Ads Area


পশ্চিম মেদিনীপুর জেলার ইতিহাস PDF || History of West Medinipur District

পশ্চিম মেদিনীপুর জেলার ইতিহাস PDF - এই টপিকটি থেকে ভারত তথা পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই তালিকাটি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।


পশ্চিম মেদিনীপুর জেলার ইতিহাস PDF || History of West Medinipur District


পশ্চিম মেদিনীপুর জেলা


পৃথক জেলারূপে আত্মপ্রকাশ: ১ জানুয়ারি, ২০০২।

সীমানা- উত্তরে বাঁকুড়া, দক্ষিণে উড়িষ্যা, পূর্বে পূর্ব মেদিনীপুর, পশ্চিমে উড়িষ্যা।

আয়তন- ৯৩০৪ বর্গকিমি

সদর- মেদিনীপুর।

মহকুমা- ৪ টি - মেদিনীপুর, খড়গপুর, ঘাটাল ও ঝাড়গ্রাম।

জনসংখ্যা- ৫৩,১২,২০৫ জন।

সাক্ষরতার হার- ৬০.৬৯ %, পুরুষ - ৬৭.২৭ %, এবং মহিলা – ৫৫.৩ %।

নদ-নদী - রূপনারায়ণ, কাঁসাই, সুবর্ণরেখা, শিলাই, হলদি, কেলেঘাই।

কৃষিপণ্য- ধান, পাট, মহুয়া, পান, কাজুবাদাম।

পাহাড়- বেলপাহাড়ী।

শিল্প- গামছা ও মাদুর তৈরি, রেলের লোকো গ্যারেজ, ওয়ার্কস কারখানা।

পুরসভা- ৮ টি।

গ্রাম পঞ্চায়েত- ২৯০ টি।

পঞ্চায়েত সমিতি- ২৯ টি।

ব্লক- ২৯ টি।

আদিবাসী- লোধা-শবর।


উৎসব- বাদনা পরব, বড়াম পূজা, করম পূজা, শিকার উৎসব, বাহা উৎসব, শহরা উৎসব।


দর্শনীয় স্থান- দীঘার সাগরতট, শঙ্করপুর, মোঘলমারি, জুনপুট, তমলুকের বর্গভীমা মন্দির, দাঁতনের শরশহক দিঘি, কলাইকুন্ডার বিমানঘাঁটি।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area