Ads Area


সপ্তম শ্রেণীর ইতিহাস || ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা : খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক || ( দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর

(দ্বিতীয় অধ্যায়)-ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারণার : খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক (প্রশ্ন ও উত্তর)

তোমরা যারা ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা : খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক (দ্বিতীয় অধ্যায়) সপ্তম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারো।

সপ্তম শ্রেণীর ইতিহাস || ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা : খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক || ( দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণীর ইতিহাস || ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা : খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক ( দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর || West Bengal Class 7 History

1) 'বঙ্গ' কথাটির উল্লেখ প্রথম কোন্ গ্রন্থে পাওয়া যায়? 

উত্তরঃ 'বঙ্গ' কথাটির উল্লেখ প্রথম ঋগ্বেদের ঐতরেয় আরণ্যকে পাওয়া যায়।

2) কৌলিন্য প্রথা কে চালু করেন?

উত্তরঃ কৌলিন্যপ্রথা চালু করেন বল্লালসেন।

3) হিউয়েন সাঙ কার রাজত্বকালে ভারতে এসেছিলেন?

 উত্তরঃ হিউয়েন সাঙ হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে এসেছিলেন।

4) শ্রেষ্ঠী কাদের বলা হত?

 উত্তরঃ ধনী বণিক সম্প্রদায়কে বলা হত শ্রেষ্ঠী।

5) 'সুবা' কথাটির অর্থ কী?

উত্তরঃ 'সুবা' কথাটির অর্থ প্রদেশ বা রাজ্য। 

6) প্রাচীন বাংলার অঞ্চলগুলির মধ্যে বৃহত্তম ছিল কোন্টি?

উত্তরঃ প্রাচীন বাংলার অঞ্চলগুলির মধ্যে বৃহত্তম ছিল পুণ্ড্র-বর্ধন। 

7) শশাঙ্কের রাজধানী কোথায় ছিল?

উত্তর: শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণে।

 ৪) শশাঙ্ক প্রথম জীবনে গুপ্তরাজাদের অধীনে কী কাজ করতেন?

উত্তর: মহাসামন্ত হিসেবে কাজ করতেন।

9) কর্ণসুবর্ণের নিকটে কোন্ বৌদ্ধবিহারের ধ্বংসাবশেষ পাওয়া গেছে?

উত্তরঃ 'লো-টো-মো-চিহ্ন' নামক বৌদ্ধবিহারের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

10) শশাঙ্ক কোন্ দেবতার উপাসক ছিলেন?

উত্তরঃ শশাঙ্ক শিবের উপাসক ছিলেন।

 11) হর্ষচরিত কার লেখা?  

উত্তর: হর্ষচরিত গ্রন্থটির লেখক হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট।

12) বাংলায় কবে মাৎস্যন্যায়ের যুগ শুরু হয়েছিল?

উত্তরঃ শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় মাৎস্যন্যায়ের যুগ শুরু হয়েছিল।

13) বাংলায় কোন্ সময় মাৎস্যন্যায় যুগের অবসান হয়েছিল?

উত্তর: পালবংশের প্রতিষ্ঠাতা গোপালকে রাজা হিসেবে নির্বাচন (আনুমানিক 750 খ্রিস্টাব্দ) করার পর বাংলায় মাৎস্যন্যায় যুগের অবসান হয়েছিল।

14) বাংলায় কবে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল? 

উত্তর: একাদশ শতাব্দীর দ্বিতীয়ভাগে বাংলায় কৈবর্ত বিদ্রো হয়েছিল।

15) কৈবর্ত বিদ্রোহ কোথায় হয়েছিল?

উত্তরঃ কৈবর্ত বিদ্রোহ উত্তরবঙ্গে বা বরেন্দ্রভূমিতে হয়েছিল। 

16) কোন্ পাল রাজা কৈবর্ত বিদ্রোহ দমন করেছিলেন?

উত্তরঃ পাল রাজা রামপাল কৈবর্ত বিদ্রোহ দমন করেছিলেন।

17) গুর্জর-প্রতিহাররা কোথায় রাজত্ব করত? 

উত্তর: গুর্জর-প্রতিহাররা রাজস্থান ও গুজরাট অঞ্চলে রাজত্ব করত।

18) ত্রিশক্তি সংগ্রামে কোন্ তিনটি শক্তি অংশ নিয়েছিল?

 উত্তরঃ ত্রিশক্তি সংগ্রামে পাল, গুর্জর-প্রতিহার ও রাষ্ট্রকূট- এই তিনটি শক্তি অংশ নিয়েছিল।

19) ত্রিশক্তি সংগ্রামের মূল কারণ কী ছিল? 

উত্তরঃ ত্রিশক্তি সংগ্রামের মূল কারণ ছিল কনৌজের অধিকার।

20) চোল রাজ্য কে প্রতিষ্ঠা করেন?

উত্তর: চোল রাজ্য প্রতিষ্ঠা করেন বিজয়ালয়।

21) চোল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?

উত্তরঃ চোল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন প্রথম রাজেন্দ্র চোল।

22) চোল রাজাদের রাজধানী কী ছিল?

উত্তরঃ তাক্সোর বা থাঞ্জাতুর ছিল চোল রাজাদের রাজধানী।

23) হিজরি কী?

উত্তর: 622 খ্রিস্টাব্দে হজরত মোহম্মদের মক্কা থেকে মদিনায় গমনের সময় থেকে হিসাব করে যে ইসলামীয় সময়। গণনা শুরু হয়, তাকে হিজরি বলে।

24) ভারতে প্রথম কবে মুসলিম আক্রমণ হয়? 

উত্তরঃ 712 খ্রিস্টাব্দে ভারতে প্রথম মুসলিম আক্রমণ হয়।

25) ত্রিশক্তি সংগ্রাম কত বছর ধরে চলেছিল? 

উত্তরঃ ত্রিশক্তি সংগ্রাম প্রায় দুশো বছর ধরে চলেছিল।

সপ্তম শ্রেণীর ইতিহাসের আরও অধ্যায় থেকে প্রশ্ন ও উত্তর-

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area