Ads Area


বিশ্ব অর্থনীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || Economy Important Question And Answer

বিশ্ব অর্থনীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর - Economy Important Question And Answer


বিশ্ব অর্থনীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || Economy Important Question And Answer: এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই প্রশ্নোত্তর গুলি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।

বিশ্ব অর্থনীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর - Economy Important Question And Answer



1. পৃথিবীর সবচেয়ে বেশী পাট উৎপন্ন হয় কোথায়?
উওরঃ- বাংলাদেশে

2. সবচেয়ে বেশী চিনি উৎপাদন হয় কোথায়?
উওরঃ- কিউবা

3. লৌহ উৎপাদনে পৃথিবীর প্রধান দেশ?
উওরঃ- চীন

4. কোন দেশ পশম রপ্তানীতে শীর্ষে?
উওরঃ- অস্ট্রেলিয়া

5. পৃথিবীর শ্রেষ্ট চলচিত্র শিল্প কোথায়?
উওরঃ- হলিউড, আমেরিকা

6. সর্বাধিক পামওয়েল উৎপাদনকারী দেশ কোনটি?
উওরঃ- মালয়েশিয়া

7. পৃথিবীর সবচেয়ে বেশী জুয়েলারী তৈরী দেশ কোনটি?
উওরঃ- ইটালী

8. পৃথিবীর প্রধান পাট রপ্তানীকারক দেশ কোনটি?
উওরঃ- বাংলাদেশ

9. প্রধান চা আমদানীকারক দেশ কোনটি?
উওরঃ- যুক্তরাষ্ট্র

10. খনিজ তেলের প্রধান রপ্তানী কারক দেশ কোনটি?
উওরঃ- সৌদি আরব

11. পৃথিবীর সর্বোচ্চ চিনি রপ্তানীকারক দেশ কোনটি?
উওরঃ- কিউবা

12. পৃথিবীর প্রধান অভ্র রপ্তানীকারক দেশ কোনটি?
উওরঃ- ভারত

13. কার্পেট রপ্তানীতে শীর্ষ দেশ কোনটি?
উওরঃ- ইরান

14. বর্তমানে বিশ্বের বৃহত্তম সাহায্য দাতা দেশ কোনটি?
উওরঃ- জাপান

15. সার্কভূক্ত দেশ গুলোর মধ্যে মাথাপিছু আয় সবচেয়ে বেশী কোন দেশের?
উওরঃ- মালদ্বীপ

16. বিশ্বের সর্বোচ্চ মাথাপিছু আয়ের দেশ কোনটি?
উওরঃ- কাতার (৮৭,৭১৭ ইউএসডি)

17. বিশ্বের সর্বনিম্ন মাথাপিছু আয়ের দেশ কোনটি?
উওরঃ- জিম্বাবুয়ে (০৯ ইউএসডি।)

18. বিশ্বের সেরা ধনী ব্যক্তি কে?
উওরঃ- কার্লোস স্লিম, মেক্সিকো (৫৩৫০ কোটি ইউএসডি)

19. বিল গেটস্ বর্তমানে কততম?
উওরঃ- ২য় স্থান (৫৩০০ কোটি ইউএসডি।)

20. ইউরোপের একক মুদ্রা ইউরো কবে থেকে চালু হয়?
উওরঃ- ১ জানুয়ারী, ১৯৯৯।

21. ইউরো কবে থেকে মুদ্রা ও নোট হিসেবে বাজারে চালু হয়?
উওরঃ- ১ জানুয়ারী, ২০০২

22. ইউরোপে একক মুদ্রা ইউরো প্রথম কতটি দেশে চালু হয়?
উওরঃ- ১১ টি।

23. ইউরোপে একক মুদ্রা ইউরো বর্তমানে কতটি দেশে চালু আছে?
উওরঃ- ১৬ টি ইইউ সদস্য দেশ। এছাড়া চুক্তি করে ৩টি, চুক্তি ছাড়া ৫টি এবং আনঅফিসিয়াল ৪টি দেশ।

24. বিশ্বের সবচেয়ে বেশী ঋণগ্রস্থ দেশ কোনটি?
উওরঃ- যুক্তরাষ্ট্র (২২ ট্রিলিয়ন ডলার)

25. প্রত্যক্ষ বিদিশী বিনিয়গের ক্ষেত্রে এশিয়ার প্রধান দেশ কোনটি?
উওরঃ- চীন।

26. বিশ্বের সর্বোচ্চ হীরা উৎপাদনকারী দেশ কোনটি?
উওরঃ- দক্ষিণ আফ্রিকা।

27. বিশ্বের সবচেয়ে বেশী রেশম রপ্তানীকারক দেশ কোনটি?
উওরঃ- চীন

28. বিশ্বের বৃহত্তম তেল কুপ কোনটি?
উওরঃ- ব্রাজিলের পি-৩৬

29. কবে পি-৩৬ এর সলিল সমাধি ঘটে?
উওরঃ- ৩ মার্চ, ২০০১

30. যুক্তরাষ্ট্রের মাথাপিছু আয় কত?
উওরঃ- ৩৭,৬০০ ডলার।

31. কোন দেশে সবচেয়ে বেশী পেট্রোলিয়াম মজুদ আছে?
উওরঃ- সেীদি আরব (এক-চর্তথাংশ)

32. চাল উৎপাদনর শীর্ষ দেশ কোনটি?
উওরঃ- চীন।

33. মধ্যপ্রাচ্যের দেশগুলো কবে তৈল অবরোধ করেছিল?
উওরঃ- ১৯৭৩ সালে

34. আফ্রিকার কোন দেশ সবচেয়ে বেশী সম্পদশালী?
উওরঃ- দক্ষিণ আফ্রিকা

35. মুক্তবাজার অর্থনীতিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
উওরঃ- হংকং

36. কোকেন উৎপাদনের প্রধান দেশ কোনটি?
উওরঃ- পেরু

37. ভারতবর্ষে প্রথম বাজেট প্রণীত হয় কবে?
উওরঃ- ১৮৬১ সালে

38. বিশ্ব ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়?
উওরঃ- ২৭ ডিসেম্বর, ১৯৪৫

39. বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট কে?
উওরঃ- নতুন : জিম ইয়ং কিম (১ জুলাই, ২০১২)

40. বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক কোনটি?
উওরঃ- ব্যাংক অব টোকিও ও মিৎসুবিশি ব্যাংকের একীভূত।

41. পৃথিবীর সবচেয়ে বেশী স্বর্ন ব্যবহারকারী দেশ কোনটি?
উওরঃ- ভারত

42. বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায়?
উওরঃ- ওয়াশিংটন ডি সি

43. বিশ্ব ব্যাংকের কার্যক্রম কবে শুরু হয়?
উওরঃ- ২৫ জুন, ১৯৪৬ সাল

44. বিশ্ব ব্যাংকের বর্তমান সদস্য সংখ্যা কত?
উওরঃ- ১৮৬ টি

45. এশীয় উন্নয়ন ব্যাংক আনুষ্ঠানিক কার্যক্রম কবে শুরু হয়?
উওরঃ- ১৯৬৬ সালে

46. এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায়?
উওরঃ- ম্যানিলা, ফিলিপাইন।

47. এশীয় উন্নয়ন ব্যাংকের বর্তমান সদস্য সংখ্যা কত?
উওরঃ- ৬৭

48. ইসলামী উন্নয়ন ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়?
উওরঃ- ২০ অক্টোবর, ১৯৭৫ সালে

49. ইসলামী উন্নয়ন ব্যাংকের সদস্য সংখ্যা কত?
উওরঃ- ৫৬ টি

50. ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায়?
উওরঃ- জেদ্দা, সৌদি আরব

51. বিশ্ব ব্যাংক থেকে কোন দেশ সবচেয়ে বেশী ঋন নিয়েছে?
উওরঃ- ভারত

52. বর্তমানে আই এম এফ-এর সদস্য সংখ্যা কত?
উওরঃ- ১৮৫ (সর্বশেষ সদস্য মন্টিনিগ্রো, ১৮ জানু, ২০০৭।)

53. বিশ্বের সবচেয়ে বেশী গম উৎপন্ন হয় কোন দেশে?
উওরঃ- চীন

54. বিশ্বের সবচেয়ে বেশী চা উৎপন্ন হয় কোথায়?
উওরঃ- ভারত

55. বিশ্বের প্রধান সোনা উৎপাদনকারী দেশ কোনটি?
উওরঃ- দক্ষিণ আফ্রিকা

56. বিশ্বের বেশী তেল উৎপাদনকারী দেশ কোনটি?
উওরঃ- যুক্তরাষ্ট্র

57. বিশ্বের সবচেয়ে বেশী কফি উৎপন্ন হয় কোথায়?
উওরঃ- ব্রাজিল

58. সবচেয়ে বেশী তামাক উৎপন্ন হয় কোথায়?
উওরঃ- যুক্তরাষ্ট্রে

59. বিশ্বের প্রধান তামা উৎপাদনকারী দেশ কোনটি?
উওরঃ- যুক্তরাষ্ট্র

60. পৃথিবীর প্রায় সমুদয় চা উৎপন্ন হয়?
উওরঃ- এশিয়া মহাদেশে

61. পৃথিবীর বৃহত্তম হীরক খনি কোথায় অবস্থিত?
উওরঃ- কিম্বালী, দক্ষিণ আফ্রিকা


বিশ্ব অর্থনীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তালিকা PDF ডাউনলোড


File Details:
File Name- jibikadisari.com-বিশ্ব অর্থনীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
File Format- pdf
Quality- High
File Size- 244 KB
File page- 5
File Location- Google Drive


Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area