Ads Area


সপ্তম শ্রেণীর ভূগোল || ইউরোপ মহাদেশ (একাদশ অধ্যায়) প্রশ্ন ও উত্তর || Iuropa Mahadesa Questions And Answers

(একাদশ অধ্যায়) ইউরোপ মহাদেশ সম্পর্কিত প্রশ্ন ও উত্তর 

প্রিয় ছাত্র ছাত্রী,

তোমরা যারা সপ্তম শ্রেণীর ভূগোললের (একাদশ অধ্যায়) ইউরোপ মহাদেশ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর দেওয়া হলো,যা তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হবে, তাই আর দেরি না করে নিচের প্রশ্ন ও উত্তর পড়ে নাও ভালো করে।

সপ্তম শ্রেণীর ভূগোল || ইউরোপ মহাদেশ (একাদশ অধ্যায়) প্রশ্ন ও উত্তর || Iuropa Mahadesa Questions And Answers

সপ্তম শ্রেণীর ভূগোল || ইউরোপ মহাদেশ (একাদশ অধ্যায়) প্রশ্ন ও উত্তর || Iuropa Mahadesa Questions And Answers


1) পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম মহাদেশের নাম কী ও আয়তন কত?

উত্তরঃ ইউরোপ। এর আয়তন 1 কোটি ৪ লক্ষ বর্গকিমি।

2) ইউরোপ মহাদেশে কোন্ ধরনের বনভূমির প্রাচুর্য দেখা যায়?

উত্তরঃ সরলবর্গীয় বনভূমি।

3) কোন্ দেশকে 'হাজার হ্রদের দেশ' বলে?

 উত্তরঃ ফিনল্যান্ডকে।

 4) কোন্ নদীর ধারে লন্ডন অববাহিকা অবস্থিত?

উত্তরঃ টেমস নদী।

5) ল্যাডোগা হ্রদ ইউরোপের কোন্ দিকে অবস্থিত?

উত্তরঃ উত্তর দিকে।

6) রোন, পো, দানিয়ুব নদীগুলি কোন্ পর্বত থেকে উৎপন্ন?

উত্তরঃ আল্পস।

7) ইউরোপ মহাদেশের পূর্বে কোন মহাদেশ অবস্থিত? 

উত্তরঃ এশিয়া।

8) ককেশাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

উত্তরঃ এলবুজ (5,642 মিটার)।

9) ইউরোপের বৃহত্তম হ্রদের নাম কী?

উত্তরঃ ল্যাডোগা (18,130 বর্গকিমি)।

10)  ইটালির দীর্ঘতম নদীর নাম কী?

উত্তরঃ পো।

11) পোল্ডারভূমি সৃষ্টির সবচেয়ে বড়ো প্রকল্পকে কী বলে?

উত্তরঃ জুইডার-জি প্রকল্প।

12) লন্ডন অববাহিকার আকৃতি কীরূপ?

উত্তরঃ সরার মতো/ত্রিভুজের মতো।

13) ইউরোপ মহাদেশের অবস্থান লেখো।

উত্তরঃ পৃথিবীর স্থলভাগের কেন্দ্রস্থলে ইউরোপ মহাদেশ অবস্থিত। পশ্চিমে 25° পশ্চিম দ্রাঘিমা থেকে পূর্বে 65° পূর্ব উ স্থাঘিমা এবং দক্ষিণে 35° উত্তর থেকে 72° উত্তর অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত।

14) ইউরোপ মহাদেশের সীমা লেখো।

উত্তরঃ ইউরোপ মহাদেশের পূর্বে এশিয়া ও কাম্পিয়ান সাগর, পশ্চিমে আটলান্টিক মহাসাগর, বিস্কে উপসাগর, উত্তরসাগর, উত্তরে সুমেরু মহাসাগর, শ্বেত সাগর, বাল্টিক সাগর এবং দক্ষিণে জিব্রাল্টার প্রণালী, ভূমধ্যসাগর, কুয়সাগর । অবস্থিত।

15) কোন্ পর্বত ও কোন্ নদী এশিয়া ও ইউরোপের মধ্যে সীমা নির্দেশ করেছে?

 উত্তরঃ ইউরাল পর্বত ও ইউরাল নদী।

16) পুনঃরপ্তানি বন্দর বা মাধ্যম বন্দর কাকে বলে?

 উত্তরঃ কোনো একটি বন্দরে বিভিন্ন দেশের উৎপাদিত দ্রব্যসমূহ আমদানি করার পর যদি ওই বন্দরের মাধ্যমেই সেইসব পণ্য বিশ্বের অন্যান্য দেশে রপ্তানি করা হয়, তখন সেই বন্দরকে পুনঃরপ্তানি বন্দর বলে। যেমন-লন্ডন, রটারডাম।

17) ইউরোপের উত্তর সীমানায় গাছপালা জন্মায় না কেন?

অথবা, ইউরোপের কোন্ কোন্ অঞ্চলে তুন্দ্রা জলবায়ু দেখা যায়? 

উত্তরঃ ইউরোপের 70°-75° উত্তর অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড ও রাশিয়ার উত্তরাংশের বিস্তীর্ণ এলাকায় তুন্দ্রা জলবায়ু দেখা যায়। এখানে 9-10 মাস তীব্র শীতকাল থাকে, প্রচুর তুষারপাত হয়, ফলে গাছপালা জন্মানোর অনুকূল পরিবেশ থাকে না। 

18) ভূমধ্যসাগরীয় উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো। 

উত্তরঃ (i) ভূমধ্যসাগরীয় বনভূমি খুব ঘন নয়। (ii) বাষ্পমোচন প্রক্রিয়ার মাধ্যমে যাতে অতিরিক্ত পরিমাণ জল বেরিয়ে না যায়, তাই পাতাগুলি ছোটো ও তৈলাক্ত হয়। (iii) পাতায় পত্ররন্ধ্র কম এবং মৃত্তিকার অভ্যন্তরস্থ জল শোষণের জন্য গাছের শিকড় দীর্ঘ হয়।

19) রূঢ় শিল্পাঞ্চল কোথায় অবস্থিত? 

উত্তরঃ জার্মানির রাইন ও তার দুই উপনদী রুঢ় ও লিপের সংযোগস্থলে কয়লাখনিকে কেন্দ্র করে ইউরোপের অন্যতম শ্রেষ্ঠ শিল্পাঞ্চল রুঢ় শিল্পাঞ্চল গড়ে উঠেছে।

20) রূঢ় অঞ্চলের খনিজ সম্পদ ভিত্তিক দুটি শিল্পের নাম লেখো।

 উত্তরঃ বৈদ্যুতিক শিল্প; কারণ কয়লা এই শিল্পের অন্যতম কাঁচামাল।

রাসায়নিক শিল্প; কারণ এই শিল্পের প্রধান কাঁচামাল খনিজ তেল উপজাত দ্রব্য ন্যাপথা।

 21) রূঢ় অঞ্চলের প্রধান নদী কী? এই নদীর গতিপথ লেখো।

 উত্তরঃ রূঢ় অঞ্চলের প্রধান নদী রাইন। রাইন নদী আল্পস পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়ে সুইটজারল্যান্ড, ব্ল‍্যাক ফরেস্ট, ফ্রান্সের ভোজের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে দক্ষিণে কোলন শহরের কাছে রুঢ় অঞ্চলে প্রবেশ করে পশ্চিম সীমানা বরাবর প্রবাহিত হয়েছে।

22) লন্ডন অববাহিকা কোথায় অবস্থিত? লন্ডন অববাহিকার চারদিকে কী কী উচ্চভূমি রয়েছে?

 উত্তরঃ লন্ডন অববাহিকা ব্রিটিশ যুক্তরাজ্যের দক্ষিণ-পূর্ব দিক থেকে প্রবাহিত টেমস নদীর উভয় তীরে চিলটার্ন ও নর্থ ডাউনস নামক দুটি পর্বতের মধ্যবর্তী নিম্ন সমতলভূমিতে লন্ডন অববাহিকা অবস্থিত।

23) পোল্ডারভূমি কী?

 উত্তরঃ ইউরোপ মহাদেশের ছোটো দেশ নেদারল্যান্ডে জমির অভাব খুব কম হওয়ায় দেশের উত্তর-পশ্চিমে জুইডার জি উপসাগরের বিশাল অগভীর জলভাগে উঁচু কংক্রিটের বাঁধ দিয়ে মাটি ভরাট করে নতুন ভূমি তৈরি করা হয়। সমুদ্র থেকে উদ্ধার করা এই সকল নীচু সমতলভূমিকে পোল্ডারভূমি বলে।

24) জুইডার-জি প্রকল্প কী?

উত্তরঃ নেদারল্যান্ডে জুইডার জি উপসাগরের বিশাল অগভীর জলভাগে উঁচু কংক্রিটের বাঁধ দিয়ে মাটি ভরাট করে পুরোনো পদ্ধতিতে নতুন ভূমি তৈরি করা হয়। এই বাঁধ তৈরির ক্ষেত্রে বর্তমানে প্রযুক্তিবিদ্যা ও আধুনিকতার ছোঁয়া লেগেছে। নেদারল্যান্ডে প্রায় ও হাজারের বেশি ছোটো-বড়ো পোল্ডার রয়েছে। এদের মধ্যে জুইডার জি সবচেয়ে বড়ো প্রকল্প।

25) পোল্ডারভূমির দুটি কৃষি পদ্ধতির নাম লেখো। 

উত্তরঃ মিশ্রকৃষি ও গ্রিনহাউস পদ্ধতি।

26) পোল্ডারভূমি অঞ্চলের কোথায় কোথায় শিল্প গড়ে উঠেছে?

উত্তরঃ পোল্ডারভূমি অঞ্চলের দি হেগ, আমস্টারডাম, রটারডাম, গ্রোনিংএন, হার্লেম, লেভেন, ইজমুইডেন, ফ্লাশিং প্রভৃতি শহরগুলিতে লৌহ-ইস্পাত, পেট্রো-রাসায়নিক, জাহাজনির্মাণ, ডেয়ারি শিল্প, খাদ্যপ্রক্রিয়াকরণ শিল্প, কাগজ শিল্প, প্রসাধনী শিল্প প্রভৃতি গড়ে উঠেছে।

27) ট্রাক-ফার্মিং কী?

উত্তরঃ উন্নত দেশগুলিতে শহরে কৃষিকাজ সংঘটিত না হওয়ায় পার্শ্ববর্তী গ্রাম্য অঞ্চলের কৃষি খামারে উৎপাদিত ফুল, ফল, শাকসবজি প্রভৃতি কৃষিপণ্যগুলিকে প্রতিদিন ট্রাকে করে শহরের বাজারে জোগান দেওয়ার ঘটনাকে ট্রাক-ফার্মিং বলে।

আরও পড়ো-

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area