Ads Area


Static GK In Bengali PDF Download | জিকে সাধারণ জ্ঞান

Static GK In Bengali PDF Download | জিকে সাধারণ জ্ঞান

Static GK In Bengali PDF Download | জিকে সাধারণ জ্ঞান

Static GK In Bengali PDF Download | জিকে সাধারণ জ্ঞান- এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই প্রশ্নোত্তর গুলি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।

জিকে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

1. নবান্ন নাটকের রচয়িতা কে?

উত্তর- বিজন ভট্টাচার্য

2. কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়?

উত্তর- বিজ্ঞানের আবিষ্কারের জন্য

3. রেডিয়াম কে আবিষ্কার করেন?

উত্তর- মাদাম কুরি

4. ডায়নামো কে আবিষ্কার করেন?

উত্তর- মাইকেল ফ্যারাডে

5. পিতল কোন কোন ধাতুর মিশ্রণ?

উত্তর- তামা ও দস্তা

6. মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা কত?

উত্তর- 31 জোড়া

7. অয়েল অব ভিট্রিয়ল নামে কে পরিচিত?

উত্তর- সালফিউরিক অ্যাসিড(H2SO4)

8. রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে দেখা যায়? 

উত্তর- ভিটামিন A

9. কোন ভিটামিন মানুষের প্রস্রাবের সাথে নির্গত হয়?

উত্তর- ভিটামিন C

10. মানুষের হাত কোন শ্রেণীর লিভার?

উত্তর- তৃতীয় শ্রেণীর লিভার

11. কুইক লাইম কাকে বলা হয়?

উত্তর- পারদ

12. ভারতের কোন রাজ্যে চা উৎপাদনে তৃতীয় স্থান অধিকার করেছে?

উত্তর- তামিলনাড়ু

13. সুলতানপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?

উত্তর- হরিয়ানা

14. নকরেক জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?

উত্তর- মেঘালয়

15. ভগবান বুদ্ধের স্ত্রীর নাম কি ছিল?

উত্তর- যশোধরা

16. Hary poter সিরিজের লেখক কে?

উত্তর- এ কে রাউলিং

17. পাণ্ড বংশের  রাজধানীর নাম কি?

উত্তর- মাদুরাই

18. শেরশাহের আসল নাম কি ছিল?

উত্তর- ফরিদ খাঁ

19. ভারতের লিগনাইট খনি কোন রাজ্যে অবস্থিত?

উত্তর- তামিলনাড়ু

20. ডেনমার্কের সংসদের নাম কি?

উত্তর- ফোকেটিং

21. ওয়াহাবি কথার অর্থ কি?

উত্তর- নবজাগরণ

22. ভারতমাতা চিত্র টি কার সৃষ্টি?

উত্তর- অবনীন্দ্রনাথ ঠাকুর

23. রাষ্ট্রগুরু নামে কে পরিচিত?

উত্তর- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

24. ছুরি কোন শ্রেণীর লিভার?

উত্তর- তৃতীয় শ্রেণীর লিভার

25. সাতপুরা একটি কি ধরনের পর্বত মালা?

উত্তর- স্তুপ পর্বত

26. আলোর পরিমাপের একক কি?

 উত্তর- লাকস

27. নিউটনের প্রথম সূত্র থেকে কোন বিষয়ে ধারণা পাওয়া যায়?

উত্তর- বলের সংজ্ঞা

28. ফেডারেল কোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর- 1937 সালে

29. হাইড পার্ক কোথায় অবস্থিত?

উত্তর- লন্ডন

30. প্রথম তেরঙ্গা পতাকা উত্তোলন হয়েছিল কত তারিখে?

উত্তর- 31 জানুয়ারি

আরো পড়ুন-

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area