Ads Area


পৃথিবীর ভূগোল প্রশ্ন উত্তর || ভূগোল জিকে প্রশ্ন উত্তর || ভূগোল বিষয়ক প্রশ্ন

পৃথিবীর ভূগোল প্রশ্ন উত্তর || ভূগোল জিকে প্রশ্ন উত্তর || ভূগোল বিষয়ক প্রশ্ন

আমাদের ব্লগে স্বাগতম! এখানে, আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে সাধারণ জ্ঞান শেয়ার করব যা আমরা মনে করি আপনার কাছে আকর্ষণীয় হবে।

এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই প্রশ্ন ও উত্তর গুলি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।

ভূ-পর্যটক ও আবিষ্কারক -এর নাম

1. মহাকাশে প্রথম কৃত্রিম উপগ্রহ পাঠায় : রাশিয়ার বিজ্ঞানীরা ১৯৫৭ সালে।

2. মহাশূন্য প্রথম ভ্রমণ করেন : রশিয়ার ইউরি গ্যাগারিন, ১৯৬১ খ্রিষ্টাব্দে।

3. প্রথম মহিলা নভোচারী : রশিয়ার ভ্যালেন্টিনা তেরেস্কাভা, ১৯৬৩ খ্রিষ্টাব্দে।

4. প্রথম চাঁদে পদার্পণ করেন : নীল আর্মস্ট্রং, ২০ শে জুলাই ১৯৬৯ খ্রিষ্টাব্দে।

5. আর্মস্ট্রং ও অলড্রিন চাঁদের বুকে ছিলেন : ২ ঘন্টা ১৩ মিঃ ২ সেঃ।

6. পৃথিবীর কোন প্রাণী প্রথম মহাকাশ ভ্রমণ করেন : লাইকা নামে একটি কুকুর।

7. দক্ষিণ মেরু আবিষ্কার করেন : আমুন্ড সেন।

8. উত্তর মেরু আবিষ্কার করেন : রবার্ট পিয়ারো।

9. দক্ষিণ আমেরিকা আবিষ্কার করেন : কলম্বাস।

10. সৌরজগত আবিষ্কার করেন : কোপারনিকাস, ১৫৪০ খ্রিষ্টাব্দে।

11. অস্ট্রেলিয়া আবিষ্কার করেন : উইলিয়াম জনসন (ওলন্দাজ), ১৯০৬ খ্রিষ্টাব্দে।

ভূগোল জিজ্ঞাসা সংক্ষিপ্ত প্রশোত্তর

1. চীন ও ভারত ভ্রমণ করেন : মার্কো পোলো, ১২৭১-১২৯৪ খ্রিষ্টাব্দে।

2. ভারতের প্রথম মহাকাশচারীর নাম : রাকেশ শর্মা।

3. ভারতের প্রথম মহাকাশচারিনীর নাম : কল্পনা চাওলা।

4. কোথায় সারা বছর বৃষ্টিপাত হয়?

উত্তর- নিরক্ষীয় অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হয়।

5. নিরক্ষরেখার অক্ষাংশ কত ডিগ্রী?

উত্তর- ১৮০ ডিগ্রী।

6. কোন কল্পিত রেখাগুলি অর্ধবৃত্ত?

উত্তর- দ্রাঘিমার রেখাগুলি।

7. কোন কল্পিত রেখাগুলি বৃত্তাকার?

উত্তর- অক্ষরেখাগুলি।

8. ভূ-পৃষ্ঠের আয়তন কত?

উত্তর- প্রায় ৫১ কোটি বর্গ কিলোমিটার।

9. ভূ-পৃষ্ঠের জলভাগের আয়তন কত?

উত্তর- প্রায় ৩৬.৫ কোটি বর্গ কিলোমিটার।

10. ভূ-পৃষ্ঠের স্থলভাগের আয়তন কত?

উত্তর- প্রায় ১৪.৭ কোটি বর্গ কিলোমিটার।

11. কোন গোলার্ধে স্থলভাগ থেকে জলভাগ বেশী?

উত্তর- দক্ষিণ গোলার্ধে।

12. কোন মেরু জল দ্বারা ঘেরা?

উত্তর- কুমেরু।

পৃথিবীর বিশিষ্ট ভৌগোলিক আবিষ্কারকগণ তালিকা "

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area