Ads Area


বিশ্ব পরিবেশ দিবস থেকে প্রশ্নোত্তর PDF || World Environment Day 2023 Questions and Answers

বিশ্ব পরিবেশ দিবস থেকে প্রশ্নোত্তর PDF || World Environment Day 2023 Questions and Answers

বিশ্ব পরিবেশ দিবস থেকে প্রশ্নোত্তর PDF || World Environment Day 2023 Questions and Answers

Wellcome to www.jibikadisari.com সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, www.jibikadisari.com আজ নিয়ে এসেছি বিশ্ব পরিবেশ দিবস থেকে প্রশ্নোত্তর PDF || World Environment Day 2023 Questions and Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই জীবিকা দিশারী আজ আপনাদের জন্য নিয়ে এসেছে বিশ্ব পরিবেশ দিবস থেকে প্রশ্নোত্তর PDF | World Environment Day Questions Answers PDF | World Environment Day Quiz।

বিশ্ব পরিবেশ দিবস সংক্রান্ত প্রশ্নোত্তর



1. বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়?

উত্তর: ৫ জুন

2. প্রথম বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়?

উত্তর: ৫ জুন ১৯৭৩ সালে

3. প্রথম বিশ্ব পরিবেশ দিবসের থিম কী ছিল?

উত্তর: "Only One Earth".

4. বিশ্ব পরিবেশ দিবস 2023 এর থিম কি?

উত্তর: "Solutions to plastic pollution" (প্লাস্টিক দূষণের সমাধান)

5. কোন সংস্থা ৫ জুনকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে মনোনীত করেছে?

উত্তর: জাতিসংঘের সাধারণ পরিষদ।

6. কোন সালে বিশ্ব পরিবেশ দিবস আন্তর্জাতিক শিশু বছরের সাথে মিলে যায়?

উত্তর: 1979

7.1979 সালে বিশ্ব পরিবেশ দিবসের থিম কি ছিল?

উত্তর: "Only one future for our children" (আমাদের সন্তানদের জন্য একটাই ভবিষ্যৎ)।

4. কোন সালে বিশ্ব পরিবেশ দিবস আন্তর্জাতিক শান্তি বছরের সাথে মিলে যায়?

উত্তর:1986

9.1986 সালে বিশ্ব পরিবেশ দিবসের থিম কি ছিল?

উত্তর: "A tree for Peace" (শান্তির জন্য একটি গাছ)।

10. 2018 সালে বিশ্ব পরিবেশ দিবসের থিম কী ছিল যখন ভারত বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের আয়োজন করেছিল?

উত্তর: "Beat Plastic Pollution" (প্লাস্টিক দূষণ বীট)।

11. জাতিসংঘ দ্বারা কোন সম্মেলনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়?

উত্তর: স্টকহোম কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্ট।

12. মানব পরিবেশের উপর স্টকহোম সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?

উত্তর: 1972 সালের 5 জুন থেকে 16 জুন 1972 পর্যন্ত।

13. কোন দেশ 2023 সালে বিশ্ব পরিবেশ দিবসের আয়োজন করে?

উত্তর: আইভরি কোস্ট (আইভরি কোস্ট)

14. বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে কতটি দেশ অংশগ্রহণ করে?

উত্তর: 150 টিরও বেশি দেশ।

15. বিশ্ব পরিবেশ দিবস কোন কর্মসূচির অধীনে পালিত হয়?

উত্তর: জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP)

16. এশিয়া মহাদেশে প্রথমবারের মতো বিশ্ব পরিবেশ দিবস কবে এবং কোন শহরে পালিত হয়?

উত্তর: 1975 সালে ঢাকায়, বাংলাদেশ।

17. কোন দেশ সবচেয়ে বেশিবার বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের আয়োজন করেছে?

উত্তর: বাংলাদেশ

18. কোন সালে ভারতে প্রথমবারের মতো বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়?

উত্তর: 2011 দিল্লিতে

19. 2011 সালে বিশ্ব পরিবেশ দিবসের থিম কি ছিল?

উত্তর: "Forests: Nature at your service" (বন: প্রকৃতি আপনার সেবায়)।

20. জাতিসংঘের (UN) পরিবেশ কর্মসূচির নির্বাহী পরিচালক (Executive Director) কে?

উত্তর: ইঙ্গার এন্ডারসন

21. বিশ্ব পরিবেশ দিবসের উদ্দেশ্য কী?

উত্তর: মানুষকে ইতিবাচক পরিবেশগত পদক্ষেপ নিতে উৎসাহিত করা।

22. বিশ্ব পরিবেশ দিবসের অপর নাম কি?

উত্তর: Eco Day (ইকো ডে)

23. হিমালয়ান ন্যাশনাল পার্ক (একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট) ভারতের কোন রাজ্যে অবস্থিত?

উত্তর: হিমাচল প্রদেশ

24. ওজোন স্তর ক্ষয়ের জন্য কোন গ্যাস সবচেয়ে বেশি দায়ী?

উত্তর: ক্লোরোফ্লুরোকার্বন (CFC)

25. চীন প্রথমবারের মতো বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের আয়োজন করে কোন সালে?

উত্তর: 1993 সালে বেজিংয়ে।

26. 1993 সালে বিশ্ব পরিবেশ দিবসের থিম কি ছিল?

উত্তর: "Poverty and the Environment - Breaking the Vicious Circle" (দারিদ্র্য এবং পরিবেশ–দুষ্ট বৃত্ত ভাঙা)

27. বিশ্ব পরিবেশ দিবস 2023 উদযাপে সমর্থন করেছে?

উত্তর: নেদারল্যান্ডস আয়োজনে কোন দেশ আইভরি কোস্টকে

28. "বাস্তুবিদ্যা" শব্দটি কোন বিখ্যাত বিজ্ঞানী দ্বারা উদ্ভাবিত হয়েছিল?

উত্তর: আর্নস্ট হেকেল

29. বিশ্ব উষ্ণায়নের জন্য কোন গ্যাস সবচেয়ে বেশি দায়ী?

উত্তর: কার্বন ডাই অক্সাইড (CO2)।

30. বিশ্ব পরিবেশ দিবস 2023 এর ফোকাস কোন পরিবেশগত সমস্যা?

উত্তর: প্লাস্টিক দূষণের সমাধান।

31. কেন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়?

উত্তর: বিশ্ব পরিবেশ দিবস পালনের মূল উদ্দেশ্য হলো পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন করা ও জাগৃত করা।

32. বিশ্ব পরিবেশ দিবস কোন কর্মসূচির অধীনে পালিত হয়?

উত্তর: জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP)

33. এশিয়া মহাদেশে প্রথমবারের মতো বিশ্ব পরিবেশ দিবস কবে এবং কোন শহরে পালিত হয়?

উত্তর: 1975 সালে ঢাকায়, বাংলাদেশ।

34. কোন দেশ সবচেয়ে বেশিবার বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের আয়োজন করেছে?

উত্তর: বাংলাদেশ

35. কোন সালে ভারতে প্রথমবারের মতো বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়?

উত্তর: 2011 দিল্লিতে

36. 2011 সালে বিশ্ব পরিবেশ দিবসের থিম কি ছিল?

উত্তর: "Forests: Nature at your service" (বন: প্রকৃতি আপনার সেবায়)

আরও পড়ুন-

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area