Ads Area


মানবদেহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর - Important Questions Answers Human Body PDF

মানবদেহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর - Important Questions Answers Human Body PDF


মানবদেহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর - Important Questions Answers Human Body PDF


মানবদেহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর - Important Questions Answers Human Body PDF: এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই প্রশ্নোত্তর গুলি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।

মানবদেহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর - Important Questions Answers Human Body PDF



1. একজন স্বাভাবিক স্বাস্থ্যবান মানুষ ২৪ ঘণ্টায় কত বার শ্বাস প্রশ্বাস নেয়?
উত্তরঃ- ২৩,০৪০ বার।

2. একজন পূর্ণবয়স্ক মানুষের হৃৎপিণ্ড দিনে কত লিটার রক্ত পাম্প করে?
উত্তরঃ- ৬,০০০-৭,৫০০ লিটার।

3. মানুষ প্রতিরাতে গড়ে কত মিনিট স্বপ্ন দেখে?
উত্তরঃ- ১ – ১.৫ মিনিট।

4. মানব শরীরে কতটুকু পানি ও কার্বন রয়েছে?
উত্তরঃ- ৭০% পানি ও ১৮% কার্বন।

5. একজন মানুষের চামড়ার ওপর কি পরিমাণ লোমকূপ রয়েছে?
উত্তরঃ- ১ কোটি।

6. মানুষের মস্তিষ্ক কি পরিমাণ গন্ধ বুঝতে পারে?
উত্তরঃ- প্রায় ১০,০০০।

7. একজন মানুষের রক্তের পরিমাণ শরীরের ওজনের কত ভাগ?
উত্তরঃ- ১৩ ভাগের এক ভাগ।

8. একজন সুস্থ স্বাভাবিক মানুষের হৃৎপিণ্ড দিনে কত বার স্পন্দিত হয়?
উত্তরঃ- ১,৩০,৬৮০ বার।

9. মানুষের মাথার মগজের কি পরিমাণ কোষ কোনো না কোনো কাজ করে?
উত্তরঃ- ৭০ লক্ষ।

10. মাথার চুল দিনে গড়ে কতটুকু বাড়ে?
উত্তরঃ- ০.০১৭১৪ ইঞ্চি।

11. সকালের তুলনায় সন্ধ্যায় উচ্চতা কতটুকু হ্রাস পায়?
উত্তরঃ- ১ সেন্টিমিটার।

12. দেহের সব শিরাকে পাশাপাশি সাজালে কতটুকু জমির প্রয়োজন?
উত্তরঃ- দেড় একর জমি।

13. মানুষ চোখ খুলে কী করতে পারে না?
উত্তরঃ- হাঁচি দিতে পারে না।

14. মানুষের দেহের সবচেয়ে শক্তিশালী পেশী কোনটি?
উত্তরঃ- জিহ্বা।

15. মানবদেহের সবচেয় বড় হাড় কোনটি?
উত্তরঃ- পাঁজর।

16. মানবদেহের সবচেয় ক্ষুদ্রতম হাড় কোনটি?
উত্তরঃ- কানের হাড়।

17. আমরা কয়টি হাড় নিয়ে জন্মগ্রহণ করি?
উত্তরঃ- ৩০০ হাড়।

18. প্রস্রাব হলুদ দেখায় কেন?
উত্তরঃ- বিলিরুবিনের জন্য।

19. অ্যামাইনো অ্যাসিড ইউরিয়ায় পরিণত হয় কোথায়?
উত্তরঃ- যকৃতে।

20. মানবদেহে রাসায়নিক দূত হিসাবে কাজ করে কী?
উত্তরঃ- হরমোন।

21. ডায়াবেটিস রোগ হয় কোন প্রাণরসের অভাবে?
উত্তরঃ- ইনসুলিন।

22. প্রাপ্ত বয়স্ক হওয়ার পর আমাদের দেহে কয়টি হাড় থাকে?
উত্তরঃ- ২০৬টি।

23. আমাদের চোখের একটি পাপড়ি কত দিন বেঁচে থাকে?
উত্তরঃ- ১৫০ দিন। এরপর নিজে থেকেই ঝরে যায়।

24. আমাদের মাথার খুলি কত ধরনের ভিন্ন ভিন্ন হাড় দিয়ে তৈরি?
উত্তরঃ- ২৬ ধরনের।

25. সেলসিয়াস স্কেলে মানবদেহের স্বাভাবিক উষ্ণতা কত?
উত্তরঃ- ৩৬.৯ ডিগ্রি।

26. স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ কত?
উত্তরঃ- ১৫ পাউন্ড।

27. সিস্টোলিক চাপ বলতে কী বোঝায়?
উত্তরঃ- হৃৎপিণ্ডের সংকোচন চাপ।

28. ডায়োস্টোল চাপ বলতে কী বোঝায়?
উত্তরঃ- হৃৎপিণ্ডের প্রসারণ।

29. রক্তে হিমোগ্লোবিন থাকে কোথায়?
উত্তরঃ- লোহিত কণিকায়।

30. রক্তের লোহিত কণিকা তৈরি হয় কোথায়?
উত্তরঃ- অস্থিমজ্জায়।

31. মানবদেহে মোট কশেরুকার সংখ্যা কত?
উত্তরঃ- ৩৩টি।

32. মানুষের মুখে কর্তণ দাতের সংখ্যা কত?
উত্তরঃ- ২০টি।

33. রক্ত কত প্রকার?
উত্তরঃ- ৩ প্রকার।

34. হিমোগ্লোবিনের কাজ কী?
উত্তরঃ- অক্সিজেন ও কার্বন-ডাই-অক্সাইড বহন করা।

35. পালমোনারি (ফুসফুসীয়) শিরা কী বহন করে?
উত্তরঃ- অক্সিজেনবাহী রক্ত।

36. মানবদেহের হৃৎপিণ্ড কত প্রকোষ্ঠ বিশিষ্ট?
উত্তরঃ- চার প্রকোষ্ঠ বিশিষ্ট।

37. লোহিত কণিকার আয়ুষ্কাল কত দিন?
উত্তরঃ- ৫-৬ দিন।

38. অণুচক্রিকার গড় আয়ু কত দিন?
উত্তরঃ- ১০ দিন।

39. রক্তশূন্যতা বলতে কী বোঝায়?
উত্তরঃ- রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া।

40. রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে?
উত্তরঃ- ল্যান্ড স্টিনার।

41. বিলিরুবিন কোথায় তৈরি হয়?
উত্তরঃ- যকৃতে।

42. বক্ষ গহ্বর ও উদর পৃথক রাখে কে?
উত্তরঃ- ডায়াফ্রাম।

43. কিডনির কার্যকরী একক কী?
উত্তরঃ- নেফরন।

44. প্রস্রাবের ঝাঁঝালো গন্ধের জন্য দায়ি পদার্থের নাম কী?
উত্তরঃ- এমোনিয়া।

45. পিত্ত রস অগ্নাশয় রসের সাথে মিলিত হয় কোথায়?
উত্তরঃ- ডিওডেনাম।

46. মানবদেহে বৃহত্তম গ্রন্থি কোনটি?
উত্তরঃ- যকৃত।

47. চোখের জল নিঃসৃত হয় কোথা থেকে?
উত্তরঃ- লেকরিমাল গ্রন্থি থেকে।

48. নার্ভের মাধ্যমে প্রবাহিত আবেগের গতি প্রতি সেকেন্ডে কত মিটার?
উত্তরঃ- ১২৫ মিটার।

49. একজন সুস্থ মানুষের একটি হৃৎকম্পন সম্পূর্ণ হতে কত সময় লাগে?
উত্তরঃ- ০.৪ সেকেন্ড।

50. দাড়ি গোঁফ গজায় কোন হরমোনের জন্য?
উত্তরঃ- টেস্টোস্টেরন।

51. জীবন রক্ষাকারী হরমোন কোনটি?
উত্তরঃ- অ্যালডোস্টেরন।

52. ফসফরাস বেশি থাকে কোন অঙ্গে?
উত্তরঃ- অস্থিতে।

53. খাদ্যদ্রব্য সবচেয়ে বেশি শোষিত হয় পোস্টিক নালীর কোন অংশে?
উত্তরঃ- ক্ষুদ্রান্তে।

54. মহিলাদের পরিণত জনন কোষকে কি বলে?
উত্তরঃ- ডিম্বাণু।

55. মানুষের করোটিতে কতটি অস্থি থাকে?
উত্তরঃ- ২৪টি।

56. শরীর থেকে বর্জ্য পদার্থ ইউরিয়া বের করে দেয় কোন অঙ্গ?
উত্তরঃ- কিডনি।

57. একজন স্ত্রী লোক জননকালে প্রতি মাসে কয়টি ডিম্ব উৎপাদন করে?
উত্তরঃ- ১টি।

58. প্রস্রাব প্রস্তুত হয় কোথায়?
উত্তরঃ- কিডনীতে।

59. থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত প্রাণরসের নাম কী?
উত্তরঃ- থাইরক্সিন।

60. চোখের মধ্যে সবচেয়ে সংবেদনশীল অংশের নাম কী?
উত্তরঃ- রেটিনা।

61. আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে কোন জারক রস?
উত্তরঃ- পেপসিন।

62. বহিঃকর্ণ ও মধ্যকর্ণের সংযোগস্থলের পর্দাটির নাম কী?
উত্তরঃ- টিস্প্যানিক পর্দা।

63. জীব দেহের ওজনের প্রায় ২৪ ভাগ কোন পদার্থ?
উত্তরঃ- কার্বন।

64. যকৃত বা পেশী কোষে অতিরিক্ত গ্লুকোজ জমা থাকে কী রূপে?
উত্তরঃ- গ্লাইকোজেন রূপে।

65. প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ কী?
উত্তরঃ- দেহের ক্ষয় পূরণ ও বৃদ্ধি জাতীয় কাজ করা।

66. কোন হরমোনের অভাবে স্নায়ু ও পেশীর অস্থিরতা বেড়ে যায় ও পেশীর খিচুনী শুরু হয়?
উত্তরঃ- প্যারা থরমোন।

67. ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের অভাবে?
উত্তরঃ- অ্যাড্রনালিন।

68. প্রতি মিনিটে হৃৎপিণ্ডের স্বাভাবিক গড় স্পন্দন কত?
উত্তরঃ- ৭২।

69. ধমনী শেষ হয় কোথায়?
উত্তরঃ- লসিকায়।

70. মানুষ সাদা ও কালো হয় কোন হরমোনের কারণে?
উত্তরঃ- মেলানিন।

71. মস্তিস্কে প্রতি মিনিটে কি পরিমাণ রক্ত সরবরাহ হয়?
উত্তরঃ- ৩৫০ মিলিলিটার।

72. পরিপাকতন্ত্রের সবচেয়ে শক্তিশালী স্ফিত অংশের নাম কী?
উত্তরঃ- পাকস্থলী।

73. কোন জিনিস পিত্তের বর্ণের জন্য দায়ী?
উত্তরঃ- বিলিরুবিন।

74. নিউরন কী?
উত্তরঃ- স্নায়ু কলার প্রতিটি কোষকে নিউরন বলে।

75. কোন সন্ধিতে সবচেয়ে বেশি মুভমেন্ট হয়?
উত্তরঃ- সাইনভিয়াল সন্ধি।

76. স্নায়ু কোষের বর্ধিত অংশকে কী বলে?
উত্তরঃ- এক্সেন।

77. প্রশ্বাসে কি ধরনের বায়ু ফুসফুসে প্রবেশ করে?
উত্তরঃ- অক্সিজেন মিশ্রিত।

78. রক্তের চাপ কোথায় সবচেয়ে কম?
উত্তরঃ- শিরায়।

79. মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি?
উত্তরঃ- যকৃত।

80. মানবদেহের সবচেয়ে বড় অস্থির নাম কি?
উত্তরঃ- ফিমার।

81. কোনটি শিশুকালে অপসারণ করলে বামনত্ব হয়?
উত্তরঃ- পিটুইটারি।

82. শোসনের সময় দেহ থেকে কি নির্গত হয়?
উত্তরঃ- কার্বন-ডাই-অক্সাইড।

83. শুক্রাশয় থেকে নিসৃত হরমোনের নাম কি?
উত্তরঃ- টেস্টোস্টেরন।

84. মাইটোসিস কোথায় সংগঠিত হয়?
উত্তরঃ- দেহ কোষে।

85. রক্তে লোহিত ও শ্বেত কণিকার অনুপাত কত?
উত্তরঃ- ৫০০ : ১।

86. রক্ত জমাট বাঁধার পার রক্তের হালকা অবশিষ্ট তরল অংশকে কি বলে?
উত্তরঃ- সিরাম।

87. মানবদেহের সর্বাপেক্ষা দৃঢ় ও দীর্ঘ অস্থি কোনটি?
উত্তরঃ- উরুর অস্থি।

88. অণুচক্রিকার কাজ কি?
উত্তরঃ- রক্ত জমাট বাঁধা।

89. লিউকোমিয়া রোগের কারণ কি?
উত্তরঃ- রক্তে শ্বেত কণিকার মাত্রা বেড়ে যাওয়া।

90. দেহের শক্তির প্রধান মাধ্যম কি?
উত্তরঃ- শ্বসন।

91. দেহে মেলানিনের প্রধান কাজ কি?
উত্তরঃ- সূর্যরশ্মির ক্ষতিকর প্রভাব থেকে দেহকে রক্ষা করা।

92. মানবদেহের ক্ষুদ্রতম অস্থির নাম কী?
উত্তরঃ- স্টেপিস।

93. রোগ-জীবাণু ধ্বংস করতে সাহায্য করে কোন রস?
উত্তরঃ- পিত্তরস।

94. কোন হরমোন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়?
উত্তরঃ- গ্লোকাগন।

95. একজন বয়স্ক লোক প্রতিমিনিটে কতবার শ্বাস নেয়?
উত্তরঃ- ১২-১৮ বার।

96. মানবদেহের রক্ত সঞ্চালন চক্র আবিষ্কার করেন কে?
উত্তরঃ- উইলিয়াম হার্ভে।

97. কোন অ্যাসিড মানবদেহে অপেক্ষাকৃত বেশি পরিমাণে আছে?
উত্তরঃ- এইচসিএল।

98. লম্বা হওয়ার জন্য কোন হরমোন দায়ী?
উত্তরঃ- গ্রোথ হরমোন।

99.জরায়ু সংকোচনে সহায়তা করে কোন হরমোন?
উত্তরঃ- অক্সিটোসিন।

100. রক্ত কি ধরনের কলা?
উত্তরঃ- যোজক কলা।



মানবদেহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তালিকা PDF ডাউনলোড


File Details:
File Name- jibikadisari.com-মানবদেহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
File Format- pdf
Quality- High
File Size- 320 KB
File page- 8
File Location- Google Drive



Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area