Ads Area


জেনারেল নলেজ বিজ্ঞান প্রশ্ন উত্তর SA PDF | Science Gk In Bengali

জেনারেল নলেজ বিজ্ঞান প্রশ্ন উত্তর SA PDF | Science Gk In Bengali

জেনারেল নলেজ বিজ্ঞান প্রশ্ন উত্তর SA PDF | Science Gk In Bengali


জেনারেল নলেজ বিজ্ঞান প্রশ্ন উত্তর SA PDF | Science Gk In Bengali- jibikadisari.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জেনারেল নলেজ বিজ্ঞান প্রশ্ন উত্তর SA PDF | Science Gk In Bengali PDF Download প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জেনারেল নলেজ বিজ্ঞান প্রশ্ন উত্তর SA PDF | Science Gk In Bengali নিচে জেনারেল নলেজ বিজ্ঞান প্রশ্ন উত্তর SA PDF | Science Gk In Bengali গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর গুলি যত্নসহকারে পড়ুন বা মুখস্ত করুন ও চাকুরী পরীক্ষায় এক ধাপ এগিয়ে থাকুন।


জেনারেল নলেজ বিজ্ঞান প্রশ্ন উত্তর১। কোন হরমোন রক্তচাপ বাড়ায়?

উত্তর- আড্রিনালিন

২। লিনিয়াস সারা উদ্ভিদ জগতকে কয় ভাগে ভাগ করেছিলেন?

উত্তর- ২৪ টি ভাগে

৩। প্রাকৃতিক শ্রেনিবিন্যাস কোন বিজ্ঞানী প্রবর্তন করেন?

উত্তর- বেন্থাম ও হুকার

৪। পাইরিনয়েড ডানা কোন কোষ অঙ্গানুতে পাওয়া যায়?

উত্তর- প্লাস্টিড

৫। সার হিসাবে ব্যাবহার করা হয় এমন শৈবালের নাম কি?

উত্তর- অ্যানাবিনা, নস্টক।

৬। কোন ধাতুর আকরিকের নাম গ্যালেনা?

উত্তর- সীসা।

৭। পিউটার ধাতু সংকর উপাদানে কি কি থাকে?

উত্তর- ৫০ % সীসা ও ৫০ % টিন

৮। তড়িৎ রাসায়নিক শ্রেণিতে তামার স্থান হাইড্রোজেনের উপরে না নিচে?

উত্তর- নিচে

৯। সোরেল সিমেন্ট কি কাজে ব্যাবহার করা হয়?

উত্তর- দাঁতের চিকিৎসায় ব্যাবহার করা হয়

১০। স্থায়ী চুম্বক তৈরি করতে কোন লোহা ব্যাবহার করা হয়?

উত্তর- ইস্পাত

১১। যে কোনো লেবু জাতীয় ফলে কোন অ্যাসিড থাকে?

উত্তর- সাইট্রিক অ্যাসিড

১২। টায়ালিন কোন জাতীয় খাদ্যকে পাচিত করে?

উত্তর- শ্বেতসার

১৩. কলেরা ব্যাকটেরিয়ার আকৃতি কেমন?

উত্তর- কমাকৃতি।

১৪. প্রাণীজ ফ্যাট কঠিন ও উদ্ভিজ ফ্যাট তরল অবস্থায় থাকে কোন তাপমাত্রায়?

উত্তর- ঘরের তাপমাত্রায়।

১৫. ভাউকোরিয়া কী?

উত্তর- একটি সিনোসাইটিক শৈবাল।

১৬। কোন ভিটামিন যকৃতে সঞ্চিত হয়?

উত্তর- ভিটামিন A ও D

১৭। মৃত্যুর পর পেশি কঠিন হয়ে যাওয়ার কারন কি?

উত্তর- এটিপি কমে যাওয়া

১৮। স্ত্রী দেহে স্তন গ্রন্থি কীসের প্রকৃত রুপান্তর?

উত্তর- ঘর্মগ্রন্থি বা সিবেসিয়াস গ্ল্যান্ড।

১৯। বেশি ভিটামিন নিলে শরীরে কি সমস্যা দেখা দেয়?

উত্তর- মাথা ব্যাথা ও তন্দ্রাচ্ছন্নতা।

২০। মানুষের দাঁতের কঠিন অংশের নাম কি?

উত্তর- এনামেল।

২১। নিষেকের পর কোষের ক্রোমোজোম সংখ্যা কত হয়?

উত্তর- ২০-২২।

পারনিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে ঘটে?

 উত্তর- ভিটামিন বি ১২

২৩। কোন স্তন্যপায়ী প্রানীর দেহে লোম থাকে না?

উত্তর- তিমি।

২৪। যেসব প্রানীদের রাত্রে মল খাওয়ার অভ্যাস আছে তাদের কি বলে?

উত্তর- কপ্রফ্যাগি।

২৫। কোন কীটনাশকের ছোয়ায় পতঙ্গদের মৃত্যু ঘটতে পারে?

উত্তর- প্যারাথিয়ন।

২৬। কোন অ্যাসিডের উপস্থিতির জন্য বৃষ্টির জল আম্লিক প্রকৃতির হয়?

উত্তর- নাইট্রিক অ্যাসিড ও নাইট্রাস অ্যাসিড।

২৭। ধুমায়মাননাইট্রিক অ্যাসিডের রঙ কী?

উত্তর- বাদামি।

২৮। নাইট্রিক অ্যাসিডকে অনেকদিন রেখে দিলে কেমন রঙ হবে?

উত্তর- হলুদ।

২৯। লাফিং গ্যাস আসলে কী?

উত্তর- নাইট্রাস অক্সাইড।

৩০। ফোকাস দৈর্ঘ্য কাকে বলে?

উত্তর- লেন্সের আলোককেন্দ্র থেকে মুখ্য ফোকাস পর্যন্ত দৈর্ঘ্যকে।

৩১। বিক্ষিপ্ত প্রতিফলনের বেলায় রশ্মির আপতন কোণ ও প্রতিফলন কোণ কেমন হয়?

উত্তর- সমান হয়।

৩২। বর্ণালি কাকে বলে?

উত্তর- বহুবর্ণী আলোর বিচ্ছুরণে উৎপন্ন একাধিক একবর্ণী আলোর পথকে বর্ণালি বলে।

৩৩। অশুদ্ধ বর্ণালি কাকে বলে?

উত্তর- যে বর্ণালিতে উপাদান বর্ণগুলি একে অন্যের ওপর পড়ায় তাদের স্পষ্টভাবে আলাদা করা যায় না তাকে অশুদ্ধ বর্ণালি বলে।

৩৪। আয়নায় আমাদের বাঁ হাতকে ডান হাত বলে মনে হয় কেন?

উত্তর- সমতল দর্পণে প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন ঘটে বলে।

৩৫। প্রতিবিম্ব কপ্রকারের ও কী কী?

উত্তর- এই দু ধরণের সদবিম্ব ও অসদবিম্ব।

৩৬। সমতল দর্পণে রশ্মির আপতন কোণ 45 ডিগ্রী হলে প্রতিফলন কোণ ও চ্যুতি কোণ কত হবে।

উত্তর- প্রতিফলন কোণ 45 ডিগ্রী ও চ্যুতি কোণ 90 ডিগ্রী হবে।

৩৭। সমতল দর্পণের মাধ্যমে বস্তুর সদবিম্ব সৃষ্টি করতে পারা যায় কীভাবে?

উত্তর- কোনো বস্তু থেকে আসা এক গুচ্ছ অভিসারী রশ্মি দর্পণের ওপর আপতিত হলে প্রতিফলনের ওপর তারা বিন্দুতে মিলিত হয়। ফলে চোখ, বিন্দুতে বস্তুর সদবিম্ব দেখতে পায়।

৩৮। আলোকের কোন প্রতিফলনের জন্য পুকুরের পাড়ে থাকা কোনো গাছের ছায়া আঁকাবাঁকা দেখায়?

উত্তর- আলোকের বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য। 

৩৯। বিচ্ছুরণ কাকে বলে?

উত্তর- প্রিজমের মতো। কোনো প্রতিসারক মাধ্যমের ভিতর দিয়ে যাওয়ার ফলে বহুবর্ণী আলো বিশ্লিষ্ট হয়ে একাধিক একবর্ণী আলো উৎপন্ন হওয়াকে: বিচ্ছুরণ বলে।

৪০। লেন্স কাকে বলে?

উত্তর- নির্দিষ্ট জ্যামিতিক আকৃতির দুটি মসৃণ তল দিয়ে আবদ্ধ স্বচ্ছ আলোকীয় মাধ্যমকে লেন্স বলে।

৪১। সাদা কপার সালফেটে জল মেশালে কোন রঙ হবে?

উত্তর- নীল।

৪২। কোন পরীক্ষার সাহায্যে নাইট্রিক অ্যাসিড ও নাইট্রেট লবণ সনাক্ত করা হয়?

উত্তর- বলয় পরীক্ষা।

৪৩। পটাশিয়াম ফেরোেসায়ানাইড কী?

উত্তর- একধরণের জটিল লবণ 

৪৪। অক্সিজেন গ্যাস বায়ুর চেয়ে ভারি না হাল্কা?

উত্তর- সামান্য ভারি।

৪৫। অক্সিজেন অধাতুর সঙ্গে বিক্রিয়া করে কী অক্সাইড তৈরি করে?

উত্তর- আম্লিক অক্সাইড।

৪৬। অক্সি-অ্যাসিটিলিন শিখার তাপমাত্রা কত ?

উত্তর- ৩,০০০ সেন্টিগ্রেড।

৪৭। হাইড্রোজেনশব্দের অর্থ কী?

উত্তর- জল উৎপাদক।

৪৮। হাইড্রোজেন গ্যাস উৎপাদনে কী ধরণের দস্তা ব্যবহার করা হয়-

উত্তর- বাণিজ্যিক দস্তার ছিবড়া।

৪৯। অক্সি-হাইড্রোজেন শিখার উষ্ণতা কত?

উত্তর- ২,০০০ ডিগ্রি সেন্টিগ্রেড।

৫০। অন্তধৃতি কাকে বলে?

উত্তর- কোনো গ্যাস কোনো কঠিন পদার্থের মধ্যে শোষিত হলে তাকে অন্তর্ভূর্তি বলে।

৫১। কোনো বিক্রিয়ায় সদ্যমুক্ত হাইড্রোজেনকে কী বলে?

উত্তর- জায়মান হাইড্রোজেন।

৫২। অ্যামোনিয়া গ্যাস কোন বিজ্ঞানী প্রথম আবিষ্কার করেন?

উত্তর- প্রিস্টলি, ১৭৭৪ সালে।

৫৩। মার্বেল পাথরের রাসায়নিক উপাদান কী?

উত্তর- ক্যালসিয়াম কার্বনেট।

৫৪। বায়ুর চেয়ে কার্বন ডাই-অক্সাইড কতগুণ ভারি?

উত্তর- প্রায় দেড়গুণ।

৫৫। ইলেক্ট্রোস্টিক প্রিসিপাইটেটরক কাজে লাগে?

উত্তর- বাতাসে ভাসমান ধূলিকণাকে অধঃক্ষেপিত করতে।

৫৬। সবুজ উদ্ভিদ ও প্রাণীর সুষম অনুপাত কত?

উত্তর- ৯৯ : ১।

৫৭। গ্রিন হাউস এফেক্ট কী?

উত্তর- বায়ু মণ্ডলে কার্বন-ডাই অক্সাইড, মিথেন, CFC প্রভৃতি গ্যাসের পরিমাণ বাড়ার ফলে সূর্যরশ্মির মাধ্যমে উত্তপ্ত ভূ-পৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপ-তরঙ্গ বায়ুমণ্ডল ভেদ করে মহাশূন্যে ফিরে যেতে না পারায় পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমশ বাড়ার প্রতিক্রিয়া।

৫৮। পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কী?

উত্তর- শিউলি।

৫৯। গাইগার কাউন্টার কী কাজে লাগে?

উত্তর- পদার্থের তেজস্ক্রিয়তা নিরূপণের কাজে।

৬০। কার্সিনোজেন কাকে বলে?

উত্তর- ক্যান্সার সৃষ্টিকারী পদার্থকে। 

৬১। কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড কাকে বলে?

উত্তর- জলে জৈব ও অজৈব পদার্থ জারিত করতে প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণকে।

৬২। সমুদ্রের গভীরতা মাপতে কোন যন্ত্র ব্যবহৃত হয়?

উত্তর- ইকো সাউন্ডার।

৬৩। টাটকা ফল বা, মাছ সাধারণত কোন পদ্ধতিতে সংরক্ষিত করে প্যাকেট ফুড করা হয়?

উত্তর- শূন্যস্থান শুষ্ককরণ পদ্ধতিতে।

৬৪। তেজস্ক্রিয়তা মাপার একক কী?

উত্তর- কুরি।

৬৫। অগভীর মজে যাওয়া পুকুর ও গভীর পরিষ্কার জলের পুকুরের মধ্যে কোনটিতে B.D.D. কম হবে?

উত্তর- পরিষ্কার জলের পুকুরের।

৬৬। রেড ডেটা বুককী

উত্তর- বিলুপ্তপ্রায় উদ্ভিদগোষ্ঠীর নাম গোত্রের তালিকা।

৬৭। জৈব পদার্থ অবিকৃত অবস্থায় সংরক্ষণের উপায় কী?

উত্তর- ৫ % ফর্মালডিহাইড দ্রবণে ভিজিয়ে রাখা।

৬৮। বিজ্ঞানের কোন শাখার সঙ্গে ইকথিওলজি যুক্ত?

উত্তর- মাছ সম্পর্কিত।

৬৯। দ্বিপদ নামকরণের অর্থ কী?

উত্তর- দুটি শব্দে কোনো জীবের বৈজ্ঞানিক নাম।

৭০। দ্বিপদ নামকরণের প্রবক্তা কে?

উত্তর- ক্যারোলাস লিনিয়াস।

৭১। হার্বেরিয়াম কী?

উত্তর- শুকনো উদ্ভিদের নমুনা সংরক্ষণকারী কেন্দ্র।

৭২। পশ্চিমবঙ্গের সংরক্ষণ তালিকাভুক্ত দুটি উদ্ভিদের নাম কী?

উত্তর- সূর্যশিশির ও নয়নতারা।

৭৩। যে লেন্সের প্রান্তভাগ মধ্যভাগের তুলনায় স্ফীত তাকে কী বলে?

উত্তর- অবতল লেন্স।

৭৪। পশ্চিমবঙ্গের সংরক্ষণ তালিকাভুক্ত দু'টি প্রাণীর নাম কী?

উত্তর- বাঘ ও ধনেশ পাখি।

৭৫। উত্তল লেন্সকে কেন অভিসারী লেন্স বলা হয়?

উত্তর- উত্তল লেন্সে সমান্তরাল রশ্মিগুচ্ছ আপতিত হলে লেন্সের দুই তলে প্রতিসরণের পরে তা একটি অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত হয় বলে।

৭৬। মুখ্য বা প্রধান ফোকাস কাকে বলে?

উত্তর- উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল, নির্দিষ্ট রঙের সরু রশ্মিগুচ্ছ উত্তল লেন্সে আপতিত হয়ে। প্রতিসরণের পর লেন্সের প্রধান অক্ষের ওপর যে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুকে বলে লেন্সের মুখ্য ফোকাস।

৭৭। TYMV-র T- অক্ষরের অর্থ কী?

উত্তর- Turnip.

৭৮। এন্ডপ্লাজমিক রেটিকিউলামের কাজ কী?

উত্তর- স্টেরয়েড হর্মোন সংশ্লেষণ করা।

৭৯। মানব দেহের ক্ষুদ্রতম গ্রন্থির ওজন কত?

উত্তর- ০.৫ গ্রাম।

৮০। স্বাধীনভাবে ভাসমান জলজ মূলবিহীন উদ্ভিদ কোনটি?

উত্তর- Utricularia Sp

৮১। উৎসেচক (Enzyme) নামকরণ করেন কোন বিজ্ঞানী?

উত্তর- Wilhelm Friedrich Kuhne .

৮২। ভারতে Pinus এর কতগুলি প্রজাতি সম্পর্কে জানা যায়?

উত্তর- ৬ টি।

৮৩। জেনোটাইপ কথার প্রবর্তক কে?

উত্তর- জোহানসেন।

৮৪। মানুষের প্রতিটি হাতে কতগুলি হাড় থাকে?

উত্তর- ৩০ টি।

৮৫। বাণিজ্যিক কাঠ কোন গোত্রভুক্ত উদ্ভিদ থেকে পাওয়া যায়?

উত্তর- সোলানেসি।

৮৬। বাষ্পমোচন বিরোধী উপাদানগুলি কী?

উত্তর- অ্যাবসিসিক অ্যাসিড, ফিনাইল ও অ্যাসপিরিন।

৮৭। সোডিয়াম গ্লাইকোকোলেট কী?

উত্তর- পিত্তলবণ।

৮৮। সালোকসংশ্লেষে ক্লোরোফিলের ভূমিকা কী?

উত্তর- সূর্যের আলো শোষণ করা ও আলোক রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিভাজিত করা।

৮৯। ক্যালসিটোনিনএর উৎপত্তিস্থল কোথায়?

উত্তর- অগ্ন্যাশয়ে।

৯০। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে মূত্রের pH মান কত?

উত্তর- ৭.৩।

৯১। অভিস্রবন প্রক্রিয়ায় দ্রাবক কোন অভিমুখে যায়?

উত্তর- কম থেকে বেশি।

৯২। লিগামেন্ট কার মধ্যে সংযোগ সাধন করে?

উত্তর- দুটি হাড়ের মধ্যে।

৯৩। কোনো প্রাণী কত বছর না পাওয়া গেলে তা বিলুপ্ত হিসাবে ধরা হয়?

উত্তর- ৫০ বছর।

৯৪। কোনটি অমরানিঃসৃত হর্মোন?

উত্তর- হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন (HCG)

৯৫। তরুণাস্থির কোশ কোনটি?

উত্তর- কন্ট্রোসাইট।

৯৬। কোন পতঙ্গ জলে ডিম পাড়ে?

উত্তর- ড্রাগন ফ্লাই।

৯৭। মানুষের সবচেয়ে মজবুত হাড় কোনটি?

উত্তর- ফিমার।

৯৮। স্তন্যপায়ী প্রাণীদের কধরণের দাঁত থাকে?

উত্তর- ৪ ধরণের।

৯৯। পতঙ্গের দেহে কোন প্রোটিন পাওয়া যায়?

উত্তর- কাইটিন।

১০০। উদ্ভিদ কোশে কীসের পরিমাণ সবচেয়ে বেশি?

উত্তর- শর্করা।

১০১। অ্যাটাকামাইট (Attacamite) কোন ধাতুর আকরিক?

উত্তর- তামা।

১০২। জার্মান সিলভারের উপাদান কী কী?

উত্তর- ২৫-৩০ % তামা, ২৫-৩৫ % দস্তা ও ১০-৩৫ % নিকেল।

১০৩। চিনামাটি বা, ক্যাওলিনকোন ধাতুর আকরিক?

উত্তর- অ্যালুমিনিয়াম (AlO3, 25IO, 2HO,) |

১০৪। হাইড্রোজেন গ্যাসের নাম কে দেন?

উত্তর- বিজ্ঞানী ল্যাভয়সিয়ে।

১০৫। ফসজিনের (Phosgene) রাসায়নিক নাম কী?

উত্তর- কার্বনিল ক্লোরাইড।

১০৬। হাইড্রোজেনের তুলনায় ভারি হওয়া সত্ত্বেও কোন গ্যাস বেলুনে ব্যবহার করা হয়?

উত্তর- হিলিয়াম। (Heal)

১০৭। সোডিয়াম পরমাণুর প্রথম কক্ষে ইলেক্ট্রনের সংখ্যা কটি?

উত্তর- ২ টি।

১০৮। পর্যায় সারণীতে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি?

উত্তর- ফ্লোরিন (Flatin) |

১০৯। ক্লোরিন পরমাণুর বাইরের কক্ষে (তৃতীয়) ইলেক্ট্রনের সংখ্যা কটি?

উত্তর- ৭ টি।

১১০। বায়ুমণ্ডলে নিষ্ক্রিয় গ্যাসের পরিমাণ শতকরা কত ভাগ?

উত্তর- ০.৯৫ % (আয়তন হিসাবে)।

১১১। হাইড্রোজেনের কোন আইসোটোপের পরিমাণ প্রকৃতিতে বেশি?

উত্তর- হাইড্রোজেনের ৩ টি আইসোটোপের মধ্যে একমাত্র প্রোটিয়ামের (1) পরিমাণই বেশি (৯৯.৯৮৫ %)।

১১২। ভারতের কোথায় ভারি জল তৈরি করা হয়?

উত্তর- নাঙ্গাল ও নারোরা।

১১৩। বদ্ধ ঘরে কোনো ব্যক্তি কাঠের আগুন জ্বালিয়ে বেশিক্ষণ থাকলে তার মৃত্যুর কারণ হবে কোন গ্যাস?

উত্তর- কার্বন মনো-অক্সাইড। (co) |

১১৪। রাশিয়ায় রকেটের জ্বালানি হিসাবে যে প্রোটিন প্রপেল্যান্টব্যবহৃত হয় তার মূল উপাদান কী?

উত্তর- কেরোসিন ও তরল অক্সিজেন: (o) |

১১৫। সরলতম হাইড্রোকার্বনের নাম কী?

উত্তর- মিথেন।

১১৬। সম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে। হাইড্রোজেনের কীরকম বন্ধন দেখা যায়?

উত্তর- একবন্ধন (Single bond) |

১১৭। কোন-কোন হাইড্রোকার্বনকে অ্যালকিনস (Alkenes) বলে?

উত্তর- যেসব হাইড্রোকার্বনের অন্ত ত দুটি কার্বন (c) পরমাণুর মধ্যে দ্বিউত্তর- বন্ধন। (Double bond) থাকে (যেমনউত্তর- ইথিলিন)।

১১৮। ক্লোরিন গ্যাসের গন্ধ কেমন?

উত্তর- ব্লিচিং পাউডারের মতো ঝাঁঝালো।

১১৯। কোন গ্যাসকে অক্সিজেন বাহক বলা হয়?

উত্তর- নাইট্রজেন-ডাই-অক্সাইড

১২০। জণ্ডিসের সময় বেড়ে যাওয়া বিলিরুবিন কোথা থেকে উৎপন্ন হয়?

উত্তর- হিমোগ্লোবিন।

১২১। কার্ল লিনিয়াস কত সালে Genera Plantarum রচনা করেন?

উত্তর- 1737 সালে।

১২২। স্কার্ভি রোগ কী কারণে হয়?

উত্তর- ভিটামিন c এর অভাবে।

১২৩। কোন যন্ত্র ফুসফুসের অক্সিজেন নেওয়ার পরিমাণ নির্ণয় করে?

উত্তর- ডগলাস ব্যাগ বা স্পাইরোমিটার।

১২৪। লোহিত কণিকা অতিরিক্ত বেড়ে গেলে, কী হয়?

উত্তর- পলিসাইথিমিয়া।

১২৫। মাইনর কার্পের উদাহরণ কোন কোন মাছ?

উত্তর- বাটা ও পুঁটি।

১২৬। বাঘ মশা কাকে বলে?

উত্তর- এডিস মশাকে।

১২৭। পশ্চিমবঙ্গের ঘরে ঘরে ব্যবহৃত একটি বিদেশি মাছের নাম কী?

উত্তর- তেলাপিয়া।

১২৮। জলাভূমির জলভাগের সাধারণ গভীরতা কত?

উত্তর- ২.৫-৩০০ সেন্টিমিটার।

১২৯। বিপন্ন প্রজাতির একটি উদ্ভিদের নাম কী?

উত্তর- ঘৃতকুমারী।

১৩০। মানুষের শরীরে সবচেয়ে ছোট গ্রন্থি কোনটি?

উত্তর- পিনিয়াল বডি।

১৩১। পোকানাশক ব্যবহার করলে উৎপাদন কতটা বাড়ে?

উত্তর- ৫০ %।

১৩২। কোন প্রোটোজোয়ার সবচেয়ে বেশি ক্রোমোজোম আছে?

উত্তর- Aulacantha (১৬০০ টি)।

১৩৩। স্ত্রী ও পুরুষের মধ্যে কাদের টিউবেকটোমি করা হয় মহিলাদের।

১৩৪। হেপাটাইটিস ৪ ভাইরাসে DNA/RNa -র মধ্যে কোনটি থাকে?

উত্তর- DINA.

১৩৫। 'APOD' কথায় Anxiety, Phobia Obsession এর পর চতুর্থটি কী?

উত্তর- Depression.

১৩৬। একটি আমেরিকান মুরগির ব্রিডের নাম কী/

উত্তর- রোড আইল্যান্ড রেড।

১৩৭। মিউটেশন নামকরণ করেন কোন বিজ্ঞানী?

উত্তর- Hugo De Vries.

১৩৮। জীবাণুর ক্রিয়ায় মৃত পাতাকীসে পরিণত হয়?

উত্তর- হিউমাসে (Hamus)|

১৩৯। কোন প্রাণীর রক্তের রঙ বেগুনি?

উত্তর- গোলকৃমি।

১৪০। কোন বিজ্ঞানী ল্যামার্কের বক্তব্যকে ভুল প্রমাণ করেন?

উত্তর- ভাইসম্যান।

১৪১। চোখের জলে কোন উৎসেচক পাওয়া যায়?

উত্তর- লাইসোজাইম।

১৪২। সদ্যজাত শিশুদের প্রতি মিনিটে হৃৎস্পন্দন কত বার?

উত্তর- ১২০ বার।

১৪৩। মস্তিষ্কের বাইরে যে পাতলা আবরণ থাকে তার নাম কী?

উত্তর- মেনিনজেস।

১৪৪। অ্যান্টিজেন কোথায় পাওয়া যায়?

উত্তর- মানুষের দেহে ও দেহের বাইরে।

১৪৫। পশ্চিমবঙ্গের কোথায় রেশম গবেষণা কেন্দ্র আছে?

উত্তর- বহরমপুরে।

১৪৬। মহিলাদের হৃৎপিণ্ডের ওজন কত?

উত্তর- ২৮০ গ্রাম।

১৪৭। নিউক্লিওলাসে কোনগুলি বেশি পরিমাণে পাওয়া যায়?

উত্তর- RNA, DNA ও প্রোটিন।

১৪৮। ক্রোমোজোম তত্ত্বের প্রবক্তা কে?

উত্তর- ওয়াল্টার সাটন ও থিওডোর বোভেরি।

১৪৯। কোন সজিতে Raphide পাওয়া যায়?

উত্তর- কচু, ওল।

১৫০। কোন যন্ত্রের সাহায্যে জলের নিচের তল দেখা যায়?

উত্তর- হাইগ্রোস্কোপ।

১৫১। লেন্স পরিমাপের যন্ত্রের নাম কী?

উত্তর- ফ্যাকোমিটার।

১৫২। চাপের পরিবর্তন পরিমাপক যন্ত্রের নাম কী?

উত্তর- টেসিমিটার।

১৫৩। 'PUARA' কী 

উত্তর-Providing Urban Amenities in Rural Areas.

১৫৪। কোন যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলীয় আর্দ্রতার পরিবর্তন না করে নির্দেশ করা যায়?

উত্তর- হাইগ্রোমিটার।

১৫৫। হরগোবিন্দ খোরানা জেনেটিক কোড আবিষ্কার করেন কত সালে?

উত্তর- ১৯৬৬ সালে।

১৫৬। কোন প্রকার RNA কোন ধারণ করে?

উত্তর- mRNA.

১৫৭। গর্ভবতী মাকে প্রথম কোন ভ্যাক্সিন দেওয়া হয়?

উত্তর- টিটেনাস টক্সয়েড।

১৫৮। বিজ্ঞানী জেনার গুটিবসন্তের ভ্যাক্সিন আবিষ্কার করেন কত সালে?

উত্তর- ১৭৯৬ সালে।

১৫৯। কেলভিন চক্র প্রথম কোন উদ্ভিদে আবিষ্কৃত হয়?

উত্তর- ক্লোরেল্লা।

১৬০। পাখির ডানা ও পতঙ্গের ডানা পরস্পর কী ধরনের অঙ্গ?

উত্তর- সমবৃত্তি অঙ্গ।

১৬১। প্রথম জীবাশ্ম আবিষ্কার করেন কে?

উত্তর- জেনোফেন।

১৬২। কোন শ্রেণির প্রাণীর দেহে সরলতম হৃৎপিণ্ড রয়েছে?

উত্তর- মাছ।

১৬৩। রেসারপিন কোন গাছের উপক্ষার

উত্তর- সর্পগন্ধা।

১৬৪। কোন গাছের ছালের নিচের রস থেকে রাবার তৈরি হয়?

উত্তর- প্যারা রাবার।

১৬৫। জলজ উদ্ভিদের কাণ্ড আসলে কী?

উত্তর- এক অতি উন্নতমানের এরেনকাইমা।

১৬৬। বাষ্পমোচনের হার পরিমাপের যন্ত্রের নাম কী?

উত্তর- গ্যানং পোটোমিটার।

১৬৭। পাপড়ির ফুটে ওঠা কী ধরনের চলন?

উত্তর- ফোটোন্যাস্টি।

১৬৮। মানুষের মেরুদণ্ডে অস্থির সংখ্যা কটি?

উত্তর- ৩৩ টি।

১৬৯। টিনিয়া নিষিক্ত ডিম্বাণুমুক্ত প্রোগ্লটিডসকে কী বলে?

উত্তর- গ্রাভিডয়োপ্লটিডস।

১৭০। এক্সোমিক্সিস, জেনোমিক্সিস, সিউডোমিক্সিক, কারিওমিক্সিসএর মধ্যে কোন শব্দটির সঙ্গে অন্যগুলোর মিল নেই?

উত্তর- সিউডোমিক্সিক

১৭১। পিউপার সমার্থক শব্দ কোনটি?

উত্তর- মূককীট।

১৭২।হৃৎপিণ্ডের কোন বৈশিষ্ট্য উভচরে থাকে কিন্তু সরীসৃপে থাকে না?

উত্তর- কোনাস আঠেরিওসাস।

১৭৩।সরীসৃপের কোন অঙ্গ সাপের নেই?

উত্তর- পা।

১৭৪। মাছের চলন পেশী কী ধরণের পেশী?

উত্তর- মায়োটোম।

১৭৫. মেটাসিল, অপ্টোসিল, ডায়োসিল, হিমমাসিলএর মধ্যে কোন শব্দটির সঙ্গে অন্যগুলোর মিল নেই?

উত্তর- হিমোসিল ৷

১৭৬. লায়নেট গ্রন্থির সমার্থক শব্দ কোনটি ?

উত্তর- ফিলিপ্পিগ্রন্থি।

১৭৭. মানুষের লালাগ্রন্থির সংখ্যা কটি?

উত্তর- ৩ জোড়া।

১৭৮. কোন কারণে প্যারেনকাইমা, কোলেনকাইমার মতো?

উত্তর- সজীব কোশের উপস্থিতি।

১৭৯. কোন বৈশিষ্ট্য জাইলেমে থাকে না ?

উত্তর- সঙ্গীকোশ।

১৮০. কার্বন আত্তীকরণের প্রথম যৌগ কী?

উত্তর- ফসফোগ্লিসারিক অ্যাসিড।

১৮১. উদ্ভিদজগতে জীবন্ত জীবাশ্মের উদাহরণ কী?

উত্তর- Gingko biloba.

১৮২. প্রস্বেদন এর সমার্থক শব্দ কোনটি?

উত্তর- বাষ্পমোচন।

১৮৩. কোনো দণ্ড চুম্বকের কেন্দ্রে চৌম্বকত্বের মান কত ?

উত্তর- শূন্য।

১৮৪. কোন কাজে জিব্বারেল্লিনের কোনো ভূমিকা নেই?

উত্তর- কোশ বিভাজন।

১৮৫. জাইলেম প্যারেনকাইমা কোন জাতীয় কোশ?

 উত্তর- জীবিত ও কুপযুক্ত।

১৮৬. সূর্য থেকে আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে?

উত্তর- ৮ মিনিট।

১৮৭. রিব মেরিস্টেমের সমার্থক শব্দ কোনটি?

উত্তর- ফাইল মেরিস্টেম।

১৮৮. কোন বৈশিষ্ট্য দেখে মালভেসি (জবা) গোত্র চেনা যাবে?

উত্তর- একগুচ্ছ পুংকেশর।

১৮৯. কোন ধরণের দাঁত গিনিপিগের দাঁতের সজ্জাক্রমে থাকে না?

উত্তর- ছেদক।

১৯০. গিনিপিগে কোন বৈশিষ্ট্য থাকে না?

উত্তর- মূত্র-জনন নালী একত্রে থাকে না।

১৯১. Balanoglossus নোটোকর্ডকে কী বলে?

উত্তর- স্টোমোকর্ড।

১৯২. লিংগুয়াশব্দটির সমার্থক শব্দ কোনটি?

উত্তর- জিহ্বা।

১৯৩. কোন বৈশিষ্ট্যে অমেরুদণ্ডী প্রাণী, মেরুদণ্ডী প্রাণী থেকে আলাদা?

উত্তর- অঙ্কীয় স্নায়ুরজ্জু।

১৯৪. মাছে কোন বৈশিষ্ট্যটি থাকে না?

উত্তর- শুকনো আঁশ।

১৯৫.গিনিপিগে কোন শিরা থাকে না?

উত্তর- রেনাল পোর্টাল।

১৯৬. ট্যালাসএর সমার্থক শব্দ কোনটি?

উত্তর- টার্গাস।

১৯৭. একজন বিজ্ঞানী ব্যাঙের ক কোশে খ কোশের চেয়ে দ্বিগুণ প্রোটিন সংশ্লেষ ঘটে লক্ষ্য করলেন। ক কোশে কোন জিনিসটি বেশি থাকার জন্য এটা হয়েছে?

উত্তর- খকোশের চেয়ে বেশি গ্যামেট থাকার জন্য।

১৯৮. কোন স্তর থেকে হৃৎপিণ্ডের কপাটিকা তৈরি হয়?

উত্তর- মেসোকার্ডিয়াম।

১৯৯. কোন বৈশিষ্ট্যে পাইনের কাণ্ড সূর্যমুখীর কাণ্ড থেকে আলাদা?

উত্তর- সঙ্গীকোশের অনুপস্থিতি।

২০০. কোন বৈশিষ্ট্যটি ব্রায়োফাইটে থাকেনা?

উত্তর- রেণুপত্র।

২০১. নাইট্রোজেন স্থিতিকারী শৈবাল কী?

উত্তর- অ্যানাবেনা।

২০২. যৌগিক রেসিমের সমার্থক শব্দ কোনটি?

উত্তর- প্যানিকল।

২০৩. কোন বৈশিষ্ট্য অনিয়ত পুষ্পবিন্যাসে থাকে?

উত্তর- পুষ্পের অভিকেন্দ্রীয় সজ্জাক্রম।

২০৪. সূর্যমুখী কাণ্ডের নালিকা বাণ্ডিল সংযুক্ত দ্বিসমপার্শ্বীয় মুক্ত, কুমড়া কাণ্ডের নালিকা বাণ্ডিল সংযুক্ত দ্বিসমপার্শ্বীয় মুক্ত, ভুট্টা কাণ্ডের নালিকা বাণ্ডিল সংযুক্ত সমপার্শ্বীয় মুক্ত, আমপাতার নালিকা বাণ্ডিল সংযুক্ত সমপার্শ্বীয় মুক্তর মধ্যে কোনটি ঠিক?

উত্তর- কুমড়ো কাণ্ডের নালিকা বাণ্ডিল সংযুক্ত দ্বিসমপার্শ্বীয় মুক্ত।

২০৫. তড়িৎবাহী তারের কাছে চুম্বক থাকলে যে বিক্ষিপ্ত হয় তা কে প্রমাণ করেন?

উত্তর- বিজ্ঞানী ওরগেড।

২০৬. কোনো রঙের আলোর তীব্রতা কিসের ওপর নির্ভর করে?

উত্তর- বিস্তারের ওপর।

২০৭. বুলেট পুফ গাড়িতে কোন ধরণের কাচ ব্যবহৃত হয়?

উত্তর- Pyrex glass.

২০৮. আলোড়িত তরলের কিছু সময় পর স্থিতাবস্থায় আসার কারণ কী?

উত্তর- তরলের সান্দ্রতা।

২০৯. মদ্যপ গাড়ি চালকদের ধরার জন্য পুলিশ কোন যন্ত্র ব্যবহার করে?

উত্তর- ব্রেদালাইজার।

২১০. জলের ওপরে তেলের সরকে রঙিন দেখার কারণ কী?

উত্তর- আলোর ব্যতিচার ধর্ম।

২১১. বিশুদ্ধ সুর পাওয়া যায় শুধুমাত্র কিসে?

উত্তর- সুরশলাকায়।

212. Electric Field Intensity কী ধরণের রাশি?

উত্তর- স্কেলার রাশি।

২১৩. 220 ভোল্টে 110 ভাণ্ডেল্টের বাতি জ্বালাতে কী ব্যবহার করতে হয়?

 উত্তর- রেসিসটার (Resister)|

২১৪. কুলম্বের সূত্র পরীক্ষা করতে কোন যন্ত্র ব্যবহৃত হয়?

উত্তর- Torrion balance.

২১৫. ঘড়ির পেণ্ডুলাম তৈরি হয় কী দিয়ে?

উত্তর- ইনভার।

২১৬। পটাশিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন প্রস্তুতিতে ম্যাঙ্গানিজ-ডাই-অক্সাইড কী হিসাবে ব্যবহৃত হয়?

উত্তর- ধনাত্মক অণুঘটক হিসাবে।

২১৭। স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতিতে অণুঘটকরূপে কী ব্যবহৃত হয়?

উত্তর- ভ্যানাডিয়াম পেন্টাক্সাইড।

২১৮। পেরেকের ওপর হাতুড়ি মারা কোন বলের উদাহরণ?

উত্তর- ঘাত বলের।

২১৯। প্রদীপের পলতেতে তেল কোন পদ্ধতিতে ওপরে ওঠে?

উত্তর- কৈশিক ক্রিয়ায়।

২২০। কোল গ্যাসের মধ্যে থাকে এমন তিনটি হাইড্রোকার্বন কী কী?

উত্তর- মিথেন, ইথিলিন ও অ্যাসিটিলিন।

২২১। তড়িৎলেপন প্রক্রিয়ায় ক্রোমিয়ামের প্রলেপ দিতে হলে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে কী ব্যবহার করবেন?

উত্তর- ক্রোমিক সালফেট ও ক্রোমিক অ্যাসিড।

২২২। শুকনো ব্যাটারিতে যে দণ্ডটি ধনাত্মক দ্বার হিসাবে কাজ করে সেটি কী দিয়ে তৈরি হয়?

 উত্তর- পিতল।

২২৩। লাল ফুল লাল দেখায় কেন?

উত্তর- লালফুল সাদা আলোর লাল রঙের রশ্মি ভিন্ন অন্য সব রশ্মিকে শোষণ করে বলে।

২২৪। ইথানল থেকে ইথিলিন তৈরি করা হয় কোন পদ্ধতিতে?

উত্তর- নির্জলীকরণ।

২২৫। ক্ষারকীয় লবণ কোনগুলি?

উত্তর- Pb (OH) CI, Pb (OH) No3 |

২২৬. ফেনল কী?

উত্তর- একটি জৈব বীজবারক।

 ২২৭। পারমানবিক সংখ্যার আবিষ্কারক কে?

উত্তর- বিজ্ঞানী মোসলে।

২২৮। ফসফিন কি পদার্থ?

উত্তর- যৌগিক।

২২৯। ভর সংখ্যার অপর নাম কি?

উত্তর- নিউক্লিয়াস সংখ্যা।

২৩০। MKS পদ্ধতিতে ভরের একক?

উত্তর- কিলোগ্রাম।

২৩১। লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয়?

 উত্তর- দস্তা।

২৩২। আন্তঃআনবিক শক্তি কি?

উত্তর- আকর্ষন শক্তি।

২৩৩। অনুর তাপ মাত্রা বাড়লে কোনটি হয় না?

উত্তর- আকর্ষন শক্তি বৃদ্ধি পায়।

২৩৪। পদার্থের তিন অবস্থার কারন?

উত্তর- আন্তঃআনবিক শক্তির পার্থক্য।

২৩৫। কোনটির আয়তন নেই?

উত্তর- গ্যাসীয় পদার্থের।

২৩৬। জল কয় অবস্থায় থাকতে পারে?

উত্তর- ৩

২৩৭। সরাসরি বাষ্পে পরিনত হওয়াকে কি বলে?

উত্তর- ঊর্ধ্বপাতন

২৩৮। কোনটি উদ্বায়ী পদার্থ নয়?

উত্তর- লবন

২৩৯। আন্তঃআনবিক আকর্ষন সবচেয়ে কম কোন পদার্থের?

উত্তর- নাইট্রোজেন

২৪০। তাপ বর্জন করে তরল না হয়ে সরাসরি কঠিন হওয়াকে কি বলে?

উত্তর- সমীভবন

২৪১। পায়রার বায়ুথলির সংখ্যা কটি?

উত্তর- ৯ টি।

২৪২। স্থলজ উদ্ভিদের তুলনায় জলজ উদ্ভিদে কীসের সংখ্যা বেশি?

উত্তর- পত্ররন্ধ্রের।

২৪৩। মিথাইল বর্গও অ্যালডিহাইড বর্গ কোথায় থাকে?

উত্তর- ক্লোরোফিল a ও b তে।

২৪৪। গোলকৃমি ও ফিতাকৃমি যথাক্রমে কোন পর্বের অন্তর্গত?

উত্তর- নিমাথেলমিনথিস ও প্লাটিহেলমিনথিস।

২৪৫। ল্যাকটিক অ্যাসিড থেকে কত কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়?

উত্তর- 36.

২৪৬। ফিতাকৃমির মুখ্য পোষক কে?

উত্তর- মানুষ।

২৪৭। পলিপেপটাইড সংশ্লেষে অক্ষম কে?

উত্তর- Psendogene বা ছদ্মজিন, যা DNA র একটি খন্ডক।

২৪৮। জীবাণুর প্রোটিন দিয়ে তৈরি আবরণকে কী বলে?

উত্তর- ক্যাপসিড।

২৪৯। নিউরোস্পোরা ছত্রাক কোথায় ব্যবহৃত হয়?

উত্তর- জেনেটিক্সে গবেষণাগারে, উপাদান হিসাবে।

২৫০। বায়োটা কী?

 উত্তর- কোনো নির্দিষ্ট স্থানের সব প্রজাতির জীবের একত্রীকরণ।

২৫১। রান্নার গ্যাসে (PG) কোন-কোন উপাদান থাকে?

উত্তর- বুটেন ও প্রোপেন।

২৫২। উদত্যাগী পদার্থগুলি কোনটি?

উত্তর- সোডিয়াম কার্বনেট।

২৫৩। ব্রোমিন কী?

উত্তর- এক ধরনের তরল অধাতু।

২৫৪। আর্সেনিক ও অ্যান্টিমণি কী?

উত্তর- ধাতুকল্প।

২৫৫। সোডা ওয়াটারের উপাদান কী ?

উত্তর- জল ও কার্বন-ডাই অক্সাইড।

২৫৬। কোন কঠিন পদার্থের দ্রাব্যতা, উষ্ণতা বাড়লে কমে যায়?

উত্তর- অ্যামোনিয়াম সালফেট।

২৫৭। চাপ বাড়ালে তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতার কী পরিবর্তন হয়?

উত্তর- বাড়ে।

২৫৮। ওজোন কীসের রূপভেদ?

উত্তর- অক্সিজেন।

২৫৯। জৈব তেল থেকে ডালডা তৈরিতে কী ব্যবহৃত হয়?

 উত্তর- তরল হাইড্রোজেন।

২৬০। রকেটে জ্বালানী হিসাবে কী ব্যবহৃত হয়?

উত্তর- তরল হাইড্রোজেন।

২৬১। গন্ধহীন গ্যাস কোনটি?

উত্তর- অক্সিজেন।

২৬২। দম দেওয়া ঘড়ির স্প্রিং গোটানো অবস্থায় থাকলে কী ধরণের শক্তি সঞ্চিত থাকে ?

উত্তর- স্থিতিশক্তি।

২৬৩। আগুন নেভানোর জন্য কোন গ্যাস ব্যবহৃত হয়?

উত্তর- কার্বন-ডাই অক্সাইড।

২৬৪। একই পারমাণবিক সংখ্যাযুক্ত কিন্তু বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুকে কী বলা হয়?

উত্তর- আইসোটোপ।

২৬৫। জলপূর্ণ বিকারে ভাসমান একখন্ড বরফ গলে গেলে বিকারের জলতলের কী পরিবর্তন হবে?

উত্তর- নিচে নেমে যাবে।

২৬৬। কাকে প্রোটিস্টার অন্তর্ভূক্ত করা হয় ?

উত্তর- ব্যাকটিরিয়াকে।

২৬৭। কোন কোন শৈবাল থেকে ওষুধ তৈরি হয়?

উত্তর- ক্লোরেল্লা, সারগাসাম ও ল্যামিনেরিয়া।

২৬৮। কলোনিয়াল শৈবাল ও আবর্তন শৈবাল কাকে বলা হয়?

উত্তর- ভলভক্সকে।

২৬৯। পামেলা দশা কার মধ্যে দেখা যায়?

উত্তর- ক্ল্যামাইডোমোনাসের মধ্যে।

২৭০। ভাউকেরিয়াকী?

উত্তর- একটি সিনোসাইটিক শৈবাল।

২৭১। নিউমোনিয়া জীবাণুর আকৃতি কেমন?

উত্তর- গোলাকার।

২৭২। কার জীবনচক্রে টরুলা দশা দেখা যায়?

উত্তর- মিউকরের।

২৭৩। মিউকর কোন উৎসেচক উৎপন্ন করে?

উত্তর- ডায়াস্টেজ উৎসেচক।

২৭৪। মাছের পাখনা পচন রোগ কী ঘটিত রোগ?

উত্তর- জীবাণু ঘটিত।

২৭৫। হাঙরের লেজ ও রুই মাছের লেজ কী প্রকৃতির যথাক্রমে?

উত্তর- হেটেরোসারকাল ও হোমোসারকাল প্রকৃতির।

২৭৬। কে প্রথম কেঁচোকে কৃষকের বন্ধু বলেন?

উত্তর- ডারউইন।

২৭৭। কোন দুটি প্রাণী স্তন্যপায়ী হলেও ডিম পাড়ে?

উত্তর- প্লাটিপাস ও ট্যাকাইগ্লসাস।

২৭৮। মেহলিস গ্রন্থি কোন প্রাণীর দেহে দেখতে পাওয়া যায় ?

উত্তর- ফিতাকৃমির।

২৭৯। মানুষের দেহে নেফ্রনের কাজ কী?

উত্তর- রক্তের পরিশ্রতকরণ করা।

২৮০। ক্যানাইন বা, ছেদক দাঁত কোন প্রাণীর মুখমণ্ডলে অবর্তমান?

উত্তর- গিনিপিগের।

২৮১। কোন যন্ত্রাংশের সাহায্যে রেশম মথের সূতো নির্গত করা হয়?

উত্তর- স্পিনারেট নামক যন্ত্রাংশের সাহায্যে।

২৮২। লায়োনেট গ্রন্থির ক্ষরণ উপাদানের কাজ কী?

উত্তর- উজ্জ্বলতা নিয়ন্ত্রণ করা।

২৮৩। কোন মশাকে বাঘ মশা বলে?

উত্তর- এডিস মশাকে।

২৮৪। কোন মাছকে জিওল মাছ বলে?

উত্তর- কই, শিঙি মাগুরকে।

২৮৫। মাছের ড্রপসি রোগ কী ঘটিত?

উত্তর- বীজাণু ঘটিত।

২৮৬। মাছের ডিমপোনা, ধানীপোনা ও চারাপোনার দৈর্ঘ্য কত?

উত্তর- যথাক্রমে 6.5-7 মিলিমিটার, 1 ইঞ্চি , 4 ইঞ্চি।

২৮৭। পুকুরে কেন চুন দেওয়া হয়?

উত্তর- জলের অম্লত্ব নাশ করা ও রোগ প্রতিরোধ করার জন্য।

২৮৮। ভিটামিন B -এর রাসায়নিক নাম কী?

উত্তর- প্যান্টোথেনিক অ্যাসিড।

২৮৯। গন্ধক (সালফার) কোন ভিটামিনে হয়?

উত্তর- ভিটামিন B1 বা, থিয়ামিনে।

২৯০। দ্বিপত্র ও ত্রিপত্র কপাটিকা কোথায় থাকে ?

উত্তর- যথাক্রমে হৃৎপিণ্ডের বাম ও ডান দিকে।

২৯১. মানুষের দাঁতের কঠিন অংশটির নাম কি?

উত্তর- এনামেল।

২৯২. কোন প্রানীকে কাঁটার মুকুট আখ্যা দেওয়া হয়?

উত্তর- তারা মাছ।

২৯৩ ক্রোমোজোমের নিউক্লিওজম মডেল কোন বিজ্ঞানী প্রবর্তন করেন?

উত্তর- রজার ডেভিড কর্ণবার্গ।

২৯৪.ভিনিগার কিসের জলীয় দ্রবন?

উত্তর- অ্যাসেটিক অ্যাসিড।

২৯৫. লিটমাস পেপারের দ্রবন কোন রঙকে নির্দেশ করে?

উত্তর- লাল রঙকে।

২৯৬.কোন আঁশ খালি চোখে দেখা যায় না? 

উত্তর- প্লাকইড (Placold) |

২৯৭. কোন স্তন্যপায়ী প্রাণীর দেহে লোম থাকে না ?

উত্তর- তিমি।

২৯৮.পেস্ট প্রতিরোধক শস্য গুদামকে কী বলে ?

উত্তর- পুসা বিন।

২৯৯. মৌমাছি কতদিন বাঁচে?

উত্তর- ৫০-৬০ দিন।

৩০০. কোন ভিটামিন কে বায়োটিন বলে? 

উত্তর- ভিটামিন H। অপর নাম ভিটামিন B7

৩০১. মহিলাদের হাড়ের ক্ষয় সংক্রান্ত রোগ কোন বয়সে দেখা যায়?

উত্তর- ৪০-৪৫ বছর।

৩০২. ফ্যাট কিসে দ্রবণীয়?

উত্তর- ইথার ও ক্লোরোফর্ম।

৩০৩. ক্রেবস চক্রে মোট কত অনু ATP তৈরি হয়?

উত্তর- ১২ অনু।

৩০৪। সেন্টিওলকে আবিষ্কার করেন?

উত্তর- বোভেরী (১৮৮৮ সালে)

৩০৫। স্ট্রেপটোকক্কাস ও গনোকক্কাস কী?

উত্তর- গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটিরিয়ার উদাহরণ।

৩০৬। কোশ বিভাজনের কোন দশায় বোকে দশা দেখতে পাওয়া যায়?

উত্তর- লেপ্টোটিন উপদশায়।

৩০৭ | Intersex অবস্থা কাকে বলে ?

উত্তর- কোনো জীব স্ত্রী ও পুরুষ লিঙ্গের মাঝামাঝি দশা প্রাপ্ত হলে। 

৩০৮। তেল, ট্যানিন, ধাতব কেলাস ইত্যাদি কোন কোশ সঞ্চয় করে?

উত্তর- ইডিওব্লাস্ট।

৩০৯। অস্থিকোশ কধরণের ও কী কী?

উত্তর- এই তিন ধরনের Osteoblast, Osteoclast ও Osteocyte.

৩১০। লেগ হিমোগ্লোবিন কী?

উত্তর- এক ধরণের লৌহঘটিত রঞ্জক, যা উদ্ভিদের অকুঁদে অবস্থান করে ও নাইট্রোজেন সংবর্ধনে সহায়তা করে।

৩১১। ইন্টারফেরন কী?

উত্তর- এক ধরণের কোশ নিঃসৃত রাসায়নিক পদার্থ, যা বীজাণু প্রতিরোধক পদার্থ।

৩১২। টাইফয়েড জীবাণুর আকৃতি কেমন?

উত্তর- দণ্ডাকার।

৩১৩। ক্যাপসিড আবরণের এককগুলিকে কী বলে?

উত্তর- ক্যাপসোমিয়ার।

৩১৪। ক্ষুদ্রতম ও বৃহত্তম বীজাণুর নাম কী?

উত্তর- রাইনো ভাইরাস (10om), পক্স ভাইরাস–ভ্যারিওলা (300-400mm)

৩১৫। মৌমাছি গড়ে কতদিন বাঁচে?

উত্তর- ৫০ থেকে ৬০ দিন। 

৩১৬। মহিলাদের দেহে অস্টিওপোরোসিস কোন বয়সে দেখা যায়?

উত্তর- ৪০ থেকে ৪৫ বছর বয়সে।

৩১৭। ফ্যাট কিসে দ্রবনীয়? 

উত্তর- ইথার ও ক্লোরোফর্ম।

৩১৮। নিউমোনিয়া ব্যাকটেরিয়ার আকৃতি কেমন?

উত্তর- গোলাকার।

৩১৯। কার জীবনচক্রে টরুলা দশা দেখা যায়?

উত্তর- মিউকরের।


(যদি কোন প্রশ্নের উত্তর অথবা কোনাে বানান ভুল থাকে, সেটা আমাদের অনিচ্ছাকৃত, আর তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী)


সমস্ত রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার স্টাডি মেটিরিয়ালস সম্পূর্ণ বিনামূল্যে পেতে আমাদের সাইটে প্রতিদিন ভিজিট করুন এবং পিডিএফ টি পেতে টেলিগ্রাম গ্রুপ এ জয়েন করুন।


আরও পড়ুন-


Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area