণ্টা কাজ করে 6 দিনে শেষ করে । তবে 30 জন লোক 60 টি খেলনা দৈনিক ৪ ঘণ্টা কাজ করে কতদিনে শেষ করবে ?

(a) 18 

(b) 20 

(c) 22 

(d) 26


70. চিনির দাম 30 % বেড়ে যাওয়ায় কোন পরিবার চিনির ব্যবহার 20 % কমিয়ে দিলেন । এতে পরিবারের চিনি বাবদ খরচ শতকরা কত কম/বেশি হবে ? 

(a) 4 % বৃদ্ধি 

(b) 5 % বৃদ্ধি 

(c) 6 % কম 

(d) 7 % কম


71. দুটি সংখ্যার ল.সা.গু 495 ও গ.সা.গু 5। সংখ্যা দুটির যোগফল 100 হলে বিয়োগফল নির্ণয় করো-

(a) 8 

(b) 9 

(c) 10 

(d) 11 


72. কিছু পরিমান মূলধনের বার্ষিক 20 % হারে 3 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 152 টাকা । মূলধনের পরিমান কত ?

(a) 1187.50 টাকা 

(b) 1200.25 টাকা 

(c) 1500,50 টাকা 

(d) কোনটিই নয় 


73. একটি সংখ্যার 35 % হল অপর একটি সংখ্যার 75 % এর দ্বিগুণ । প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত নির্ণয় করো ।

(a) 35 : 6 

(b) 31 : 7 

(c) 30 : 7 

(d) 23 : 7 


74. 28 টি দ্রব্যের ক্রয়মূল্য ও 21 টি দ্রব্যের বিক্রয়মূল্য সমান । লাভের শতকরা হার কত ? 

(a) 12 1/4%

(b) 33 1/4% 

(c) 12 ½%

(d) 33 1/3% 


75. একটি সংখ্যার 40 % হল 360। সংখ্যাটির 15 % কত ? 

(a) 135 

(b) 105

(c) 145 

(d) 140


76. P, Q ও R একসঙ্গে 9 দিনে 1620 টাকা আয় করে । P ও R দুজনে মিলে 5 দিনে 600 টাকা আয় করে । Q ও R দুজনে মিলে 7 দিনে 910 টাকা আয় করে । R একদিনে কত টাকা আয় করে ? 

(a) 40 টাকা

(b) 70 টাকা 

(c) 90 টাকা 

(d) 100 টাকা


77. A পাইপটি 30 মিনিটে একটি চৌবাচ্চা ভর্তি করতে পারে । B পাইপটি একই চৌবাচ্চাকে 10 মিনিটে ভর্তি করতে পারে । C পাইপ দ্বারা চৌবাচ্চাটি 40 মিনিটে খালি হয় । যদি সমস্ত পাইপ একসাথে খােলা হয় তবে ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় লাগবে ?

(a) 9 3/13 মিনিট

(b) 9 4/13 মিনিট 

(c) 9 7/13 মিনিট 

(d) 9 1/13 মিনিট 


78. একটি টাকা পরপর তিনবছর যথাক্রমে 20 %, 25 % ও 15 % করে বাড়লে মোটের ওপর কত % বাড়বে ? 

(a) 70.5 % বৃদ্ধি 

(b) 72.5 % কম

(c) 72.5 % বৃদ্ধি 

(d) 70.5 % কম


79. চিনির দাম 20 % কমে যাওয়ায় এক ব্যাক্তি 18 টাকা দিয়ে 500 গ্রাম চিনি বেশি কিনতে পারেন । চিনির পূর্বমূল্য দাম কেজি প্রতি কত ? 

(a) 9 টাকা/কেজি 

(b) 10 টাকা/কেজি 

(c) 11 টাকা/কেজি 

(d) 12 টাকা/কেজি


80. 1+ 1/2 +1/4 + 1/7 + 1/14 + 1/28 = ?

(a) 1 

(b) 2 

(c) 4 

(d) 14


পার্ট C রিজনিং


81. প্রদত্ত সংখ্যা সারিতে লুপ্ত সংখ্যাটি নির্নয় করুন ।

120, 99, 80, 63, 48 ? 

(a) 35

(b) 38 

(c) 39 

(d) 40 


82. প্রদত্ত সংখ্যা শ্রেণিতে শূণ্যস্থানটি পূরণ করুন ।

_________, 4, 9, 16, 25, 36, 49, 64

(a) 2 

(b) 1

(c) 3 

(d) 4 


83. উপযুক্ত বিকল্পটি নির্বাচন করুন ।

জানুয়ারি : নভেম্বর :: রবিবার : ? 

(a) সোমবার 

(b) মঙ্গলবার 

(c) শুক্রবার 

(d) শনিবার


84. কোনো বিপরীতমুখী আয়নায় ঘড়ির সময় দেখা যায় ৪.২০ । তাহলে আসল সময় কত ?

(a) ৪.২০

(b) ৭.৪০ 

(c) ৭.২০ 

(d) ৮.৩০ 


85. রাম, A বিন্দু থেকে প্রথমে 6 কিমি উত্তরদিকে হাঁটে তারপর সে বাঁদিকে ঘুরে ৪ কিমি যায়, তারপর সে বাঁদিকে ঘুরে 12 কিমি হেঁটে B বিন্দু পর্যন্ত যায় রাম এখন কোনদিকে মুখ করে আছে ? 

(a) উত্তর 

(b) দক্ষিন 

(c) পূর্ব 

(d) পশ্চিম 


86. কোন এক সাঙ্কেতিক ভাষায় MADRAS কে লেখা হয় NBESBT । ওই ভাষায় BOMBAY কে কীভাবে লেখা হবে ? 

(a) CPNCBX 

(b) CPNCBZ 

(c) CPOCBZ 

(d) CROCBZ 


87. A হল B এর পিতা । C হল B এর স্ত্রী । D হল C এর ছেলে । তবে D, A- এর সাথে কীভাবে সম্পর্কিত ? 

(a) নাতি 

(b) নাতনি

(c) ভাইপো 

(d) ভাইঝি 


88. শ্রেণিতে প্রদত্ত বিকল্পগুলি থেকে ভুলটি নির্বাচন কর ?

126, 98, 70, 41, 14 

(a) 98 

(b) 70 

(c) 126 

(d) 41 


89. নীচের প্রদত্ত সংখ্যা সারিতে কতবার এই একই নিয়মে P এর পর N O বসেছে ?

APNQPNOSPTOZPNOYMPNO 

(a) 2 

(b) 5 

(c) 4 

(d) 3 


90. দীপক পূর্বদিকে মুখ করে সোজা হাঁটতে শুরু করল । 75 মিটার হাঁটার পর সে বাঁদিক ঘুরল এবং 25 মিটার হাঁটল । পুনরায় সে বাঁদিকে ঘুরল এবং সোজাভাবে 40 মিটার হাঁটল । আবার সে আবার বাঁদিক ঘুরল এবং 25 মিটার হাঁটল । সে এখন তার শুরুর স্থান থেকে কত দূরে আছে ? 

(a) 35 মিটার 

(b) 50 মিটার 

(c) 115 মিটার 

(d) 140 মিটার 


91. ভারত : হকি :: কানাডা : ?

(a) আইস হকি

(b) বেসবল

(c) জুডো

(d) বুল ফাইটিং


92. রাম শ্যামের থেকে এক বছরের বড় । শ্যাম মধুর থেকে দুবছরের বড় । রাজু মধুর থেকে এক বছরের বড়, কে এদের মধ্যে সবচেয়ে ছোট ?

(a) রাজু 

(b) মধু 

(c) রাম 

(d) শ্যাম


93. যদি 12 x 7 = 408 ও 9 x 8 = 207 হয়, তবে 13 x 7 = ? 

(a) 109 

(b) 901 

(c) 910 

(d) 091


94. জয়পুর : গোলাপি শহর : ফিনল্যান্ড : ?

(a) হাজার দ্বীপের দেশ 

(b) দক্ষিণের রানি 

(c) ভূমিকম্পের দেশ 

(d) ভূস্বর্গ


95. বিবৃতি: I কিছু গাছ হল বন ।

II. কিছু বন হল বাড়ি ।

III. কিছু বাড়ি হল তাঁবু ।

সিদ্ধান্ত: I. কিছু তবু হল বন ।

II. কিছু বাড়ি হল গাছ ।

(a) শুধুমাত্র সিদ্ধান্ত I সত্য 

(b) শুধুমাত্র সিদ্ধান্ত II সত্য

(c) সিদ্ধান্ত I অথবা সিদ্ধান্ত II সত্য

(d) সিদ্ধান্ত I ও II কোনটিই সত্য নয়


96. একটি বিদায় সংবর্ধনায় ৫০ জন ছাত্র উপস্থিত ছিল । প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে করমর্দন করলে এর মোট সংখ্যা কত হবে ?

(a) ২৫০০ 

(b) ২৪৫০ 

(c) ১২২৫ 

(d) ১০০


97. X, Y এর চেয়ে শক্তিশালী এবং Y, Z এর চেয়ে শক্তিশালী । P, Q এর চেয়ে শক্তিশালী কিন্তু Y এর তুলনায় দুর্বল । Q Z এর চেয়ে শক্তিশালী । এদের মধ্যে সবচেয়ে দুর্বল কে ? 

(a) X

(b) Z 

(c  Q 

(d) P


98. সমান দূরত্ব অন্তর A, B, C, D ও E পাঁচটি বাসস্টপ অবস্থিত । A ও E টার্মিনাস স্টপ নয় । C আবার উভয় প্রান্তের সমদূরত্বের বাসস্টপ নয় । যাওয়ার পথে B- এর একটি পরে A অবস্থিত । D র্ণ স্টপেজ থামার দুটি স্পট পূর্বে C স্পপটি আসে । আবার, ফেরার সময়ে D স্পটটি হল প্রথম স্টপ । তবে ফেরার পথে তৃতীয় স্টপ কোনটি ?

(a) E 

(b) C 

(c) A 

(d) B 


99. ভদ্রলোক অপর এক ভদ্রলোককে বলেছিলেন, তোর বাবার ছেলে হল আমার ছোট ভাই এবং আমার পিসির দাদার ছোট তুই । তবে দুই ভদ্রলোকের সম্পর্ক কী ?

(a) বাবা-ছেলে 

(b) ভাই-ভাই 

(c) মামা-ভাগ্নে

(d) কোনোটিই নয় 

 

100. একটি সাংকেতিক পদ্ধতি অনুযায়ী 'SISTER' শব্দটির সাংকেতিক নম্বর 88 হলে, ওই একই পদ্ধতিতে 'JOYFUL' কথাটির সাংকেতিক নম্বর কত?

(a) 95 

(b) 93 

(c) 89 

(d) 87

➮ সবচেয়ে আগে আপডেট পেতে আমাদের টেলিগ্রামে যুক্ত হন

উত্তর

1. (c) 

2. (d) 

3. (c) 

4. (b) 

5. (b)

6. (d) 

7. (b) 

8. (a) 

9. (c) 

10. (a) 

11. (c) 

 12. (d) 

13. (c) 

14. (d) 

15. (a) 

16. (b) 

17. (d) 

18. (c) 

19. (b) 

20. (b)

21. (a) 

22. (a) 

23. (b) 

24. (a) 

25. (c) 

26. (b)

27. (c) 

28. (d) 

29. (d) 

30. (a) 

31. (a) 

32. (c) 

33. (a)

34. (c)

35. (d)

36. (a)

37. (a)

38. (d).

39. (a)

40. (a)

41. (a)

42. (a)

43. (c) 

44. (d)

45. (b)

46. (c)

47. (d)

48. (c)

49. (a)

50. (a)

51. (b)

52. (c)

53. (a)

54. (a)

55. (c)

56. (a)

57. (b)

58. (a)

59. (d)

60. (b)

61. (a)

62. (b)

63. (c)

64. (c)

65. (c)

66. (a)

67. (a)

68. (d)

69. (b)

70. (a)

71. (b)

72. (a)

73. (a)

74. (b)

75. (b)

76. (b)

77. (a)

78. (a)

79. (d)

80. (d)

81. (b)

82. (b)

83. (c)

84. (c)

85. (b)

86. (c)

87. (a)

88. (d)

89. (d)

90. (a)

91. (b)

92. (b)

93. (d)

94. (b)

95. (d)

96. (a)

97. (b)

98. (b)

99. (a)

100. (a)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area