Ads Area


সুলতানি আমলের ইতিহাস প্রশ্ন উত্তর PDF | | Sultanate Period PDF in Bengali || সুলতানি যুগের ইতিহাস MCQ PDF

সুলতানি আমলের ইতিহাস প্রশ্ন উত্তর || Sultanate Period Pdf: Here, is the best place for you to download Sultanate Period Pdf. Jibikadisari give you All competitive exam Special free Sultanate Period Pdf like Police exams, Railway exams, Psc exam, Civil exams, Indian Post exams, SSC exams, UPSC exams, RBI exams, Group-D exams, Indian Army exams, or any other entrance exam. Sultanate Period Pdf is very important for Preparation all examinations. You can also download GK, GI, Math, Question Paper, Current Affairs, etc Pdf format free of cost on our website. Visit this www.jibikadisari.com to Download Sultanate Period Pdf. The direct link Of this Sultanate Period Pdf has been given below.

সুলতানি আমলের ইতিহাস pdf | সুলতানি যুগের ইতিহাস | Sultanate Period Pdf

সুলতানি যুগের ইতিহাস: jibikadisari.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সুলতানি যুগের ইতিহাস প্রশ্ন ও উত্তর Pdf প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সুলতানি যুগের ইতিহাস প্রশ্ন ও উত্তর Pdf. নিচে সুলতানি যুগের ইতিহাস প্রশ্ন ও উত্তর টি যত্নসহকারে পড়ুন বা মুখস্ত করুন ও চাকুরী পরীক্ষায় এক ধাপ এগিয়ে থাকুন ।
এই সুলতানি যুগের ইতিহাস প্রশ্ন ও উত্তর Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

সুলতানি আমলের ইতিহাস প্রশ্ন উত্তর PDF | | Sultanate Period PDF in Bengali || সুলতানি যুগের ইতিহাস MCQ PDF

1. যে বিদেশী পর্যটক বিজয়নগরে এসেছিলেন তাদের দুজনের নাম কর?

উত্তর- ইতালীয় পর্যটক নিকোলোকন্তি। পারস্যের পর্যটক আবদুর রজ্জাক।

2. কবীর কার শিষ্য ছিলেন?

উত্তর- রামানন্দের।

3. ‘খামখেয়ালী রাজা’ কাকে বলা হয়?

উত্তর- মহম্মদ বিন তুঘলককে।

4. বলবনের পূর্ব নাম কী ছিল?

উত্তর- উলুঘ খাঁ।

5. দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?

উত্তর- ইলতুৎমিস।

6. ‘রিয়াজ-উল-সালাতিন’ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর- গোলাম হোসেন।

7. হাজারা মন্দিরের নির্মাতা কে?

উত্তর- কৃষ্ণদেব রায়।

8. কোন চৈনিক দূত গিয়াসউদ্দিন আজম শাহের দরবারে আসেন?

উত্তর- চৈনিক দূত মা-হুয়ান।

9. ছোট সোনা মসজিদ কোন রাজার আমলে তৈরি হয়?

উত্তর- হোসেন শাহের আমলে।

10. ইলতুৎমিসের মৃত্যুর পর কে সিংহাসনে বসেন?

উত্তর- রুক্‌নউদ্দিন ফিরোজ।

11. কবে,কাদের মধ্যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়? এই যুদ্ধে কে পরাজিত হয়?

উত্তর- ১১৯২ খ্রীষ্টাব্দে দিল্লী ও আজমীরের চৌহান বংশীয় রাজা পৃথ্বীরাজ চৌহান এবং মহম্মদ ঘুরীর মধ্যে যুদ্ধ হয়। এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হন।

12. আইবক কথার অর্থ কী?

উত্তর- দাস।

13. কোন সময়কে সুলতানী যুগ বলে অভিহিত করা হয়?

উত্তর- ১২০৬ খ্রীষ্টাব্দ থেকে ১৫২৬ খ্রীষ্টাব্দে মোঘল বংশীয় বাবরের সিংহাসন আরোহণের পূর্ব পর্যন্ত সময় সুলতানী যুগ বলে পরিচিত।

14. সুলতান শব্দের অর্থ কী?

উত্তর- স্বাধীন নরপতি।

15. ‘তারিখ-ই-সিন্ধু’ গ্রন্থের রচয়িতা কে?

উত্তর- মীর মহম্মদ মাসুদ।

16. আলবেরুণী রচিত গ্রন্থটির নাম কী?

উত্তর- তহকক্‌-ই–হিন্দ।

17. ‘তবাকত-ই-নাসিরি’ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর- মিনহাজ-উস-সিরাজ।

18. কিতাব-উল-রাহলা’ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর- ইবন বতুতা।

19. আমীর খসরু রচিত গ্রন্থটির নাম কী?

উত্তর- তুঘলক নামা।

20. ‘তারিখ-ই-ফিরোজশাহী’ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর- জিয়াউদ্দীন বরণী।

21. আরবরা কবে সিন্ধুদেশ জয় করে?

উত্তর- ৭১২ খ্রীষ্টাব্দে।

22. সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেছিল?

উত্তর- ১৭ বার।

23. আলবেরুণী কার সভাসদ ছিলেন?

উত্তর- সুলতান মামুদের।

24. আলবেরুণী কত খ্রীষ্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন? তাঁর প্রকৃত নাম কী? তিনি কার সঙ্গে ভারতে আসেন এবং কত বছর ভারতে ছিলেন?

উত্তর- ৯৭৩  খ্রীষ্টাব্দে মধ্যএশিয়ার খোয়ারিজাম রাজ্যে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম আবু রিহান। তিনি মামুদের সঙ্গে ভারতে আসেন। তিনি ১০ বছর ভারতে ছিলেন।

25. কবে,কাদের মধ্যে তরাইনের প্রথম যুদ্ধ হয়? এই যুদ্ধে কে পরাজিত হয়?

উত্তর- ১১৯১ খ্রীষ্টাব্দে দিল্লী ও আজমীরের চৌহান বংশীয় রাজা পৃথ্বীরাজ চৌহান এবং মহম্মদ ঘুরীর মধ্যে যুদ্ধ হয়। এই যুদ্ধে মহম্মদ ঘুরী পরাজিত হন।

26. ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিল?

উত্তর- মহম্মদ ঘুরী।

27. দাসবংশের প্রতিষ্ঠাতা কে ছিল?

উত্তর- কুতুবউদ্দিন আইবক।

28. কুতুবুদ্দিনের পর কে দিল্লীর সিংহাসনে আরোহণ করেন?

উত্তর- ইলতুৎমিস।

29. ‘ইকতা’ ব্যবস্থা কে প্রবর্তন করেন?

উত্তর- ইলতুৎমিস।

30. চল্লিশ চক্র বা বন্দেগান-ই-চাহেলগানী কে প্রবর্তন করেন?

উত্তর- ইলতুৎমিস।

31. ভারতের তোতাপাখি নামে কে পরিচিত?

উত্তর- আমীর খসরু।

32. খলজী বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তর- ফিরোজ শাহ খলজী।

33. খলজী বংশের সর্বশ্রেষ্ঠ সুলতান কে ছিলেন?

উত্তর- আলাউদ্দিন খলজী।

34. দাগ ও হুলিয়া ব্যবস্থা কে প্রবর্তন করেন?

উত্তর- আলাউদ্দিন খলজী।

35. খলজী বংশের শেষ সম্রাট কে ছিলেন?

উত্তর- কুতুবুদ্দিন মুবারক শাহ।

36. তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তর- গিয়াসউদ্দিন তুঘলক।

37. দিল্লী থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর কে করেন?

উত্তর- মহম্মদ বিন তুঘলক।

38. সুলতানী যুগের আকবর নামে কে পরিচিত?

উত্তর- ফিরোজ শাহ তুঘলক।

39. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? এই বংশের শেষ রাজা কে ছিলেন?

উত্তর- খিজির খাঁ সৈয়দ। এই বংশের শেষ রাজা ছিলেন আলাউদ্দিন আলম শাহ।

40. লোদী বংশের প্রতিষ্ঠাতা কে? এই বংশের শেষ রাজা কে ছিলেন?

উত্তর- বহলুল লোদী। শেষ রাজা ইব্রাহিম লোদী।

41. কবে,কাদের মধ্যে পাণিপথের প্রথম যুদ্ধ হয়?

উত্তর- ১৫২৬ খ্রীঃ কাবুলের অধিপতি বাবরের সঙ্গে ইব্রাহিম লোদীর মধ্যে।

42. কে কবে ইলিয়াসশাহী বংশের প্রতিষ্ঠা করেন?

উত্তর- ১৩৪২ খ্রীষ্টাব্দে শামস্‌উদ্দিন ইলিয়াস শাহ।

43. কোন রাজার আমলে পাণ্ডুয়ার আদিনা মসজিদ ও কোতোয়ালি দরওয়ালা তৈরি হয়?

উত্তর- সিকন্দর শাহের আমলে।

44. কোন সুলতানী শাসকের রাজত্বকালে তৈমুরলঙ ভারত আক্রমণ করেন?

উত্তর- নাসিরুদ্দিন মামুদ শাহের আমলে।

45. বাংলার আকবর নামে কোন শাসক পরিচিত?

উত্তর- হোসেন শাহ।

46. ভক্তিবাদী আন্দোলনের একজন নেতার নাম লেখ।

উত্তর- শ্রীচৈতন্যদেব।

47. বড় সোনা মসজিদ কোন রাজার আমলে তৈরি হয়?

উত্তর- নসরৎ শাহের আমলে।

48. কে কবে বাহমনী রাজ্যের প্রতিষ্ঠা করেন? তাঁর রাজধানী কোথায় ছিল?

উত্তর- ১৩৪৭ খ্রী হাসান বা জাফর খাঁ। তাঁর রাজধানী ছিল গুলবর্গায়।

49. তালিকোটার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? এই যুদ্ধে কে পরাজিত হয়?

উত্তর- ১৫৬৫ খ্রিস্টাব্দে। একদিকে ছিল বিজাপুর, গলকুণ্ডা, বিদর ও আহম্মদনগর আর অন্যদিকে ছিল বিজয়নগর। এই যুদ্ধে বিজয়নগর পরাজিত হয়।

50. বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা কে?

উত্তর- হরিহর ও বুক্কু।

51. বিজয়নগরের সঙ্গম রাজ্যের সর্বশ্রেষ্ঠ নরপতি কে ছিলেন?

উত্তর- দ্বিতীয় দেবরায়।

52. বিজয়নগরের তুলভ বংশের প্রতিষ্ঠাতা কে? এই বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন?

উত্তর- নরসিংহ। শ্রেষ্ঠ রাজা ছিলেন কৃষ্ণদেব রায়।

53. আমুক্তা মাল্যদা গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর- কৃষ্ণদেব রায়।

54. কাকে অন্ধ কবিতার পিতামহ বলা হয়?

উত্তর- তেলেগু কবি পেদ্দনকে।

55. চিস্তি সম্প্রদায়ের কয়েকজন সাধকের নাম লেখ।

উত্তর- খাজা মইনুদ্দিন চিস্তি,নিজামউদ্দিন আউলিয়া।

56. কবীরের কবিতাগুলি কি নামে পরিচিত?

উত্তর- দোহা।

57. শিখ ধর্মের প্রবর্তক কে ? তিনি কবে কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তর- গুরুনানক। তিনি ১৪৬৯ খ্রীষ্টাব্দে পাঞ্জাবের লাহোর জেলার রাভী নদীর তীরে তালবন্দী গ্রামে জন্মগ্রহণ করেন।

58. শিখদের ধর্মগ্রন্থের নাম কী?

উত্তর- গ্রন্থসাহেব।

59. সুফীদের গুরুকে কী বলা হয়?

উত্তর- পীর বা খাজা বলা হয়।

60. পীরের ধর্মকেন্দ্রকে কি বলা হয়?

উত্তর- দরগা বলা হয়।

61. সুফী ধর্মের অনুগামীরা কী কি নামে পরিচিত?

উত্তর- ফকির বা দরবেশ নামে পরিচিত।

62. সুফী সম্প্রদায় কটি ভাগে বিভক্ত? কী কী?

উত্তর- দুটি ভাগে বিভক্ত। চিস্তি ও সুহরাবর্দি।

63. সুহরাবর্দি সম্প্রদায়ের কয়েকজন সাধকের নাম উল্লেখ করো।

উত্তর- শিহাবউদ্দিন সুহরাবর্দি,হামিদউদ্দিন নাগোরী।

64. ‘চিরাগ-ই-দিল্লী বা দিল্লীর আলো’ নামে কে পরিচিত?

উত্তর- নিজামউদ্দিন আউলিয়া।

65. ‘পৃথ্বিরাজ রাসো’ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর- চাঁদ বরদৈ।

66. ‘হাম্মির রাসো’ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর- শাঙ্গঁধর।

67. মালিক মহম্মদ জায়সীর রচিত গ্রন্থটির নাম কী?

উত্তর- পদুমাবৎ।

68. ‘অলখানন্দা’ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর- জননায়ক।

69. ‘তুজুক-ই-বাবরী’ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর- বাবর।

70. তুজুক-ই-জাহাঙ্গীরী গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর- জাহাঙ্গীর।

71. ‘হুমায়ুন নামা’ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর- গুলবদন বেগম।

72. ‘আইন-ই-আকবরী বা আকবর নামা’ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর- আবুল ফজল।

73. ‘মুন্তাখাব-উল-তারিখ’ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর- বদাউনী।

74. ‘তবকৎ-ই-আকবরী’ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর- খোজা নিজামউদ্দিন।

75. ফৈজী রচিত গ্রন্থটির নাম কী?

উত্তর- আকবর নামা।

76. ‘পাদশাহনামা’ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর- আবদুল হালিম লাহোরী।

77. ‘আলমগীরনামা’ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর- মীর্জা মহম্মদ কাজিম।

78. ‘মুন্তাখাব-উল-লুবাব’ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর- কাফি খাঁ।

79. ‘তারিখ-ই-বাংলা’ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর- শলিমউল্লাহ।

80. আরবদের সিন্ধু অভিযানের সময় সিন্ধুর রাজা কে ছিলেন?

উত্তর- দাহির সিন্ধুর রাজা ছিলেন।

81. দিল্লীর সুলতানী সাম্রাজ্য কত খ্রীষ্টাব্দে স্থাপিত হয়?

উত্তর- ১২০৬ খ্রীষ্টাব্দে।

82. সুলতানী সাম্রাজ্যের প্রথম বংশের নাম কী? এই বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তর- দাস বংশ। কুতুবউদ্দিন আইবক।

83. তুর্কি বিজয়ের সময় বাংলার শাসক কে ছিলেন?

উত্তর- লক্ষ্মণ সেন।

84. দ্রব্যমূল্য নিয়ন্ত্রণবিধি কে করেছিলেন?

উত্তর- আলাউদ্দিন খিলজী।

85. দাক্ষিণাত্যে সুলতানী সাম্রাজ্যের বিস্তার প্রথম কার সময় হয়েছিল?

উত্তর- আলাউদ্দিন খিলজীর সময়ে।

86. মহম্মদ বিন তুঘলকের পূর্ব নাম কী ছিল?

উত্তর- জৌনা খাঁ।

87. কে তামার নোট প্রচলন করেছিলেন?

উত্তর- মহম্মদ বিন তুঘলক।

88. মহম্মদ বিন তুঘলক কোথায় রাজধানী স্থানান্তরিত করেছিলেন?

উত্তর- দিল্লী থেকে দেবগিরিতে।

89. মহম্মদ বিন তুঘলকের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতে এসেছিলেন?

উত্তর- ইবন বতুতা।

90. ‘নব মুসলমান’ কাদের বলা হয়?

উত্তর- যে সকল মোঙ্গল জালালউদ্দিনের ইসলাম ধর্ম গ্রহণ করে দিল্লীর উপকণ্ঠে বসতি স্থাপন করেছিলেন তাদের নবমুসলমান বলা হয়।

91. তৈমুর লঙ কোন সময় ভারত আক্রমণ করেন ?

উত্তর- ১৩৯৮ খ্রীষ্টাব্দে।

92. কে সোমনাথ মন্দির লুণ্ঠন করেছিলেন?

উত্তর- সুলতান মামুদ।

93. আমীর খসরু কোন সময়ে ভারতে এসেছিলেন?

উত্তর- খলজী ও তুঘলক শাসনকালে।

94. জিয়াউদ্দীন বরণী কোন সময়ে ভারতে এসেছিলেন?

উত্তর- মহম্মদ তুঘলক ও ফিরোজ তুঘলকের সময়ে।

95. ‘ফুতুহু উস সালাতিন’ গ্রন্থটির লেখক কে?

উত্তর- খাজা আবদুল্লাহ মালিক।

96. ইবন বতুতার লেখা গ্রন্থটির নাম কী?

উত্তর- সফর নামা।

97. চাহেলগান বা চল্লিশ চক্র কে গঠন করেছিলেন?

উত্তর- ইলতুৎমিস।

98. শিখদের প্রথম গুরু কে?

উত্তর- গুরু নানক।

99. গুরুমুখী কোন অঞ্চলের ভাষা?

উত্তর- পাঞ্জাবের।

100. ‘শ্রীকৃষ্ণবিজয়’ গ্রন্থটি কার লেখা?

উত্তর- মালাধর বসুর লেখা।

101. বিজয়গুপ্তের গ্রন্থের নাম কী?

উত্তর- মনসামঙ্গল (পদ্মাপুরাণ)।

102. চৈতন্যদেব কবে কোথায় দেহরক্ষা করেন?

উত্তর- ১৫৩৩  খ্রীষ্টাব্দে পুরীতে।

আরও পড়ুন-
File Details:
File Name- সুলতানি আমলের ইতিহাস
File Format- pdf
Quality- High
File Size- 1 MB
File page- 12
File Location- Google Drive
Tags

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area