Ads Area


Basic Computer Knowledge Questions in Bengali / কম্পিউটারের সাধারণ প্রশ্নোওর

Computer knowledge is one of the most important section in almost competitive exam viz. Bank (PO & Clerk ) SSC, Railway, police, and all other State Level Competitive exams. After visualising the importance of computer knowledge www.jibikadisari.com has prepared this page.

Basic Computer Knowledge Questions in Bengali / কম্পিউটারের সাধারণ প্রশ্নোওর

বিভিন্ন পরীক্ষায় আসা কম্পিউটার প্রশ্ন- বর্তমানে WBCS, UPSC, SCHOOL SERVICE COMMISSION, STAFF SELECTION COMISSION, RAIL, POLICE, BANK ছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে কম্পিউটার | Computer বিষয় থেকে বেশ কিছু সংখ্যক করে প্রশ্ন এসেই থাকে। সে কথা মাথায় রেখেই, www.jibikadisari.com ওয়েব সাইটটি সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য উপযুক্ত কম্পিউটার জেনারেল নলেজ | Computer General Knowledge নিয়ে এসেছে আপনাদের কাছে।

আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় বা চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ // জিকে // General Knowledge  কম্পিউটার পার্ট এর সঠিক প্রস্তুতি নিতে চলেছেন। তা হলে নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে মুখস্ত বা মনে রাখুন। All competitive exam General Knowledge in Bengali 

কম্পিউটারের সাধারণ প্রশ্নোওর

1. সফটওয়্যার কী ?

- কম্পিউটারে হার্ডওয়্যারকে সঠিকভাবে চালাতে প্রয়োজনীয়  বিভিন্ন পদ্ধতি, রুটিং, প্রােগ্রামকে সফটওয়্যার বলে  ।

2. হার্ডওয়্যার কাকে বলে ?

- কম্পিউটার কয়েকটি যন্ত্রের সমন্বয়ে গঠিত হয় । যে যন্ত্রগুলি দ্বারা আমরা হাতে ধরে কাজ করতে পারি , সেই যন্ত্রগুলিকে হার্ডওয়্যার বলে ।

3. সফটওয়্যার কয় প্রকার ?

- দু’প্রকার । অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অপারেটিং সফটওয়্যার ।

4. কয়েকটি অপারেটিং সফটওয়্যারের উদাহরণ দাও ।

- উইন্ডােজ, ইউনিক্স, ও.এস., লিনাক্স, ডস ।

5. কয়েকটি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ দাও |

- এম.এস.পেন্ট, ওয়ার্ড, কোরেল ড্র, পেজমেকার প্রভৃতি ।

6. Micro Processor ?

- এটি একটি চিপভিত্তিক যন্ত্র, নিজেই পুরােপুরি প্রসেসরের কাজ করে এবং অ্যারিথমেটিক ও লজিক্যাল অপারেশন করতে সক্ষম ।

7. অ্যাবাকাস যন্ত্রটি কোথায় আবিস্কৃত হয়েছিল ?

- চীনে ।

8. ভারতে প্রথম কম্পিউটার প্রস্তুতকারকসংস্থার নাম কী ?

- WIPRO |

9. কম্পিউটারের প্রকৃত প্রসেসিং -এর কাজ কে করে  ?

- ALU ( অ্যারিথমেটিক লজিক ইউনিট ) ।

10. হার্ড ডিস্ক ড্রাইভ কোনগুলি ?

-  C: , D: , E: , F: এই চারটি ড্রাইভ হ’ল হার্ডডিস্ক ড্রাইভ ।

11. কম্পিউটারে কী কী ধরণের স্মৃতি ভাণ্ডার থাকে ?

- ফ্লপি ড্রাইভ, হার্ড ডিক্স ড্রাইভ, সিডি ড্রাইভ ।

12. DOS কাকে বলে ?

- পার্সোনাল কম্পিউটারে যে অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়, তাকে ডিস্ক অপারেটিং সিস্টেম বা DOS বলে ।

13. ফাইল ও ডিরেক্টরি কাকে বলে ?

- নথি বা ডকুমেন্ট যেখানে ধরে রাখা হয় তাকে বলে ফাইল এবং ফাইলগুলিকে যে স্তরে স্তরে সাজানাে হয় তাকে ডিরেক্টরি বলে ।

14. বুটিং কী ?

- কম্পিউটারকেব্যবহারকারীর নির্দেশ গ্রহণ করার উপযোগী গড়ে তােলার প্রক্রিয়াকে বুটিং বলে ।

15. আইকন ও কারসার কী ?

- কম্পিউটারের ডেস্কটপের উপর কতকগুলি ছােটছােট ছবির মত দেখতে পাওয়া যায় , এদের আইকনবলে | ডস প্রম্পটের সামনে ছােট একটি সাদা হাইফেন ( — ) এর মত আলো জ্বলতে নিভতে থাকে একে কারসার বলে ।

16. ইউনিক্স ও লিনাক্স বলতে কী বােঝ ?

- বহু ব্যবহার্য অপারেটিং সিস্টেমকেইউনিক্স এবং বহু ব্যবহার্য দ্রুত ক্রিয়াশীল অপারেটিং সিস্টেমকে লিনাক্স বলে ।

17. কতগুলি Ms - DOS -এর নির্দেশকের নাম লেখ ।

- MD ( নতুন ডিরেক্টি তৈরী করতে ) ।

  FD ( কোন ডিরেক্টরি কে ডিস্ক থেকে মুছে ফেলতে ) ।

  CIs ( কম্পিউটারে মনিটারের পর্দা পরিষ্কার করতে ) |

  Del ( কোন ফাইলকে ভিক্স থেকে মুছে ফেলতে ) ।

18. RAM , ROM ? - Random Access Memory ( Volatile )

- Read Only Memory ( Non - volatile ) |

19. কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয় ?

- সেন্ট্রাল প্রােসেসিং ইউনিট ( CPU ) কে বলে ।

20. CPU এর কটি অংশ ?

- তিনটি । এরিথমেটিক লজিক্যাল ইউনিট ( ALU ), কন্ট্রোল ইউনিট এবং স্টোরেজ বা হার্ডডিক্স ।

21. বাজারে প্রচলিত কয়েকটি কম্পিউটার প্রস্তুতকারক সংস্থার নাম লেখ ।

- ইনটেল ( Intel ), এইচ. সি. এল. , এ.এম.ডি।

22. বর্তমানে কম্পিউটারকে কটি শ্রেণিতে ভাগ করা যায় ও কী কী ?

- তিনটি শ্রেণিতে । মেইন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার ও মাইক্রো কম্পিউটার ।

23. কম্পিউটারের ইনপুট ডিভাইস কী কী ?

- মাউস, কী-বাের্ড, স্ক্যানার, ওয়েব ক্যামেরা ।

24. কম্পিউটারের আউটপুট ডিভাইস কী কী ?

- প্রিন্টার, মণিটর, স্পিকার ।

25. কম্পিউটার ভাইরাস ( VIRUS ) কী ?

- Vital Information Resources Under Seize |

26. কয়েকটি ভাইরাসের ( VIRUS ) উদাহরণ দাও ।

- ফাইল ভাইরাস, পলিমরফিক ভাইরাস, বুট সেক্টর ভাইরাস ।

27. কম্পিউটার ভাইরাস আক্রান্ত কিনা বােঝা যায় কিভাবে ?

- ( 1 ) কম্পিউটার বুট করতে গিয়ে বন্ধ হয়ে গেলে |

( 2 ) নির্দিষ্ট কোনাে সফটওয়্যার চলতে চলতে কম্পিউটার বন্ধ হয়ে গেলে |

3 ) কিছু চেনা EXE, COM প্রভৃতি ফাইলের সাইজ বেড়ে গেলে |

4 ) অ্যান্টি ভাইরাস প্রােগ্রাম চালাতে মেমারি পরীক্ষা আটকে যাচ্ছে ইত্যাদি ।

28. ২০০৭ সালের জানুয়ারি মাসে মাইক্রোসফট যে নতুন অপারেটিং সিস্টেম বাজারে আনল, তার নাম কী ?

- উইন্ডােজ ভিস্টা ।

29. মেইন ফ্রেম কম্পিউটারের উদাহরণ দাও ।

- CRAY, PARAM.CYBER, DECIO, IBM 5390  |

30. ফ্লপি ড্রাইভ কবে চালু হয় ?

- 1970 সালে IBM চালু হয় ।

31. তখন ফ্লপি ডিস্কের প্রস্থের মাপ কত ছিল ?

- 8 ইঞ্চি ।

32. এখন ফ্লপি ডিস্কের প্রস্থের মাপ কত ?

- 5.25 ইঞ্চি x 3.5 ইঞি ।

33. সাধারণ 3.5 ইঞ্চি ফ্লপির মেমরি ক্যাপাসিটি কত ?

- 1.44 মেগাবাইট ।

34. একটি CD রম ড্রাইভের ক্যাপাসিটি কি ?

- 700 মেগাবাইট ।

35. প্রিন্টার কী ?

- এটি একটি আউটপুট ডিভাইস | প্রিন্টারের সাহায্যে যাবতীয় লেখার জিনিস ও ছবি ছেপে বের করা হয় ।

36. প্রিন্টার কত ধরণের হয় ? 

- ছাপার পদ্ধতি অনুসারে প্রিন্টার তিন প্রকার। ডট ম্যাট্রিক্স, ইংক জেট, লেজার প্রিন্টার ।

37. প্রিন্টারের স্পিড কীভাবে মাপা হয় ? 

- Page Per Minute ( PPM ) 478 Character Per Second ( CPS ) - এর মাধ্যমে ।

38. ইমপ্যাক্ট প্রিন্টার কী ?

- ডটম্যাট্রিক্স প্রিন্টারকে ইমপ্যাক্ট প্রিন্টার বলে ।

39. নন-ইমপ্যাক্ট প্রিন্টার কী ? 

- ইঙ্কজেট প্রিন্টার এবং লেজার প্রিন্টারকে বলা হয় নন্-ইমপ্যাক্ট প্রিন্টার ।

40. মােডেম কী ?

- কম্পিউটার টেলিফোন লাইনের মাধ্যমে তথ্য আদান - প্রদানের মাধ্যম হল মােডেম । ইমেল, ইন্টারনেট থেকে শুরু করে সমস্ত যােগাযােগ রক্ষা করে এই মােডেম । মােডেম কথাটি ম্যুলেটার, ডি, ম্যুলেটারের সংক্ষিপ্ত রূপ ।

41. মােডেম কয় প্রকার ? 

- ডেক্সটপ মােডেম, পাের্টেবল মােডেম এবং ইন্টারন্যাল মােডেম ।

42. কেবল মােডেম কী ? 

- কেবল টেলিভিশন নেটওয়ার্কের মাধ্যমে যে মােডেম কাজ করে, তাকে কেবল মােডেম বলে ।

43. সাউন্ড কার্ড কি ?

- কম্পিউটারের সাউন্ডসিস্টেমকে উন্নতার জন্য যে যন্ত্রাংশ ব্যবহার করা হয় , তাকে সাউন্ড কার্ড বলে । সাউন্ড কার্ডের স্যাম্পিং সাইজ ও স্যাম্পিং রেটের ওপর নির্ভর করে কম্পিউটারে কত ভালাে সাউন্ড সিস্টেম পাওয়া যাবে ।

44. ফুল ডুপ্লে সাউন্ড কার্ড কী ? 

- এটি একটি যন্ত্রাংশ, যেটি কম্পিউটারে ব্যবহার করলে একসঙ্গে শােনা ও বলার কাজ করা যায় । এটি সবচেয়ে বেশি কাজে লাগে ইন্টারনেটে কথাবার্তা বলার সময় ।

45. ফলস অ্যালার্ম কী ?

- কখনােও কিছু পুরােনাে অ্যান্টিভাইরাস প্রােগ্রাম ভুল করে ভালাে প্রােগ্রামকেও ভাইরাস এফেক্টেডবলে সংকেত দেয় । একে ফলস্ অ্যালার্ম বলে ।

46. স্ক্যানারের রেজলিউশন কেমন হয় ?

- 600 x 1200 dpi , 300 dpi প্রভৃতি |

47. dpi সম্পূর্ণ নাম ?

- dot per inch .

48. EPROM কী ?

- Erasable Programmable Read Only Memory .

49. প্রিন্টার স্পিড় কীভাবে মাপা হয় ?

- Page per minute ( PPM ) / Character per seconds ( CPS ).

50. e - mail এর e শব্দের অর্থ কী ?

- ইলেকট্রনিক ( Electronic ) |

51. কম্পিউটার বিজ্ঞানে FAX কথার অর্থ কী ?

- ফ্যাসিমাইল ( Facsimile )

52. কত সালে পেন্টিয়াম প্রসেসরর চালু হয় ?

- 1993 সালে ।

53. পেন্টিয়াম প্রসেসরের গতি কত ? 

- 75-450 মেগাহার্জ ।

54. কম্পিউটারে মেমরি স্পীড কোন্ এককে মাপা হয় ? 

- মেগাহাজ 

55. DTP সফটওয়ার কী কী ? 

পেজমেকার , ফটোশপ , কোরেল - ড্র , কোয়ার্ক এক্সপ্রেস ইত্যাদি ।

56. Track কী ? 

- স্টারেজ মাধ্যমের বাস্তবপথ যেখানে Data  সেভ করা হয় ।

57. Terminal কী ? 

- এটি একটি যন্ত্র বা পয়েন্ট যেখান থেকে কম্পিউটারের সাথে যােগাযােগ স্থাপন করা হয় |

58. Queue কী ? 

-  কম্পিউটার সিস্টেমে সার্ভিসের অপেক্ষারত একটি লাইন বা দলবদ্ধ আইটেম ।

59. Bit কী ? 

- কম্পিউটারের বেসিকইউনিট । এর দুটি ভ্যালু এক এবং শূন্য ।

60. Nibble কী ?

- চারটি Bit- এর সমন্বয়কে Nibble বলে ।

61. Byte কী ?

- আটটি Bit- এর সমন্বয়কে Byte বলে ।

62. Word কী ?

- দুই বা দুই - এর বেশী Byte- এর সমন্বয় হ’ল  Word ।

63. ই-কমার্সে ভারতের স্থান কত তম ? 

- 17 তম ।

64. পেন্টিয়াম - 586 কী ?

- নতুন জেনারেশনের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ।

65. বিশ্বের প্রথম বৈদ্যুতিক কম্পিউটার কোনটি ?

- ইনিয়াক ।

66. ব্লেই পাস্কেলের যন্ত্রের কাজ কী ?

- যােগ ও বিয়ােগ করতে সাহায্য করে ।

67. তড়িৎ যান্ত্রিক দশমিক পদ্ধতি কম্পিউটার কে তৈরি করেছিলেন ?

- হাওয়ার্ড একেন ।

68. ভিডিও কার্ড কী ?

- ভিডিও কার্ভ হ'ল এক্সপেনশন কার্ড ।

69. অ্যারিথমেটিক লজিক ইউনিটের কাজ কী ?

- গাণিতিক বিষয়ের সমস্যা সমাধান করা ।

70. কমপাইলারের কাজ কী ?

- প্রােগ্রামকে কম্পিউটারের ভাষায় পরিবর্তন করা ।

71. হার্ডডিস্ক মাপার এককের নাম কী ?

- Giga Byte |

72. কম্পিউটারের ভাষায় WRITE কী ?

- টেক্সট এডিটিং করা ।

73. মনিটরের কাজ কী ?

- লেখা ও ছবি দেখানাে ।

74. ফ্রি হােস্টিং ওয়েবসাইট কী ?

- www.geocities.com |

75. প্রথম আধুনিক পরবর্তী কম্পিউটার ভাষা কী ?

- কোবল |

76. Object Oriented Programming Language কোটি ?

- C++ 

77. কোন দুটি অবজেক্টর মধ্যে সংযােগ স্থাপনকে কি বলে ?

- হাইপারলিঙ্ক ।

78. PARAM কী ?

- ভারতীয় দেশীয় সুপার কম্পিউটার ।

79. ওয়েবসাইট তৈরি করতে ওয়েবসাইটে কোন ভাষা ব্যবহার করা হয় ?

- HTML |

80. C-2 ট্রানজাকশনের একটি উদাহরণ দাও ।

- ইলেকট্রিসিটি বিল জমা দেওয়া ।

81. Frequency- র একক কী ?

- হার্জ ।

82. মাইক্রো কম্পিউটার কাকে বলে ?

- চতুর্থ প্রজন্মের কম্পিউটারে মাইক্রো-প্রসেসার ব্যবহার করা হয় । এই জাতীয় কম্পিউটারকে মাইক্রো কম্পিউটার বলে ।

83. দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে ?

- 0 থেকে 9 পর্যন্ত এই দশটি অক্ষর সাহায্যে যে সংখ্যাপদ্ধতি গঠিত , তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে ।

84. Key বাের্ডের প্রত্যেক ক্যারেক্টার কী নিয়ে তৈরি ?

- প্রতিটি ক্যারেক্টার আটটি বিট ( 0 ) দিয়ে তৈরি । 1 ক্যারেক্টার = 8 বিট ।

85. কম্পিউটারের কয়েকটি উচ্চস্তরীয় ভাষার নাম লেখ ।

- Fortran , Basic , C , C ++ , C # , Cobol , Java ইত্যাদি |

86. ' ড্রাগ অ্যান্ড ড্রপ ’ ( Drag and drop ) অপারেশন কম্পিউটারে কার সাহায্যে করা হয় ?

- মাউসের সাহায্যে ।

87. www বা , World Wide Web নামে সারা বিশ্বকে পরিচিত করায় কোন গবেষণা সংস্থা ও কত সালে ?

- ‘ CERN ' নামক গবেষণা সংস্থা , 1989 সালে ।

88. ডেটা মডেল সাধারণত ক’ধরনের হয় ও কী কী ?

- ইহা 3 ধরনের : হায়ার্কিকাল ( Hiebarchical ) , নেটওয়ার্ক ( Network ) ও রিলেশনাল ( Relational ) ।

89. শম্বুক বার্তা বা , Snail Mail কাকে বলে ? 

- ইমেইল বা , ইলেক্ট্রনিক মেইল ( e - mail ) ।

90. SQL- এর সম্পূর্ণ নাম কী ? 

- Structured Query Language .

91. Windows কী ?

- এক বহু কর্মমুখী পরিচালনা পদ্ধতি ।

92. হার্ডডিস্ক পরিমাপের একক কী ? 

- জিগাবাইট ।

93. ইন্টারনেটের গঠন প্রণালী , কার্যপ্রণালী ও নিয়মকানুন তৈরি করা কার কাজ ? 

- ISO ' র কাজ |

94. প্রােটোকল ( Protocol ) কী ?

- নেওয়ার্ক কাজ করার বিভিন্ন নিয়ম ।

95. ANSI এর পুরাে নাম কী ?

- American National Standard Institute .

96. Access কী ধরনের সফটওয়্যারের উদাহরণ ?

- DBMS 

97. ‘ DML ' এর পুরাে নাম কী ?

- Data Manipulation Language .

98. Twistea Pair তার সেকেন্ডে কত মেগাবাইট গতিতে তথ্য বহন করতে পারে ?

- 16 থেকে 100 মেগাবাইট ।

99. একটি রাজ্য বা দেশের মধ্যে অবস্থিত নেটওয়ার্ক সিস্টেমের উদাহরণ কী ? 

- WAN |

100. কম্পিউটারের মাধ্যমে কোনাে নির্দিষ্ট কাজ করতে যে সুনির্দিষ্ট নির্দেশ পাঠানাে হয় , তাকে কী বলে ?

- প্রোগ্রাম ।

101. কম্পিউটারের ‘ মেমরি ’ বলতে কাকে বােঝায় ?

- RAM ( Random Access Memory ).

102. কম্পাইলার ও অ্যাসেম্বরের মধ্যে কে দ্রুত গতিতে কাজ করে ? 

- কম্পাইলার ।

103. Unix ও Linux কী ? 

- বহু ব্যবহারােপযােগী চালন পদ্ধতি ।

104. ট্রান্সমিটারের কাজ কী ?

- উপাত্ত ( Data ) পাঠানাে ।

105. SMTP পুরাে নাম কী ? 

- Simple Mail Transfer Protocol.

106. bps ’ র পুরাে নাম কী ?

- bits per second.

107. হার্ডড্রাইভের সংরক্ষণ ক্ষমতা কত ?

- 10 জিগাবাইট থেকে 17 জিগাবাইট ।

108. ISO ' র পুরাে নাম কী ?

- International Standards Organisation 

109. FFT ’ র পুরাে নাম কী ?

- Fast Fourier Transfer.

110. ADPCM এর পুরাে নাম কী ?

- Adoptive Differential Pulse Code Modulation

111. MAR এর পুরাে নাম কী ?

- Memory Address Register.

112. ID ’ র পুরাে নাম কী ?

- Instruction Decodor.

113. MOD ’ র পুরাে নাম কী ?

- Megneto Optical Disk.

114. OS ’ এর পুরাে নাম কী ?

- Operating System.

115. HDD ’ র পুরাে নাম কী ?

- Hard Disk Drive.

116. সফটওয়্যার কত ধরনের আছে ও কী কী ?

- মূলত দু'ধরনের । অ্যাপ্লিকেশন সফটওয়্যার ও অপারেটিং ও সিস্টেম সফটওয়্যার |

117. অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কাজ কী ?

- লেখা , ছবি আঁকা থেকে অ্যাকাউন্ট সংক্রান্ত জটিল হিসাব পর্যন্ত করা |

118. অপারেটিং সিস্টেমের কাজ কী ?

- কম্পিউটার চালানােয় সাহায্য করা ।

119. তিনটি অপারেটিং সিস্টেমের উদাহরণ দিন ?

- ইউনিক্স , উইন্ডােজ , ও.এস. / 2  |

120. কম্পিউটারে বিভিন্ন চরিত্রের কাজ পরিচালনার জন্য সাধারণত কোন সফটওয়্যার ব্যবহৃত হয় ?

- উইন্ডোজ |

121. ট্রান্সমিটারের কাজ কী ?

- তথ্য প্রেরণ করা ।

122. কম্পিউটারের ভাষায় 0 ও 1 অঙ্কদু'টিকে কী বলে ?

- বিট ( Bit বা , Binary digit ) |

123. একটি অক্ষর বা চিহ্নের জন্য যে ক’টি বিট লাগে তাকে কী বলে ?

- বাইট ( Byte ) |

124. আজকাল সাধারণত কম্পিউটারে কোন সংকেত পদ্ধতি ব্যবহৃত হয় ? 

-  অ্যাসকাই ( এর সাহায্যে মােট 128 টি বিভিন্ন চিহ্ন বােঝানাে সম্ভব ) ।

125. http- র সম্পূর্ণ নাম কী ?

- Hyper Text Transfer Protocol.

126. যে কোনাে ডিস্ক থেকে মূল স্মৃতিতেঅপারেটিং সিস্টেম পোগ্রাম নিয়ে আসার কাজকে কী বলে ?

- বুট হওয়া ( Booting ) ।

127. একটি সংস্থার বিপুল পরিমাণের তথ্যের সম্ভরকেভালাে করে পরিচালনা করার জন্য কোন সিস্টেমের প্রয়ােজন ?

- রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ( RDBMS ) |

128. পরপর সাজানাে কিছু নির্দেশের সাহায্যে যদি কোনাে সমস্যার সমাধান পাওয়া যায় , তবে সেই নির্দেশকে কম্পিউটারের পরিভাষায় কী বলা হয় ?

- অ্যালগরিদম ( Algorithm ) |

129. ফ্লপি ড্রাইভে ফ্লপি 1 মিনিটে কতবার ঘােরে ?

- 300 বার ।

130. অ্যাসেম্বলার , কম্পাইলার ও ইন্টারপ্রেটার কী ?

- তিনটিই হল সিস্টেম সফটওয়্যার ।

131. FORTRAN ?

- বিজ্ঞান ও প্রযুক্তির কাজে ব্যবহৃত ভাষা বা ল্যাঙ্গুয়েজ ।

132. COBOL কী ?

- ব্যবসার কাজে ব্যবহৃত প্রােগ্রামিয়ের ভাষা বা ল্যাঙ্গুয়েজ ।

133. Excel- এর একটি কক্ষে সর্বোচ্চ কতগুলি Character রাখা যায় ?

- 255 টি |

134. Array কী ?

- একটি উপাত্ত কাঠামাের বা , ডেটা স্ট্রাকচারের নাম ।

135. কম্পিউটারের সব অংশকে কে নিয়ন্ত্রণ করে ?

- CPU ( সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ) ।

136. কম্পিউটারের স্ক্রীন কোন ধরনের সরঞ্জাম বা ডিভাইস ?

- আউটপুট ডিভাইস ।

137. 99 - এ উইন্ডােজ NT5.0 বাজারে আসে , এর নাম কী ?

- কাইরাে ।

138. চিকাগাে কী ?

- উইন্ডােজ -95 এর কোড় নাম ।

139. IrLAP ব্যস্ত থাকলে কোন ছােট প্রােটোকলটি IrLMP ক্লায়েন্টকে পরিষেবা দিতে পারে ?

- Tiny TP.

140. কোন কাজে crontab ফাইল ব্যবহৃত হয় ?

- সিস্টেম সংরক্ষণের কাজ ।

141. কম্পিউটার পঞ্চ কার্ডে কতগুলি সারি থাকে ?

- 80 টি ।

142. কে , কোন বছর ফ্লপি ডিস্ক তৈরি করে ?

- IBM , 1972 সালে ( তখন ফ্লপি ডিস্কের প্রাথের মাপ ছিল 4 ইঞ্চি ) |

143. কম্পিউটার ব্যবস্থা যে পদ্ধতির সাহায্যে ফলাফল ও জ্ঞাতব্য উপাত্তগুলি বাইরের জগতে প্রকাশ করে , সেই পদ্ধতিকে কী বলে ?

- আউটপুট |

144. একটি কম্পিউটারের এক অংশ থেকে অন্য অংশে উপাত্ত (Data) কোন পরিবাহীর মাধ্যমে সঞ্চালিত হয় ?

- বাস (Bus) |

145.  সি.পি.ইউ (CPU) এর পুরাে নাম কী ?

- সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (Central Processing Unit) |


File Details :

File Name- কম্পিউটারের সাধারণ প্রশ্নোওর [জীবিকা দিশারি]

File Format- pdf

Quality- High

File Size- 1 MB

File page- 16

File Location- Google Drive

Download Link: Click Here To Download

MORE PDF

DOWNLOAD LINK

Knowledge of Computer in Bengali pdf

Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area