Ads Area


ব্যাঙ্কে ১৫০ ক্লার্ক ও ম্যানেজমেন্ট ট্রেনি

 

ব্যাঙ্কে ১৫০ ক্লার্ক ও ম্যানেজমেন্ট ট্রেনি


নৈনিতাল ব্যাঙ্ক লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনি ও ক্লার্ক পদে ১৫০ জন লােক নিচ্ছে ।


শিক্ষাগত যোগ্যতা: গ্র্যাজুয়েট ছেলেমেয়ে

কারা কোন পদের জন্য যােগ্য:

ম্যানেজমেন্ট ট্রেনি: যে কোনাে শাখার গ্র্যাজুয়েট বা, পােস্ট গ্র্যাজুয়েট কোর্স পাশরা মােট অন্তত ৫৫ % নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন । ব্যাঙ্কিং, ফিনান্সিয়াল, ইনস্টিটিউশন, এন.বি.এফ.সি. ক্ষেত্রে অন্তত ১-২ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন । কম্পিউটারে কাজ চালানাের মতাে জ্ঞান ও হিন্দি আর ইংরিজি ভাষায় কাজ চালানাের মতাে জ্ঞান থাকতে হবে ।


বয়স হতে হবে ৩১-৩-২০২১'র হিসাবে ২১ থেকে ২৭ বছরের মধ্যে । তপশিলীরা ৫ বছর বয়সে ছাড় পাবেন ।

শুরুতে প্রবেশন । তখন প্রথম বছর স্টাইপেন্ড পাবেন মাসে ৩০ হাজার টাকা ।

সফল হলে ‘অফিসার গ্রেড/স্কেল-’ পদে চাকরি ।


শূন্যপদ: ৭৫ টি ।


ক্লার্ক: মােট অন্তত ৫০ % নম্বর পেয়ে যে কোনাে শাখার গ্র্যাজুয়েট বা, পােস্ট গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন । কম্পিউটার অপারেশনে দক্ষতা থাকতে হবে । ব্যাঙ্কিং, ফিনান্সিয়াল প্রতিষ্ঠান বা, এন.বি.এফ.সি. সংস্থায় ১-২ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন ।

বয়স হতে হবে ৩১-৩-২০২১'এর হিসাবে ২১ থেকে ২৮ বছরের মধ্যে ।


মূল মাইনে: ১৭,৯০০-৪৭,৯২০ টাকা ।


শূন্যপদ: ৭৫ টি ।


প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে ।


২০০ নম্বরের পরীক্ষায় প্রশ্ন হবে এইসব বিষয়ে:

(১) টেস্ট অফ ইংলিশ

(২) টেস্ট অফ রিজনিং

(৩) টেস্ট অফ জেনারেল অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস

(৪) টেস্ট অফ কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড

(৫) কম্পিউটার নলেজ 

প্রতিটি পার্টে থাকবে ৫০ টি প্রশ্ন ও প্রতিটি প্রশ্নে থাকবে ১ নম্বর । সময় থাকবে ১৪৫ মিনিট । প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্তনম্বর থেকে ০.২৫ নম্বর কাটা যাবে ।


পরীক্ষার কেন্দ্রসমূহ

পরীক্ষা হবে দিল্লি, লক্ষ্মৌ, মুরাদাবাদ, দেরাদুন, হালদাওয়ানি ।

কল লেটার ওয়েবসাইট থেকে ডাউনলােড করতে পারবেন ।




আবেদনের শেষ তারিখ:

দরখাস্ত করবেন অনলাইনে, ৩১ জুলাই পর্যন্ত ।

এই ওয়েবসাইটে: www.nainitalbank.co.in এজন্য বৈধ একটিই-মেল আইডি, থাকতে হবে । এছাড়াও পাশপাের্ট মাপের ফটো, সিগনেচার ও লেফট থাম্ব ইমপ্রেশন জে.পি.ই.জি, ফর্ম্যাটে স্ক্যান করে নেবেন ।

এছাড়াও নিচের হাতের লেখায় লিখে এটি স্ক্যান করে নেবেন: I ______ (Name of the candidate), hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required.


কিভাবে আবেদন করতে হবে:

প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে ।

এবার পরীক্ষা ফী বাবদ ১,৫০০ টাকা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, আই.এম.পি.এস., ক্যাশ কার্ড বা, মােবাইল ওয়ালেটে জমা দেবেন ।

এবার ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে আর ফটো ও সিগনেচার আপলােড করে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে । তখন সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম আর ই-রিসিপ্ট প্রিন্ট করে নেবেন ।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area