Ads Area


পরিবেশ বিদ্যার ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর Pdf// Environmental Science Q&A In Bengali Pdf

পরিবেশ বিদ্যার ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর Pdf// Environmental Science In Bengali Pdf

পরিবেশ বিদ্যার ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর খুবই গুরুত্বপূর্ণ সমস্ত চাকরির পরীক্ষার জন্য। এই প্রশ্ন গুলি থেকে প্রায়শই বিভিন্ন পরীক্ষায় আসছে সে কথা মাথায় রেখেই আজকের এই পোস্টে পরিবেশ বিদ্যার ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর গুলি দিলাম এই পোস্টে। মনযোগ সহকারে পড়ুন এবং চাকরির পরীক্ষায় এক ধাপ এগিয়ে থাকুন।

পরিবেশ বিদ্যার ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর

1. বাতাসে কোন গ্যাসের পরিমান সবচেয়ে বেশি ?

উঃ – নাইট্রোজেন ।

2. বাতাসে নাইট্রোজেন গ্যাসের পরিমান কত ?

উঃ- 78.08 % 

3. বাতাসে অক্সিজেন গ্যাসের পরিমান কত ?

উঃ- 20.60 %

4. বাতাসে কার্বনডাই অক্সাইডের পরিমান কত ?

উঃ- 0.003 % 

5. বাতাসে অক্সিজেনের প্রধান উৎস কী ?

উঃ- সবুজ উদ্ভিদের দ্বারা করা সালকশংশ্লেষ ।

6. প্রধান গ্রীন হাউস গ্যস কোনটি ?

উঃ- কার্বন–ডাই অক্সাইড ।

7. বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় ?

উঃ- 5 ই জুন ।

8. বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয় ?

উঃ- 7 ই এপ্রিল ।

9. বিশ্ব AIDS দিবস কবে ?

উঃ- 1st  December.

10. বিশ্ব- ক্যানসার দিবস কবে পালন করা হয় ?  

উঃ-  4th   February

11. কাকে প্রকৃতির বৃক্ক বলা হয় ?

উঃ-  জলাভুমিকে ।

12. বায়ু মন্ডলের কোন স্তরে  ওজোন স্তর  দেখতে পাওয়া যায় ?

উঃ- স্টাটোস্ফিয়ার ।

13. ওজোন স্তর সূর্য থেকে আসা কোন ক্ষতিকারক রশ্মি শোষন করে ?

উঃ- অতিবেগুনী রশ্মি ।

14. কোন স্তরকে পৃথিবীর রক্ষাকবচ বলা হয় ?

উঃ- ওজোন স্তর ।

15. ওজোন স্তরের সর্বাধিক ক্ষতি করে কোনটি ?

উঃ-  CFC (  ক্লোরোফ্লুরো কার্বন )

16. ওজোন গ্যাসের ঘনত্ব মাপা হয় কোন এককের দ্বারা ?

উঃ- ডবসন একক ।

17. CFC এর ব্যবসায়ীক নাম কী ?

উঃ- ফ্রেয়ন ।

18. ওজোন গহ্বর সৃষ্টি হয়েছে বায়ুমন্ডলের কোন স্তরে ?

উঃ- স্টাটোস্ফিয়ার ।

19. ভূপাল গ্যাস দুর্ঘটনাটি কত সালে হয়েছিলো ?

উঃ- 1984 সালে ।

20. ভূপাল গ্যাস দূর্ঘটনার জন্য কোন গ্যাস লিক হয়েছিলো ?

উঃ- MIC  ( মিথাইল আইসোসায়ানেট )

21. মন্ট্রিল প্রোটোকোল যে জন্য হয়েছিলো ?

উঃ- ওজোন স্তরের ক্ষয় নিবারনের জন্য ।

22. কত সালে মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষরিত হয়েছিলো ?

উঃ- 1987 সালে । কানাডায়

23. মন্ট্রিল প্রোটোকল কতসালে হয়েছিলো ?

উঃ- 1992 সালে

24. বসুন্ধরা সন্মেলন কোথায় হয়েছিলো ?

উঃ- ব্রাজিলের রিও-ডি-জেনেরিও তে ।

25. বাতাসে ভাসমান সুক্ষ্ম ধুলি কনা গুলি কী নামে পরিচিত ?

উঃ- SPM ( সাসপেন্ডেট পার্টিকুলেট ম্যাটার ) ।

26. বাতাসের SPM মাপতে ব্যবহার করা হয় ?  

উঃ- হাই ভলিউম স্যাম্পলার ।

27. ফুলের রেনুর ফলে কোন রোগ হয় ?

উঃ- আল্যার্জী বা হাঁপানি

28. পারদ দূষনের ফলে মানব দেহে কোন রোগ হয় ?

উঃ- মিনামাটা ।

29. ক্যাডমিয়াম দুষনের ফলে কোন রোগটি হয় ?

উঃ- ইটাই ইটাই ।

30. সীসা দুষনের ফলে কোন রোগটি হয় ?

উঃ-  ডিসলক্সিয়া ।

31. আর্সেনিক দূষনের ফলে কোন রোগ হয় ?

উঃ- ব্ল্যাকফুট ডিজিজ ।

32. সিলিকোসিস রোগের প্রধান কারন হল -

উঃ-  সিলিকার গুঁড়ো ।

33. অম্ল- বৃষ্টির জন্য দায়ী গ্যস কোনটি ?

উঃ- সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড ।

34. জলজ আনুবীক্ষনিক জীবগুলিকে বলে –

উঃ- প্লাঙ্কটন ।

35. রক্তে কীসের উপস্থিতিতে ' Blue Baby '  উপসর্গ দেখা যায় ?

উঃ- মিথিমোগ্লোবিন ।

36. সাইলেন্ট স্প্রিং বইটির লেখক হলেন -

উঃ- রিচেল কারসন ।

37. সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত ?

উঃ- কেরলার কালাক্কার ।

38. চিপকো আন্দোলনের কার নেতৃত্বে হয়েছিলো ?

উঃ- সুন্দরলাল বহুগুনা ।

39. নর্মদা বাঁচাও আন্দোলোন কার নেতৃত্বে হয়েছিলো ?

উঃ- মেধা পাটেকর ।

40. পৃথিবী থেকে  প্রতি বছর যে পরিমান বনভুমি বিলীন হচ্ছে তার পরিমান -

উঃ- ১৭০ লক্ষ হেক্টর ।

41. বায়ু মন্ডলের প্রতি ১ কিমি উচ্চতয়া বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায় –

উঃ- 6.45 ডিগ্রী ।

42. পৃথিবীতে প্রাপ্ত জলের মধ্যে লবনাক্ত জলের পরিমান -

উঃ-  97 %

43. পৃথিবীতে প্রাপ্ত জলের মধ্যে মিষ্টি জলের পরিমান  -

উঃ- 3 %  ।

44. সমুদ্রের জলে দ্রবীভূত লবনের পরিমান  গড়ে –

উঃ-  35 %

45. বাস্তুতন্ত্রের 10  শতাংশ সূত্রের প্রবক্তা হলেন -

উঃ- লিন্ডেম্যান ।

46. ‘ইকোলজি’ কথাটি সর্ব প্রথম ব্যবহার করেন -

উঃ- আর্নেস্ট হেকেল ।

47. ‘ইকোসিস্টেম’ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন ?

উঃ- ট্যান্সলে ।

48. আবর্জনার স্তুপ থেকে কোন গ্যাস নির্গত হয় ?

উঃ- মিথেন ।

49. পৃথিবীতে অপুষ্টিতে ভুগছে এমন লোকের সংখ্যা -

উঃ- 80  কোটি

50. বায়ুমন্ডলের উষ্ণতম স্তর কোনটি ?

উঃ- থার্মোস্ফিয়ার ।

আরও পড়ুন-


File Details :
File Name- পরিবেশ বিদ্যার ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর [জীবিকা দিশারি]
File Format- pdf
Quality- High
File Size- 810 KB
File page- 6
File Location- Google Drive
Download Link : CLICK HERE TO DOWNLOAD

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area