Ads Area


বিভিন্ন স্নায়ুর কাজ ও প্রকৃতি - List Functions Nature Of Different Nerves

বিভিন্ন স্নায়ুর কাজ ও প্রকৃতি - List Functions Nature Of Different Nerves


বিভিন্ন স্নায়ুর কাজ ও প্রকৃতি - List Functions Nature Of Different Nerves

বিভিন্ন স্নায়ুর কাজ ও প্রকৃতি - List Functions Nature Of Different Nerves: এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই তালিকাটি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।


বিভিন্ন স্নায়ুর কাজ ও প্রকৃতি - List Functions Nature Of Different Nerves


বিভিন্ন স্নায়ুর কাজ ও প্রকৃতি তালিকা
স্নায়ু প্রকৃত কাজ
অলফ্যাক্টরি সংবেদী ঘ্রাণ
অপটিক সংবেদী দর্শন
অকুলোমোটর চেষ্টীয় অক্ষিগোলাকের সঞ্চালন
ট্রকলিয়ার চেষ্টীয় অক্ষিগোলকের সঞ্চালন
ট্রাইজেমিনাল মিশ্র নেত্রপল্লব, ওষ্ঠ ও চোয়ালের সঞ্চালনে সহায়তা, চাপ, তাপ, স্পর্শ ইত্যাদি অনুভূতি গ্রহণ
অ্যাবডুসেন্স চেষ্টীয় অক্ষিগোলকের সঞ্চালন
ফেসিয়াল মিশ্র মুখবিবরের সঞ্চালন, লালা ও অশ্রু ক্ষরণ, আস্বাদন ও ত্বকের অনুভূতিতে সহায়তা
অডিটরী সংবেদী শ্রবণ ও ভারসাম্য রাখা
গ্লসোফ্যারিঞ্জিয়াল মিশ্র স্বাদগ্রহণ ও জিহ্‌বার সঞ্চালন
ভেগাস মিশ্র হৃদযন্ত্র, ফুসফুস, পাকস্থলী ও স্বরনালীর সঞ্চালন এবং নানা প্রকার অনুভূতি গ্রহণ
স্পাইনাল অ্যাকসেস্‌রি চেষ্টীয় মাথা ও কাঁধের সঞ্চালন
হাইপোগ্লোসাল চেষ্টীয় জিহবার বিচলন



বিভিন্ন স্নায়ুর কাজ ও প্রকৃতি প্রশ্ন ও উত্তর নমুনা



1. অপটিক স্নায়ুর কাজ কি?

উত্তর- দর্শন


2. গ্লসোফ্যারিঞ্জিয়াল স্নায়ুর কাজ কি?

উত্তর- স্বাদগ্রহণ ও জিহ্‌বার সঞ্চালন


3. ট্রাইজেমিনাল স্নায়ুর কাজ কি?

উত্তর- নেত্রপল্লব, ওষ্ঠ ও চোয়ালের সঞ্চালনে সহায়তা, চাপ, তাপ, স্পর্শ ইত্যাদি অনুভূতি গ্রহণ


4. ভেগাস স্নায়ুর কাজ কি?

উত্তর- হৃদযন্ত্র, ফুসফুস, পাকস্থলী ও স্বরনালীর সঞ্চালন এবং নানা প্রকার অনুভূতি গ্রহণ


5. অপটিক স্নায়ুর প্রকৃতি কি?

উত্তর- সংবেদী


বিভিন্ন স্নায়ুর কাজ ও প্রকৃতি তালিকা PDF ডাউনলোড



File Details:
File Name- jibikadisari.com-বিভিন্ন স্নায়ুর কাজ ও প্রকৃতির তালিকা
File Format- pdf
Quality- High
File Size- 0.5 MB
File page- 1
File Location- Google Drive



Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area