Ads Area


কলকাতা পুলিশ পরীক্ষার সাজেস্টিভ প্রশ্নোত্তর PDF | KP Constable Previous Year Question Paper with Answer In Bengali

কলকাতা পুলিশ পরীক্ষার সাজেস্টিভ প্রশ্নোত্তর PDF | KP Constable Previous Year Question Paper with Answer In Bengali- jibikadisari.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কলকাতা পুলিশ পরীক্ষার সাজেস্টিভ প্রশ্নোত্তর প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কলকাতা পুলিশ পরীক্ষার সাজেস্টিভ প্রশ্নোত্তর। নিচে কলকাতা পুলিশ পরীক্ষার সাজেস্টিভ প্রশ্নোত্তর গুলি যত্নসহকারে পড়ুন বা মুখস্ত করুন ও চাকুরী পরীক্ষায় এক ধাপ এগিয়ে থাকুন।

কলকাতা পুলিশ পরীক্ষার সাজেস্টিভ প্রশ্নোত্তর PDF | KP Constable Previous Year Question Paper with Answer In Bengali


কলকাতা পুলিশ পরীক্ষার সাজেস্টিভ প্রশ্নোত্তর PDF | KP Constable Previous Year Question Paper with Answer In Bengali



কলকাতা পুলিশ পরীক্ষার সাজেস্টিভ প্রশ্নোত্তর



 1. নিম্নলিখিত কোনটিতে লাল লিটমাস নীল বর্ণে রূপান্তরিত হয়?

Ans: বেকিং সোডা

2. HIV নিম্নোক্ত কোনটি থেকে এসেছে বলে মনে করা হয়?

Ans: শিম্পাঞ্জি

3. নীচের কোনটি একটি অ্যাপ্লিকেশন (Application) সফট্ওয়্যার নয়?

Ans: এম এস ডস (MS DOS)

4. Electromotive Force- এর সঙ্গে নিকটতম সম্পর্কীয় কোনটি?

Ans: Potential Difference

5. প্রথম বিশ্বযুদ্ধে কোন দেশ 1917 সালে জার্মানির সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষর করে?

Ans: রাশিয়া

6. কর্কটক্রান্তি রেখা নিম্নোক্ত কোন রাজ্যগুলির উপর দিয়ে গেছে?

1. গুজরাট

2. ঝাড়খণ্ড

3. অসম

4. মিজোরাম

Ans:1, 2 ও 4

7. কোন বিষয়ে অভিজিৎ বিনায়ক ব্যানার্জী নোবেল পুরস্কার পেয়েছিলেন?

Ans: অর্থনীতি

8. নিম্নোক্ত কোন গুহা চিত্রশৈলী গৌতম বুদ্ধের জীবন ও জাতক সম্পর্কীয়?

Ans: অজন্তা ম্যুরাল

9. 2022 সালের কমনওয়েলথ গেমস্ কোন শহরে অনুষ্ঠিত হবে?

Ans: বার্মিংহ্যাম

10. পশ্চিমবঙ্গে কোন বছর ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প প্রথম ঘোষিত হয়?

Ans : 2016

11. পরস্পর চারটি টেস্ট সিরিজে নিম্নোক্ত কোন ক্রিকেটার দ্বিশত রান করেছেন?

Ans: বিরাট কোহলি

12. ভারতীয় সংবিধানের 16 নং ধারায় কী বলা হয়েছে?

Ans: সরকারি চাকরির ক্ষেত্রে সমান সুযোগ

13. WhatsApp- এর উদ্ভাবক কে?

Ans: জ্যান কুম ও ব্রায়ান অ্যাক্টন (Jan Koum & Brian Acton)

14. স্বামী বিবেকানন্দের জন্মস্থান কোথায়?

Ans: কলকাতা

15. ভারত কোন দেশ থেকে র‍্যাফায়েল বিমান (Rafale Aircraft) কিনেছে?

Ans: ফ্রান্স

16. কোন দেশের সঙ্গে ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে?

Ans: বাংলাদেশ

17. জাঙ্ক (Junk) e-mail- কে অন্য কী নামে ডাকা হয়?

Ans: স্প্যাম (Spam)

18. আর্যদের দ্বারা ব্যবহৃত সর্বপ্রাচীন মুদ্রার নাম কী ছিল?

Ans: নিষ্ক ও মানা

19. কোন প্রাচীন ধর্মমত পরবর্তীতে শ্বেতাম্বর ও দিগম্বর -এই দুটি শাখায় বিভক্ত হয়ে যায়?

Ans: জৈনধর্ম

20. কৌলীন্য প্রথা কে প্রবর্তন করেন?

Ans: বল্লাল সেন

21. নিম্নলিখিত কোন মালভূমি আগ্নেয়গিরির লাভার দ্বারা সৃষ্টি হয়েছে?

Ans: দাক্ষিণাত্য মালভূমি

22. পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি কোনটি?

Ans: নেভাডস্ ওজোস্ ডেল সালাডো, আর্জেন্টিনা

23. ‘দানসাগর’ গ্রন্থটির রচয়িতা কে?

Ans: বল্লাল সেন

24. সুন্দরবনকে হেরিটেজ সাইট (Heritage Site) বলা হয়েছে নিম্নোক্ত কোনটির উপস্থিতির জন্য?

Ans: ম্যানগ্রোভ অরণ্য

25. শশাঙ্কের রাজধানীর নাম কী ছিল?

Ans: কর্ণসুবর্ণ

26. ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি?

Ans: উলার

27. আলেকজান্ডার দ্য গ্রেট -এর পরামর্শদাতা কে ছিলেন?

Ans: অ্যারিস্টটল

28. কোন অ্যাসিড -এর অপর নাম ‘Oil of Vitriol’ ?

Ans: H2SO4

29. ব্রিটিশ সরকার কত সালে ভারতবর্ষে রাওলাট আইন পাস করেন?

Ans: 1919

30. কোন রাজ্য দ্বিখণ্ডিত হয়ে পৃথক ছত্তিশগড় রাজ্য গঠিত হয়?

Ans: মধ্যপ্রদেশ

31. লোকসভায় পশ্চিমবঙ্গের সদস্যসংখ্যা কত?

Ans: 42

32. ভারতবর্ষে কে জরুরি অবস্থা বলবৎ করেন?

Ans: রাষ্ট্রপতি

33. কানহা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত?

Ans: মধ্যপ্রদেশ

34. নিম্নলিখিতদের মধ্যে কে প্রথম মাউন্ট এভারেস্টে সফল অভিযান করেন?

Ans: তেনজিং নোরগে

35. ভাংড়া কোন রাজ্যের নৃত্যশৈলী?

Ans: পাঞ্জাব

36. টেলিফোন কে আবিষ্কার করেন?

Ans: Alexander Graham Bell

37. কতক্ষণ অন্তর জোয়ার ও ভাটা আসে?

Ans: 6 ঘণ্টা

38. ‘সিলি পয়েন্ট’ (Silly Point) শব্দবন্ধটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত?

Ans: ক্রিকেট

39. সৌরজগৎ কে আবিষ্কার করেন?

Ans: কোপার্নিকাস

40. নিম্নলিখিত কোন রশ্মিটি মানব শরীরের জন্য ক্ষতিকর নয়?

Ans: Short Radio Waves

41. একটি সংখ্যা তখনই অমূলদ হবে, যখন তার দশমিক প্রতিনিধিত্ব হয়?

Ans: non-terminating and non-repeating

42. একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত?

Ans: একটি অমূলদ সংখ্যা


PDF -এর কিছু নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো সম্পূর্ণ PDF টি ডাউনলোড করুন





File Details:
File Name- জীবিকা দিশারি কলকাতা পুলিশ পরীক্ষার সাজেস্টিভ প্রশ্নোত্তর
File Format- pdf
Quality- High
File Size- 338 KB
File page- 21
File Location- Google Drive


Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area