Ads Area


সৌরজগতের গ্রহদের পরিচয় || সৌরজগতের গ্রহগুলোর নাম || Names Of Planets Solar System in Bengali

সৌরজগতের গ্রহদের পরিচয় || সৌরজগতের গ্রহগুলোর নাম || Names Of Planets Solar System in Bengali

সৌরজগতের গ্রহদের পরিচয় || সৌরজগতের গ্রহগুলোর নাম || Names Of Planets Solar System in Bengali

সৌরজগতের গ্রহদের পরিচয়- jibikadisari.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সৌরজগতের গ্রহদের পরিচয় || সৌরজগতের গ্রহগুলোর নাম PDF প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সৌরজগতের গ্রহদের পরিচয় || সৌরজগতের গ্রহগুলোর নাম PDF. নিচে সৌরজগতের গ্রহদের পরিচয় || সৌরজগতের গ্রহগুলোর নাম PDF টি যত্নসহকারে পড়ুন বা মুখস্ত করুন ও চাকুরী পরীক্ষায় এক ধাপ এগিয়ে থাকুন। এই সৌরজগতের গ্রহদের পরিচয় || সৌরজগতের গ্রহগুলোর নাম PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

সৌরজগতের গ্রহদের মজার কথা

বুধ (Mercury)

সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। (৫.৮ কোটি কিমি)

ধূসর রং -এর গ্রহের গায়ে প্রচুর গর্ত।

যে দিকটা সূর্যের দিকে থাকে তার উয়তা ৪৩০ সেন্টিগ্রেড। 

আবর্তন: ৫৮ দিন ১৭ ঘণ্টা। 

পরিক্রমণ: ৮৮ দিন। 


শুক্র (Venus) 

পৃথিবীর সবথেকে কাছের এই গ্রহ পৃথিবীর প্রায় সমান মাপের।

সূর্য থেকে দূরত্ব ১০.৭ কোটি কিমি। 

আবর্তন: ২৪৩ দিন। 

পরিক্ৰমণ: ২২৫ দিন। 

সৌরজগতের উন্নতম গ্রহ (৪৬৫° সেন্টিগ্রেড)। প্রচুর কার্বন ডাইঅক্সাইড থাকায় উন্নতা এত বেশি।


পৃথিবী (Earth) 

সূর্য থেকে দুরত্ব ১৫ কোটি কিমি। 

গড় তাপমাত্রা ১৫ ° সেন্টিগ্রেড। 

সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব আছে। 

আবর্তন: ২৩ ঘন্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড। 

পরিক্রমণ: ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৬ সেন্টিগ্রেড। 

পৃথিবী নীল গ্রহ: মহাকাশ থেকে নীল রং -এর দেখায়।


মঙ্গল (Mars) 

সূর্য থেকে দূরত্ব ২২.৮ নেলটি কিমি। 

মাটিতে প্রচুর ফোরাস অক্সাইড (লােহা) থাকায় দেখতে লাল। তাই লালাগ্রহ।

তাপমাত্রা অনেকটা পৃথিবীর মতো, তাই প্রানের খোঁজ চলছে তবে জানা গেছে যে এই গ্রহে একসময় জল ছিল।

আবর্তন: ২৪ ঘন্টা ৩৭ মিনিট। 

পরিক্রমণ: ৬৮৭ দিন। 


বৃহস্পতি (Jupiter)

সবচেয়ে বড়াে গ্রহ।

মাধ্যাকর্ষণ সবথেকে বেশি। 

সূর্য থেকে দূরত্ব ৭৭.৮ কোটি কিমি। 

তাপমাত্রা: ১৫০ ° সেন্টিগ্রেড।

আবর্তন: ৯ ঘন্টা ৫০ মিনিট। 

পরিক্রমণ: ১২ বছর। 


শনি (Saturn) 

সূর্য থেকে দূরত্ব ১৪২.৭ কোটি কিমি।

তাপমাত্র: –১৮৪° সেন্টিগ্রেড।

আবর্তন: ১০ ঘন্টা প্রায়।

পরিক্রম: ২৯ বছর ৬ মাস।

ঘনত্ব জলের থেকেও কম।

ধূলিকণা, বরফ, পাথরের টুকরো দিয়ে তৈরি উজ্জ্বল ৭ টা বন্যায় আছে।


ইউরেনাস (Uranus)

সূর্য থেকে দূরত্ব ২৮৭ কোটি কিমি।

মিথেন গ্যাস বেশি থাকায় রং সবুজ।

তাপমাত্রা: -২১৬° সেন্টিগ্রেড, শীতলতম গ্রহ।

আবর্তন: প্রায় ১৭ ঘন্টা।

পরিক্রমণ: প্রায় ৮৪ বছর।


নেপচুন (Neptune)

মিথেন ও হিলিয়াম গ্যাস বেশি থাকায় রং নীল।

সূর্য থেকে দূরত্ব ৪৪৯.৭ কোটি কিমি। 

তাপমাত্রা: -২১৪ ° সেন্টিগ্রেড। 

আবর্তন: প্রায় ১৬ ঘন্টা। 

পরিক্রমণ: ১৬৫ বছর।


বামন গ্রহ- (Pluto)

একসময় প্লুটোকে সৌরজগতের নবম গ্রহ হিসাবে ধরা হতাে। কিন্তু ২০০৬ সালে জ্যোতির্বিজ্ঞানীরা প্লুটোকে বামন গ্রহ ( Dwarf Planet ) অ্যাখ্যা দিয়েছেন। নিজের কক্ষপথে কোনাে মহাজাগতিক বস্তু এলে বামন গ্রহেরা তা সরিয়ে দিতে পারে না। চাঁদের থেকেও ছােটো প্লটো, সূর্যকে পরিক্রমণ। করে ২৪৮ বছরে।


উপগ্রহ

যে জ্যোতিষ্কগুলাে নিজের আলাে ও উত্তাপ ছাড়াই গ্রহের আকর্ষণে গ্রহের চারিদিকে ঘােরে তাদের উপগ্রহ (Satellite) বলে।

চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। পৃথিবী থেকে এর দূরত্ব ৩ লক্ষ ৮৪ হাজার কিমি। পৃথিবীর আয়তনের চার ভাগের এক ভাগের সমান চাঁদ। বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীর সঙ্গে কোনাে জ্যোতিষ্কের ধাক্কা লেগে চাঁদের জন্ম হয়েছে। চাঁদের মাধ্যাকর্ষণ পৃথিবীর ১/৬ ভাগ। অর্থাৎ একই শক্তি প্রয়ােগ করে চাঁদে পৃথিবীর চেয়ে ছয় গুণ বেশি উঁচুতে লাফানাে যায়। চাঁদ তার আবর্তন (নিজ অক্ষের চারিদিকে ঘােরা) আর পরিক্রমণ (পৃথিবীর চারদিকে ঘােরা) শেষ করে প্রায় একই সময়ে (২৭ দিন ৮ ঘণ্টায়)। তাই পৃথিবী থেকে আমরা চাঁদের একটা দিকই দেখতে পাই।

সৌরজগতের গ্রহদের উপগ্রহের সংখ্যা
গ্রহ উপগ্রহের সংখ্যা বিশেষ বিশেষ উপগ্রহ
পৃথিবী 1 চাঁদ
মঙ্গল 2 ডাইমোস ও ফোবোস
বৃহস্পতি 67 গ্যানিমিড, ইউরোপা
শনি 53 টাইটান (বৃহত্তম)
ইউরেনাস 27 মিরান্ডা
নেপচুন 13 ট্রাইটন


সুতরাং, দেরি না করে এখনই সৌরজগতের গ্রহদের পরিচয় Pdf টি পোস্টটির নীচে গিয়ে ডাউনলোড করুন

 আরও পড়ুন-

File Details :

File Name- সৌরজগতের গ্রহদের পরিচয় [জীবিকা দিশারি]

File Format- pdf

Quality- High

File Size- 791 kb

File page- 3

File Location- Google Drive

Download Link: Click Here To Download

বর্তমানে WBCS, UPSC, SCHOOL SERVICE COMMISSION, STAFF SELECTION COMISSION, RAIL, POLICE, BANK ছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞান || General Knowledge || বিষয় থেকে বেশ কিছু সংখ্যক করে প্রশ্ন এসেই থাকে। সে কথা মাথায় রেখেই, www.jibikadisari.com ওয়েব সাইটটি সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য উপযুক্ত জেনারেল নলেজ || General Knowledge নিয়ে এসেছে আপনাদের কাছে। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় বা চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ // জিকে // General Knowledge পার্ট এর সঠিক প্রস্তুতি নিতে চলেছেন। তা হলে সমস্ত চাকরির পরীক্ষার স্টাডি মেটিরিয়ালস সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ পেতে এবং সরকারি চাকরির খবর সবার আগে পেতে আমাদের ওয়েব সাইটে প্রতিদিন ভিজিট করুন www.jibikadisari.com

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area