Ads Area


ইতিহাস ছোট প্রশ্ন ও উত্তর || History Short Questions and Answers

সুপ্রিয় পাঠকগন আমাদের এই নতুন পোষ্টে স্বাগতম, এই পর্বটিতে ইতিহাস ছোট প্রশ্ন ও উত্তর সম্পর্কে নিঁখুত ভাবে আলোচনা করেছি, যা আপনাদের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষার জন‍্য খুবই হেল্পফুল হবে।

ইতিহাস ছোট প্রশ্ন ও উত্তর || History Short Questions and Answers


ইতিহাস ছোট প্রশ্ন ও উত্তর || History Short Questions and Answers


1. সিন্ধু সভ্যতার বিশাল গোসলখানা কোথায় পাওয়া গেছে?

উত্তর- মহেঞ্জোদারোতে


2. সিন্ধু সভ্যতার মানুষের অর্থনীতির শক্তি কী ছিল?

উত্তর-কৃষি


3. কালিবঙ্গন কোথায় অবস্থিত?

উত্তর- রাজস্থানে


4. সিন্ধু সভ্যতার লোকেরা কী দিয়ে তৈরি অস্ত্র ব্যবহার করত?

উত্তর- পাথর


5. চক আবিষ্কৃত হয় কোন যুগে?

উত্তর- নিওলিথিক যুগে


6. শ্রীনগর কে প্রতিষ্ঠা করেন?

উত্তর - অশোক, বিতাস্তা নদীর তীরে


7. মহাবীরের 11 জন শিষ্যকে কী বলা হত?

উঃ- গণধর


8. সিন্ধু সভ্যতার দক্ষিণতম প্রত্নতাত্ত্বিক স্থান কোনটি ছিল?

উত্তর - দাইমাবাদ, আহমেদ নগর, মহারাষ্ট্র


9. হোয়সালা রাজবংশের রাজধানী কোথায় ছিল?

উত্তর - ডোর সমুদ্র


10. গঙ্গার প্রাথমিক রাজধানী কোথায় ছিল?

উত্তর- কলার


11. কার রাজত্বকালে চতুর্থ বৌদ্ধ পরিষদ অনুষ্ঠিত হয়?

উত্তর- কনিষ্ক


12. পৃথ্বীরাজ রাসোর রচয়িতা কে?

উত্তর- চন্দ্রবর্দাই


13. সাংখ্য দর্শনের প্রবর্তক কে?

উত্তর- কপিল মুনি


14. চীনা পরিব্রাজক হিউয়েন সাং কবে ভারতে আসেন?

উত্তর- ৬৩০ থেকে ৬৪৪ খ্রিস্টাব্দের মধ্যে


15. সমুদ্রগুপ্তের উত্তরসূরি কে ছিলেন?

উত্তর - দ্বিতীয় চন্দ্রগুপ্ত (বিক্রমাদিত্য)


16. জৈন ধর্মের দুটি সম্প্রদায় কোনটি ছিল?

উত্তর - শ্বেতাম্বর ও দিগম্বর


17. কোন যুগে আগুন আবিষ্কৃত হয়?

উত্তর - প্যালিওলিথিক যুগে


18. সিন্ধু সভ্যতার পূর্ব দিকের প্রত্নতাত্ত্বিক স্থান কোনটি ছিল?

উত্তর - আলমগীরপুর, মিরাট, উত্তরপ্রদেশ


19. ঋগ্বেদের সবচেয়ে পবিত্র নদী কোনটি?

উত্তর- সরস্বতী নদী


20. গহদওয়াল রাজবংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তর- চাঁদ ঈশ্বর


 21. কে প্রথম ভারতকে ভারত বলে সম্বোধন করেছিলেন?

উত্তর - গ্রীক


22. আমরা চালের প্রমাণ কোথায় পেয়েছি?

উত্তর - রংপুর ও লোথাল থেকে


23. বর্ধন রাজবংশের রাজধানী কোথায় ছিল?

উত্তর- থানেশ্বর


24. মেসোপটেমিয়া মানে কি?

উত্তর - দুই নদীর মধ্যবর্তী জমি


25. সিন্ধু উপত্যকায় তামা কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল?

উত্তর - রাজস্থানের খেত্রি খান থেকে


আরও পড়ুন-

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area