Ads Area


Knowledge of Computer in Bengali || কম্পিউটার বেসিক প্রশ্ন pdf

Computer knowledge is one of the most important section in almost competitive exam viz. Bank PO & Clerk SSC, Railway, police, and all other State Level Competitive exams.

after visualising the importance of computer knowledge www.jibikadisari.com has prepared this page.

Knowledge of Computer in Bengali || কম্পিউটার বেসিক প্রশ্ন pdf

Knowledge of Computer in Bengali

কম্পিউটারের ধারণা ও জেনারেল প্রশ্নোওর

বর্তমানে WBCS, UPSC, SCHOOL SERVICE COMMISSION, STAFF SELECTION COMISSION, RAIL, POLICE, BANK ছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে কম্পিউটার | Computer বিষয় থেকে বেশ কিছু সংখ্যক করে প্রশ্ন এসেই থাকে। সে কথা মাথায় রেখেই, www.jibikadisari.com ওয়েব সাইটটি সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য উপযুক্ত কম্পিউটার জেনারেল নলেজ | Computer General Knowledge নিয়ে এসেছে আপনাদের কাছে।

আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় বা চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ  // জিকে // General Knowledge কম্পিউটার পার্ট এর সঠিক প্রস্তুতি নিতে চলেছেন। তা হলে নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে মুখস্ত বা মনে রাখুন।

কম্পিউটারের ধারণা

কম্পিউটার হ’ল আসলে একটি সিস্টেম । সিস্টেম আমরা তাকেই বলি যেখানে কতকগুলি যন্ত্রাংশ পরস্পরের ওপর নির্ভরশীল হয়ে ক্রিয়া করে । সিস্টেমে কিছু ' ইনপুট ’ দিলে ‘ থ্রূপুট ’ - এর মাধ্যমে ' আউটপুট ' দেয় । এক্ষেত্রে কম্পিউটারেরও কিছু ইনপুট ডিভইস থাকে এবং কিছু আউটপুট ডিভাইস থাকে । কম্পিউটারের কাজ হ’ল তথ্য সংগ্রহ করা তারপর সেগুলিকে প্রক্রিয়াকরণ করা এবং সংরক্ষণ করা অবশেষে প্রক্রিয়াজাত তথ্য সরবরাহ করা ।

 কম্পিউটারের যাবতীয় হিসেব - নিকেশ হয় বাইনারি সিস্টেমে। যেখানে শূন্য (০) এবং এক (১) -এর অন্তহীন সমন্বয়ে গঠিত হয় এই অদ্ভুত বাইনারি সিস্টেম। কম্পিউটারের যে কোনাে সংখ্যা বা বর্ণ বাইনারি সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয়। ফ্লপি ডিস্ক , অপটিক্যাল ড্রাইভ বা মেন মেমরি কতটা তথ্য কম্পিউটারে জমা রাখতে পারে, তা পরিমাপ করা হয় ' বাইট ’ - এর সাহায্যে । অর্থাৎ কম্পিউটারের মেমরি পরিমাপ করার একক হ’ল ' বাইট '।

সভ্যতার উন্নতির সাথে সাথে কম্পিউটারের আধুনিকীকরণ হয়েই চলেছে । তবে বর্তমানে কম্পিউটারকে প্রধানত তিনটি ভাগে ভাগ কর হয়। আকারে বড় ব্যয়বহুল কম্পিউটারকে বলা হয় ‘ মেইন ফ্রেম ' কম্পিউটার। আর মেইন ফ্রেম কম্পিউটারের ক্ষুদ্র সংস্করণ হ’ল ‘ মিনি কম্পিউটার '। মাইক্রোপ্রসেসরকে ভিত্তি করে করে যে কম্পিউটারগুলি তৈরি করা হয় , তাদের বলা হয় ' মাইক্রো কম্পিউটার ’। বাড়ীতে অফিসে বা গবেষণাগারে বসে আমরা যে কম্পিউটারে কাজ করি , যেগুলিকে আমরা ‘ PC বা ' পার্সোনাল কম্পিউটার ’ বলি এগুলি আসলে মাইক্রো কম্পিউটার। এক্ষেত্রে এই কম্পিউটারে একজনই বসে কাজ করতে পারে ।

কম্পিউটারের প্রধান অংশটি হল CPU ( Central Processing Unit ) সময়ের সাথে সাথে CPU কে অত্যাধুনিক করাই কম্পিউটার প্রস্তুতকারক সংস্থাগুলির অন্যতম লক্ষ্য। CPU কে মাইক্রোপ্রােসেসারও বলা হয়। এতে মানুষের নখের থেকেও ছােট মাইক্রো চিপ ব্যবহার করা হয়। এর তিনটি অংশ রয়েছে। Arith metic Logic Unit ( ALU ) , Control Unit ( CU ) 474 Storage 1 Hard Disk |

CPU -এর গতির ওপর কম্পিউটারের দ্রুততা নির্ভর করে। এর গতি পরিমাপ করা হয় মেগাহার্জ এককে বর্তমানে ২.৪ জিগাহার্জ গতি সম্পন্ন প্রসেসার পাওয়া যাচ্ছে। কম্পিউটারের মাদার বাের্ড হল একটি প্রধান সার্কিট বাের্ড।

কম্পিউটার বেসিক প্রশ্ন

1. বাইনারী সংখ্যা শুরু হয় - 0 ও 1 নিয়ে ।

2. কম্পিউটারের মেমরি মাপার একক - বাইট ।

3. কম্পিউটারের প্রধান অংশ - CPU ।

4. CPU - এর পুরাে নাম - Central Processing Unit .

5. কম্পিউটারের প্রধান সার্কিট বাের্ড - মাদার বাের্ড ।

6. কম্পিউটারের জনক - চার্লস ব্যাবেজ ।

7. ভারতে প্রথম কম্পিউটার প্রস্তুতকারক সংস্থার নাম - Wipro |

8. বুটিং হল - কম্পিউটারকে ব্যবহারকারীর নির্দেশ গ্রহণ করার উপযােগী গড়ে তােলার প্রক্রিয়া ।

9. মাউস , কি বাের্ড , স্ক্যানার , ওয়েব ক্যামেরা এগুলি কম্পিউটারের ইনপুট ডিভাইস ।

10. প্রিন্টার , মনিটর , স্পীকার এগুলি আউটপুর ডিভাইস ।

11. মাইক্রোসফট - এর কর্ণধার - বিল গেটস ।

12. ফ্লপি ডিস্ক - এর পরিমাপ - 3.5 ” -5.25 ” ।

13. ফরটান - একটি পােগ্রামিং ল্যাঙ্গুয়েজ ।

14. কম্পিউটারের বেসিক ইউনিট - বিট ।

15. ৪ বিট = 1 বাইট ।

16. ইন্টারনেট - এর জনক - রবার্ট টেলর ।

17. 1 ন্যানােসেকেন্ড = 10 -9 সেঃ ।

18. WWW- এর পুরাে নাম - World Wide Web ।

19. SQL এর পুরাে নাম - Structured Query Language .

20. আবাস্কাস হল একটি কম্পিউটার যন্ত্র ।

21. HTML - Hyper Text Mark Up Language .

22. HTTP - Hyper Text Transfer Protocol .

23. 1 কিলােবাইট =  - 1024 বাইট ।

24. কম্পিউটারের পাসওয়ার্ড এ 80 টি সারি থাকে ।

25. ALGOL - Algorithmic Language .

26. WAP - Wireless Application Protocol .

27. বিশ্বের প্রথম বৈদ্যুতিক কম্পিউটারের নাম ?

- এনিয়াক ।

28. মােডেম - এর কাজ - ইন্টারনেট লাইনের সংযােগ সাধন করা ।

29. RAM - Random Access Memory .

30. Yahoo - Gaſt Search Engine .

31. URL - Universal Resource Locator .

32. GUI - Graphics User Interface .

33. MODEM - Modulator De Modulator .

34. Excel - এর 65536 টি row থাকে ।

35. কি বাের্ড - এ 12 টি ফাংশান কি থাকে ।

36. Google একটি  Search Engine .

37. Linux 470 Operating System .

38. 1 Microsecond = 1/106 second .

39. OS = Operating System .

40. কম্পিউটারের দুটি প্রধান অংশ কী কী ?

- সফটওয়্যার ও হার্ডওয়্যার 

41. PARAM কী ? 

- ভারতীয় দেশীয় সুপার কম্পিউটার।

42. Windows কী ?

- এক বহু কার্যমুখী পতিচালনা পদ্ধতি।

43. ভারতের প্রথম কম্পিউটার প্রস্তুতকারক সংস্থার নাম কী ?

- WIPRO


সুতরাং, দেরি না করে এখনই কম্পিউটারের ধারণা ​Pdf টি নীচে গিয়ে ডাউনলোড করুন


File Details :

File Name- কম্পিউটারের ধারণা

File Format- pdf

Quality- High

File Size- 602kb

File page- 4

File Location- Google Drive

PDF Download Link: Click Here To Download


MORE PDF

DOWNLOAD LINK

 কম্পিউটারের সাধারণ প্রশ্নোত্তর

Click Here



Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area