Ads Area


সপ্তম শ্রেণীর ইতিহাস || ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা : খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতব্দী || (তৃতীয় অধ্যায়)

(তৃতীয় অধ্যায়) ভারতের সমাজ,অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা : খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতব্দীর (প্রশ্ন ও উত্তর) 

তোমরা যারা সপ্তম শ্রেণীর (তৃতীয় অধ্যায়) ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা: খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর প্রশ্ন উত্তর খুঁজে চলেছ, তারা নিচের প্রশ্ন উত্তর মনোযোগ সহকারে পড়তে পারো।

সপ্তম শ্রেণীর ইতিহাস || ভারতের সমাজ,অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা : খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতব্দী || (তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর || west Bengal Class 7 History

সপ্তম শ্রেণীর ইতিহাস || ভারতের সমাজ,অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা : খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতব্দী || (তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর || West Bengal Class 7 History

1) রৌণক কাদের বলা হত?

উত্তরঃ প্রাচীন ভারতীয় সমাজের ক্ষমতাবান একটি গোষ্ঠীকে বলা হত রৌণক।

2) চোলদের প্রাদেশিক শাসনব্যবস্থায় গ্রামকে কারা শাসন করত?

উত্তরঃ চোলদের প্রাদেশিক শাসনব্যবস্থায় গ্রামকে শাসন করত গ্রাম পরিষদ বা উর।

3) 'নাড়ু' কী?

উত্তরঃ চোল শাসনব্যবস্থায় কয়েকটি গ্রামের সমষ্টিকে 'নাড়ু' বলা হত।

4) 'নগরম' কী?

উত্তরঃ 'নগরম' ছিল চোল শাসনব্যবস্থার একটি পরিষদ।

5) ব্রষ্মদেয় কী?

উত্তরঃ চোল আমলে ব্রাহ্মণদের দান করা জমিকে ব্রহ্মদেয় বলা হত।

6) পাল ও সেন যুগে উৎপন্ন ফসলের কতভাগ রাজস্ব হিসেবে আদায় করা হত? 

উত্তরঃ পাল ও সেন যুগে উৎপন্ন ফসলের এক-ষষ্ঠাংশ - রাজস্ব হিসেবে আদায় করা হত।

 7) 'রামচরিত' গ্রন্থে রামায়ণের রামের সঙ্গে কার তুলনা করা হয়েছে?

উত্তরঃ 'রামচরিত' গ্রন্থে রামায়ণের রামের সঙ্গে পাল রাজা রামপালের তুলনা করা হয়েছে।

৪) সিদ্ধাচার্য কাদের বলে?

উত্তরঃ পালযুগে তান্ত্রিক বৌদ্ধমতের নেতাদের সিদ্ধাচার্য বলা হত।

9) চর্যাপদ কী?

উত্তরঃ স্থানীয় ভাষায় লিখিত সিদ্ধাচার্যদের কবিতা ও গানের সংকলন হল চর্যাপদ।

10) দুটি বৌদ্ধ বিহারের নাম লেখো। 

উত্তরঃ দুটি বৌদ্ধ বিহারের নাম হল নালন্দা ও ওদন্তপুরী।

11) বিক্রমশীলা মহাবিহার কে নির্মাণ করান?

 উত্তরঃ পাল শাসক ধর্মপাল বিক্রমশীলা মহাবিহার নির্মাণ করান।

12) পাল আমলের দুজন শিল্পীর নাম লেখো।

 উত্তরঃ পাল আমলের দুজন শিল্পী ছিলেন ধীমান ও বীটপাল।

13) জয়দেব কার সভাকবি ছিলেন? 

উত্তরঃ জয়দেব সেন শাসক লক্ষ্মণসেনের সভাকবি ছিলেন।

14) 'পবনদূত' কাব্যগ্রন্থের লেখক কে ছিলেন?

 উত্তরঃ 'পবনদূত' কাব্যগ্রন্থের লেখক ছিলেন ধোয়ী।

15) লক্ষ্মণসেনের রাজসভায় কারা 'পঞ্চরত্ন' হিসেবে পরিচিত ছিলেন?

উত্তরঃ লক্ষ্মণসেনের রাজসভায় 'পঞ্চরত্ন' হিসেবে পরিচিত ছিলেন জয়দেব, ধোয়ী, গোবর্ধন, উমাপতিধর এবং শরণ।

16 )বল্লালসেনের লেখা দুটি বইয়ের নাম লেখো। 

উত্তরঃ বল্লালসেনের লেখা দুটি বই হল 'দানসাগর' ও 'অদ্ভুতসাগর'।

17) হলায়ুধ কে ছিলেন?

উত্তরঃ হলায়ুধ ছিলেন লক্ষ্মণসেনের মন্ত্রী।

18) কে তিব্বতে বুদ্ধের অবতার হিসেবে পূজিত হন? উত্তরঃ দীপঙ্কর শ্রীজ্ঞান তিব্বতে বুদ্ধের অবতার হিসেবে পূজিত হন।

19) কোন্ বৌদ্ধপণ্ডিতের বাড়ি 'নাস্তিক পণ্ডিতের ভিটা' নামে পরিচিত?

 উত্তরঃ বৌদ্ধপন্ডিত দীপঙ্কর শ্রীজ্ঞানের বাড়ি 'নাস্তিক পণ্ডিতের ভিটা' নামে পরিচিত।

20) আঙ্কোরভাটের বিষুমন্দির কোথায় অবস্থিত?

উত্তরঃ আঙ্কোরভাটের বিন্নুমন্দির কম্বোডিয়ায় অবস্থিত।

21) বোরোবুদুরের বৌদ্ধমন্দির কোথায় অবস্থিত? উত্তরঃ বোরোবুদুরের বৌদ্ধমন্দির ইন্দোনেশিয়ায় অবস্থিত।

22) কোন যুগের লেখক ছিলেন জ্যোতির্বিদ শ্রীনিবাস?

উত্তরঃ জোতির্বিদ শ্রীনিবাস সেন যুগের লেখক ছিলেন।

আরও পড়ুন- 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area