Ads Area


Zexpo Smart Questions And Answers

Zexpo Smart Questions And Answers

Zexpo Smart Questions And Answers

Zexpo Smart Questions And Answers: Here, is the best place for you to download Zexpo Smart Questions And Answers. Here, you can get the Current Affairs In Bengali and English. www.jibikadisari.com give you All competitive exam Special Current Affairs In Bengali study material like Police exams, Railway exams, Psc exam, Civil exams, Indian Post exams, SSC exams, UPSC exams RBI exams, Group-D exams, Indian Army exams, or any other entrance exams. Current Affairs is very important for all examination. You can also download GK, GI, Math, questions paper, Current Affairs etc . Visit this sight www.jibikadisari.com to download free Current Affairs.


Zexpo Smart Questions And Answers


(1) একটি বালক চাদে 6 মিটার লাফাতে পারলে পৃথিবী পৃষ্ঠে লাফাতে পারবে:

(a) 12 মিটার

(b) 6 মিটার

(c) 1 মিটার

(d) 10 মিটার


(2) সৌরকোষে সৌরশক্তি রূপান্তরিত হয়:

(a) আলােকশক্তিতে

(b) তড়িৎশক্তিতে

(c) তাপশক্তিতে

(d) যন্ত্রশক্তিতে


(3) বটমলির পরীক্ষার সময় পারিপার্শ্বিক বায়ুর উষ্ণতা হওয়া দরকার:

(a) 0°C

(b) –23°C

(c) 0°C –এর বেশি

(d) 0°C –এর কম যে কোনও তাপমাত্রা


(4) 36 কিলােমিটার/ঘণ্টা বেগে চলমান কোনও গাড়ি ব্রেকের সাহায্যে 5s –এ থামানাে হল। গাড়িটির মন্দন এককে হবে:

(a) 1

(b) 2

(c) 1.5

(d) 2.5


(5) 20 কিলােগ্রাম ভরের কোনও বস্তুর ওপর 40 N বলপ্রয়ােগ করলে উৎপন্ন ত্বরণ:

(a) 2

(b) 0.2

(c) 0.5

(d) 1


(6) 5 HP = কত ওয়াট?

(a) 3530

(b) 3630

(c) 3730

(d) 3830 


(7) একটি বস্তুকে 10m সরানাের জন্য 20 Jকার্য করা হল। প্রযুক্ত বলের মান:

(a) 0.5 N

(b) 1N

(c) 2N

(d) 20ON 


(8)একটি লিভারের বলবাহ ও রােধবাহু আলম্বের একই দিকে আছে । বলবাহু ও রােধবাহুর দৈর্ঘ্য যথাক্রমে 10 সেমি ও 5 সেমি হলে, লিভারটি কোন শ্রেণির?

(a) প্রথম

(b) দ্বিতীয়

(c) তৃতীয়

(d) সঠিকভাবে বলা সম্ভব নয়


(9) ওপরের উদাহরণে যান্ত্রিক সুবিধা হবে:

(a) 2

(b) 4

(c) 20

(d) 1


(10) একটি ট্রেন তার মােট যাত্রাপথের প্রথম অর্ধেক 120 km. h' এবং শেষ অর্ধ 40 km. h' দ্রুতিতে অতিক্রম করল। ওই যাত্রাপথে ট্রেনের গড় ক্ষতি (km. h –এককে):

(a) 100

(b) 96

(c) 92

(d) 104


(11) সমতল দর্পণে একটি আলােকরশ্মি আপতিত হয়ে প্রতিফলনের পর চ্যুতি কোণ 110° হলে, প্রতিফলন কোণ হবে:

(a) 55°

(b) 45°

(c) 35°

(d) 25°


(12) কোনও তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য 5m এবং বেগ BOO m. s' হলে, তরঙ্গের কম্পাঙ্ক (Hz এককে):

(a) 160

(b) 180

(c) 400

(d) 20OO


(13) সবচেয়ে হালকা ধাতু হল:

(a) ক্যালশিয়াম

(b) সােডিয়াম

(c) পটাশিয়াম

(d) লিথিয়াম


(14) 19 সেমি পারদ– চাপে কোনও নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ৪ লিটার। তাপমাত্রা অপরিবর্তিত রেখে 76 সেমি পারদ– চাপে ওই গ্যাসের আয়তন হবে:

(a) 1 লিটার

(b) 2 লিটার

(c) 4 লিটার

(d) 6 লিটার


(15)নীচের মৌলগুলির কোনটি দ্বি–পরমাণুক নয়?

(a) অক্সিজেন

(b) হাইড্রোজেন

(c) ওজোন

(d) নাইট্রোজেন


(16) 200 g CaCO3 –এর সঙ্গে অতিরিক্ত HCI –এর বিক্রিয়ায় উৎপন্ন গ্যাসের STP –তে আয়তন হবে:

(a) 22. 4 লিটার

(b) 44. 8 লিটার

(c) 11. 2 লিটার

(d) 16. 4 লিটার


(17) 1 ক্যালােরি = কত জুল?

(a) 4. 6

(b) 4. 2

(c) 5. 6

(d) 5. 4


(18) ফারেনহাইট স্কেলে কোনও উষ্ণতার পরিমাপ 10° হলে, সেলসিয়াস স্কেলে ওই উষ্ণতার পরিমাপ হবে:

(a) 322

(b) 36°

(c) 40

(d) 44


(19) কোনও বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ 0. 09 ক্যালােরি/গ্রাম C এবংতাপগ্রাহিতা 9 ক্যালােরি/°C হলে, বস্তুর ভর হবে:

(a) 100g

(b) 10g

(c) 4. 1g

(d) 81g



(20)কোনও পরিবাহীর তড়িৎপ্রবাহমাত্রা (I), আধান (Q) এবং সময় (t) –এর মধ্যে সম্পর্ক হল:

(a) I = Qxt

(b) Q = Ixt

(c) t = QxI

(d) Qx I



(21) কোনও পরিবাহীর রােধ ও প্রবাহের সময় স্থির রেখে প্রবাহমাত্রা তিনগুণ করলে উৎপন্ন তাপ পূর্বের তাপের যতগুণ হবে, তা হল:

(a) 3

(b) 4

(c) 9

(d) 10


(22) প্রকৃতিতে পাওয়া তেজস্ক্রিয় মৌলে নিউট্রন ও প্রােটন সংখ্যার অনুপাত:

(a) 1:5

(b) 1:5 –এর কম

(c) 1:5 –এর বেশি

(d) এদের কোনওটিই নয়


(23) হ্যালােজেন মৌলগুলিকে IUPAC প্রবর্তিত দীর্ঘ পর্যায় সারণির যে– group –এ অন্তর্ভুক্ত করা হয়েছে, তা হল:

(a) 16

(b) 17

(c) 18

(d) 14


(24)নিয়ন (Ne) –এর সর্বশেষ কক্ষে ইলেক্ট্রন সংখ্যা:

(a) 2

(b) 4

(c) 6

(d) 8


(25) একটি সমযােজী ত্রিবন্ধনযুক্ত যৌগিক অণু:

(a) ইথেন

(b) ইথিলিন

(c) অ্যাসিটিলিন

(d) বেঞ্জিন



(26) তড়িদবিশ্লেষণ একটি:

(a) জারণ বিক্রিয়া

(b) বিজারণ বিক্রিয়া

(c) জারণ-বিজারণ বিক্রিয়া

(d) কোনটিই নয়


(27)জলের তড়িদবিশ্লেষণে ক্যাথােডে ও অ্যানােডে যে– সকল গ্যাস উৎপন্ন হয়, তাদেরআয়তনের অনুপাত:

(a) 1:2

(b) 2:1

(c) 1:4

(d) 4:1


(28) একটি অজারক অ্যাসিডের নাম:

(a) HCl

(b) HNO

(c) HCOOH

(d) H2So4


(29) কোনও পরমাণুর সর্বশেষ কক্ষের ঠিক আগের কক্ষপথে সর্বাধিক ইলেক্ট্রনের সংখ্যা:

(a) 8

(b) 18

(c) 24

(d) 32


(30) কার্বনের আইসােটোপের সংখ্যা:

(a) 3

(b) 4

(c) 5

(d) 2



Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area