Ads Area


100+ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | Gk Questions With Answers In Bengali PDF

100+ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | Gk Questions With Answers In Bengali PDF

100+ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | Gk Questions With Answers In Bengali PDF
100+ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | Gk Questions With Answers In Bengali PDF- jibikadisari.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 100+ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | Gk Questions With Answers In Bengali PDF প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 100+ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | Gk Questions With Answers In Bengali PDF. নিচে 100+ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | Gk Questions With Answers In Bengali PDF গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর গুলি যত্নসহকারে পড়ুন বা মুখস্ত করুন ও চাকুরী পরীক্ষায় এক ধাপ এগিয়ে থাকুন।

100+ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | Gk Questions With Answers In Bengali PDF


১. জাহাজের গতিবেগ মাপার এককের নাম কি?

উত্তরঃ নট 

২. রামকৃষ্ণ মিশন কার নেতৃত্বে গঠিত হয়েছিল?

উত্তরঃ বিবেকানন্দের 

৩. রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম গান কোনটি?

উত্তরঃ জ্বল জ্বল চিতা দ্বিগুণ

৪. কোন কবিকে পদাতিক কবি বলা হয়? 

উত্তরঃ সুভাষ মুখোপাধ্যায়কে 

৫. ম্যাকবেথ নাটকটি কার লেখা?

উত্তরঃ শেক্সপিয়র 

৬. কে কালো মুক্ত নামে খ্যাত?

উত্তরঃ পেলে 

৭. ভারতে সেনা দিবস কবে পালন করা হয়?

উত্তরঃ ১৫ই জানুয়ারি 

৮. ভিটামিন ডি-র অভাবে বয়স্কদের কি রোগ হয়?

উত্তরঃ অস্টিওম্যালেসিয়া 

৯. শুধু একটি বছর  ছবির পরিচালক কে?

উত্তরঃ উত্তমকুমার 

১০. আইফেল টাওয়ার কোথায় অবস্থিত?

উত্তরঃ প্যারিসে 

১১. স্বাধীন ভারতে প্রকাশিত প্রথম ডাকটিকিটে কোন কথা লেখা ছিল? 

উত্তরঃ আজাদ হিন্দ 

১২. ভারতে রাজদ্রোহের মামলায় প্রথম অভিযুক্ত বিপ্লবী কে?

উত্তরঃ বাসুদেব বলবন্ত ফাড়কে 

১৪. কবে ভারতের জাতীয় পতাকার ওপরে সাদা, মধ্যে সবুজ ও নিচে গেরুয়া রং ছিল? 

উত্তরঃ ১৯২০ সালে 

১৫. প্রথম চাঁদের মানচিত্র আঁকেন কে?

উত্তরঃ জোহান্স হেভেলিয়াস 

১৬. বিশ্বের প্রথম সৌরশক্তিচালিত রেলস্টেশনের নাম কি?

উত্তরঃ বিশ্বনাথ (বেঙ্গালুরু) 

১৭. বাংলার প্রথম বাঙালী রাজ্যপাল কে?

উত্তরঃ ড. হরেন্দ্রনাথ মুখোপাধ্যায় 

১৮. বাংলার কে প্রথম বেলুনে ভ্রমণ করেন?

উত্তরঃ অনিল বসু 

১৯. বাংলার কে প্রথম আই.সি.এস. পরীক্ষায় প্রথম হন?

উত্তরঃ স্যার অতুলচন্দ্ৰ চট্টোপাধ্যায় 

২০. বাংলার প্রথম কে স্থলবাহিনীর প্রধান হন?

উত্তরঃ জে. নির্মল রায় 

২১. বাংলার প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কি?

উত্তরঃ স্বর্ণকুমারী দেবী 

২২. রবার কি?

উত্তরঃ হিভিয়া গাছের রস 

২৩. ধূনো কি?

উত্তরঃ শাল গাছের শুকনো আঠা 

২৪. লবঙ্গ কি? 

উত্তরঃ গাছের ফুল 

২৫. ক্লোরোফর্ম কে আবিষ্কার করেন?

উত্তরঃ সিম্পসন 

২৬. আশ্বিনের ঝড় কোন ঋতুতে দেখা যায়?

উত্তরঃ হেমন্ত 

২৭. ভারত ছাড়া আর কোন দেশের মুদ্রার নাম রুপিয়া?

উত্তরঃ ইন্দোনেশিয়া 

২৮. ক্রান্তীয় অঞ্চলের তৃণভূমিকে কি বলা হয়?

উত্তরঃ স্তেপ 

২৯. তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পেলে শব্দের তীক্ষ্ণতা কেমন হয়?

উত্তরঃ হ্রাস পায় 

৩০. ১ গ্যালন বলতে কি বোঝায়? 

উত্তরঃ ৬২ ডিগ্রী ফারেনহাইট উষ্ণতায় ১০ পাউন্ড জলের আয়তন 

৩১. দেহে মেলানিনের প্রধান কাজ কি? 

উত্তরঃ সূর্য রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে দেহকে রক্ষা করা 

৩২. কোন গ্রন্থির রসে রক্তে গ্লুকোজ হ্রাস পায়?

উত্তরঃ অগ্নাশয় 

৩৩. অক্ষি গোলকের প্রাচীরের নাম কি?

উত্তরঃ রেটিনা 

৩৪. রক্তে প্রয়োজনের অতিরিক্ত গ্লুকোজ পাওয়া গেলে কোন রোগ বুঝা যায়?

উত্তরঃ ডায়াবেটিস 

৩৫. কোন হরমোনের প্রভাবে মেয়েদের অঙ্গসৌষ্ঠব বৃদ্ধি পায়?

উত্তরঃ ইস্টজেন 

৩৬. নালী বিহীন গ্রন্থী গুলোর মধ্যে কোনটি প্রধানতম?

উত্তরঃ পিটুইটারি 

৩৭. মহাড় আন্দোলন কে শুরু করেছিলেন?

উত্তরঃ বি. আর. আম্বেদকর 

৩৮. বিজয় নগর রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন?

উত্তরঃ কৃষ্ণদেব রায় 

৩৯. মারাঠী সংবাদপত্র কেশরী কে শুরু করেছিলেন?

উত্তরঃ বাল গঙ্গাধর তিলক 

৪০. সাইমন কমিশনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?

উত্তরঃ লর্ড লিনলিথগো 

৪১. আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

উত্তরঃ মাউন্ট কিলিমাঞ্জারো 

৪২. উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

উত্তরঃ মাউন্ট ম্যককিনেল 

৪৩. পৃথিবীর বৃহত্তম অন্তরদেশীয় সমুদ্রের নাম কি?

উত্তরঃ কাস্পিয়ান সাগর 

৪৪. অস্ট্রেলিয়ার প্রধান নদী প্রণালী বা অববাহিকার নাম কি?

উত্তরঃ মারে ডার্লিং 

৪৫. মানব দেহের মস্তিষ্কের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে?

উত্তরঃ হাইপোথ্যালামাস মাস 

৪৬. মানব দেহের ক্রোনিয়াল নার্ভের সংখ্যা কত?

উত্তরঃ ১২ জোড়া 

৪৭. রাজ্যের সাংবিধানিক প্রধান কে?

উত্তরঃ রাজ্যপাল 

৪৮. কবে ভগত সিং ও রাজগুরুর ফাঁসি হয়েছিল?

উত্তরঃ ২৩ শে মার্চ ১৯৩১ 

৪৯. পো নদী কোন দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে?

উত্তরঃ ইটালী

৫০. কোন সুলতান আলাই দরওয়াজা তৈরি করেছিলেন?

উত্তরঃ আলাউদ্দিন খলজী 

৫১. কে দ্বিতীয় পানিপথের যুদ্ধে মোগল সেনাবাহিনী কে নেতৃত্ব দিয়েছিলেন? 

উত্তরঃ বৈরাম খাঁ 

৫২. প্রশ্বাসে কি ধরনের বায়ু ফুসফুসে প্রবেশ করে?

উত্তরঃ অক্সিজেন মিশ্ৰিত 

৫৩. রক্তের চাপ কোথায় সবচেয়ে কম?

উত্তরঃ শিরায় 

৫৪. মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি?

উত্তরঃ যকৃত 

৫৫. মানব দেহের সবচেয়ে বড় অস্থির নাম কি? 

উত্তরঃ ফিমার 

৫৬. কোনটি শিশু কালে অপসারণ করলে বামনত্ব হয়?

উত্তরঃ পিটুইটারি 

৫৭. শোসনের সময় দেহ হতে কি নির্গত হয়?

উত্তরঃ কার্বন-ডাই-অক্সাইড 

৫৮. শুক্রাশয় থেকে নিসৃত হরমোনের নাম কি?

উত্তরঃ টেস্টোস্টেরন 

৫৯. মাইটোসিস কোথায় সংগঠিত হয়?

উত্তরঃ দেহ কোষে 

৬০. রক্তে লোহিত ও শ্বেত কণিকার অনুপাত কত?

উত্তরঃ ৫০০ : ১ 

৬১. রক্ত জমাট বাধার পার রক্তের হালকা অবশিষ্ট তরল অংশকে কি বলে? 

উত্তরঃ সিরাম 

৬২. GST-র পুরো কথা কি? 

উত্তরঃ Good and services tax. 

৬৩. কত সালে ভারতে GST চালু হয়? 

উত্তরঃ ১জুলাই, ২০১৭ 

৬৪. কোথায় সর্বপ্রথম GST চালু হয়? 

উত্তরঃ ফ্রান্সে (১৯৫৪) 

৬৫. GST সংবিধানের কত ধারায় আছে?

উত্তরঃ ২৭৯ (A) 

৬৬. GST পরিষদের প্রথম অধ্যক্ষের নাম কি?

উত্তরঃ অসীম দাশগুপ্ত 

৬৭. GST পরিষদের সচিব কে? 

উত্তরঃ অরুন গোয়েল 

৬৮. GST কত প্রকার? 

উত্তরঃ তিন প্রকার (CGST, SGST, IGST) 

৬৯. GST এর ব্র্যান্ড অম্বাসদারের নাম কি ? 

উত্তরঃ অমিতাভ বচ্চন 

৭০. GST এর সদর দপ্তর কোথায়?

উত্তরঃ দিল্লিতে 

৭১. বভারতের রাজনৈতিক ইতিহাসে প্রাচীনতম গ্রন্থটির নাম কি? 

উত্তরঃ রাজ তরঙ্গিনী 

৭২. ত্রিপিটক কোন ভাষায় রচিত?

উত্তরঃ পালি 

৭৩. কোন সুলতান আগ্রা নগরটি নির্মাণ করেছিল?

উত্তরঃ সিকান্দর লোদি 

৭৪. শকাব্দ কে প্রচলন করেন?

উত্তরঃ কণিষ্ক 

৭৫. মহেঞ্জোদাড়ো আবিষ্কার করেন কে?

উত্তরঃ রাখালদাস বন্দ্যোপাধ্যায়

৭৬. সর্বপ্রথম ভারতের জাতীয় পতাকার রং নির্বাচন করা হয়?

উত্তরঃ লাল, হলুদ, সবুজ

৭৭. কার আমলে কুতুবমিনার নির্মাণ কাজ শুরু হয়?

উত্তরঃ কুতুবউদ্দিন আইবক 

৭৮. কোন যুদ্ধে ভারতবর্ষের মাটিতে প্রথম কামান ব্যবহার করা হয়েছিল?

উত্তরঃ পানিপথের প্রথম যুদ্ধে 

৭৯. হর্ষচরিত্র এর রচয়িতা কে?

উত্তরঃ বানভট্ট 

৮০. সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ শিমুক 

৮১. শিখ গুরু তেজ বাহাদুরকে মৃত্যুদন্ডে দন্ডিত করেছিলেন কে? 

উত্তরঃ ঔরঙ্গজেব 

৮২. ফতেপুর সিক্রি নামক নগরটি নির্মাণ করেন কে?

উত্তরঃ আকবর 

৮৩. মহেঞ্জোদাড়ো কথাটির অর্থ কি?

উত্তরঃ মৃতের স্তুপ 

৮৪. রাজতরঙ্গিনীর লেখক কে?

উত্তরঃ কলহন 

৮৫. ফা হিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন?

উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত 

৮৬. মানব দেহের সর্বাপেক্ষা দৃঢ় ও দীর্ঘ অস্থি কোনটি?

উত্তরঃ উরুর অস্থি 

৮৭. শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত উদ্ভিদ কোনটি?

উত্তরঃ লাইকেন 

৮৮. যে সব উদ্ভিদ বরফের উপর জন্মায় তাদের কি বলে?

উত্তরঃ ক্রায়োফাইট 

৮৯. কোন প্রাণী বেশিদিন বেঁচে থাকে?

উত্তরঃ হাতি 

৯০. মশার লার্ভা খেয়ে বেঁচে থাকে কোন প্রাণী?

উত্তরঃ এম্বুশিয়া 

৯১. একটি উভয়লিঙ্গ প্রাণীর উদাহরণ দাও।

উত্তরঃ কেঁচো 

৯২. পায়রার মূত্রে কি বেশি থাকে?

উত্তরঃ ইউরিক অ্যাসিড 

৯৩. মাছের বিশেষ জ্ঞানেন্দ্রিয়ের নাম কি?

উত্তরঃ স্পর্শেন্দ্রিয় রেখা 

৯৪. ট্র্যাকিয়া কোন প্রাণীর শ্বাসঅঙ্গ?

উত্তরঃ ফড়িং 

৯৫. আত্মঘাতী থলি বলা হয় কাকে?

উত্তরঃ লাইসোজোমকে 

৯৬. রকেটে ডাই অক্সিজেন কি কাজে ব্যবহৃত হয়?

উত্তরঃ জারক হিসাবে 

৯৭. সর্বাপেক্ষা দীর্ঘ উদ্ভিদ কোষ কোনটি?

উত্তরঃ রেমি উদ্ভিদের তন্তু কোষ 

৯৮. লিপ্তপদ কোন প্রাণীর গমনে সাহায্য করে?

উত্তরঃ হাঁস 

৯৯. মানুষ সর্বপ্রথম কোন শস্যটি ব্যবহার করে?

উত্তরঃ গম 

১০০. একটি পূর্ণ পরজীবী উদ্ভিদের নাম লেখ।

উত্তরঃ স্বর্ণলতা 

১০১. লজ্জাবতী পাতায় কি ধরণের গমন দেখা যায়?

উত্তরঃ ন্যাস্টিক চলন 

১০২. নখে কোন ধরণের প্রোটিন থাকে?

উত্তরঃ কেরোটিন 

১০৩. চোখের কোন অংশে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়?

উত্তরঃ পিত বিন্দু 

১০৪.অ্যাপেন্ডিক্স মানুষের শরীরের কোন অঙ্গের সাথে যুক্ত থাকে? 

উত্তরঃ বৃহদ্র 

১০৫. ফুসফুসের আবরনীকে কি বলা হয়?

উত্তরঃ প্লুরা

১০৬. রক্তে কত শতাংশ রক্তকণিকা থাকে?

উত্তরঃ ৪৫ শতাংশ 

১০৭. পেঁকিছাটা চালে কোন ধরণের ভিটামিন থাকে?

উত্তরঃ B-কমপ্লেক্স 

১০৮. লাইডিক্টেটর কি ধরণের যন্ত্র?

উত্তরঃ শক্তি রূপান্তরকারী যন্ত্র 

১০৯. অ্যামোনিয়াকে শুষ্ক করতে কি ব্যবহার করা হয়?

উত্তরঃ পোড়া চুন 

১১০. সোডিয়াম বাই কার্বনেট কি জাতীয় লবণ?

উত্তরঃ আম্লিক লবণ 

১১১. আপতকালীন হরমোন কোনটি?

উত্তরঃ অ্যাড্রিনালিন 

১১২. বাংলার প্রথম বাঙ্গালি রাজ্যপালের নাম কি?

উত্তরঃ ডঃ হরেন্দ্রনাথ মুখোপাধ্যায়

সমস্ত রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার স্টাডি মেটিরিয়ালস সম্পূর্ণ বিনামূল্যে পেতে আমাদের সাইটে প্রতিদিন ভিজিট করুন
আরও পড়ুন-

File Details:
File Name- jibikadisari.com- 100+ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর
File Format- pdf
Quality- High
File Size- 1 MB
File page- 12
File Location- Google Drive

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area