Ads Area


পদার্থ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Questions And Answers Regarding Matter

পদার্থ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Questions And Answers Regarding Matter

পদার্থ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Questions And Answers Regarding Matter

পদার্থ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর- এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে  এই প্রশ্নোত্তর গুলি সুন্দর করে দেওয়া হলো ।

যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে ।

পদার্থ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর


1. তাপ ও তড়িৎ পরিবাহী একটি অধাতুর নাম লেখো।

উত্তরঃ- গ্রাফাইট তাপ ও তড়িৎ পরিবাহী অধাতু।


2. একটি ইলেকট্রনের আধান কত ?

উত্তরঃ- একটি ইলেকট্রনের আধান 1.602 × 10-19 কুলম্ব।


3. একটি ধাতুকল্পের নাম লেখো ।

উত্তরঃ- আর্সেনিক (As) একটি ধাতুকল্প ।


4. N2 এবং 2N এর মধ্যে পার্থক্য কী ?

উত্তরঃ- N2 = নাইট্রোজেনের একটি অণু এবং 2N = নাইট্রোজেনের দুটি পরমাণু।


5. মৌলিক অণু ও যৌগিক অণুর একটি করে উদাহরণ দাও ।

উত্তরঃ- মৌলিক অণু— O2, (অক্সিজেন) ; যৌগিক অণু– H2 O (জল)।


6. রাসায়নিক বিক্রিয়াতে অংশ নেয়, অণু না পরমাণু ?

উত্তরঃ- রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু অংশ নেয়।


7. পরমাণুর কেন্দ্রককে কী বলে ?

উত্তরঃ- পরমাণুর কেন্দ্রককে নিউক্লিয়াস বলে।


8. পৃথিবীতে কয়টি মৌলিক পদার্থ আছে ?

উত্তরঃ- পৃথিবীতে 92 টি প্রাকৃতিক এবং 26 টি কৃত্রিম মৌল আবিষ্কৃত হয়েছে।


9. পৃথিবীতে মোট প্রাকৃতিক মৌলের সংখ্যা কটি ?

উত্তরঃ- পৃথিবীতে প্রাকৃতিক মৌলের সংখ্যা মোট 92 টি।


10. পরমাণুবাদ কার আবিষ্কার ?

উত্তরঃ- বিজ্ঞানী ডালটন 1808 খ্রিস্টাব্দে পরমাণুবাদ তত্ত্ব আবিষ্কার করেন।


11. সবচেয়ে হাল্কা ধাতুর নাম কী ?

উত্তরঃ- লিথিয়াম হল সবচেয়ে হাল্কা ধাতু।


12. পরমাণু অবিভাজ্য না বিভাজ্য ?

উত্তরঃ- ডালটনের মতে পরমাণু অবিভাজ্য।


13. কোন্ মৌলের পরমাণুতে 2 টি নিউট্রন থাকে ?

উত্তরঃ- হিলিয়াম মৌলের পরমাণুতে 2 টি নিউট্রন থাকে।


14. কোন্ পরমাণুর ভরসংখ্যা ও পরমাণু – ক্রমাঙ্ক একই ?

উত্তরঃ- সাধারণ হাইড্রোজেনের ভরসংখ্যা ও পরমাণু-ক্রমাঙ্ক একই।


15. পরমাণুর কেন্দ্রে সাধারণত কী থাকে ?

উত্তরঃ- পরমাণুর কেন্দ্রে সাধারণত ধনাত্মক কণাযুক্ত প্রোটন ও নিস্তড়িৎ নিউট্রন থাকে।


16. H2 SO4 এর একটি অণুতে পরমাণুর সংখ্যা কত ?

উত্তরঃ- H2 SO4 বা সালফিউরিক অ্যাসিডের একটি অণুতে পরমাণুর সংখ্যা 7


17. বিশুদ্ধ পদার্থ কাকে বলে ?

উত্তরঃ- একটি মাত্র পদার্থ দ্বারা গঠিত পদার্থকে বিশুদ্ধ পদার্থ বলে।


18. 5 O2 বলতে কী বোঝ ?

উত্তরঃ- 5 02 বলতে অক্সিজেনের পাঁচটি অণুকে বোঝায়।


19. CI 2 এবং 2Cl এর মধ্যে পার্থক্য কী ?

উত্তরঃ- CI 2 দ্বারা ক্লোরিনের একটি অণু বোঝায় এবং 2CI দ্বারা ক্লোরিনের দুটি পরমাণু বোঝায়।


20. দুটি নিষ্ক্রিয় মৌলের নাম লেখো।

উত্তরঃ- দুটি নিষ্ক্রিয় মৌল হল হিলিয়াম (He) এবং নিয়ন (Ne)।


21. মিশ্র পদার্থ কাকে বলে ?

উত্তরঃ- একাধিক পদার্থের দ্বারা সৃষ্ট পদার্থ, যার মধ্যে ওই পদার্থগুলির ধর্ম বজায় থাকে তাকে মিশ্র পদার্থ বলে।


22. প্রোটন কাকে বলে ?

উত্তরঃ- পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত একক ধনাত্মক তড়িৎ আধান ও একক ভরযুক্ত কণিকাকে প্রোটন বলে।


23. ইলেকট্রনের আবিষ্কারক কে ?

উত্তরঃ- 1898 খ্রিস্টাব্দে স্যার জে. থমসন ইলেকট্রন আবিষ্কার করেন।


24. হাইড্রোজেনের পারমাণবিক ভর কত ধরা হয় ?

উত্তরঃ- হাইড্রোজেনের পারমাণবিক ভর 1.008 ধরা হয়।


25. নিউট্রন কে আবিষ্কার করেন ?

উত্তরঃ- জেমস্ স্যাডউইক 1932 খ্রিস্টাব্দে নিউট্রন আবিষ্কার করেন।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area